অরিগ্যামি পোস্ট :- // ক্লে দিয়ে প্রজাপতির অরিগ্যামি তৈরি //
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সুন্দর পোস্ট নিয়ে।
প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি সুন্দর একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সাথে ক্লে দিয়ে তৈরি সুন্দর একটি অরিগ্যামি শেয়ার করবো।ক্লে দিয়ে তৈরি যেকোনো ধরনের অরিগ্যামি দেখতে খুব সুন্দর লাগে। বিশেষ করে রঙিন ক্লে ব্যবহার করে যদি কোনো কিছু তৈরি করা হয় তাহলে দেখতে আরো বেশি চমৎকার লাগে। আজকে আমি ক্লে দিয়ে সুন্দর একটি প্রজাপতির অরিগ্যামি তৈরি করেছি।আমি খুব সহজ পদ্ধতিতে প্রজাপতির অরিগ্যামিটি তৈরি করেছি। আপনারা পোস্টের মধ্যেই তা দেখতে পাবেন। প্রথমে ক্লে দিয়ে তৈরি করে এরপর সাইন পেন দিয়ে সুন্দরভাবে প্রজাপতির মুখের অংশ এবং পাখনাতে ডিজাইন অংকন করেছি। তাই দেখতে আরো বেশি সুন্দর লাগছিল।
ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। ক্লে দিয়ে এভাবে অরিগ্যামি তৈরি করতে অনেক সময়ও ধৈর্যের প্রয়োজন হয়। তবে ধৈর্য নিয়ে কাজটি শেষ করার পর দেখতে অনেক চমৎকার লাগে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকে এই ক্লে দিয়ে প্রজাপতির অরিগ্যামি তৈরি করলাম।
১.রঙিন ক্লে
২.ক্লে টুলস
৩.সাইন পেন
প্রথমে আমি অফ হোয়াইট কালারের সামান্য পরিমাণে কিছু ক্লে নিয়েছি।এটাকে তিনটি অংশে বিভক্ত করে নিব।এরপর তিনটি অংশ দিয়ে হাতের সাহায্যে সুন্দরভাবে রাউন্ড শেপ তৈরি করে নিব। তিনটি রাউন্ড শেপের ক্লে একসাথে যুক্ত করে নিব।
এখন লাল রঙের ক্লে দিয়ে প্রজাপতির পাখনা তৈরি করবো।চিত্রের মতো করে লাল রঙের ক্লে নিয়ে সমান দুই ভাগে ভাগ করবো এবং হাতের সাহায্যে হালকা চাপ দিয়ে পাখনা তৈরি করে নিব।
একইভাবে গোলাপি রঙের ক্লে দিয়ে ছোট সাইজের আরো দুটি পাখনা তৈরি করে নিব।
এখন চিত্রে দেখানো উপায়ে সুন্দরভাবে পাখনা চারটি প্রজাপতির দেহের অংশে লাগিয়ে নিব।
এখন কালো রঙের ক্লে দিয়ে প্রজাপতির চোখ তৈরি করবো।এবং সাইন পেন দিয়ে প্রজাপতির মুখের অংশ এঁকে নিব।
এখন ভিন্ন কালারের ক্লে দিয়ে প্রজাপতির মাথার উপরের অংশ তৈরি করে লাগিয়ে নিব।
প্রজাপতিকে আরো সুন্দর দেখানোর জন্য এর পাখনা গুলোতে কালো রংয়ের সাইন পেন দিয়ে সুন্দর ডিজাইন অংকন করে নিব। অবশেষে প্রজাপতিটি তৈরি করা শেষ হলো।
সম্পূর্ণ প্রজাপতি তৈরি করার পর দেখতে অনেক সুন্দর লাগছিল। আপনাদের কাছে আমার আজকে শেয়ার করা পোস্টটি কেমন লেগেছে তা মন্তব্যে জানাবেন।আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ডিভাইস | OPPO A15s |
---|---|
শ্রেণী | অরিগ্যামি পোস্ট |
ফটোগ্রাফার | @jerin-tasnim |
লোকেশন | কুষ্টিয়া,বাংলাদেশ |
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ |
---|
