(এসো নিজে করি) : আর্ট পোস্ট - // পাথরের উপর লেডিবাগ পোকা অঙ্কন //

in আমার বাংলা ব্লগ2 months ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20240407225538-01.jpeg

আজকে আপনাদের সাথে শেয়ার করবো অ্যাক্রেলিক পেইন্টিং।পেইন্টিংটি করেছি একটি পাথরের উপর। অনেকদিন হলো পাথরের উপর কোন পেইন্টিং করা হয় না। তাই ভাবলাম আজকে পাথরের উপর কিছু অঙ্কন করা যাক।

তবে কি অংকন করবো এটা ভাবতে ভাবতে হঠাৎ মাথায় এলো, এমন কিছু অঙ্কন করবো যাতে দেখতে অনেক সুন্দর দেখায় এবং খুব সহজেই অংকন করা যায়।তবে অঙ্কন শেষ করার পরে বুঝলাম কোনো কিছুই আসলে এতো সহজে সম্পন্ন করা যায় না।আমি আজকে পাথরের উপর একটি সুন্দর লেডিবাগ পোকা অঙ্কন করেছি। এটি অংকন করতে আমার অনেক সময় লেগেছে। তবে কষ্ট করে অঙ্কন করার পর পেইন্টিংটি দেখতে আমার কাছে খুব ভালো লাগছিল। আশা করি আপনাদের কাছেও এই পেইন্টিংটি ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেয়া যাক কিভাবে পাথরের উপর লেডিবাগ পোকার পেইন্টিংটি করলাম।

পাথরের উপর লেডিবাগ পোকার অ্যাক্রেলিক পেইন্টিং

IMG20240407225109-01.jpeg

IMG20240407225441-01.jpegIMG20240407225419-01.jpeg
IMG20240407225424-01.jpegIMG20240407225409-01.jpeg

IMG20240407225555-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.পাথর
২.অ্যাক্রেলিক রঙ
৩.তুলি
৪.পানি

IMG20240407221350.jpg

✍️ধাপ-১:✍️

প্রথমে সাদা রং করা একটি ছোট্ট পাথর নিয়েছি। এরপর তুলির সাহায্যে চিত্রের মতো করে পাথরের দুই তৃতীয়াংশে লাল রং করে নিব। লাল রঙের লেডিবাগ পোকাগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে।

IMG20240407221448.jpg

IMG20240407221559.jpgIMG20240407222039.jpg
✍️ধাপ-২:✍️

এরপর লেডিবাগ পোকার মাথার অংশে কালো রং করে নিব।লেডিবাগ পোকার মাথার অংশ সাধারণত কালো রঙেরই হয়ে থাকে।

IMG20240407222340.jpg

✍️ধাপ-৩:✍️

এখন লাল রং করা অংশে, সাদা রং দিয়ে ছোট এবং বড় সাইজের অনেকগুলো বৃত্ত এঁকে নিব। ছোট পাথর হওয়ার কারণে এই বৃত্তগুলো আঁকতে অনেক কষ্ট হয়েছিল।

IMG20240407223122.jpg

✍️ধাপ-৪:✍️

এরপর সাদা রঙ দিয়ে লেডিবাগ পোকার চোখের অংশটুকু এঁকে নিব। এবং চিত্রের মতো করে কালো অংশের উপরে সাদা রঙ দিয়ে অনেকগুলো ছোট ছোট সার্কেল এঁকে নিব।

IMG20240407223436.jpgIMG20240407223540.jpg
✍️ধাপ-৫:✍️

এখন কালো রং দিয়ে লেডিবাগ পোকার মাঝের অংশে একটি দাগ দিয়ে নিব। এরপর সাদা রংয়ের বৃত্তের মধ্যে কালো রঙ দিয়ে ছোট বৃত্ত এঁকে নিব।

IMG20240407223747.jpg

IMG20240407224533.jpgIMG20240407224551.jpg
✍️ধাপ-৬:✍️

লেডিবাগ পোকার চোখের অংশে সাদা রঙের উপর সবুজ রঙের ছোট বৃত্ত এঁকে নিব। এরপর সবুজ রঙের উপর আবার কালো রংয়ের বৃত্ত এঁকে নিব। এবং সর্বশেষে সাদা রঙ দিয়ে ছোট বৃত্ত এঁকে চোখ অঙ্কন সম্পন্ন করবো।

IMG20240407224726.jpgIMG20240407224857.jpg
IMG20240407225206-01.jpegIMG20240407225238-01.jpeg
✍️ফাইনাল আউটপুট:✍️

