বন্ধু নয়নের সাথে ঘোরাঘুরি করার কিছু মুহূর্ত।

in আমার বাংলা ব্লগlast month
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন পোস্ট। বন্ধুদের সাথে ঘুরাঘুরি করতে,আড্ডা দিতে বেশ ভালো লাগে। তবে সময়ের অভাবে এখন আর সেই সুযোগটা হয়ে ওঠেনা। শুধুমাত্র শুক্রবারেই জুম্মার নামাজ পড়তে গিয়ে পাড়ার ছেলে দের সাথে দেখা হয় এবং কথা হয়। তাও সব দিন সবার সাথে দেখা বা কথা হয় না। তাছাড়া বন্ধুদের সাথে আর কোনো আড্ডা বা ঘোরাঘুরি করা হয় না বললেই চলে।

তবে মাঝে মাঝেই চেষ্টা করি বন্ধু নয়নের সাথে একটু ঘুরাঘুরিও গল্প করতে। কিন্তু কয়েকদিন ধরে নয়নেরও কোনো খোঁজ নেই। আর এমনিতেই পাঁচ সাতদিন পর পর ওর সাথে ঘোরাঘুরি করা হতো। তবে এবারে মনে হচ্ছে গ্যাপটা একটু বেশি হয়ে যাচ্ছে। তবে আজকে থেকে সাত দিন আগে নয়নের সাথে ঘোরাঘুরি করেছিলাম এবং আজকে থেকে ২০-২৫ দিন আগেও নয়নের সাথে ঘোরাঘুরি করেছিলাম। আর সেগুলো নিয়েই মূলত আজকের পোস্টটা সাজাবো।

গত ২০-২৫ দিন আগে একদিন নয়নের সাথে ঘোরাঘুরি করেছিলাম। সেদিন আমরা দুজনে মিলে বাজারে গিয়েছিলাম। তবে কিসের জন্য গিয়েছিলাম সেটা মনে নেই। কিন্তু যতটুকু মনে পড়ছে সেইদিন বাজারে গিয়েছিলাম বিকাশে টাকা ক্যাশ ইন করতে এমবি কেনার জন্য। যাইহোক যে কাজের জন্যই যায় না কেন মনে আছে সেইদিন দুজনের সামুচা খেতে ইচ্ছে করছিল। তাই শেষ দিকে একটা হোটেল থেকে দুজনের জন্য সামুচা কিনে এনেছিলাম খাওয়ার জন্য। সামুচা কেনা হলে আমরা হোটেল থেকে না খেয়ে অন্য জায়গায় বসে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর সামুচা খাওয়ার জন্য আমরা একটি নির্জন জায়গা চুজ করেছিলাম।

Messenger_creation_bd597f63-a9b4-4856-9c09-94d6e76820e2-01.jpeg

Messenger_creation_d19611fb-eb5e-4b44-bf5a-72aeb68fcfa2-01.jpeg

Messenger_creation_6378e90e-68ab-410c-b4ea-24afdc9c6696-01.jpeg

তবে হোটেলটা ছিল বাজারে এবং নির্জন জায়গা অর্থাৎ যেখানে বসে আমারা খাওয়ার কথা ভাবছিলাম,সেই জায়গাটা ছিলো বেশ দূরত্বে। তবে এমনিতেও যেহেতু অন্য সময় আমরা ঐ দিক দিয়েই বেশিরভাগ বাড়িতে ফিরি তাই এটা আমাদের কাছে কোনো ব্যাপার ছিল না। তো এরপর আমরা হোটেল থেকে সামুচা কিনে দুজনে গল্প করতে করতে সোজা সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ হাঁটার পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যায়।ট গন্তব্যে পৌঁছানোর পর দুজনে মিলে বসে পড়লাম সামুচা খাওয়ার জন্য।