ওয়াও দারুণ হয়েছে আপনার তৈরি করা ক্লে দিয়ে প্রজাপতির অরিগ্যামি টি। আমার কাছে বিভিন্ন ধরনের অরিগ্যামি গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনার তৈরি করা ক্লে দিয়ে প্রজাপতির অরিগ্যামি টি বেশ সুন্দর হয়েছে। ধাপ গুলোও দারুণ ভাবে শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুবই ভালো লাগলো আপনার সুন্দর এই পোস্ট তৈরি করতে দেখে। ক্লে দিয়ে অনেক সুন্দর একটি প্রজাপতির অরিগামী তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো আমার। একদম অসাধারণ হয়েছে আপনার এ প্রজাপতি তৈরি করা।
ক্লে দিয়ে প্রজাপতির অরিগ্যামি তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার তৈরি করা প্রজাপতি দেখতে বেশ কালারফুল হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দারুন একটি পোস্ট সবার মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
ক্লে ব্যবহার করে আপনি খুব চমৎকার একটা প্রজাপতির অরিগামি করেছেন।দেখতে খুবই সুন্দর লাগছে আপনার বানানো অরিগামি টা।প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।
ক্লে দিয়ে খুব সুন্দর আকর্ষণীয় একটি প্রজাপতির অরিগামি তৈরি করেছেন আপু। প্রজাপতিটি দেখতে খুবই চমৎকার লাগছে। আপু, আপনি কিভাবে ক্লে দিয়ে এত সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন, তার প্রতিটি ধাপ শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ক্লে দিয়ে এরকম অরিগামীগুলি তৈরি করতে ভীষণ ভালো লাগে তবে আপনি ঠিকই বলেছেন অবশ্যই ধৈর্যের প্রয়োজন রয়েছে। কিন্তু ফাইনাল আউটপুট দেখলে সব কষ্ট যেন ভালোলাগায় পরিণত হয়। আপনার প্রায় অরিগ্যামি পোস্টগুলি আমি দেখে থাকি আপনি কিন্তু অরিগামি তৈরিতে অসম্ভব দক্ষ যেটা আপনার পোস্ট দেখলেই বোঝা যায়। আজকে আপনি ক্লে দিয়ে এরকম প্রজাপতির একদম ইউনিক একটি অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্যে ধন্যবাদ আপু।
ক্লে দিয়ে দেখছি সবাই বেশ চমৎকার চমৎকার পোস্ট উপহার দিয়ে যাচ্ছেন। ক্লে দিয়ে প্রজাপতির অরিগ্যামি তৈরি দেখতে অনেক কিউট লাগতেছে আপু। এধরনের কাজ গুলো সৃজনশীলতা বৃদ্ধি করে। আপনার আইডিয়া খুব ভালো ছিলো। আপনার জন্য শুভ কামনা রইলো।
ক্লে দিয়ে প্রজাপতির অরিগামি তৈরি খুবই সুন্দর ছিল। আপনি এই কমিউনিটিতে যুক্ত হওয়ার পর থেকে নিজের ক্রিয়েটিভ কাজগুলো বেশি শেয়ার করে থাকেন। যেগুলো দেখে মুগ্ধ হয়ে থাকি । আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত যেটা দেখতে পাই। আজকে প্রজাপতি অরিগামি তৈরি দেখে মুগ্ধ হলাম। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপু আপনি ক্লে দিয়ে খুব সুন্দর একটি প্রজাপতির অরিগ্যামি তৈরি করেছেন। প্রজাপতির চোখের ভিতরে সাদা ক্লে দিলে আরও সুন্দর হতো। এখন মনে হচ্ছে অন্ধ প্রজাপতি। তবে প্রজাপতিটি খুব কিউট হয়েছে। ক্লে দিয়ে বানানো যেকোনো জিনিস দেখতে খুব ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।