যা ! ভেঙ্গে গেলো দোয়েল পাখির ডিম গুলো।

in আমার বাংলা ব্লগ5 months ago (edited)
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।

IMG_20240527_001739.jpg

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন পোস্ট। কিছুদিন আগে আপনাদের মাঝে একটি পোস্টের মাধ্যমে শেয়ার করেছিলাম চড়ুই পাখির কাহিনী। সেই পোস্টে আমি আপনাদের মাঝে বলেছিলাম,একটি চড়ুই পাখি প্রতিদিন আমাদের দোকানের শাটারে বাসা বাঁধে। কিন্তু শাটার প্রতিদিন ওঠানো নামানো করার কারণে বাসাটা প্রতিদিনই ভেঙ্গে যেত। আর তার জন্য আমাদের দোকানে থাকা এক বড় ভাই নিজে উদ্যোগ গ্রহণ করে সেই চড়ুই পাখি দুটির জন্য কাটুন দিয়ে একটি বাসা তৈরি করে দিয়েছিল। তবে দুঃখজনক বিষয় হলো চড়ুই পাখির জন্য বাসা বাঁধলেও সেখানে দোয়েল পাখি এসে বাসাটা দখল করে নেয়।

তো সেই থেকেই মূলত দোয়েল পাখি সেখানেই থাকতে শুরু করে দিয়েছিল। প্রতিদিন সে তার মত খর গোছাতো তার বাসাটাকে নিজের মতো করে সাজানোর জন্য। সবই ঠিক ছিল প্রতিদিনই সে তার বাসাটাতে খুব ভালোভাবে থাকতো। আর আমরাও সেদিকে আর তেমন একটা লক্ষ্য করিনি। কিন্তু দুঃখজনক বিষয় হলো গত কয়েকদিন আগে হঠাৎ করে দেখি কোনো কারনে বাসাটা নিচে পড়ে গিয়েছে। বাসাটা নিচে পড়ে গিয়েছিল এটা সমস্যা ছিল না। কারণ আমরা চাইলে আবারো বাসাটাকে তুলে দিতে পারতাম।

Messenger_creation_33933c8b-d2dc-4013-af68-e9dbc10e7edb-01.jpeg

Messenger_creation_1c5740ae-5b00-48cb-90a3-59663d87b0bd.jpeg

Messenger_creation_762b7da6-f36e-43b0-ae51-cc77c5d45490-01.jpeg

তবে দুঃখজনক বিষয় হলো বাসাটির মধ্যে দোয়েল পাখির ডিম ছিল। আর উপর থেকে বাসাটি নিচে পড়ে যাওয়ার কারণে সে ডিমগুলো ভেঙে গিয়েছিল। সত্যিই এই বিষয়টা জেনে বেশ খারাপ লেগেছিল আমাদের। তো আমার দোকানের অনার অর্থাৎ সোহেল ভাই এই বিষয়টা দেখে সে পরবর্তীতে আমাদেরকে বলল বাসাটাকে আবার তুলে দিতে। কিন্তু বাসাটা সেখানে লাগানোর জন্য তেমন কোনো আইডিয়া পাচ্ছিলাম না। কারণ গতবার ডাবল সাইড টেপ দিয়ে কাটুনটি লাগানোর কারণে সেটা বেশিদিন টিকে থাকতে পারিনি। আর তার জন্যই কি দিয়ে বাসাটাকে আবার লাগিয়ে দেওয়া যায় সেই নিয়ে ভাবছিলাম।

IMG_20240525_172444-01.jpeg

IMG_20240525_172454-01.jpeg

তো পরবর্তীতে সোহেল ভাই নিজেই সিদ্ধান্ত নিল বাসাটাকে আবার জায়গামতো লাগিয়ে দেবে। ভাবছিলাম কি দিয়ে লাগালে ভালোমতো টিকে থাকবে। তখন সোহেল ভাই দেখি বাসাটিকে গ্লু গান দিয়ে লাগানোর সিদ্ধান্ত নিয়েছিল। তো যেই ভাবা সেই কাজ,ওনার ভাবনা অনুযায়ী উনি নিজেই একটা টুলের উপর উঠে ব্লু গান দিয়ে কাটুনটিকে জায়গা মত লাগিয়ে দিয়েছিল। এ বিষয়ে আমি কিছু না করতে পারলে উনাকে শুধুমাত্র একটু হেল্প করেছিলাম। যাই হোক এভাবেই আবারো দোয়েল পাখির বাসাটাকে জায়গা মতো বসিয়ে দেয়া হয়েছিল। আবারো দেখি দোয়েল পাখি গুলো সেখানে থাকতে শুরু করেছে। হয়তোবা আবারও তারা ডিম পাড়বে।