তবে সমুচা প্যাকেট খুলে যখন আমরা খাওয়ার জন্য মুখে নিয়েছিলাম তখন দেখি খেতে অতটা ভালো লাগছে না। আর এটার কারণ হচ্ছে সামুচা অনেক আগে বানানো হয়েছিল। আর এগুলা যেহেতু অনেকক্ষণ ধরেই পড়ে আছে তার জন্য এরকম বাজে লাগছিল। তো নয়ন তখন বলল এত চিন্তা করে লাভ নেই আজকের মত খেয়ে ফেল পরেরবার থেকে গরম তা ছাড়া খাব না। তো আমরা তাই করলাম সস দিয়ে কোনরকম সামুচাগুলো শেষ করে চলে আসলাম সেই জায়গা থেকে। ভেবেছিলাম নির্জন জায়গায় সিমুচাটা অনেক ভালোভাবেই উপভোগ করব। কিন্তু সেটা আর হয়েছিল না।

যাই হোক এটা ছিল সেই দিনের কথা এরপর বেশ কিছুদিন পর আবারো গত ১৮ তারিখে হঠাৎ নয়ন মেসেজ দিয়েছিল একটু বাইরে ঘোরাঘুরি করবে। তো সেইদিন ওর সাথে ঘোরাঘুরির মাধ্যমে বেশ ভালই সময় কাটিয়েছিলাম এবং অনেক গল্প করেছিলাম। বিশেষ করে ওর দিনগুলো কিভাবে কাটছে সেগুলো আমাকে জানাচ্ছিল। এবং আমিও কিছু বলছিলাম এভাবেই বেশ ভালোই ঘোরাঘুরি করেছিলাম দুজনে মিলে। আর এভাবে এই মুহূর্তগুলো বেশ সুন্দরভাবে কাটিয়েছিলাম। তবে তারপর থেকে আর ঘোরাঘুরি করা হয়নি।

তো প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। জানিনা পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে। যাইহোক আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আপনি আপনার বন্ধুর সাথে খুব সুন্দর সময় কাটিয়েছেন সেটি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।আসলে আমরা যখন একটু বড় হই তখন নিজ নিজ দায়িত্ব নিজের মতো থাকা হয় তখন। এবং খুব কাছের বন্ধুরা তখন পর হয়ে যায়। তাদের সাথে অনেকদিন কথা হয়না দেখা হয় না ।আড্ডা দেওয়া হয় না আপনিও ঠিক তেমনি আপনার অনুভূতিটা বুঝিয়েছেন। হয়তো আপনার বন্ধু নয়ন আপনার খুব কাছের। তবে তার সাথে আপনার এক সপ্তাহ পর দেখা হয় ‌এটাও অনেক।

 last month 

আপনার বন্ধুত্ব যেন সারা জীবন অটুট থাকুক। বন্ধুত্বের সম্পর্কের সাথে কোন তুলনা হয় না, আবার অনেক বন্ধু আছে স্বার্থপর। রাত্রে ঘোরাঘুরি করতে বেশি মজায় লাগে। বেশ খাওয়া-দাওয়া করেছেন দুই বন্ধু মিলে। সস দিয়ে সামুচা খেতে আমারও ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করি। বন্ধুর এসএমএস পেয়ে দুজন বেশ সুন্দর মুহূর্ত কাটিয়েছেন।

 last month 

আসলে ভাইয়া কি আর বলবো বন্ধুদের সাথে পার করা মুহূর্তগুলো খুবই সুন্দর হয়ে থাকে। আপনি বিকাশে টাকা দেয়ার জন্য এবং এমবি কেনার জন্য বাজারে গেলেন সাথে আপনার বন্ধুকে নিয়ে গেলেন। সেই সাথে মুহূর্তটা আরো সুন্দরভাবে উপভোগ করার জন্য সামুচা ক্রয় করলেন। সেই সাথে দুই বন্ধু একটি খেলেন এবং খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করলেন। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last month 

বন্ধুর সাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আপনার বন্ধু নয়নের সাথে দেখছি বেশ সুন্দর সময় কাটালেন। আসলে সমুচা গুলো দোকানে না খেয়ে বাইরে নিয়ে গেলেন ভালোই হয়েছে। কথা বলতে বলতে খাবার মজাই আলাদা। তাছাড়া আমি নিজেও কিন্তু সমুচা খেতে খুবই পছন্দ করি। তবে এটা ঠিক বলেছেন ঠান্ডা হলে খুব একটা ভালো লাগেনা। তবে দুজনে বেশ ভালোই সময় কাটিয়েছেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61467.71
ETH 3435.85
USDT 1.00
SBD 2.51