"এসো নিজে করি" -// চাঁদের ম্যান্ডেলা আর্ট //

in আমার বাংলা ব্লগ5 months ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20240404172258-01.jpeg

আজকে আপনাদের সঙ্গে একটি আর্ট পোস্ট শেয়ার করব। আমি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডেলা আর্ট শেয়ার করার চেষ্টা করি। তবে ম্যান্ডেলা আর্টগুলো করতে একটু বেশি সময়ের প্রয়োজন হয়। যেহেতু,আজকে আমার হাতে বেশ সময় ছিল তাই ভাবলাম একটি ম্যান্ডেলা আর্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক।কিন্তু, আর্ট করতে যাওয়ার সময় বুঝতেই পারছিলাম না কিসের ম্যান্ডেলা আর্ট করা যায়। অনেক সময় ভাবার পরে মনে হলো, একটি চাঁদের ম্যান্ডেলা আর্ট করলে কেমন হয়। যেহেতু আর কিছুদিন পরেই ঈদ। ঈদ উপলক্ষে চাঁদের একটি আর্ট করাই যায়। তাই আর দেরি না করে বসে গেলাম চাঁদের ম্যান্ডেলা আর্ট করতে। এই আর্টটি করতে আমার অনেক সময় লেগেছিল। তবে কষ্ট করে আর্টটি করার পরে দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল। আশা করি আপনাদের কাছেও এই আর্টটি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আজকে অঙ্কন করলাম চাঁদের এই ম্যান্ডেলা আর্ট।

চাঁদের ম্যান্ডেলা আর্ট

IMG20240404135609-01.jpeg

IMG20240404135546-01.jpeg

IMG20240404135540-01.jpeg

IMG20240404135556-01.jpeg

IMG20240404135420-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.কাগজ
২.জেল কলম
৩.পেন্সিল
৪.কম্পাস
৫.ইরেজার
৬.শার্পনার

IMG20240404124758.jpg

✍️ধাপ-১:✍️

প্রথমে কম্পাস ও পেন্সিলের সাহায্যে বড় একটি সার্কেল অঙ্কন করে নিব। এরপর চিত্রের মত করে বড় সার্কেলের মধ্যে ছোট একটি সার্কেল এঁকে নিব।

IMG20240404125041.jpgIMG20240404125201.jpg
✍️ধাপ-২:✍️

এখন ইরেজারের সাহায্যে বাড়তি দাগ মুছে সুন্দর একটি চাঁদের শেপ দিয়ে নিব। এরপর জেল কলম দিয়ে চাঁদটি অনেক গাঢ় করে অঙ্কন করব। এখন চাঁদটি দেখতে বেশ সুন্দর লাগছে।

IMG20240404125337.jpgIMG20240404125702.jpg
IMG20240404125854.jpgIMG20240404130432.jpg
✍️ধাপ-৩:✍️

এরপর ম্যান্ডেলা আর্ট করার জন্য চাঁদের মধ্যে কম্পাসের সাহায্যে অনেকগুলো অর্ধ বৃত্ত এঁকে নিব। এভাবে অর্ধবৃত্ত অঙ্কন করলে ম্যান্ডেলা আর্ট করতে অনেক সুবিধা হয়।

IMG20240404130722.jpg

✍️ধাপ-৪:✍️

এখন চাঁদের নিচের অংশ থেকে ম্যান্ডেলা আর্ট শুরু করব। প্রথমে সুন্দর একটি ফুলের অঙ্কন করব। ফুলটির অনেকগুলো পাঁপড়ি এঁকে নিব। এরপর ফুলের চারপাশে আরো ছোট ছোট অনেকগুলো পাঁপড়ি ও ফুল এঁকে নিব।

IMG20240404130945.jpgIMG20240404131404.jpg
✍️ধাপ-৫:✍️

একইভাবে ফুল, পাতা এবং দাগ দেওয়ার মাধ্যমে নিখুঁত নকশা অংকন করব। এভাবে ফুল ও পাতার নকশাগুলো করতে আমার ভীষণ ভালো লাগে।

IMG20240404131936.jpgIMG20240404132757.jpg
IMG20240404133220.jpgIMG20240404133607.jpg
✍️ধাপ-৬:✍️

এরপর চাঁদের দুই পাশে ক্রমান্বয়ে বড় থেকে ছোট আকারের অনেকগুলো সার্কেল এঁকে নিব। এবং বাড়তি অংশটুকু জেল কলমের সাহায্যে ভরাট করে নিব।

IMG20240404133755.jpgIMG20240404134058.jpg
✍️ধাপ-৭:✍️

এখন ম্যান্ডেলা আর্ট আরো সুন্দর দেখানোর জন্য চাঁদের মাঝে নিখুঁত নকশা এঁকে নিব। এবং চারপাশে অনেকগুলো তারা এঁকে নিব।

