(এসো নিজে করি):- // হ্যান্ড এমব্রয়ডারি সুন্দর ফুল গাছের ডিজাইন //

in আমার বাংলা ব্লগ24 days ago
আসসালামু আলাইকুম

IMG20240602163601-01-01.jpeg

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি সুন্দর একটি পোস্ট নিয়ে।

বেশ অনেকদিন পর আপনাদের সাথে সুন্দর একটি সেলাইয়ের পোস্ট শেয়ার করতে চলে এলাম।হ্যান্ড এমব্রয়ডারি সেলাইগুলো করতে আমার খুবই ভালো লাগে। আপনাদের সঙ্গে মাঝে মাঝেই হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইনগুলো শেয়ার করে থাকি। এবং আপনারাও আমার এই কাজকে খুবই পছন্দ করেন। এই ধরনের কাজগুলো করতে যদিও সময় অনেক বেশি লাগে তবে ধৈর্য নিয়ে সেলাই গুলো করলে দেখতে অনেক সুন্দর হয়। আজকে আমি সুন্দর একটি ফুলের গাছ সেলাই করেছি।গাছের ডালে রয়েছে অনেকগুলো পাতা এবং ফুটন্ত অনেকগুলো ফুল।এখানে আমি তিন ধরনের রঙিন সুতা ব্যবহার করে সেলাইয়ের কাজটি সম্পন্ন করেছি। বেগুনি রঙের সুতা দিয়ে গাছের ডালপালা , আকাশী রঙের সুতা দিয়ে গাছের পাতা আর গোলাপি রঙের সুতা দিয়ে ফুলগুলো সেলাই করেছি। সব মিলিয়ে হ্যান্ড এমব্রয়ডারি সেলাইটি দেখতে আমার কাছে বেশ সুন্দর লাগছিল। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ফুলের ডিজাইন সেলাই করলাম।

হ্যান্ড এমব্রয়ডারি সুন্দর ফুল গাছের ডিজাইন
IMG20240602163542-01.jpegIMG20240602163545-01.jpeg
প্রয়োজনীয় উপকরণ

১.সাদা কাপড়
২.সুঁই
৩.DMC সুতা
৪.পেন্সিল
৫.ফ্রেম

IMG20240602153738.jpg

ধাপ-১:

প্রথমে আমি ফ্রেমের সাথে সাদা রঙের কাপড়টি সুন্দরভাবে সেট করে নিব। এরপর কাপড়টির উপর পেন্সিল দিয়ে ফুল গাছের ডাল,পাতা এবং গাছে ফুটন্ত পাঁচটি ফুল এঁকে নিব।

IMG20240602154038.jpg

ধাপ-২:

প্রথমে সুঁইয়ের মধ্যে বেগুনি রঙের সুতা পরিয়ে নিব। এখন ফুল গাছের ডাল সেলাই করে নিব। এখানে আমি ডালটি সেলাই করার জন্য চিত্রের মতো করে ডালফোঁড় দিব।

IMG20240602154331.jpgIMG20240602154411.jpg
IMG20240602154434.jpgIMG20240602154450.jpg
ধাপ-৩:

ডালফোঁড় দিয়ে ফুল গাছের সবগুলো ডাল সেলাই করে নিয়েছি।

IMG20240602154507.jpgIMG20240602154522.jpg
IMG20240602154852.jpgIMG20240602155129.jpg

IMG20240602155516.jpg

ধাপ-৪:

এখন সাটিন স্টিচ দিয়ে ফুলের নিচের অংশ সেলাই করে নিব।কাপড়ের উপর দাগ দেওয়া অংশের নিচ দিয়ে সুইটি উঠিয়ে নিব।এবং চিত্রের মতো করে দাগের উপর দিয়ে একটি ফোড় তুলে নিব।

IMG20240602155635.jpgIMG20240602155703.jpg
IMG20240602155718.jpgIMG20240602155759.jpg
ধাপ-৫:

একইভাবে মোট আটটি ফোঁড় তুলে সাটিন স্টিচ দিয়ে ফুলের নিচের অংশ সেলাই করে নিব।

IMG20240602155905.jpgIMG20240602160331.jpg
ধাপ-৬:

এখন গাছের পাতাগুলো সেলাই করে নিব। গাছের পাতা সেলাইয়ের জন্য আমি সুঁইয়ের মধ্যে আকাশী রঙে সুতা পরিয়ে নিয়েছি। এখানে আমি গাছের পাতা সাটিন স্টিচ দিয়ে সেলাই করে নিব।

IMG20240602160715.jpgIMG20240602160849.jpg
IMG20240602160918.jpgIMG20240602160940.jpg
IMG20240602161046.jpgIMG20240602161149.jpg
ধাপ-৭:

একইভাবে আমি এখানে মোট আটটি পাতা সেলাই করে নিয়েছি।

IMG20240602161636.jpgIMG20240602162336.jpg
ধাপ-৮:

এরপর এখানে ফ্রেঞ্চ গিঁট সেলাই দিয়ে ফুলগুলো সেলাই করবো। এখানে আমি গাঢ় গোলাপি রঙের সুতা সুঁইয়ের মধ্যে পরিয়ে নিয়েছি। এরপর কাপড়ের নিচ থেকে সুঁই উঠিয়ে নিব। এরপর সুঁই এর মাথায় সুতা দিয়ে তিনটি প্যাঁচ দিয়ে নিব। তারপর সুঁইটি কাপড়ের মধ্য দিয়ে নামিয়ে নিচে টান দিব। এভাবেই হয়ে গেল ফ্রেঞ্চ গিঁট সেলাই।

