"এসো নিজে করি" -// টিস্যু পেপার দিয়ে তৈরি ফুলের অরিগ্যামি //

in আমার বাংলা ব্লগ5 months ago
আসসালামু আলাইকুম

IMG20240402104729-01-01.jpeg

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সুন্দর পোস্ট নিয়ে।

প্রতিদিনই ভিন্ন ভিন্ন ধরনের জিনিস তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। কারণ, এই কমিউনিটি নিজের সৃজনশীলতা প্রকাশ করার খুব ভালো একটি মাধ্যম। আজকে আমি ফুলের অরিগ্যামি পোস্ট শেয়ার করতে চলে এসেছি। আমি সাধারণত রঙিন বা সাদা কাগজ ব্যবহার করে ফুলের অরিগ্যামি তৈরি করি। তবে আজকে ভাবলাম একটু ভিন্নভাবে ফুলের অরিগ্যামি তৈরি করা যাক। তাই আমি টিস্যু পেপার ব্যবহার করে খুব সুন্দর একটি ফুল তৈরি করার চেষ্টা করলাম। অবশেষে তৈরি করে ফেললাম টিস্যু পেপার দিয়ে চমৎকার একটি ফুল। আশা করি আমার আজকের এই ফুলের অরিগ্যামি তৈরির প্রক্রিয়াটি আপনাদের ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেয়া যাক কিভাবে তৈরি করলাম টিস্যু পেপার দিয়ে ফুলের অরিগ্যামি।

টিস্যু পেপার দিয়ে তৈরি ফুলের অরিগ্যামি

IMG20240402105236-01.jpeg

IMG20240402105248-01.jpeg

IMG20240402105253-01.jpeg

IMG20240402105224-01.jpeg

IMG20240402105219-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.টিস্যু পেপার
২.সুতা
৩.অ্যাক্রেলিক রঙ
৪.তুলি
৫.কাঁচি
৬.পানি

IMG20240402102307.jpg

ধাপ-১:

এখানে আমি তিন পার্ট টিস্যু পেপার নিয়েছি। টিস্যু পেপারগুলো একটির উপর একটি সমানভাবে সাজিয়ে নেব। তাহলে খুব সহজে ফুলটি তৈরি করা যাবে।

IMG20240402102343.jpgIMG20240402102415.jpg
ধাপ-২:

এরপর টিস্যুর এক মাথা থেকে চিত্রের মত করে ভাঁজ করতে থাকবো। এভাবেই সম্পূর্ণ টিস্যু পেপারটি ভাঁজ করে নিব।

IMG20240402102436.jpgIMG20240402102551.jpg
ধাপ-৩:

এখন সুতার সাহায্যে ভাঁজ করা টিস্যু পেপারের মাঝামাঝি অংশে সুন্দরভাবে গিঁট দিয়ে নিব।গিঁট দেওয়ার পরে বাড়তি সুতাটুকু কাঁচির সাহায্যে কেটে নিব।

IMG20240402102612.jpg

ধাপ-৪:

এখন ফুলটিকে কালারফুল করার জন্য এখানে আমি লাল কালারের অ্যাক্রেলিক রঙ পানির সঙ্গে মিশিয়ে জল রং তৈরি করে নিব।সাদা রঙের টিস্যুর সঙ্গে লাল রং করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে।

IMG20240402102735.jpgIMG20240402102752.jpg
ধাপ-৫:

এরপর তুলির সাহায্যে টিস্যুর এক মাথায় লাল রং করে নিব। একইভাবে বিপরীত পাশেও লাল রং করে নিব। এখানে খুবই সাবধানতার সঙ্গে রং করতে হবে যাতে টিস্যু ছিড়ে না যায়।

IMG20240402102838-01.jpegIMG20240402103007-01.jpeg

IMG20240402103145-01.jpeg

ধাপ-৬:

এখন চিত্রের মত করে টিস্যুর প্রতিটি ভাঁজ খুলে নিব। একইভাবে সবগুলো ভাঁজ খুলে নিলে তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটি ফুল।

IMG20240402103802-01.jpegIMG20240402104009-01.jpeg
IMG20240402104156-01.jpegIMG20240402104635-01.jpeg

IMG20240402104658-01.jpeg

ফাইনাল আউটপুট:

IMG20240402105228-01-01.jpeg

IMG20240402105358-01.jpeg

IMG20240402105345-01.jpeg

IMG20240402105324-01.jpeg

IMG20240402105331-01.jpeg

IMG20240402105412-01.jpeg

টিস্যু দিয়ে তৈরি ফুলের অরিগ্যামিটি দেখতে আমার কাছে বেশ ভালোই লাগছিল।আশা করি আপনাদের কাছেও ফুলের এই অরিগ্যামিটি ভালো লেগেছে। সব সময়ের মত আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকবেন। আজকের মত এখানেই শেষ করছি। আগামীতে হাজির হব নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীঅরিগ্যামি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 5 months ago 

