অরিগ্যামি পোস্ট:- // রঙিন পেপার দিয়ে ফুল তৈরি //

in আমার বাংলা ব্লগ5 months ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সুন্দর পোস্ট নিয়ে।

IMG20240429153837-01-01.jpeg

আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফুলের অরিগ্যামি পোস্ট।রঙিন পেপার দিয়ে ফুলের অরিগ্যামি তৈরি করতে আমার খুব ভালো লাগে।তাই যখনই সময় পাই তখনই রঙিন পেপার নিয়ে বসে যাই কিছু তৈরি করার জন্য।আজকে দুপুরে কোনো কাজ ছিল না।তাই ভাবলাম শুধু শুধু বসে না থেকে সময়টাকে কাজে ব্যয় করি।প্রথমে ভেবে পাচ্ছিলাম না কি তৈরি করা যায়।অনেক সময় ভাবার পরে মাথায় আসলো, ফুলের অরিগ্যামি তৈরি করলে কেমন হয়? বেশ ভালো হবে।আর কিছু না ভেবে ফুলের অরিগ্যামি তৈরি করে ফেললাম।আজকে আমি একই ধরণের চারটি ফুল তৈরি করেছি।

চারটি ভিন্ন রঙের কাগজ দিয়ে ফুলগুলো তেরি করেছি।তাই দেখতে বেশ সুন্দর লাগছিল।এই ফুলের অরিগ্যামি তৈরি করতে আমার অনেক সময় লেগেছে।চারটি ফুল তৈরি করায় সময় একটু বেশি লেগেছে।তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ফুলের অরিগ্যামি তৈরি করলাম।

রঙিন পেপার দিয়ে ফুল তৈরি

IMG20240429145659-01-01.jpeg

IMG20240429153950-01.jpeg

IMG20240429153930-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.রঙিন পেপার
২.কাঁচি
৩.কলম
৪.গাম

IMG20240429142954.jpg

ধাপ-১:

প্রথমে আমি হলুদ রঙের কাগজ দিয়ে ফুলটি তৈরি করবো।সমান দৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট হলুদ রঙের একটি কাগজ নিব।

IMG20240429143550.jpg

ধাপ-২:

এখন কাগজটিকে মাঝবরাবর সমানভাবে ভাঁজ দিব।তারপর চিত্রের মতো করে কাগজটি ত্রিভুজ আকৃতির করে ভাঁজ করে নিব।এভাবে ভাঁজ করলে ফুল তেরি করা সহজ হবে।

IMG20240429143621.jpgIMG20240429143631.jpg
IMG20240429143712.jpgIMG20240429143724.jpg
ধাপ-৩:

এরপর কলম দিয়ে ভাঁজ করা কাগজের মাঝবরাবর দাগ দিব।এখন সুন্দর করে ফুলের একটি পাঁপড়ি এঁকে নিব।

IMG20240429143942.jpgIMG20240429144110.jpg
ধাপ-৪:

তারপর কাঁচির সাহায্যে সাবধানতার সাথে দাঁগ দেওয়া অংশ কেটে নিব।সাবধানে না কাটলে ফুলের পাঁপড়ি কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে।

IMG20240429144110.jpg

ধাপ-৫:

এখন ধীরে ধীরে কাগজের ভাঁজ খুলে নিব।ভাঁজ খুলে নেওয়ার পরে দেখবো হলুদ রঙের সুন্দর একটি ফুল তৈরি হয়েছে।তবে এখনো ফুলটি সম্পূর্ণভাবে তৈরি হয়নি।

IMG20240429144123.jpgIMG20240429144246.jpg
ধাপ-৬:

সাদা রঙের কাগজ দিয়ে ছোট সার্কেল তৈরি করবো।প্রথমে কাগজের উপর কলম দিয়ে সার্কেল এঁকে নিব। এরপর কাঁচির সাহায্যে সুন্দরভাবে কেটে সার্কেলটি তৈরি করবো।এখন গামের সাহায্যে হলুদ রঙের ফুলের মাঝের অংশে সাদা রংয়ের এই সার্কেলটি লাগিয়ে নিব।এখন ফুলটি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে।

IMG20240429144258.jpgIMG20240429144345.jpg
IMG20240429144440.jpgIMG20240429144638.jpg
IMG20240429144657.jpgIMG20240429144728.jpg
ধাপ-৭:

একইভাবে আমি বেগুনি, সবুজ ও কমলা রঙের আরো তিনটি ফুল তৈরি করেছি।

IMG20240429145622.jpgIMG20240429145707-01.jpeg
ফাইনাল আউটপুট:

