আজ একটি মুক্তগদ্য দিয়ে পোস্ট সাজালাম। মুক্তগদ্য - অনিদ্রা ও ব্যাঙের সংসার।
মুক্তগদ্য - অনিদ্রা ও ব্যাঙের সংসার
🙏 সকলকে স্বাগত জানাই 🙏
আজ অনেকদিন পরে ব্যাঙ ডাকার শব্দ পেলাম জানো। তখনি কী মনে পড়লো বলো তো। তোমার কথা। না না তাবলে ভেবো না যে আমি তোমায় ব্যাঙ ভেবেছি৷ আর যদি ভেবেও থাকি, তাতে অসুবিধা কী? ভাবার মধ্যে তো কোনো দোষ নেই। তাই না? ব্যাঙই তো একমাত্র জীব যারা পুকুরে জাল ছুঁয়েও বেঁচে থাকে নির্বিঘ্নে। স্বভাবে তারা উভচর। যেমন সাপ। কিন্তু ব্যাঙের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তারা নিরাময়ের দিকে যায় বারবার। আমি সাপেদের কথা ধরিনি। দেখবে সাপ এবং ব্যাঙের লড়াইতে কেমন একটা ব্যস্তানুপাতিক প্রেম আছে। জীবিত প্রাণীজগতে তার প্রত্যক্ষ প্রভাব পড়ে। তাছাড়া ব্যাঙের শরীরে রয়েছে ঝলসে যাওয়ার দাগ। নিজের অজান্তেই তারা শ্বাস নেয় চারপাশে। আমি ব্যাঙের ডাক শুনে নিজের মাথায় তৈরি করেছি শ্বাসযন্ত্র। চামড়াকে পিচ্ছিল করে তুলেছি আরও। ভেবেছি হয়ত পিচ্ছিল শরীরে দানা বাঁধবে রাতের অনুভব৷ ধীরে ধীরে চাঁদ উঠবে পুকুরপাড়ে। আলোকিত হবে জলে ঢেকে যাওয়া সিঁড়ি। গতকাল আমিও নেমেছি সেই সিঁড়িতে। দেখেছি প্রথম আলোয় ঠিক কেমন লাগে জলতল। ব্যাঙেরা গভীরতা বোঝে। আর জলের গভীরে তৈরি করে নেপথ্যের প্রাচীর। যত ধীরে ধীরে তারা এগিয়ে যায় নাগরিক প্রলাপের দিকে, ততই স্পষ্ট হয় গঠনতন্ত্রের ডাক। আমি আরও আরও মনে করি তোমার কথা। সমস্ত দেহচিহ্নের আগে আমি সেই প্রবণতাকে ভাবি৷ পুকুরের পাড়ে নির্মিত হয় নিবিড় প্রাসাদ৷ এই সবকিছু আসলে এক স্বীকারোক্তি। ব্যাঙের পিচ্ছিল শরীরে তাই বুলিয়ে দিয়েছি অজানা নক্ষত্রসুখ। তুমি এলে সেটুকুই প্রকাশ করব আমি। তুমি তাকালে নির্ভয়ে সাজাব সেই গোপন প্রাসাদ।
আপনাদের জন্য একটি মুক্তগদ্য পোস্ট করলাম। আশা করি এই গদ্যটি পড়ে আপনাদের ভালো লাগবে। মুক্ত করতে আসলে গদ্য হলেও এটি কবিতার মত ঘরানায় লিপিবদ্ধ করা হয়। আসলে যে কথা কবিতার কাব্যিক মোড়কে লেখা যায় না তার জন্য মুক্তগদ্য সৃষ্টি হয়। আশপাশের বিভিন্ন পারিপার্শ্বিক ঘটনা যখন মনের মধ্যে এক তীব্র অনুভব সৃষ্টি করে, তখন মুক্ত গদ্যের জন্ম হয়। এই মুক্ত গদ্যটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আপনাদের অনুভূতির কথা নিশ্চয় জানাবেন।
🙏 ধন্যবাদ 🙏
(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
পুস সংক্রান্ত ডেইলি টাস্ক -
https://x.com/KausikChak1234/status/1903499391320948779?t=2wKwze6iedVdcnXZosshiQ&s=19
https://x.com/KausikChak1234/status/1903511186177683765?t=-pFKoTX7rDg2Uulztklu1g&s=19
https://x.com/KausikChak1234/status/1903515692546314273?t=6jkirCT6SoUrIkLqU1rT6Q&s=19
https://x.com/KausikChak1234/status/1903515692546314273?t=pm872mMDTXHzJBWcxwHZew&s=19
https://x.com/KausikChak1234/status/1903520330255405496?t=zmx4nB5uYzTWE4NQGLCNeA&s=19
https://x.com/KausikChak1234/status/1903523804577718619?t=L3f-tN-H3ez4JZwBc6Ob2g&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
@tipu curate
Upvoted 👌 (Mana: 7/8) Get profit votes with @tipU :)
ব্যাঙের সংসার, পুকুরের সিঁড়ি, আর জলতলের গোপন প্রাসাদ, এই গদ্য যেন এক স্বপ্নময় জগতে টেনে নেয়। ব্যাঙ আর সাপের লড়াইয়ের মাঝে এক আশ্চর্য কাব্যিক প্রেম খুঁজে পাওয়া গেল! শব্দের ভাঁজে লুকিয়ে থাকা অনুভূতিগুলো যেন ধীরে ধীরে জলে ঢেউ তোলে। পিচ্ছিল শরীরের গল্প, নেপথ্যের ডাক ,সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি দিল।