লোভনীয় ডিম চপ রেসিপি।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে একটি স্পেশাল রেসিপি শেয়ার করবো। সুস্বাদু ডিম চপ রেসিপি।
এখন চলছে রহমতের মাস পবিত্র রমজান। এই রমজান মাসে সুবেহ-সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রাপ্ত বয়স্ক সবাই রোজর পালন করে। সারাদিন রোজা রেখে ইফতারের সময় অনেক ধরনের খাবার খাওয়া হয়। দুনিয়াতে রোজাদারদের খুশি হলও ইফতারিতে। আর দিন যত অতিক্রম হচ্ছে ইফতারের সময় খাবারের আইটেম বাড়ছেই।
সবাই চেষ্টা করে ইফতারের সময় নতুন আইটেম তৈরী করার জন্য। আমাদের বাসাতেও একেকদিন একেক রকম ইফতারের আয়োজন করা হয়। একদিন ফল ফ্রুটের সাথে মুড়ি মাখানো খায়, একদিন খিচুড়ি, একদিন বিরিয়ানি, একদিন নুডুলস, চিকেন ফ্রাই এভাবেই খাওয়া হচ্ছে। রমজান মাসে সৃষ্টিকর্তা ভালোই খাওয়া দাওয়া রিজিকে রেখেছেন। গত বৃহস্পতিবারে লোভনীয় ডিম চপ রেসিপি করেছিলাম। সেই রেসিপিটি আজকে শেয়ার করতে যাচ্ছি।
রেসিপির বিভিন্ন উপকরণসমূহ
- ডিম চারটি
- বেসন এক কাপ
- ময়দা হাফ কাপ
- দুটো কাঁচা মরিচ কুচি
- পেঁয়াজ কুচি পরিমান মত
- আঁদা বাটা হাফ চামচ
- রসুন বাটা হাফ চামচ
- জিরে গুঁড়ো হাফ চামচ
- ধনিয়া গুঁড়ো হাফ চামচ
- হলুদের গুঁড়ো হাফ চামচ
- মরিচের গুঁড়ো হাফ চামচ
- চটপটি মসলা পরিমান মত
- গরম মসলা গুঁড়ো পরিমাণ মত
- তেল পরিমান মত
ডিম চপ রেসিপি তৈরি করার বিস্তারিত বর্ণনা -
প্রথম ধাপ-
সব কিছু কেটেকুটে রেডি করে, একটি প্লাস্টিকের
পাত্রে পেঁয়াজ কুচি গুলো নিলাম। তারপর আঁদা, রসুন, জিরে, ধনিয়া, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ধীরে ধীরে কাঁচা মরিচ কুচি, বেসন, লবন ময়দা সব কিছু পাত্রে রেখে দিলাম।
দ্বিতীয় ধাপ-
তারপর পরিমাণ মত পানি দিয়ে সব কিছু মিক্স করে নিলাম। এই পর্যায়ে পানির পরিমানের দিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে,যেন পানি বেশি না হয়ে যায়।
তৃতীয় ধাপ-
তারপর ছুরি দিয়ে প্রতিটি ডিম চার পিস করে কেটে নিলাম। তারপর অল্প একটু মিক্স নিয়ে মাঝখানে এক পিস করে ডিম রেখে দিলাম।
চতুর্থ ধাপ-
অল্প একটু মিক্সচারের ভিতরে এক পিস করে ডিম দিয়ে একটি করে চপ বানিয়ে পাত্রে রাখলাম। এভাবে সব গুলো ডিমের পিস দিয়ে চপ বানালাম। সময় কমই লাগে।
পঞ্চম ধাপ-
এই পর্যায়ে ফ্রাইপেন বসিয়ে তাতে পরিমাণ মত তেল দিয়ে গরম করে নিলাম। তারপর ডিমের চপ গুলো বানিয়ে ধীরে ধীরে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। আট থেকে দশ মিনিট ভালো ভাবে নেড়েচেড়ে চপ গুলো ভাজি করে নিলাম।
পরিবেশন-
কেমন হলো আমার লোভনীয় ডিম চপ রেসিপি। ভাজা জিনিস ইচ্ছে করলে মাঝে মাঝেই বানিয়ে খেতে পারেন। ডিম চপ রেসিপি টা খেতেও দারুণ স্বাদ লাগে। সাথে থাকবে টমেটো সস, চপ নিয়ে সসে চুবিয়ে খাবেন, প্রতি কামড়ে অসাধারণ স্বাদ অনুভব করবেন। মন চাইবে সব গুলো আপনি একাই খেয়ে ফেলবেন,হা হা হা।
তাহলে রেসিপিটা কেমন হলো মতামত জানাবেন।আজকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | রিয়েলমি সি-৫৩ |
ফটোগ্রাফার | @joniprins |
তারিখ | ১৩-০৩-২০২৫ |
সময় | বিকাল-৫.৩০ মিনিট |