IMG20240404134441.jpgIMG20240404135035.jpg
✍️ধাপ-৮:✍️

এভাবেই আমার সম্পূর্ণ ম্যান্ডেলা আর্টটি শেষ হল। সর্বশেষে আমার সিগনেচার করে নিব।

IMG20240404135124.jpg

✍️ফাইনাল আউটপুট:✍️
IMG20240404135225-01.jpegIMG20240404135238-01.jpeg

IMG20240404135233-01.jpeg

IMG20240404135244-01.jpeg

IMG20240404135256-01.jpeg

IMG20240404135546-01-01.jpeg

আমার অংকন করা চাঁদের এই ম্যান্ডেলা আর্টটি আপনাদের কেমন লেগেছে তা মন্তব্যে জানাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মত এখানেই শেষ করছি। আগামীতে হাজির হব নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 5 months ago 

চাঁদের ম্যান্ডেলা আর্ট দেখে বেশ ভালো লাগলো আপু ৷ দারুণ এঁকেছেন ৷ আসলে ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে অসম্ভব ভালো লাগে আমার কাছে ৷ এই আর্ট গুলোর মাঝে অন্যরকম এক সৌন্দর্য্য থাকে ৷ তবে আসলেই এই আর্ট করতে গেলে একটু হাতে সময় নিয়ে বসতে হয় ৷ কারণ ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় ধৈর্যের প্রয়োজন হয় ৷ যাই হোক , আপনার আর্ট আমার কাছে বেশ ভালো লাগলো ৷ ধন্যবাদ শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 5 months ago 

ম্যান্ডেলা আর্টগুলো দেখতে এবং করতে আমার খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

ঈদ উপলক্ষে আপনি অনেক সুন্দর ভাবে চাঁদের মেন্ডেলা আর্ট তৈরি করেছেন। আসলেই আর্টটি দেখতে অনেক চমৎকার লাগছে ।কিভাবে আর্টটি তৈরি করতে হয় প্রতিটি ধাপ আমাদের মাঝে অনেক সুন্দরভাবে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনার প্রশংসামূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। চাঁদের ম্যান্ডেলা আর্টটি আপনার ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম।

 5 months ago 

চাদের মেন্ডেলা ধাপে ধাপে খুব সহজ ভাবে উপস্থাপন করেছেন ঈদের মেহেদি দিয়ে দারুণ সুন্দর হবে আপনার করা আর্ট টি

 5 months ago 

বাহ আপু আপনি আজকে খুবই সুন্দর একটি চাঁদের ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার আর্ট করা চাঁদের ম্যান্ডেলা আর্টেটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমরা ঈদের আগের রাত (চাদ রাতে) এতো সুন্দর একটি চাদ দেখার সুযোগ পাবো। তবে আপনি আপনার চাঁদের ম্যান্ডেলা আর্টের প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা আমাদের জন্য অনেক বেশি ভালো।

 5 months ago 

আমার অংকন করা চাঁদের ম্যান্ডেলা আর্টটি আপনার কাছে এতো ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 5 months ago 

ওয়াও দারুণ হয়েছে আপু আপনার চাঁদের ম্যান্ডেলা আর্ট টি।ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। তবে কোনদিন ম্যান্ডেলা আর্ট করা হয়নি।এগুলো আর্ট খুবই সময় ও ধৈর্য নিয়ে করতে হয়। ধন্যবাদ আপু এতো সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 5 months ago 

ঠিকই বলেছেন, এই আর্ট গুলো অনেক সময় ও ধৈর্য নিয়ে করতে হয়। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 5 months ago 

চাঁদের ম্যান্ডেলা আর্ট দেখতে অসাধারন লাগতেছে। রমজান মাসে চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার আর্ট গুলো সব সময়ই নিখুঁত হয়ে থাকে। ভালো ছিলো আপু। নতুন পোস্ট দেখার অপেক্ষায় রইলাম ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

আপনার গঠনমূলক মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ভাইয়া।

 5 months ago 

আপনার চিত্র অংকন গুলো আমার খুবই ভালো লাগে। চাঁদের এত সুন্দর একটি মেন্ডেলা চিত্র অংকন দেখতে পাব আজকে সেরা ভাবিনি। আসলে আপনার চিত্র অঙ্কন দক্ষতা অসাধারণ।

 5 months ago 

আমার অংকন করা পেইন্টিং আপনার ভালো লাগে জেনে খুশি হলাম।

 5 months ago 

অসাধারণ আর্ট করেছেন আপনি। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। আপনার চাঁদের ম্যান্ডেলা আর্ট দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। বেশ চমৎকার চাঁদের ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। চাঁদের ম্যান্ডেলা আর্ট দেখতে খুবই সুন্দর লাগছে। এত চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 5 months ago 

আপনার মূল্যবান মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ভাইয়া।

 5 months ago 

আজকে আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে একটি চাঁদের মেন্ডেলা আর্ট করে দেখিয়েছেন। আপনার এই অসাধারণ মেন্ডেল আর্ট দেখে আমি মুগ্ধ হয়েছি। চমৎকার আর্ট দক্ষতা আপনার মধ্যে রয়েছে দেখছি। আশা করি এভাবে আরও অনেক সুন্দর সুন্দর আর্ট আমাদের মাঝে উপস্থাপন করবেন।

 5 months ago 

আমার অংকন করা চাঁদের ম্যান্ডেলা আর্টটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59391.37
ETH 2525.88
USDT 1.00
SBD 2.47