ভোগান্তির শিকার। || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ17 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ১৫ই শ্রাবণ | ১৪৩১ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষা-কাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000082158.png

Canva দিয়ে তৈরি



বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা সবাইকে কম বেশি ভোগান্তির মুখে ফেলেছে। ঠিকমত ইন্টারনেট সেবা না পাওয়ার কারণে অনেকেই এই ভোগান্তির সম্মুখীন হচ্ছে। বর্তমান সময়ের প্রতিটা মানুষ সোশ্যাল মিডিয়ার সাথে নিজেদের একটিভিটি ধরে রাখার চেষ্টা করে বাইরের কোন কাজ বা বাইরের মানুষগুলোর সাথে যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করতে হয় বা যারা অনলাইনে কাজের সাথে জড়িত আছে তাদের কাজের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করতে হয় তবে বর্তমান সময়ে ইন্টারনেট সেবা থেকে সবাইকে বিচ্ছিন্ন রাখা হয়েছিল। কয়েকদিন ইন্টারনেট সেবা চালু হলেও এর ধীরগতির কারণে সবাই নিজেদের কাজ থেকে দূরে থাকছে বলা চলে। হয়তো যতদিন পুরোপুরি স্বাভাবিকভাবে নেট সেবা চালু না হবে ততদিন এই ভোগান্তির শিকার হতেই হবে। কমিউনিটিতে কাজের ক্ষেত্রে নিজের স্বাধীনতা অনুযায়ী কাজ করার একটা সুবিধা আছে তবে বর্তমানে ইন্টারনেট সেবার কারণে সেই স্বাধীনতাটা হারিয়ে ফেলেছি বলা চলে।

আপনি চাইলে সকাল বিকাল বা রাতে যে কোন সময় আপনার এক্টিভিটি এখানে তুলে ধরতে পারেন। কিন্তু হঠাৎ ইন্টারনেট এরকম ধীরগতির কারণে বেশিরভাগ সময়ে সকালবেলা ছাড়া কমিউনিটিতে কাজ করা বেশ কষ্টকর। বেশিরভাগ সময় সার্ভার দুর্বল থাকে আপনি কোন কাজ করতে গেলে ইন্টারনেট ধীরগতির কারণে সেই কাজটা স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ বা তিনগুণ সময় লাগবে তাছাড়া কাজের প্রতি যে একটা আগ্রহ থাকে সেই আগ্রহটা হারিয়ে যায়। যখন আপনার কাজের প্রতি আগ্রহ হারিয়ে যাবে তখন সেই কাজটা আপনি আর আগের মত ধারাবাহিকভাবে করতে পারবেন না। এজন্য প্রতিটা মানুষের এই ইন্টারনেট সেবার ভোগান্তির শিকার হতে হচ্ছে। হয়তোবা বাংলাদেশ সরকার দ্রুত এই সমস্যা সমাধান করবে। ইন্টারনেট সেবা নিয়ে প্রতিনিয়ত বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে সমস্যার কথাগুলো উল্লেখ করা হচ্ছে যেখানে বাংলাদেশের ব্যাংকগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।



যাদের আত্মীয়-স্বজন বাইরে থাকে তারা হঠাৎ করেই ইন্টারনেট সেবা থেকে ছিটকে যাওয়ার কারণে প্রিয় মানুষগুলোর সাথে আর যোগাযোগ করতে পারেনি। দেখুন এখন ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যেকোন প্রান্তের মানুষের সাথে ভিডিও কলে সরাসরি কথা বলা যায় এটা বড় একটা সুবিধা। তবে ইন্টারনেট ধীরগতির কারণে ভিডিও কলে কথা বলার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সে ক্ষেত্রে আপনার প্রিয় মানুষগুলোর সাথে আগের মত আর যোগাযোগ করতে পারছেন না আগের মত মন খুলে কথা বলতে পারছেন না এটাও একটা ভোগান্তির অংশ বলা চলে। একজন বাংলাদেশী নাগরিক হিসেবে চাইছি এই সমস্যা দ্রুত সমাধান হয়ে যাক মানুষের জনজীবন আবার স্বাভাবিকভাবে ফিরে আসুক আমরা ঠিকঠাকভাবে কমিউনিটিতে কাজ করি। আমাদের পরিবারটা আগের মতো গুছিয়ে নিই। আমি শুধু চাইছি আগে যেরকম ধারাবাহিকতা অব্যাহত ছিল সেই ধারাবাহিকতাটা বজায় থাকুক।



ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে বাইরে থেকে সব ধরনের রেমিটেন্স আসা বন্ধ হয়ে গিয়েছে যেটা বাংলাদেশের সাম্প্রতিক আর্থিক অবস্থার উপরে বড় একটি প্রভাব ফেলেছে। বাংলাদেশের প্রবাসীরা বড় একটা অংশ রেমিটেন্সের মাধ্যমে অর্থনৈতিক চাকা সচল রাখে। সাম্প্রতিক কয়েকদিন আগে পুরো এক সপ্তাহ বাংলাদেশের ইন্টারনেট বন্ধ ছিল যার কারণে প্রবাসীরা বাংলাদেশে টাকা পাঠাতে ব্যর্থ হয়েছে। ইন্টারনেট সেবা না থাকার কারণে বাংলাদেশের ব্যাংকগুলো অচল হয়ে পড়েছিল বাইরে থেকে কোন টাকা আসেনি যার কারণে অর্থনৈতিক বড় একটা ধাক্কার সম্মুখীন হয়েছে। আপনি যদি সাম্প্রতিক বাজারের কিছু দ্রব্যমূল্যের জিনিসের কথা চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন সেগুলোর উপরে কিছুটা হলেও এর প্রভাব পড়েছে। প্রতিরোধ দ্রব্যমূল্যের দাম হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে।



