আমার কাছে তো এরকম মজাদার ডিম চপ খেতে অসম্ভব ভালো লাগে। দেখে তো বুঝতেই পারছি ডিম চপ গুলো অনেক বেশি মজাদার হয়েছিল। সবাই একসাথে খেতে অসম্ভব ভালো লাগবে। এখন যদি পেতাম তাহলে তো মজা করে খেতে পারতাম। যারা কখনো এই রেসিপিটা তৈরি করেনি তারা সহজে এটা শিখে নিতে পারবে। নিশ্চয়ই মজা করে খেয়েছেন এই মজার ডিম চপ।
জী ভাই খেতে ভীষণ স্বাদ লেগেছিল।