আমার পোষ্ট গুলোর রিভিউ
আজ - ১৩ কার্তিক| ১৪২৯ বঙ্গাব্দ | শনিবার | হেমন্তকাল |
আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
- কয়েকটি পোষ্ট রিভিউ
- আজ ১৩শ কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ
- শনিবার
তো চলুন শুরু করা যাক...!
শুভ সন্ধ্যা সবাইকে.....!!
পোস্টের রিভিউ করতে এবং সেই সাথে অন্যদের পোস্ট রিভিউ দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। যদিও আমি সচরাচর আপনাদের মাঝে পোস্ট রিভিউ শেয়ার করে থাকি না । তবে আমি এখন থেকে আপনাদের মাঝে প্রতি সপ্তাহে চেষ্টা করব পোষ্ট রিভিউ শেয়ার করার জন্য। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজ আমি আপনাদের মাঝে আমার বিগত সপ্তাহের কয়েকটি পোস্ট রিভিউ নিয়ে উপস্থিত হয়েছে। এই পোস্ট রিভিউ আমি আপনাদের মাঝে শেয়ার করেছি যেন আপনারা একত্রে আমার বিগত সপ্তাহের পোস্টগুলো দেখতে পারেন। যাইহোক বেশি কথা আর বলবো না এখন আমি আপনাদের মাঝে সেই পোস্টগুলো শেয়ার করব আশা করছি আপনারা খুবই চমৎকার ভাবে উপভোগ করবেন।
পোস্টার ফটো তৈরিতেঃ-- @jibon47
ছবিঃ- ইউটিউব থেকে স্কিনশট নেওয়া।
বর্তমান সময়ে এরকম নাটক সচরাচর সকলেই দেখতে অনেক বেশি পছন্দ করে। যদিও তেমন একটা নাটক দেখা হয়ে উঠতো না কিন্তু বর্তমানে ফ্রি সময় অতিবাহিত করছে যার কারণে মাঝে মাঝে নাটক দেখা হয়ে থাকে। কিছুদিন আগেও প্রচন্ড রকম ভাবে ব্যস্ত ছিলাম নাটক দেখা তো দূরের থাক এখানেই টাইম দেওয়া হয়ে উঠতো না। এই নাটকটি অনেকগুলো পর্ব রয়েছে আমি আপনাদের মাঝে প্রথম দুটি পর্ব শেয়ার করেছি এ দুটি পর্বটি আপনাদের সকলের কাছেই খুবই ভালো লেগেছে, আপনাদের সুন্দর মন্তব্য দেখলে এই বোঝা যায় আপনারা এই নাটক খুবই পছন্দ করছেন। যদিও এই নাটক শেষ করতে অনেকগুলো পর্বের প্রয়োজন তবে আমি আগেই সিদ্ধান্ত নিয়েছি প্রতি সপ্তাহে একটি একটি করে পর্ব আপনাদের মাঝে তুলে ধরব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই নাটকের প্রথম দুটি পর্ব দেখে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে, বাসার সাহেবের পাঁচ সন্তান বিয়ে করতে চায় কিন্তু বাসার সাহেব বিয়ে করতে কোনমতেই রাজি হয় না এ নিয়ে বাপ ছেলেদের মাঝে মাঝে ঝগড়া হচ্ছে। আসলে এখন পর্যন্ত এই নাটকের মূল বিষয় হচ্ছে ছেলেরা বিয়ে করতে চায় কিন্তু বাবা বিয়ে করতে রাজি না। বর্তমান সময়ের চেয়ে এমন পরিস্থিতির শিকার অনেক ছেলেই। আমি মনে করি এইরকম চিন্তাভাবনা থেকে দ্রুতই বের হয়ে আসা উচিত।
কমিউনিটিতে সকলেই অনেক সুন্দর সুন্দর কবিতা লেখে সকলের এরকম সুন্দর কবিতা লেখা দেখে, আমিও এখন মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা করি। সকলের এরকম সুন্দর কবিতা লেখা দেখে দেখে খুবই ভালো লাগে। তাই প্রতি সপ্তাহে আমি আপনাদের মাঝে একটি কবিতা শেয়ার করি। বর্তমান সময়ে প্রকৃতিক পরিবেশ অনেকটাই বিরূপ আবহাওয়া বিরাজ করছে, এইতো কদিন আগে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের দেখা দিয়েছিল এই ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় অঞ্চলের মানুষগুলো খুবই কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করছিল। যেকোনো ধরনের ঘূর্ণিঝড় সবার আগে তাদের জীবনেই হানা দেয় এবং তাদের ঘরবাড়ি সহ বসতভিটা চূর্ণ-বিচূর্ণ করে দেয় এক নিমিষেই। প্রতিনিয়ত তাদের এসবের সম্মুখীন হতে হয় তাদের দুঃখ কষ্ট আমরা যারা দূর থেকে দেখি অনেকেই ব্যথিত হই। তাদের এই দুঃখ-দুর দোষার কথা চিন্তা করেই আমি এরকম একটি কবিতা আপনাদের মাঝে লিখেছিলাম যে কবিতাটি আপনারা খুবই চমৎকারভাবে পড়েছিলেন এবং সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করেছিলেন। চেষ্টা করে যাবো এরকম সুন্দর কবিতা প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে শেয়ার করার জন্য।