IMG20240602162524.jpgIMG20240602162539.jpg
IMG20240602162610.jpgIMG20240602162634.jpg
ধাপ-৯:

একইভাবে আরো দুইটি ফ্রেঞ্চ গিঁট সেলাই দিয়ে একটি ফুল সেলাই করে নিব। এখানে আমি গাছে মোট পাঁচটি ফুল সেলাই করে নিয়েছি।

IMG20240602162912.jpgIMG20240602163534.jpg
ফাইনাল আউটপুট:
IMG20240602163705-01.jpegIMG20240602163644-01.jpeg
IMG20240602163612-01.jpegIMG20240602163608-01.jpeg

IMG20240602163624-01.jpeg

অবশেষে ফুল গাছের এই হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইনটি করা শেষ হলো। আশা করি আপনাদের কাছে আজকের সেলাই করা হ্যান্ড এমব্রয়ডারি ফুল গাছের ডিজাইনটি ভালো লেগেছে। আপনাদের কাছে ফুল গাছের নকশাটি কেমন লেগেছে তা মন্তব্যে জানাবেন।আপনাদের সুন্দর মন্তব্য আমাকে সেলাইয়ের প্রতি আরো উৎসাহ প্রদান করে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীহ্যান্ড এমব্রয়ডারি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 24 days ago 

আপনার দক্ষতা বেশ প্রশংসনীয়। খুব সুন্দর কাজ করে থাকেন আপনি। একদিন দেখলাম ছোট ভাইয়া আপনার এই পোস্টগুলো নিয়ে কথা বলছেন। আমিও শেখার চেষ্টা করছি আপু। আমাদের ছোট যা এই সমস্ত কাজগুলো করে। আমিও শিখব। বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই ফুল তৈরি করা দেখে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 24 days ago 

দারুন তো। অনেক সুন্দর একটি ক্রেয়েটিভ পোস্ট করেছেন। আমার কাছে হাতে করা এমন কাজ গুলো বেশ ভালো লাগে। আপনি বেশ সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে আজকের পোস্টটি শেয়ার করেছেন। ধন্যবাদ সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য।

 24 days ago 

আমরা ইতোমধ্যে আপনার মাধ্যমে বেশ কয়েকটি হাতের এমব্রয়ডারি ডিজাইন দেখতে পেরেছি। আসলে আপনি এমব্রয়ডারি ডিজাইনে অনেক পারদর্শী। আপনি আজকে খুবই সুন্দর করে হ্যান্ড এমব্রয়ডারি সুন্দর ফুল গাছের ডিজাইন তৈরি করেছেন। আপনার তৈরি করা এমব্রয়ডারি ডিজাইন টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর করে এমব্রয়ডারি ডিজাইন টি সম্পন্ন করেছেন।

 24 days ago 

আপু আপনি বরাবরের মতো এবারও খুব সুন্দর একটি হ্যান্ড এমব্রয়ডারি ফুল গাছের ডিজাইন শেয়ার করেছেন। আপনার এই ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। এই কাজগুলো আমার মা কে ছোটবেলায় দেখতাম করতো। আমার মা এই কাজ খুব ভালো পাড়ে। কিন্তু আমি অনেক চেষ্টা করে মায়ের কাছ থেকে শিখতে পারিনি। আমার কাছে এই ধরনের এমব্রয়ডারি ডিজাইন অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন সেটি হচ্ছে,হ্যান্ড এমব্রয়ডারি সুন্দর ফুল গাছের ডিজাইন, প্রতিটি ধাপ আপনি বেশ দক্ষতা এবং অভিজ্ঞতার সাথে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনার জন্য সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 24 days ago 

আজকে আপনি অত্যন্ত সুন্দরভাবে হ্যান্ড এমব্রয়ডারি সুন্দর ফুল গাছের ডিজাইনটি সম্পন্ন করেছেন। দেখতে আমার কাছে বেশ দারুন লাগছে। এই কাজগুলি করার জন্য বেশ সময়ের প্রয়োজন। অনেক কষ্ট সাধ্য ভাবে কাজটি সম্পন্ন করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 24 days ago 

ফুল গাছের ডিজাইন দেখতে অনেক সুন্দর লাগতেছে। প্রথমেই কাপড়ের উপরে পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছেন। এর পরে হাতের সাহায্যে সুঁই সুতা দিয়ে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। এধরনের কাজ গুলো সময় নিয়ে করতে হয়। ভালো লাগলো আপনার আজকের ফুলের ডিজাইন দেখে। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 24 days ago 

হ্যান্ড এমব্রয়ডারি অসাধারণ হয়েছে। ছোটবেলায় মা কে দেখতাম এরকম ডিজাইন করতো। আপনি অনেক সুন্দর করে দক্ষতার সাথে এই ডিজাইন করেছেন আপু। দেখতে চমৎকার হয়েছে। ভালো লাগলো অনেক। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

 24 days ago 

এ ধরনের ডিজাইন পোস্টগুলো আমি অনেক পছন্দ করি এই তো সামনে ঈদ আসছে এই ডিজাইনগুলো আমাদের হয়তোবা খুব কাজে আসতে পারে। ডিজাইনটা আপনি অনেক সুন্দর এবং সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন যেটা দেখে সত্যি আমি খুব আনন্দিত।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61440.52
ETH 3447.43
USDT 1.00
SBD 2.52