মানসিক স্বস্তি সবার ঊর্ধ্বে। || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ১৮ই ভাদ্র | ১৪৩১ বঙ্গাব্দ | সোমবার | শরৎ-কাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000090685.png

Canva দিয়ে তৈরি



প্রতিটা মানুষ চায় তার জীবনের মুহূর্তগুলো যেন সুন্দরভাবে অতিবাহিত করতে পারে স্বাভাবিকভাবে জীবন পরিচালনা করতে পারে। তার জীবনে কোন বাধা বিপত্তি থাকবে না সুখে শান্তিতে প্রতিটা মুহূর্ত অতিক্রম করতে পারবে। তবে দুঃখের বিষয় মানুষের চাওয়ার সাথে তার পাওয়ার মিল নাও থাকতে পারে কেউ চায় সুখে শান্তিতে জীবন যাপন করব তবে অভাব অনটনসহ মনের অনেক ইচ্ছা কাঁধে বিভিন্ন দায়িত্ব থাকার কারণে সেগুলো আর সম্ভব হয় না। এই বিষয়টা আমি যখন প্রচন্ড ব্যস্ত থাকি তখন অনুভব করি। তবে হ্যাঁ নিজের দৈনন্দিন চাহিদাগুলো পূরণ করার ক্ষেত্রে নিজেকে কাজের সাথে নিয়োজিত রাখতে হবে তবে সেটা কাজের সময় কাজ আর নিজের স্বাধীনতার সময় সেই স্বাধীনতার টাইম দিতে হবে। আপনি শুধু কাজ করলেন নিজের মনের স্বাধীনতা আটকে রাখলেন সে ক্ষেত্রে জীবনটাকে উপভোগ করতে পারবেন না।

এক ধরনের মানুষ আছে যারা শুধু জীবনটাকে উপভোগ করার নেশায় ভবিষ্যতে কি করবে সেই বিষয়গুলো ভুলে যায় আসলে প্রতিটা মানুষেরই একটা নির্দিষ্ট ইনকাম সোর্স থাকা দরকার যেটা দিয়ে সে নিজের প্রয়োজনীয় সব চাহিদা পূরণ করতে পারবে শুধু তাই নয় তার মনের যেসব ইচ্ছা জাগবে সেই ইচ্ছেগুলো পূরণ করতে পারবে। কেউ সহজেই এই টার্গেট পূরণ করতে পারে আবার কারো ক্ষেত্রে অনেক দীর্ঘ পরিশ্রম করতে হয় তবে যাদের পারিবারিক অবস্থা ভালো ফ্যামিলি সাপোর্ট থাকে তাদের ক্ষেত্রে অনেকটাই সহজ হয়ে যায়। বাস্তব চোখে দেখা অনেক অভিজ্ঞতা থেকেই এই কথাটা বললাম। স্বাভাবিকভাবেই একজন ধনী পরিবারের সন্তান সহজে জীবনটাকে গুছিয়ে নিতে পারে তুলনামূলক একটি দরিদ্র পরিবারের সন্তানকে অনেক বাধার সম্মুখীন হতে হয়।



আমি এই সপ্তাহের তিনদিন প্রচন্ড ব্যস্ততার সাথে দিন পার করছি মূলত ঢাকা যাওয়া নিয়ে গতকালকে আপনাদের সাথে একটা পোস্ট শেয়ার করেছিলাম। প্রথম দিনে ঢাকা গিয়ে আবার পরের দিনেই ফিরে আসা এতটা সহজ নয় তার মধ্যে নিজের কাজগুলো কমপ্লিট করে ফেলা তাহলে বুঝুন কতটা চাপের মধ্যে ছিলাম। হ্যাঁ আমি অনেক ঘোরাঘুরি করি এটা সত্য তবে পারিবারিক যত ধরনের কাজ আছে সেগুলো কমপ্লিট করার পাশাপাশি নিজের শখের প্রাধান্য দেই কেননা আমার ঘুরতে অনেক বেশি ভালো লাগে তাই প্রতি মাসেই কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার চেষ্টা করি। ভিন্ন পরিবেশে গেলে নিজের মন মানসিকতার উন্নতি হয় এজন্যই নতুন পরিবেশে নিজেকে তুলে ধরার চেষ্টা করি।



