ঠিক এই রেসিপিটাই আমি করব করব ভেবেও করা হয়নি এতদিন যাবত। কারণ এই ডিম চপের রেসিপি যখন আমি প্রথমবার দেখেছিলাম তখন নিজের কাছে খুবই লোভ লেগেছিল। ভেবেছিলাম এই রমজানের মধ্যে করব।কিন্তু এখন পর্যন্ত করার সুযোগ হয়নি। যাই হোক খুব সুন্দর একটা রেসিপি তৈরি করেছেন। দেখেই একদম লোভনীয় দেখা যাচ্ছে।
একদিন বানিয়ে ইফতারিতে খাবেন, ভীষণ স্বাদ লাগে।