এভাবেই অংকন করে ফেললাম পাথরের উপর লেডিবাগ পোকার অ্যাক্রেলিক পেইন্টিং।

IMG20240407225257-01.jpeg

IMG20240407225615-01.jpeg

IMG20240407225409-01.jpeg

IMG20240407225325-01.jpeg

IMG20240407225311-01.jpeg

IMG20240407225400-01.jpeg

আমার আজকের অঙ্কন করা এই পেইন্টিংটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্যে জানাবেন। পাথরের উপর এই ধরণের পেইন্টিং করতে আমার খুবই ভালো লাগে।তাই মাঝে মাঝেই পাথরের উপর পেইন্টিং করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো।আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পেইন্টিং নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 months ago 

একদম কিন্তু অরজিনাল পোকা মনে হচ্ছে। আপনার আর্ট দক্ষতা বেশ ফুটে উঠেছে এই পাথরের বুকে। খুব সুন্দর করে আপনি পোকার দৃশ্য তৈরি করেছেন। অনেক অনেক ভালো লাগলো দেখে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

পাথরের উপরে কোন কিছু অঙ্কন করলে দেখতে এমনিতেই অনেক সুন্দর লাগে। আর আপনি আজ অনেক সুন্দর একটা লেডি বাগ প্রকার পেইন্টিং করেছেন। যেটা দেখতে অনেক সুন্দর এবং কিউটও লাগতেছে। পোকাটার সৌন্দর্য এত সুন্দর ভাবে ফুটে উঠেছে যে, আমি তো আপনার এই কাজটা দেখে মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। এটাকে কিন্তু আপনি সাজিয়ে রাখতে পারবেন অনেক সুন্দর করে। এটা সাজিয়ে রাখলে অনেক বেশি সুন্দর লাগবে দেখতে।

 2 months ago 

বাহ দেখে মুগ্ধ হয়ে গেছি আপু আপনি অনেক সুন্দর একটি আর্টপোস্ট শেয়ার করলেন। পাথরের উপরে এত সুন্দর করে লেডিবাগ তৈরি করলেন দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। কালারগুলো আপনি খুব সুন্দরভাবে দিতে পেরেছেন। পাথরের উপরে আর্ট করা মানে অনেক কষ্টের একটি কাজ। দেখে বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ।

 2 months ago 

দারুন একটি আর্ট পোস্ট শেয়ার করেছেন আপু। পাথরের উপরে খুব সুন্দর লেডিবাগ পোকার আর্ট করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। কালার কম্বিনেশন খুব সুন্দর ছিল। সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

পাথরের উপর লেডিবাগ পোকা অঙ্কন খুবই সুন্দর হয়েছে। আসলে দক্ষতার সাথে পাথরের উপরে চিত্র অঙ্কন করেছেন। এই পাথরের উপরের পেইন্টিং গুলো দেখতে অনেক সুন্দর লাগে। আপনার এই দৃশ্যটি ফুটিয়ে উঠেছে।

 2 months ago 

পেইন্টিং করতে আমি অনেক বেশি পছন্দ করি। আর পাথরের উপর পেইন্টিং করলে এমনিতেই অনেক বেশি সুন্দর হয়। আমি তো অনেকবার পাথরের উপরে বিভিন্ন রকম পেইন্টিং করেছি। এই ধরনের পেইন্টিং গুলো করলে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। আপনার পাথরের উপর করা এই পেইন্টিংটা এত সুন্দর লাগতেছে যে, যতই দেখছিলাম ততই আমার কাছে ভালো লাগছিল। লেডি বাগ পোকার সৌন্দর্য এত সুন্দর ভাবে ফুটে উঠেছে যে, আমি আপনার পোষ্টের দিক থেকে চোখ ফেরাতে পারছিলাম না।

 2 months ago 

পাথরের উপর লেডি বাগ পোকার দারুন একটি সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন

বিশেষ করে কালার কম্বিনেশন তার জন্য দেখতে বেশি সুন্দর দেখাচ্ছে।
সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো ও শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 months ago 

পাথরের উপর লেডিবাগ পোকা অঙ্কন আপনার বুদ্ধির প্রশংসা করতে হয় আপু। আপনি অনেক সুন্দর ভাবে পাথরের উপর লেডি বাগ পোকা অংকন করেছেন। দেখতে অনেক চমৎকার লাগছে ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 months ago 

প্রথম অবস্থায় দেখে বোঝার উপায় নেই এটা আসল লেডিব‍্যাগ পোকা না। দারুণ লাগছ তো দেখতে। অরিজিনাল লেডিবাগ পোকা টা ঠিক এইরকমই লাগে। পাথরের উপর লেডিব‍্যাগ পোকা টা দারুণ অংকন করেছেন আপু। সত্যি বেশ চমৎকার হয়েছে। প্রতিটা ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66697.56
ETH 3490.05
USDT 1.00
SBD 3.17