// $Puss কয়েনকে কেন্দ্র করে $Puss এর চিত্র অঙ্কন //
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।
আজকে আপনাদের সঙ্গে সুন্দর একটি পেইন্টিং নিয়ে হাজির হয়েছি।যেকোনো ধরনের পেইন্টিং করতে আমি খুব ভালোবাসি। আমি সাধারণত নিজের ভালোলাগা থেকে পেইন্টিংগুলো করে থাকি। আজকে খুবই অসাধারণ একটি পেইন্টিং নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। এই পেইন্টিংটিকে অসাধারণ বলার একটি কারণ রয়েছে।
কারণ, আজকের এই আর্টটি $Puss কয়য়েনকে কেন্দ্র করে করা হয়েছে। $Puss কয়েন হচ্ছে " আমার বাংলা ব্লগের " প্রথম কয়েন। যা ইতোমধ্যে স্টিমিট প্লাটফর্মে বেশ সারা ফেলে দিয়েছে। "আমার বাংলা ব্লগ" কমিউনিটির মতো $Puss কয়েনও দাদা মজার ছলে তৈরি করেছেন। তাই আশা করা যায়, আমার বাংলা ব্লগ কমিউনিটির মতো $Puss কয়েনও একদিন এই প্লাটফর্মে সবার উপরে অবস্থান করবে।
বেশ কয়েকদিন থেকে কমিউনিটিতে দেখছি সবাই $Puss কয়েন নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করছে। তাই ভাবলাম আমিও $Puss কয়েন নিয়ে কিছু একটা পোস্ট করি। অবশেষে সাইন পেন দিয়ে $Puss অঙ্কন করে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আশা করি আমার আজকের শেয়ার করা পোস্টটি আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে $Puss অংকন করলাম।
১.কাগজ
২.সাইন পেন
৩.জেল পেন
প্রথমে সাদা কাগজের উপর জেল কলম দিয়ে পুস এর চোখ দুটি অঙ্কন করে নিব। এরপর পুস এর সম্পূর্ণ মুখ এবং মাথার উপর একটি টুপি অঙ্কন করে নিব।
এখন চিত্রের মতো করে সম্পূর্ণ পুস জেল কলমের সাহায্যে অঙ্কন করে নিব।
এরপর বিভিন্ন কালারের সাইন পেন দিয়ে রং করবো।প্রথমে হলুদ রংয়ের সাইন পেন দিয়ে পুস এর পেটের অংশ এবং মুখের অংশ রং করে নিব। এবং কমলা রঙের সাইন পেন দিয়ে $Puss এর
সম্পূর্ণ দেহ রং করে নিব।
পুসকে আরো আকর্ষণীয় দেখানোর জন্য সবুজ রঙের সাইন পেন দিয়ে চোখের মনিতে সুন্দর করে রং করে নিব।
এরপর লাল রংয়ের সাইন পেন দিয়ে $Puss এর মাথার টুপির অংশ এবং নিচে জুতার কিছুটা অংশ রং করে নিব। এবং সম্পূর্ণ গায়ে লাল রঙের সাইন পেন দিয়ে চিত্রের মতো করে ছোট ছোট দাগ দিয়ে নিব।
এখন কালো রংয়ের সাইন পেন দিয়ে পুস এর মাথার টুপি,বেল্ট এবং জুতার বাকি অংশ রং করে নিব। এভাবেই সম্পূর্ণ $Puss অঙ্কন করা শেষ হলো।
এখন নিচে আমার সিগনেচার করে নিব।
আশা করি আজকে অংকন করা $Puss এর এই চিত্রটি আপনাদের কাছে ভালো লেগেছে।পেইন্টিংটি করার সময় আমার কাছে বেশ ভালো লাগছিল। আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে সব সময়ের মতো পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ডিভাইস | OPPO A15s |
---|---|
শ্রেণী | আর্ট পোস্ট |
ফটোগ্রাফার | @jerin-tasnim |
লোকেশন | কুষ্টিয়া,বাংলাদেশ |
Upvoted! Thank you for supporting witness @jswit.
বেশি দেখার মত ছিল আপনার আজকের এই কার্টুন তৈরি টা। প্রিয় কয়েনকে ভালোবেসে আপনি এত সুন্দর কার্টুন তৈরি করেছেন দেখে খুশি হলাম। আর্ট করতে আমারও ভালো লাগে। তবে পারিবারিক বিভিন্ন ঝামেলার জন্য হয়ে ওঠেনা। অনেক অনেক ধন্যবাদ আপু।
বেশ কিছুদিন ধরে কম বেশি সকলেই পুস কয়েনের চিত্রাঙ্কন করছেন। আসলে, সকলের পুস কয়েনের চিত্র গুলো বেশ সুন্দর লাগছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে Puss কয়েনকে কেন্দ্র করে $Puss এর চিত্র অঙ্কন করেছেন। আপনার হাতে আর্ট করা পুস কয়েনের চিত্র টি অসাধারণ হয়েছে আপু।
PUSS এর দারুন আর্ট করেছেন আপু। দেখে ভীষণ ভালো লাগলো। খুবই দক্ষতার সাথে আপনি পেইন্টিং টি সম্পন্ন করেছেন দেখেই বোঝা যাচ্ছে। এত সুন্দর একটি আর্ট পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আপনি অনেক সুন্দর ভাবে একটি puss এর আর্ট করে দেখিয়েছেন। বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই ক্রিয়েটিভিটি দেখে। যেন মনের অবিরাম ভালোবাসা এই আর্ট এর মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। অনেক অনেক ভালো লাগলো দেখে।
ঠিক বলেছেন আপু আমার বাংলা ব্লগের প্রথম কয়েন puss সকলের মাঝে বেশ সারা ফেলে দিয়েছে। সে puss কে আপনি কিছুটা ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেছেন। আর্টটি খুবই ভালো লাগছে দেখতে। খুব নিখুঁতভাবে আর্টটি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
$PUSS কয়েন নিয়ে বেশ-অসাধারণ চিত্রাংকন শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এরকম অসাধারণ একটি চিত্রাংকন দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি এখানে এই $PUSS কয়েনকে কেন্দ্র করে এরকম একটি আর্ট শেয়ার করেছেন তা দেখে একেবারেই মুগ্ধ হয়ে গেলাম৷ ধন্যবাদ এই সুন্দর আর্ট শেয়ার করার জন্য৷