আর্ট পোস্ট :- // আরবি ক্যালিগ্রাফি //

in আমার বাংলা ব্লগ5 days ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20240713162638-01.jpeg

আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি খুব সুন্দর একটি ভিন্ন ধরনের পেইন্টিং নিয়ে। পেইন্টিং করতে সর্বদাই আমার খুবই ভালো লাগে। এছাড়া যেকোনো ধরনের পেইন্টিং করতে আমি অনেক পছন্দ করি। আজকে আমি আরবি হরফে লেখা একটি ক্যালিগ্রাফি অংকন করে আপনাদের মাঝে নিয়ে এসেছি। আশা করি আমার অংকন করা ক্যালিগ্রাফিটি আপনাদের ভালো লাগবে। এর আগে কখনো এই ধরনের পোস্ট করা হয়নি। তবে ক্যালিগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। তাই ভাবলাম আজকে ক্যালিগ্রাফি পোস্ট করা যাক। ক্যালিগ্রাফিটিতে আমি আরবি হরফে (আল্লাহু আকবার) শব্দটি লিখেছি।আরবি হরফ ছাড়াও ইংরেজিতে ক্যালিগ্রাফিগুলো করতেও আমার খুবই ভালো লাগে।এখানে আমি বিভিন্ন রঙের সাইন পেন ব্যবহার করে অংকনটি সম্পন্ন করেছি। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকে এই ক্যালিগ্রাফিটি অংকন করলাম।

আরবি ক্যালিগ্রাফি (আল্লাহু আকবার)

IMG20240713162215-01.jpeg

IMG20240713162227-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.কাগজ
২.সাইন পেন
৩.পেন্সিল

IMG20240713154003.jpg

✍️ধাপ-১:✍️

প্রথমে একটি সাদা রংয়ের কাগজ নিব। কাগজটির চারপাশে আমি সুন্দর একটি বর্ডার এঁকে নিব।বর্ডারটি অংকন করার জন্য আমি এখানে ব্রাউন কালারের সাইন পেন ব্যবহার করে চারপাশে চারটি দাগ দিয়ে নিব।

IMG20240713154041.jpg

✍️ধাপ-২:✍️

এরপর বর্ডারটি আরো সুন্দর দেখানোর জন্য ব্রাউন কালারের সাইন পেন দিয়ে আরও দুইবার আঁকাবাঁকা দাগ দিয়ে নিব। এবং সবুজ কালারের সাইন পেন দিয়ে ছোট ছোট পাতা অঙ্কন করবো।

IMG20240713154301.jpgIMG20240713154413.jpg
✍️ধাপ-৩:✍️

এখন গোলাপি ও হলুদ রঙের সাইন পেন দিয়ে বর্ডারটির উপর ছোট সাইজের অনেকগুলো সুন্দর ফুল এঁকে নিব।

IMG20240713154458.jpgIMG20240713154534.jpg
IMG20240713154723.jpgIMG20240713154838.jpg
✍️ধাপ-৪:✍️

ক্যালিগ্রাফিটি অংকন করার পূর্বে আমি পেন্সিলের সাহায্যে আরবি হরফে "আল্লাহু আকবার" শব্দটি লিখবো।এখানে আমি প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, যাতে পরবর্তীতে কোনো ভুল না হয়।

IMG20240713155835.jpg

✍️ধাপ-৫:✍️

এরপর কালো রংয়ের সাইন পেন দিয়ে চিত্রের মতো করে ক্যালিগ্রাফিটি এঁকে নিব। কালো রঙের পেন দিয়ে লেখার জন্য দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছিল।

IMG20240713160328.jpgIMG20240713160835.jpg
IMG20240713161444.jpgIMG20240713162042.jpg
✍️ধাপ-৬:✍️

এরপর নিচে আমার সিগনেচার করে নিব।

IMG20240713162140.jpg

✍️ফাইনাল আউটপুট:✍️
IMG20240713162343-01.jpegIMG20240713162330-01.jpeg
IMG20240713162325-01.jpegIMG20240713162301-01.jpeg

