রেসিপি পোস্ট :- // পটল ভাজি রেসিপি //

in আমার বাংলা ব্লগlast month
আসসালামু আলাইকুম

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। "আমার বাংলা ব্লগ" এর সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20240427190242-01.jpeg

আজকে আপনাদের সাথে খুব সুস্বাদু একটি রেসিপি শেয়ার করবো।এই রেসিপিটি আমার পরিবারের সবাই খেতে খুবই পছন্দ করে।পরিবারের সবার জন্য রান্না করতে বেশ ভালো লাগে। রান্না করা যদিও সহজ বিষয় নয়। তবে কষ্ট করে রান্না করার পর, পরিবারের সবাই যদি তৃপ্তি করে খেয়ে তার প্রশংসা করে তাহলে অনেক বেশি ভালো লাগে। তখন আর সেই কষ্ট মনে থাকে না। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি পটল ভাজি রেসিপি। এটা খুবই কমন একটি রেসিপি। পটল ভাজি বিভিন্নভাবে করা যায়। তবে আজকে খুবই সহজ একটা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করবো।এই পদ্ধতিতে খুব অল্প সময়ে ঝামেলা ছাড়াই পটল ভাজি করা যায়।এবং এই পটল ভাজিটি খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকের এই রেসিপিটি করলাম।

পটল ভাজি রেসিপি

IMG20240427190244-01.jpeg

IMG20240427190259-01.jpeg

IMG20240427190248-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.পটল
২.মরিচের গুড়া
৩.পেঁয়াজ কুচি
৪.লবণ
৫.হলুদ গুড়া
৬.ধনিয়া গুড়া
৭.কাঁচা মরিচ
৮.তেল

IMG20240427183339.jpg

IMG20240427183334.jpgIMG20240427183329.jpg
ধাপ-১:

প্রথমে পটলগুলো সুন্দরভাবে কেটে নিব। এখানে আমি একটি পটল দুই টুকরো করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুড়া, লবণ এবং ধনিয়া গুড়া।

IMG20240427183420.jpgIMG20240427183428.jpg
IMG20240427183436.jpgIMG20240427183443.jpg
ধাপ-২:

এখন সবগুলো উপকরণ পটলের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। প্রতিটা পটলের সঙ্গে উপকরণগুলো না মাখলে খেতে ভালো লাগবে না।

IMG20240427183452.jpgIMG20240427183545.jpg
ধাপ-৩:

এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াই গরম হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব।

IMG20240427183624.jpgIMG20240427183726.jpg
ধাপ-৪:

এখন তেলের মধ্যে একটি একটি করে পটলের টুকরোগুলো দিয়ে দিব। সবগুলো পটলের টুকরো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম আঁচে পটলগুলো ভেজে নিব।

IMG20240427183739.jpgIMG20240427183924.jpg
ধাপ-৫:

পটলের একপাশ ভাজা হয়ে গেলে উলটিয়ে অপর পাশও ভেজে নিব।সবগুলো পটল ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে নিব।

IMG20240427184250.jpgIMG20240427184753.jpg
ধাপ-৬:

এরপর কড়াইয়ের মধ্যে থাকা অবশিষ্ট তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি ও মরিচ কুচি ভেজে নিব।

IMG20240427185712.jpgIMG20240427190009.jpg
ধাপ-৭:

পেঁয়াজ ও মরিচ হালকা লালচে করে ভেজে নেওয়ার পর এরমধ্যে দিয়ে দিব ভেজে রাখা পটলের টুকরোগুলো। এখন পেঁয়াজ ও মরিচের সঙ্গে পটলগুলো হালকা আঁচে সুন্দরভাবে ভেঁজে নিব।ভাঁজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব।

IMG20240427190047.jpgIMG20240427190228-01.jpeg
পরিবেশন

এখন সুন্দরভাবে পটল ভাজি রেসিপি পরিবেশন করবো।

IMG20240427190331-01.jpeg

IMG20240427190324-01.jpeg

IMG20240427190321-01.jpeg

IMG20240427190305-01.jpeg

আমার শেয়ার করা আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা মন্তব্যে অবশ্যই জানাবেন।আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীরেসিপি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 last month 

ভাজি রেসিপি গুলো খেতে আমার কাছে ও ভীষণ ভালো লাগে। তাছাড়া আপনি অনেক সুন্দর ভাবে আজকে পটল ভাজি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। গরম গরম ভাতের সাথে এই পটল ভাজি খেতে দারুন মজা লাগে। ধন্যবাদ তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করে দেখানোর জন্য।

 last month 

আপনার মতো আমারও ভাজি রেসিপিগুলো অনেক বেশি পছন্দের।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