IMG20240429153606-01.jpeg

IMG20240429145729-01.jpeg

IMG20240429153840-01.jpeg

IMG20240429153848-01.jpeg

IMG20240429153904-01.jpeg

আমার তৈরি করা ফুলের অরিগ্যামি আপনাদের কাছে কেমন লেগেছে তা মন্তব্যে জানাবেন। আশা করি আপনাদের কাছে রঙিন পেপার দিয়ে তৈরি ফুলগুলো ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীঅরিগ্যামি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 5 months ago 

অনেক সুন্দর একটা অরিগ্যামি পোস্ট শেয়ার করেছেন আপনি রঙিন কাগজ দিয়ে। রঙ্গিন কাগজ দিয়ে যেকোন জিনিস দেখতে অনেক ভালো লাগে। যেহেতু আপনি বিভিন্ন কালারের ফুল তৈরি করেছেন প্রতিটি ফুল দেখতে খুবই সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি অরিগ্যামি শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

আপু আপনার মত আমিও সময় পেলেই রঙিন কাগজ নিয়ে বসে পরি কোন কিছু তৈরি করতে। আর রঙিন কাগজ দিয়ে যেকোন কিছু তৈরি করতে বেশ ভালো লাগে। আপনি এত সুন্দর করে ফুলগুলো তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। দেখতে খুবই আকর্ষণীয় লাগছে।

 5 months ago 

ঠিকই বলেছেন, রঙিন কাগজ দিয়ে তৈরি সবকিছুই অনেক ভালো লাগে।

 5 months ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করেছেন আপু। চারটি রঙিন কাগজ দিয়ে চার রকমের ফুল তৈরি করাটা খুবই ভালো লাগছে। দেখে মনে হচ্ছে অনেক সময় ও ধৈর্য নিয়ে ফুলগুলো তৈরি করেছেন। আর বিশেষ করে একটি কাল কাগজের উপর এই চারটি ফুল রেখেছেন বলে আরো সুন্দর দেখাচ্ছে। ফুল তৈরি করার প্রক্রিয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর রঙিন কাগজ দিয়ে ফুল করে সেটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

আমার তৈরি করা ফুলের অরিগ্যামি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 5 months ago 

খুব সুন্দর সুন্দর কিছু রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন। ফুলগুলো দেখতে সত্যিই চমৎকার লাগছে। আর আপনার মত আমিও সময় পেলে রঙিন কাগজ নিয়ে বসে করি কিছু তৈরি করার জন্য। আসলে রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করলে দেখতে খুব ভালই লাগে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

মূল্যবান মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।আপনার কাছেও রঙিন কাগজের তৈরি জিনিস গুলো ভালো লাগে জেনে খুশি হলাম।

 5 months ago 

রঙিন পেপার দিয়ে খুবই চমৎকার একটি ফুল তৈরি করেছেন অনেক সুন্দর লাগছে।কয়েকটি রঙের মিশ্রণে খুব ভাল লাগছে।ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

 5 months ago 

আপনার মূল্যবান মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 5 months ago 

রঙিন পেপার দিয়ে খুবই সুন্দর ফুল তৈরি করেছেন। আপনার ফুল তৈরি করার ধাপ গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। খুবই সুন্দর ও দক্ষতার সাথে ডাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করলেন, দেখতে পেয়ে মুগ্ধ হলাম।

 5 months ago 

আমার তৈরি করা ফুলের অরিগ্যামি আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

 5 months ago 

ওয়াও দারুণ হয়েছে আপনার রঙিন কাগজের ফুল গুলো। রঙিন কাগজের জিনিস আমার কাছে একটু বেশি ভালো লাগে। আপনি দারুণ ভাবে রঙিন কাগজ দিয়ে ফুলের অরিগ্যামি তৈরি করছেন। ধাপ গুলোও সুন্দর ভাবে উপস্থাপন করছেন ও বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 5 months ago 

গঠনমূলক মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 5 months ago 

আসলে রঙিন কাগজের মাধ্যমে অনেক কিছু পত্র তৈরি করা যায়। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফুল তৈরি করেছেন। আপনার তৈরি করা ফুল গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি বেশ দারুন ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, আপনার ফুল তৈরির ধাপ গুলো থেকে অনেক কিছু শিখার রয়েছে।

 5 months ago 

আমার তৈরি করা ফুলগুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 5 months ago 

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি অসাধারণ হয়েছে। এধরনের রঙিন কাগজের ফুল গুলো দেখতে বরাবরই ভীষণ ভালো লাগে। তাছাড়া বিভিন্ন কালারের ফুল তৈরি করার জন্য দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

আপনার কাছে এই ধরনের রঙিন কাগজের তৈরি ফুলগুলো ভালো লাগে জেনে আনন্দিত হলাম।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60111.17
ETH 2322.86
USDT 1.00
SBD 2.53