IMG20240713162623-01.jpeg

এভাবেই অংকন করে ফেললাম সুন্দর একটি ক্যালিগ্রাফি। আশা করি আমার অংকন করা ক্যালিগ্রাফিটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে সব সময়ের মতো পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 

অনেক সুন্দর একটি আর্ট পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। যে জাতীয় ইউনিট আর্ট পোস্ট আমি কোনদিন দেখিনি, খুবই ভালো লেগেছে আপনার সুন্দর দক্ষতা সম্পন্ন একটি পোস্ট দেখতে পেরে। অনেক সুন্দর হয়েছে আপু।

 5 days ago 

আরবি হরফে আপনি আল্লাহু আকবার লিখেছেন আপু ভীষণ সুন্দর হয়েছে। আপনি যে এত সুন্দর ভাবে আরবি হরফ লিখতে পারেন এটা আমার আগে জানা ছিল না। এই ধরনের আর্ট গুলো তৈরি করে দেয়ালে টাঙিয়ে রাখলে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 days ago 

প্রথমবার করলেো বেশ সুন্দর হয়েছে। মনেই হচ্ছে না আপনি প্রথমবার আরবি ক্যালিগ্রাফি্টি করেছেন। বেশ সুন্দর হয়েছে। সাথে ফুল এর ডিজাইন এর জন্য দেখতে বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আর্টটি শেয়ার করার জন্য।

 5 days ago 

আপনার তৈরি করা এই আরবি ক্যালিগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে আপু। আপনি অনেক দক্ষতা কাজে লাগিয়ে আরবি হরফে এই আল্লাহু আকবার শব্দটি লিখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটা জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 days ago 

ক্যালিগ্রাফি আমার খুবই ভালো লাগে। এই ধরনের আর্ট আমি কখনো করিনি। তবে এই আর্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপু আপনি এত সুন্দর করে আল্লাহু আকবার লেখাটা লিখেছেন দেখে মুগ্ধ হলাম।

 5 days ago 

আরবি ক্যালিগ্রাফি করছেন দেখে খুব ভালো লাগলো ভাই। সত্যিই আপনি প্রশংসার দাবিদার। আপনার দক্ষতার প্রশংসার করতে হয়। আরবি ক্যালিগ্রাফি খুবই নিখুঁত হয়েছে। চমৎকারভাবে আমাদের মাঝে আরবি ক্যালিগ্রাফি আর্ট ধাপে ধাপে শেয়ার করেছেন। আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই ভাই।

 4 days ago 

ক্যালিগ্রাফি আমার ভীষণ পছন্দ তবে নিজে কখনো ট্রাই করিনি। আপনার হাতের কাজ বরাবরের মতোই অসাধারণ আপু। আরবি ক্যালিগ্রাফি টা অনেক বেশি সুন্দর হয়েছে। একদম পারফেক্টলি পুরো ক্যালিগ্রাফি টা করেছেন। সত্যি মুগ্ধ হলাম। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 3 days ago 

বাহ চমৎকার এককথায় অসাধারণ। এই রকম ক্রিয়েটিভ কাজ দেখা যায় না। আপনার প্রতিভার প্রশংসা করতেই হয় আপু। আরবি অক্ষর এর ক‍্যালিগ্রাফি আর্ট অসাধারণ করেছেন। খুবই চমৎকার লাগছে। প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 9 hours ago 

ক্যালিগ্রাফি আমি অনেক পছন্দ করি আপনার কাছ থেকে এরকম সুন্দর একটি ক্যালিগ্রাফি দেখে অনেক ভালো লাগলো৷ যেভাবে আপনি আরবি ক্যালিগ্রাফি এখানে শেয়ার করছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ এখানে আপনি একেবারে নিখুঁতভাবে এটি তৈরি করেছেন৷ ধন্যবাদ আপনাকে৷

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64741.88
ETH 3457.21
USDT 1.00
SBD 2.55