স্থান | নিজ বাসা, নারায়ণগঞ্জ, ঢাকা |
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে লোভনীয় ডিম চপ রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।
জী ভাই খেয়ে ভালোই লেগেছে।
বাহ, ডিমের দারুন রেসিপি তৈরি করেছেন ভাইয়া। এভাবে ডিমের চপ তৈরি করে ইফতারিতে খেলে ভীষণ মজা লাগে। খুবই মজাদার একটি রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া।
জী এই রেসিপি টা ইফতারিতে দারুণ স্বাদ লাগে। ধন্যবাদ।
ঠিক এই রেসিপিটাই আমি করব করব ভেবেও করা হয়নি এতদিন যাবত। কারণ এই ডিম চপের রেসিপি যখন আমি প্রথমবার দেখেছিলাম তখন নিজের কাছে খুবই লোভ লেগেছিল। ভেবেছিলাম এই রমজানের মধ্যে করব।কিন্তু এখন পর্যন্ত করার সুযোগ হয়নি। যাই হোক খুব সুন্দর একটা রেসিপি তৈরি করেছেন। দেখেই একদম লোভনীয় দেখা যাচ্ছে।
একদিন বানিয়ে ইফতারিতে খাবেন, ভীষণ স্বাদ লাগে।
ইফতারের সময় প্রতিদিন একই ধরনের আইটেম খেতে ভালো লাগে না। তাই আমরা চেষ্টা করি এক একদিন এক এক ধরনের আইটেম খাওয়ার এবং তৈরি করার। আপনি তো বেশ মজার করে ডিমের চপ তৈরি করেছেন। ডিমের চপ খেতে অনেক বেশি ভালো লাগে। রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমরা চেষ্টা করি প্রতিদিন একই আইটেম না বানিয়ে ভিন্ন ভিন্ন রেসিপির স্বাদ নিতে। ধন্যবাদ।
ইফতারিতে এরকম মজাদার কিছু তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনি তো দেখছি খুব মজাদার ভাবে এই ডিম চপ রেসিপিটা তৈরি করেছেন। ডিম চপ গুলো দেখে আমার তো খেতে ইচ্ছে করছে। কারণ ডিম চপ খেতে আমি অনেক বেশি পছন্দ করি। এরকম মজাদার ডিমের চপের সাথে যদি সস থাকে, তাহলে তো আরো বেশি ভালো লাগে খেতে।
জী ডিম চপ গুলো দেখতে যেমন লোভনীয় লাগে, খেতেও ভালো লাগে।
আমার কাছে তো এরকম মজাদার ডিম চপ খেতে অসম্ভব ভালো লাগে। দেখে তো বুঝতেই পারছি ডিম চপ গুলো অনেক বেশি মজাদার হয়েছিল। সবাই একসাথে খেতে অসম্ভব ভালো লাগবে। এখন যদি পেতাম তাহলে তো মজা করে খেতে পারতাম। যারা কখনো এই রেসিপিটা তৈরি করেনি তারা সহজে এটা শিখে নিতে পারবে। নিশ্চয়ই মজা করে খেয়েছেন এই মজার ডিম চপ।
জী ভাই খেতে ভীষণ স্বাদ লেগেছিল।
ইফতারে বিভিন্ন ধরনের চপ খেতে ভালোই লাগে। ডিমের চপ আমার তো আরো বেশি পছন্দ। বেশ ভালো লাগলো আপনার আজকের রেসিপি টা দেখে। আমার তো দেখেই লোভনীয় লাগছে। এবার এখনো ডিমের চপ খাওয়া হয়নি। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।
জী রেসিপি টা ভীষন লোভনীয় ছিল। ধন্যবাদ।
ডিমের চপ রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। আসলে ইফতারে বিভিন্ন ধরনের আইডেম থাকলে অনেক ভালো লাগে। আর ডিমের চপ গুলো আমি ও প্রতিদিন তৈরি করি।ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জী প্রতিদিনের ইফতারে বিভিন্ন ধরনের আইটেম থাকে।
Done

প্রতিদিনের ইফতারের নতুন আইটেম হলে তো দারুন হয়। আপনি আজকে অনেক সুন্দর একটি রেসিপি প্রস্তুত করেছেন দেখতে খুবই লোভনীয় লাগছে। ডিমের চপ রেসিপি আমার ভীষণ প্রিয়। অনেকসুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ ভাই কমেন্ট পড়ে উৎসাহ পেলাম।