আর্ট পোস্ট :- // বিভিন রঙের ফুল অঙ্কন //

in আমার বাংলা ব্লগlast month
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20240613171745-01.jpeg

আজকে আপনাদের মাঝে সুন্দর একটি আর্ট নিয়ে এসেছি। বিভিন্ন রঙের সাইন পেন ব্যবহার করে বিভিন্ন কালারের ফুল অংকন করেছি।ফুলগুলো দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগছিল। যদিও খুব সহজ পদ্ধতিতে এই ফুলগুলো অঙ্কন করেছি। আশা করি আপনাদের কাছেও এই রঙিন ফুলের আর্ট ভালো লাগবে।এখানে আমি একই ধরনের বিভিন্ন কালারের মোট সাতটি ফুল অঙ্কন করেছি। নয়টি ভিন্ন কালারের সাইন পেন ব্যবহার করে আজকের এই অংকনটি সম্পূর্ণ করলাম।এই ধরনের আর্ট গুলো আমার ভীষণ পছন্দের। তাই মাঝে মাঝে সময় পেলেই সাইন পেন দিয়ে ভিন্ন ধরনের জিনিস আর্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করি।আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই সুন্দর ফুলগুলো অঙ্কন করলাম।

IMG20240613171741.jpg

IMG20240613171733.jpg

প্রয়োজনীয় উপকরণ

১.কাগজ
২.সাইন পেন

IMG20240613170418.jpg

✍️ধাপ-১:✍️

প্রথমে সাদা কাগজের উপর হলুদ রঙের সাইন পেন দিয়ে ছোট্ট একটি সার্কেল এঁকে নিব। সার্কেলের চারপাশে পাঁপড়ি অঙ্কন করার মাধ্যমে ফুলটি অংকন করবো।

IMG20240613170507.jpg

✍️ধাপ-২:✍️

এরপর লাল রংয়ের সাইন পেন ব্যবহার করে চিত্রে দেখানো উপায়ে খুব সুন্দর ভাবে হলুদ রঙের সার্কেলের চারপাশে অনেকগুলো পাঁপড়ি এঁকে নিব। এভাবেই একটি ফুল অংকন করে ফেললাম।

IMG20240613170534.jpg

✍️ধাপ-৩:✍️

একইভাবে কমলা রঙের সাইন পেন ব্যবহার করে একটি ফুল অঙ্কন করবো।এরপর গোলাপি রঙের সাইন পেন দিয়ে মাঝে আরো একটি ফুল এঁকে নিব।

IMG20240613170607.jpgIMG20240613170809.jpg
✍️ধাপ-৪:✍️

চিত্রে দেখানো উপায়ে একইভাবে আকাশী, নীল, বেগুনি ও হলুদ রঙের চারটি ফুল অংকন করবো।ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল।

IMG20240613170856.jpgIMG20240613170947.jpg

IMG20240613171246.jpg

✍️ধাপ-৫:✍️

এরপর হালকা সবুজ রঙের সাইন পেন দিয়ে ফুলগুলোর ডাল এঁকে নিব।এখন গাঢ় সবুজ রংয়ের সাইন পেন দিয়ে ডালের সঙ্গে অনেকগুলো পাতা এঁকে নিব। পাতা অংকন করার পরে সম্পূর্ণ চিত্রটি দেখতে অনেক সুন্দর লাগছিল।

IMG20240613171338.jpgIMG20240613171558.jpg
✍️ধাপ-৬:✍️

সম্পূর্ণ অংকন শেষ হলে, আমার সিগনেচার করে নিব।

IMG20240613171638.jpg

✍️ফাইনাল আউটপুট:✍️

IMG20240613171712.jpg

IMG20240613171702.jpg

আমার অংকন করা আজকের এই সুন্দর রঙিন ফুলের আর্টটি আপনাদের কাছে কেমন লেগেছে তা মন্তব্যে অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমাকে আর্ট করার প্রতি আরো উৎসাহ প্রদান করে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 last month 