যাই হোক আর বেশি কিছু বলবো না শুধু চাইছি ইন্টারনেট সেবা যেন আবার আগের মত চালু হয়ে যায় আর আমাদের মতো যারা ছোটখাটো পরিবারের সাথে যুক্ত আছে বা কোন অনলাইনে কমিউনিটির সাথে যুক্ত আছে তারা যেন নিজের সময়টা ভালোভাবে সেই পরিবারের সাথে ভাগ করে নিতে পারে। পুরো এক সপ্তাহ সময়টা কমিউনিটি থেকে দূরে ছিলাম কে কোন অবস্থায় আছে সেটা কেউ খোঁজ নিতে পারেনি আবার নিজেদের ছোট্ট ইনকাম সোর্স টি বন্ধ হয়ে গিয়েছিল। সব মিলিয়ে সবাই কমবেশি ভোগান্তির শিকার হয়েছে। যদি পুরোপুরি ইন্টারনেট সেবা চালু করে দেওয়া হয় সে ক্ষেত্রে আমরা কমিউনিটিতে কাজের ক্ষেত্রে আবার পুরোপুরি স্বাধীনতা ফিরে পাবো আর আমি একান্তভাবে সেটাই আশা করছি যেন সব ক্ষেত্রেই পুরোপুরি স্বাধীনতা পাই। হয়তো আর কিছুদিনের মাঝেই এই স্বাধীনতাটা পেয়ে যাব অর্থাৎ বাংলাদেশের ইন্টারনেট ধীরগতির সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর এই সমস্যাটা সমাধান হলেই আমরা ভোগান্তি থেকে মুক্তি পাবো।



🔚সমাপ্তি🔚


এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


20231121_224724-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 17 days ago 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া সকালে নেট ভালো থাকলেও আমাদের কাজ করা হয় না।সত্যি বলতে সকালের সময় অনেক ব্যস্ত থাকতে হয়। যাইহোক আমরা সবাই চাই তারাতাড়ি ইন্টারনেট আবার আগের মতো ফিরে আসুক। বেশ সুন্দর গুছিয়ে লিখেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 17 days ago 

যাদের ধৈর্য নেই তারা এ সময় ইন্টারনেটে কোনো কাজ করতে পারবেনা। এত বেশি সমস্যা হচ্ছে ইন্টারনেটে কি আর বলবো। আমরা যারা এরকম ছোটখাটো কাজ করি তাদেরই এরকম এত সমস্যা হচ্ছে। আর যারা বড় বড় অনলাইনে কাজ করে তাদের না জানি কত সমস্যা হচ্ছে। এই সমস্যা যে কবে সমাধান হবে তাই বা কে জানে। যাই হোক ভালো লাগলো আপনার লেখাটি পড়ে।

 17 days ago 

বেশ কঠিন মুহূর্তের মধ্য দিয়ে আমাদের দেশের মানুষ পার করছে এবং পার করলো। যতদিন ইন্টারনেট সেবা ছিল না ততদিন সত্যি খুবই কষ্ট হল আমাদের সবার। তবে এখনো পরিপূর্ণ নেট ব্যবস্থা হয়নি। না জানি সামনের দিনগুলো কেমন হবে।

 17 days ago 

ইন্টারনেটের কারণে সত্যি অনেক ভোগান্তির মধ্যে থাকতে হয়েছে। ইন্টারনেটের কারণে কত যে সমস্যায় পড়েছি এটা বলেই বোঝাতে পারবোনা। কিন্তু এই মুহূর্তে নেট অনেক বেশি স্লো। যারা ধৈর্য ধরতে জানে না তারা কিন্তু এই সময়টাতে ভালোভাবে কোনো কিছু করতে পারবে না। ইন্টারনেট না থাকলে আমাদের মত মানুষদের কতটা কষ্টে থাকতে হয়, এটা এই কয়েকদিনেই আমরা বুঝে গিয়েছি। যারা প্রতিনিয়তই আমাদের মত অনলাইনে কাজ করতেছে তাদের অনেক বেশি কষ্ট হচ্ছে।

 17 days ago 

ভোগান্তি এখনোও ভুগতে হচ্ছে ভাই! এমন গতি নেটের যে আসলেই আর কাজ করার আগ্রহ সুযোগ কোনটাই থাকে না! আর যে কয়দিন একেবারেই নেট ছিলো না, আমার নিজের ছোটভাই ভারতে থাকে, ওর সাথে একেবারেই যোগাযোগ করতে পারি নি। এমনকি ও মোবাইলেও কল দিয়েছিলো, তখন ও মোবাইলেও কথা বোঝা যায় নি!! কি আর বলবো! কিভাবে দিন গুলো যাচ্ছে!! কবে যে ঠিক হবে!

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58503.45
ETH 2594.59
USDT 1.00
SBD 2.45