তবে যেহেতু বর্তমান ঝড় বৃষ্টির সময় এগিয়ে আসছে তাই বাসাটি কতদিন টিকে থাকবে জানিনা। তবে যে জায়গায় লাগানো হয়েছিল আশা করা যায় ভালোই টিকবে। আর বাকিটা আল্লাহ ভরসা।

তো প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। এটাই ছিল মূলত দোয়েল পাখির বাসা ভেঙে যাওয়ার ঘটনা। তো আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

আপনারা একবার পাখির বাসাটা ঠিক করার পর আবারো ভেঙ্গে গেল। তবে পাখির ডিমটা ভেঙে গিয়েছে জেনে সত্যিই খুব খারাপ লাগলো। আপনার আবার বাসাটা ঠিক করে দিয়েছেন গ্লু গান দিয়ে। তবে এখন যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে সব জায়গাতে পাখিদের বাসা গুলো ঠিক থাকবে না হয়তো।

 5 months ago 

কাল সারাদিন ঝড় হয়েছিল এখন পর্যন্ত বাসাটা ঠিকই আছে।

 5 months ago 

চড়ুই পাখির জন্য বাসা তৈরি করেছিলেন, এটা শুনেছিলাম। তবে আজকে আবার শুনছি যে, ওখানে এসে দোয়েল পাখি থাকা শুরু করে দিয়েছে। তবে আপনারা যদি একটু শক্ত করে পেরেক দিয়ে বাসাটা দেয়ালের সাথে লাগিয়ে দিতেন তাহলে হয়তো খুলে পড়তো না। আর ডিমটাও ভেঙে যেত না। যাইহোক, আবার যেহেতু নতুন করে লাগিয়ে দিয়েছেন, আশা করি আর সমস্যা হবে না।

 5 months ago 

আসলে ওটা যেহেতু কাগজের কাটুন ছিল তাই পেরেক দিয়ে লাগানো যেত না। যাইহোক এবার গ্লু গান দিয়ে লাগানো হয়েছে আশা করা যায় এবার টিকে থাকবে।

 5 months ago 

যাক, এবার টিকে থাকলেই ভাল ভাই। দোয়েল পাখিটা নতুন করে তার থাকার জায়গা পাবে তাহলে।

 5 months ago 

জি ভাই, অনেক ঝড় বৃষ্টি গেল তারপরও বাসাটা সেভ আছে।

 5 months ago 

অনেক ঝড় বৃষ্টি হওয়ার পরেও যে পাখির বাসাটা সেইফ আছে, সেটা জেনে ভালো লাগলো ভাই।

 5 months ago 

এর আগের পোস্ট আমি পড়েছিলাম এবং আপনার পাখি প্রীতি সম্পর্কে জেনেছি। পাখিদের জন্য আপনি ও আপনার বড়ো ভাই মিলে বাসা বানিয়েছিলেন।বেশ ভালো লেগেছিলো।আজকের পোস্টে দোয়েল পাখির বাসা পড়ে যাওয়ার কারণে পাখির ডিম গুলো ভেঙ্গে যাওয়া খুব দুঃখজনক ঘটনা। আবারও বাসাটি লাগিয়ে দিয়েছেন এবং দোয়েল পাখিরা সেখানে থাকা শুরু করেছে জেনে ভালো লাগলো। আশা করছি দোয়েল পাখিরা আবারও নতুন সংসার পাতবে এবং ডিম দেবে এবং ছানা বের করতে পারবে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.030
BTC 68152.59
ETH 2535.33
USDT 1.00
SBD 2.63