আপনার পোস্টের আর্টটি দেখে মুগ্ধ হয়েছি! বিভিন্ন রঙের ফুলের অঙ্কন খুবই সুন্দর ও জীবন্ত হয়েছে। প্রতিটি ধাপের বর্ণনা এবং সাইন পেনের ব্যবহার অসাধারণ। আপনার শিল্পকর্মের প্রতি আমার গভীর প্রশংসা ও শুভেচ্ছা রইল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আজকে বেশ দারুণভাবে বিভিন্ন রঙের ফুল অঙ্কন করেছেন। প্রতিটা ধাপ বেশ সুন্দর ছিল। ফুলগুলি বেশ চমৎকারভাবে ফুটে উঠেছে। কালার কম্বিনেশনটি অত্যন্ত সুন্দর ছিল। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 last month 

ভিন্ন রঙের ফুলের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন মূলত আপনার আর্ট পোস্টগুলো দেখার চেষ্টা করি দারুন লাগে। কালারফুল ভাবে ফুটিয়ে তুলেছেন খুবই ভালো লেগেছে আপু শুভকামনা রইল।

 last month 

দিনে ভিন্ন কালারের খুব সুন্দর ফুলের আর্ট আপনি আজকে করেছেন। আপনার এই কালারফুল ফুলের আর্ট দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এক গুচ্ছ ফুলের আর্ট হওয়াতে একটু বেশি ভালো লেগেছে। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি প্রতিনিয়ত এইরকম কাজগুলো করে যাচ্ছেন আপু। আপনার করা প্রত্যেকটা কাজ আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগে। তেমনি আপনার আজকের এই আর্টটি ও আমার খুব পছন্দ হয়েছে। আপনার দক্ষতার প্রশংসা তো করাই লাগতেছে।

 last month 

নয়টি ভিন্ন কালারের সাইন পেন ব্যবহার করে আজকের এই অংকনটি সম্পূর্ণ করা আর্টটি কিন্তু দারুন ছিল। আপনি দারুন সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন। সব মিলিয়ে আপনার আজকের আর্ট আমার কাছে দারুন লেগেছে। ধন্যবাদ সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 last month 

রঙের ফুল অঙ্কন চমৎকার হয়েছে আপু। ফুলের চিত্র অঙ্কন করলে দেখতে অনেক ভালো লাগে। আর আপনার অঙ্কন করা চিত্রটি অনেক কালারফুল হয়েছে। অসাধারণ একটি চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

সাইন পেন দিয়ে বিভিন্ন ধরনের ফুল আঁকলে দেখতে ভালো লাগে। আপনার আজকের ফুলের আর্টটি সুন্দর হয়েছে। আর্টটি খুব সহজে আঁকতে পেরেছেন। কিন্তু মাঝেমধ্যে সহজ আর্টগুলো খুব চমৎকারভাবে ফুটে ওঠে। আপনার ফুল গুলো বিভিন্ন কালার দেয়ার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last month 

এই ধরনের কালারফুল আর্ট গুলো করতে এবং দেখতে দুটোই আমি খুব পছন্দ করি। ধৈর্য এবং দক্ষতাকে কাজে লাগিয়ে দিয়ে কোন কাজ করলে অনেক সুন্দর হয়। আপনি নিজের দক্ষতা এবং ধৈর্যকে কাজে লাগিয়ে এই কাজ করেছেন দেখে বুঝতে পেরেছি। বিভিন্ন কালারের ফুল এঁকেছেন খুব সুন্দর ভাবেই। এরকম গুচ্ছ ফুলগুলো অনেক পছন্দ করি আমি। চমৎকারভাবে ফুল গুলোর সৌন্দর্য ও ফুটে উঠেছে এই আর্টের মাধ্যমে। সবমিলিয়ে খুব দারুণ লাগলো আপনার করা আজকের এই আর্ট।

 last month 

এ ধরনের আর্ট গুলো আপনার ভীষণ পছন্দের জেনে বেশ ভালো লাগলো আপু। প্রথমেই বলতে চাই আপনার এই আর্ট আমার কাছে অসাধারণ লেগেছে। ৯ টি রঙের কালার পেন দিয়ে আপনি ৭ টি রঙের ফুল তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65359.95
ETH 3492.90
USDT 1.00
SBD 2.51