পটল ভাজি খেতে অনেক মজা লাগে। আপু আপনি পরিমাণ মতো মসলা মাখিয়ে বেশি করে তেল দিয়ে ভাজি করেছেন দেখেই খেতে ইচ্ছা করছে। এভাবে রান্না করে জমিয়ে খাওয়া যায়। অনেক সুন্দর করে রেসিপি তুলে ধরেছেন। আপনার পটল ভাজি রেসিপি দেখে ভালো লাগলো।

 last month 

বেশি করে তেল দিয়ে পটল ভাজি করলে খেতে অনেক সুস্বাদু হয়।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ।

 last month 

পটল ভাজি এই রেসিপিটি বেশ দারুণ লাগে আমার কাছে। আপনি বেশ সুন্দরভাবে সম্পূর্ণ করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। প্রয়োজনীয় উপকরণগুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন। আপনার রান্না ধরনটি ভীষণ ভালো ছিল। গরম ভাতের সাথে এই পটল ভাজা খেতে বেশ অসাধারণ লাগে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 last month 

আপনার কাছেও পটল ভাজি রেসিপি ভালো লাগে জেনে খুশি হলাম।

 last month 

সত্য কথা বলতে আপনার তৈরি করা এই পোস্ট দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আপু। কেননা যখন ছোটবেলায় টিফিন নিয়ে স্কুলে যেতাম তখন মা এভাবে পটল ভেজে দিত। কতদিন যে হয়ে গিয়েছে এভাবে পটল ভাজা খাওয়া হয়নি।

 last month 

ছোটবেলার দিনগুলো সত্যি অনেক আনন্দের ছিল।একদিন বাসায় এভাবে পটল ভাজি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে।

 last month 

ঠিক বলেছ, কষ্ট করে রান্না করার পর পরিবারের লোকজন যদি সেই খাবারের প্রশংসা করে তাহলে সত্যিই অনেক বেশি ভালো লাগে। এই পটল ভাজি রেসিপিটি সহজ হলেও খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। খুব সুন্দর ভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছে। অনেক ধন্যবাদ তোমাকে।

 last month 

আমার কাছেও এই ধরনের পটল ভাজি খেতে খুব ভালো লাগে। সুন্দর মতবাদ দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

আপনি অনেক সুন্দর একটা রেসিপি শেয়ার করছেন।পটল ভাজি আমার অনেক পছন্দের, তবে বেশি একটা পটল ভাজি খেতে পারি না। যাইহোক আপনার রেসিপি টি দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে ভাজি টি,পটল ভাজির রেসিপির প্রতি টা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 last month 

গঠনমূলক মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 last month 

পটল ভাজি আমার যে কত প্রিয়, তা আসলে বলে বোঝানো সম্ভব নয় আমার কাছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে পটল ভাজি রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা পটল ভাজির ফটোগ্রাফী গুলো দেখে মনে মনে একটি স্বাদ উপভোগ করছি আপু। আপনি বেশ দক্ষতার সাথে পটল ভাজি রেসিপি সম্পন্ন করেছেন।

 last month 

আপনার পটল ভাজি এত পছন্দের জেনে খুব ভালো লাগলো। আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

 last month 

একদম ঠিক বলছেন আপু কষ্ট করে রান্না করার পরে। কেউ খেয়ে যখন বলে মজা হয়েছে তখন আর কষ্ট টা কষ্ট থাকে না। বরং আরও বেশি আনন্দ লাগে। আপনি দেখছি অনেক মজাদার ভাবে পটল ভাজি করেছেন। এমন ভাবে আমার কাছে অনেক ভালো লাগে পটল ভাজি খেতে।দেখে খুব খেতে ইচ্ছে করছে। খেতে মনে হয় অনেক মজাদার হয়েছিলও। আর গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে।

 last month 

হ্যাঁ, কষ্ট করে রান্না করার পর কেউ যদি প্রশংসা করে তাহলে খুবই ভালো লাগে।

 last month 

পরিবারের সবাই যখন রান্নার প্রশংসা করে তখন রান্না করার কষ্ট সার্থক হয়ে যায়। পটল ভাজি আমার খুবই প্রিয়। গরম ভাতের সাথে পটল ভাজি খেতে অনেক ভালো লাগে। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last month 

গরম ভাতের সঙ্গে পটল ভাজি খেতে খুবই মজা লাগে। সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67124.23
ETH 3753.43
USDT 1.00
SBD 3.56