আমার তোলা বেশ কিছু রেনডম ফটোগ্রাফি।
প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,
প্রথমেই আপনারা যে ফুলের ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটা হচ্ছে মূলত বুনো বেগুন ফুলের ফটোগ্রাফি। এই ফুল গুলো দেখতে অবিকল বেগুন ফুলের মত হয়ে থাকে। আর এই গাছের ফল গুলো বেগুনের মতো হয়ে থাকে তবে আকারে খুবই ছোট হয়ে থাকে। তো আপনারা কখনো এই গাছ দেখেছেন কিনা কমেন্টে জানাতে পারেন। আর এই ফুলের ফটোগ্রাফি টা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে পারেন।
প্রথমে তো ফুলের ছবি দেখলাম এবার চলুন ফলের ছবিটা দেখে নেওয়া যাক। আপনারা উপরের ফটোগ্রাফিতে যে ছোট ফল গুলো দেখতে পারছেন এগুলোই হচ্ছে মূলত বুনো বেগুন ফল। এগুলো দেখতে বেশ ছোট ছোট হয়ে থাকে। ছোট বাচ্চারা অনেকেই এগুলো নিয়ে খেলা করে থাকে। আমি ছোটবেলায় এগুলো নিয়ে খেলা করেছিলাম কিনা মনে নাই । তবে ছোটবেলা থেকেই বাড়ির আশেপাশে এই গাছগুলোকে দেখে আসছি।
এই ছোট ফলগুলো যেরকম দেখতে বেগুনের মত সেই সাথে ফুলগুলো দেখতে বেগুনের মত ছিল। তবে শুধু ফুল ফল নয় পাতাগুলো দেখতেও বেগুন গাছের পাতার মতো ছিল। তো আপনারা উপরের ফটোতে নিশ্চয়ই বেগুনের পাতার মতো দেখতে অবিকল কাঁটাযুক্ত একটি বন্য বেগুনের পাতা দেখতেই পাচ্ছেন। এই বুনো বেগুন গাছগুলো আপনাদের ওদিকে দেখা যায় কিনা কমেন্টে জানাতে পারেন।
এখন আপনারা উপরে যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটা হচ্ছে মূলত একটি মাছির ফটোগ্রাফি। আজকে দুপুর বেলায় গরমের কারণে বাইরে একটি জায়গায় বসে ছিলাম। আর সেই সময় আমার সাথে থাকা চার্জার ফ্যানটির উপর দেখি মাছি বসছিলো। মাছি যেহেতু উড়তে পারে তাই এগুলো ফটোগ্রাফি সবসময় করা হয় না। সেই সময় সুযোগ পেয়ে এবং মাছিটাকে সুন্দর ফ্রেমে পেয়ে একটি ফটোগ্রাফি করে নিয়েছিলাম।
এখন আপনারা উপরে যে ফুলের ফটোগ্রাফি টা দেখতে পারছেন এই ফুলটার নাম হচ্ছে হাতিশুঁর। এই ফুলটা দেখতে বেশ সুন্দর তবে এটার নাম হাতিশুঁর কেনো সেটা আমার জানা নেই। এই ফুলগুলো আমি সেই ছোটবেলা থেকেই বাড়ির আশেপাশের বিভিন্ন জায়গায় দেখে আসছি। আপনাদের ওইদিকেই এই বন্য ফুল গাছগুলোকে দেখতে পাওয়া যায় কিনা কমেন্টে জানাতে পারেন। আর সেই সাথে এই ফটোগ্রাফিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে পারেন।
এখন আপনারা যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটা হচ্ছে একটি শুকিয়ে যাওয়া পুকুরের ফটোগ্রাফি। আমাদের বাড়ির পিছনের দিকে এই পুকুরটি অবস্থিত। একসময় এই পুকুরটিতে পানি থৈ থৈ করত, আর সেই সময় আমরা এই পুকুরটিতে অনেক গোসলও করেছিলাম। কিন্তু এখন পুকুরটি বেশ অবহেলিত ভাবে পড়ে আছে। যাইহোক এই পুকুরের ফটোগ্রাফিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন।
তো এখন আপনারা যেই ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটা হচ্ছে মূলত গাছের পাতার ফটোগ্রাফি। মাঝে মাঝে যখন গাছের পাতার উপর সূর্যের আলো পড়ে তখন দেখতে বেশ সুন্দর লাগে। এই ফটোটি তোলার সময় ঠিক সেরকমই একটা দৃশ্য দেখতে পেয়েছিলাম। তাই এই দৃশ্যটির একটি ফটোগ্রাফি তুলে নিয়েছিলাম। যদিও বা ডিভাইস উন্নত মানের না হওয়ার কারণে হাইলাইট এবং ডায়নামিক রেঞ্জ খুব একটা ভালোভাবে মেইনটেইন করতে পারিনি। তারপরও চেষ্টা করেছি যতটুকু সম্ভব ভালোভাবে উপস্থাপন করার।
ধন্যবাদান্তে | @johir65 |
---|---|
ফটোগ্রাফি ডিভাইসঃ | vivo y11 |
ক্যামেরাঃ | 13 mp |
লোকেশনঃ | গাংনী-মেহেরপুর |
তো প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আমার আজকের পোস্টে শেয়ার করা রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। তো আজকের মত এটুকুই।আবারো খুব শীঘ্রই নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।
https://twitter.com/MdJohir65/status/1802025464254582908?t=7QVnRZZY05gEvDodt1DYKg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি রেনডম ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন ধরনের ফটো তুলে ধরার চেষ্টা করেন আমরাও বিভিন্ন ধরনের ছবি দেখতে পায় দেখে ভালো লাগে । এগুলো বুনো ফল এগুলোকে বেগুন ফল বলে কিনা জানিনা তবে দেখতে কিন্তু ভালো লাগছে । আর আজকাল বুনো ফল ফুল সবগুলো দেখতে কিন্তু ভালই লাগে ।
এগুলোকে বেগুন ফল বলে কিনা আমিও জানিনা তবে দেখতে যেহেতু বেগুনের মত তাই বেগুন ফল বলেছি।
বেশ দুর্দান্ত কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। হাতিশুঁর ফুলের সৌন্দর্য বেশ দারুণ। নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ বেশ দুর্দান্ত। বেগুন ফুল দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য। ।
বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে খুবই ভাল লাগলো।আপনার জন্য শুভ কামনা এগিয়ে যান সুন্দর সুন্দর কাজ দিয়ে।
আপনি আজকে বেশ কিছু ফটোগ্রাফি করেছেন ফটোগ্রাফি গুলো ভালো ছিল। ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর আপনি বর্ণনা করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।
খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷। একের পর এক ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি গুলো দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ যেভাবে আপনি সবগুলো ফটোগ্রাফি এখানে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ সবগুলো ফটোগ্রাফি আপনার কাছ থেকে একটি পোস্টের মাধ্যমে দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ অসংখ্য ধন্যবাদ৷