প্রতিটা মানুষ ছোট থেকেই টাকার পিছনে দৌড়াতে থাকে তবে শুধু টাকার পিছনে দৌড়ে জীবনটা শেষ করলে নিজের জীবনের স্বস্তি খুঁজে পাবেন না। তবে বর্তমান সময়ে আমাদের সমাজের বেশিরভাগ মানুষ শুধু টাকার পেছনে দৌড়ায় তাই তাদের জীবনটা অনেকটাই আমার কাছে মূল্যহীন মনে হয়। কেননা মানসিক স্বস্তি সবার ঊর্ধ্বে। আপনার অনেক টাকা আছে কিন্তু মানসিকভাবে আপনি অসুখী সেক্ষেত্রে আপনার সেই টাকার কোন মূল্য নেই। আজ কয়েক দিনে এত ব্যস্ত সময় পার করেছি যেটা বলে বোঝাতে পারবো না যার কারণে কমিউনিটিতে ঠিকমতো সময় দিতে পারিনি। কিন্তু আমার এমন জীবন একটুও পছন্দ না মূলত আমাদের নতুন একটি ব্যবসা শুরু হয়েছে যার কারণে সেদিকে একটু সময় দিতে হয়েছে। আব্বু এই বয়সে এসে যদি সময় দিতে পারে তাহলে আমি কেন পারব না সেই বিষয়টা বিবেচনা করেই এত কষ্ট করছি।



মূলত আব্বুর যেন খুব বেশি কষ্ট না হয় সেজন্য সবসময় আব্বুর সাথে থেকে তাকে যত দূর সম্ভব সহযোগিতা করার চেষ্টা করি কারণ দিনশেষে আব্বু তো আমাদের জন্যই এত পরিশ্রম করছে। তবে হ্যাঁ যদি পরিবারের সবাই মিলে কমবেশি কাজের প্রতি মনোযোগ দেওয়া যায় সে ক্ষেত্রে সবার উপর প্রেসারটা অনেক কমে যায়। পুরোটা সকাল আব্বুর কাজে সাহায্য করেছি যেহেতু নতুন ভাবে কিছু উদ্যোগ নেয়া হয়েছে সেহেতু একটু বাড়তি সময় দিতে হয়। যেকোনো ব্যবসা বা যেকোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই নতুন নতুন একটু বাড়তি সময় না দিলে আপনার সেই প্রতিষ্ঠানে সফলতা কিভাবে আসবে বলুন?? যাই হোক এরকম ব্যস্ত সময় পার না করলে হয়তো বুঝতে পারতাম না সবকিছুর ঊর্ধ্বে মানসিক স্বস্তি। তবে যখন পারিবারিক দায়িত্ব কাধে পড়ে তখন এমন মানসিক চাপ একটু নিতে হয়।



🔚সমাপ্তি🔚


এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


20231121_224724-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

এখানে একটা কথা আছে ভাই। আমাদের বুঝতে হবে আমাদের জীবনের আসল উদ্দেশ্য কী সুখ না শান্তি। দুইটা একই মনে হলেও দুইটার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। সুখ একটা বিষয় যেটা টাকা পয়সা ধন সম্পত্তি থাকলেই পাওয়া যায়। কিন্তু মানসিক শান্তির ব‍্যাপার টা পুরোপুরি আলাদা। আপনার পোস্ট টা পড়ে বেশ ভালো লাগল। সুন্দর লিখেছেন।।

"Let's celebrate this amazing update together! 🎉👏 We're all part of an incredible journey, and I'm so grateful for each and every one of you! 💖 To show our appreciation, let's come together and make some new memories on Discord! 📱💬 Join the party at https://discord.gg/7SyC6uWBTS and get ready to have some fun! 😄 Don't forget to vote for our witness, @bangla.witness, by following this link: https://steemitwallet.com/~witnesses. Your support means the world to us! ❤️ Let's keep growing and thriving together! 🌱👍"

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 79169.45
ETH 3182.99
USDT 1.00
SBD 2.63