বাহ আপু কি সুন্দর ভাবে টিস্যু দিয়ে ফুল বানিয়ে ফেলেছেন। দেখতে বেশ চমৎকার লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ব্যাখ্যার মাধ্যমে তুলে ধরেছেন যার কারণে আরো ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময় এই কামনা করছি।

 4 months ago 

প্রশংসামূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

টিস্যু পেপার ব্যবহার করে অনেক সুন্দর ভাবে ফুলের অরিগামী প্রস্তুত করেছেন খুবই সুন্দর দেখাচ্ছে দেখতে।
কালার টাও দারুণভাবে ফুটেছে।
সুন্দর উপস্থাপনা করেছেন ফটোগ্রাফির সাথে দামগুলো শুভেচ্ছা রইল আপনার জন্য।

 4 months ago 

টিস্যু পেপার দিয়ে তৈরি ফুলের অরিগ্যামি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 5 months ago 

টিস্যু পেপার ব্যবহার করে অনেক সুন্দর ভাবে ফুলের অরিগামী প্রস্তুত করেছেন খুবই সুন্দর দেখাচ্ছে দেখতে।
কালার টাও দারুণভাবে ফুটেছে।
সুন্দর উপস্থাপনা করেছেন ফটোগ্রাফির সাথে ধাপগুলো শুভেচ্ছা রইল আপনার জন্য।

 5 months ago 

টিসু পেপার দিয়ে এই কাজগুলি করা বেশ কষ্টকর। আপনি টিস্যু পেপার দিয়ে ফুলের অরিগ্যামি তৈরি করেছেন।দারুনভাবে সম্পূর্ণ করেছেন। এটা আমার ভীষণ ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

হ্যাঁ, ঠিকই বলেছেন। টিস্যু পেপার দিয়ে এই ধরনের কাজগুলো করা অনেক কষ্টকর। তাই টিস্যু পেপার দিয়ে কোনো কিছু তৈরি করার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হয়।

 5 months ago 

টিস্যু ব্যাবহার করে খুব সুন্দর একটি ফুল বানিয়ে শেয়ার করেছেন আপনি।চমৎকার লাগছে ফুলটি।ধাপে ধাপে চমৎকার করে টিস্যু দিয়ে ফুল তৈরি পদ্ধতি তুলে ধরেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আপনার গঠনমূলক মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আপু।

 5 months ago 

টিস্যু পেপার দিয়ে আপনার ফুলের অরিগ্যামিটি খুবই চমৎকার হয়েছে। কালার করার কারণে দেখতে আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে ।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 4 months ago 

সাদা টিস্যুর উপর লাল রং করার কারণে দেখতে ভালোই লাগছিল। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

নিজের সৃজনশীলতা কে কাজে লাগিয়ে এই ধরনের কাজগুলো করলে অনেক বেশি সুন্দর হয়। টিস্যু পেপার দিয়ে এত সুন্দর দেখতে ফুল তৈরি করেছেন, দেখতে তো অনেক সুন্দর লাগতেছে। সাদা টিস্যুর উপরের অংশে কালার করার কারণে দেখতে অনেক সুন্দর লাগছে। এরকমভাবে ফুল তৈরি করে সাজিয়ে রাখলে অনেক সুন্দর লাগে। এগুলো ঘরের সৌন্দর্য আরো অনেক বেশি বৃদ্ধি করে তুলে। ফুলগুলো একেবারে জাস্ট অসাধারণ হয়েছে। আমার কাছে আপনার তৈরি করা দুটো ফুলই ভালো লেগেছে।

 4 months ago 

ঠিকই বলেছেন, এভাবে ফুল তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

টিস্যু পেপার দিয়ে লাল রঙের পোস্টার রং ব্যবহার করে অনেক সুন্দর ভাবে দুইটি ফুল তৈরি করেছেন আপু। এখানে ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে। অনেকগুলো টিস্যু পেপার একত্রে ভাস দিয়ে গুছিয়ে নেওয়ার কারণে অনেকগুলো পাপড়ি মনে হচ্ছে। খুবই ভালো লাগলো আপু আপনার পোস্ট ধন্যবাদ।

 4 months ago 

ধন্যবাদ আপু, সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 5 months ago 

টিস্যু দিয়ে আপনি ফুল তৈরি করেছেন দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আসলে টিস্যু দিয়ে এভাবে ফুল তৈরি করা যায় আপনার পোস্ট না দেখলে বুঝতাম না।আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 4 months ago 

টিস্যু দিয়ে তৈরি ফুলের অরিগ্যামিটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58097.21
ETH 2581.79
USDT 1.00
SBD 2.41