মানুষের জীবনে ব্যস্ততা আসবে এটাই স্বাভাবিক মানুষ কখনোই ফ্রি সময় অতিবাহিত করতে পারে না। মানুষ কিছুটা সময় ফ্রি অতিবাহিত করলে পরক্ষণেই অনেক রকম ভাবে ব্যস্ত হয়ে ওঠে এই ব্যস্ততার জন্য তাকে ঘিরে ধরে রাখে কখনোই ছাড়তে চায় না। ব্যস্ততাকে প্রাধান্য দিয়ে সামনের দিকে নিজের জীবন অতিবাহিত করে নিয়ে যেতে হবে এটাই মূলত জীবনের মূল উদ্দেশ্য। ব্যস্ততাকে সাপোর্ট করে নিজেকে একই স্থানে রেখে চারিদিকে ঘোরাঘুরি করলে জীবনের আসল উদ্দেশ্য হাসিল করা কখনোই সম্ভব নয়। মূলত বর্তমান সময়ে আমি এমনই একটি মুহূর্ত অতিবাহিত করছে যেখানে বিন্দুমাত্র সময় নেই নিজেকে ফ্রি রাখার, শুধুমাত্র রাত্রেবেলা নিজেকেই একটু ফ্রি সময় অতিবাহিত করাতে পারি। যাইহোক যদিও এই ব্যস্ততা বেশি দিনের জন্য নয় খুব শীঘ্রই ফ্রি সময় অতিবাহিত করব, কিন্তু আমি মনে করি ব্যস্ততা যখন মানুষের জীবনে আসে তখন চারিদিক থেকেই এরকম ব্যস্ততা চলে আসে তখন আর ফ্রি সময় অতিবাহিত করা যায় না একটার পর একটা কাজ লেগেই থাকে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমি মাঝে মাঝে আমার নিজের মনে না বলা কথাগুলোই শেয়ার করে থাকি। মাতৃভাষা বাংলা ব্লগিং কমিউনিটিতে আমরা অনেকেই নিজের মনের কথাগুলো খুব শীঘ্রই প্রকাশ করতে পারি যেটা আমাদেরকে কিছুটা হলেও স্বস্তি দেয়। এরকম নিজের মনের কথাগুলো মানুষের কাছে শেয়ার না করে ব্লগিং এর মাধ্যমে তুলে ধরলে নিজের কাছে এক আত্মবিশ্বাস অনুভূত হয়। ব্যস্ততাকে প্রাধান্য দিয়ে আমি গত সপ্তাহে এরকম একটি পোস্ট আপনাদের মাঝে তুলে ধরেছিলাম যেটা সম্পূর্ণ ছিল আমার মনের কিছু কথা এবং আবেগ। প্রতিনিয়ত চেষ্টা করে যাবো এরকম ব্লগিং আপনাদের মাঝে তুলে ধরার জন্য।
আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন
বিভাগ | পোষ্ট রিভিউ |
---|---|
ডিভাইজ | Realme 6i |
বিষয় | আমার বিগত সপ্তাহের কয়েকটি পোষ্টের রিভিউ। |
পোষ্টের কারিগর | @jibon47 |
অবস্থান | source |
VOTE @bangla.witness as witness
OR
প্রতিনিয়ত সাপোর্ট করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
বিগত সময়ে শেয়ার করা চমৎকার কিছু পোস্টের রিভিউ আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আসলে আপনি যে নাটকটি শেয়ার করেছিলেন ওই নাটকটি ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লাগে। এছাড়াও আপনার শেয়ার করা কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে।
পোস্ট রিভিউ এর মাধ্যমে আমরা খুব সহজেই সকলগুলো পোস্ট একত্রে দেখতে পারি মূলত এটাই আমার উদ্দেশ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।
আসলে আমার কাছেও পোস্টের রিভিউ দেখতে অনেক ভালো লাগে ৷ আপনার বিগত সময়ের শেয়ার করা পোস্ট গুলোর রিভিউ দেখে অনেক ভালো লাগলো ৷ বিগত সময়ে আপনি অনেক সুন্দর এবং চমৎকার কিছু পোস্ট শেয়ার করেছেন , যেগুলো আগে পড়া হয়নি ৷ আপনার এই রিভিউ পোস্ট থেকে পড়তে হবে ৷ ধন্যবাদ আপনাকে
যেহেতু আগে সপ্তাহের পোস্ট গুলো পড়তে পারেনি সেহেতু আমি আপনাকে বলব অবশ্যই পোস্টগুলো করবেন খুবই ভালো লাগবে আশা করি মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।