আর্ট পোস্ট : - // গ্রামের প্রাকৃতিক দৃশ্য অঙ্কন //

in আমার বাংলা ব্লগlast month
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20240708154753-01.jpeg

আজকে আপনাদের মাঝে সুন্দর একটি আর্ট নিয়ে এসেছি।অনেকদিন পর এই ধরনের আর্ট করলাম। আজকে অংকন করেছি গ্রামের প্রাকৃতিক দৃশ্য। যখন আমরা স্কুলে পড়তাম তখন এই ধরনের আর্টগুলো অনেক করা হতো। ভীষণ ভালো লাগতো এই আর্টগুলো করতে।

গ্রামের দৃশ্যগুলো অংকন করতে আমার খুবই ভালো লাগে। তাই আজকে আমি এই আর্টটি করেছি।আশা করি আপনাদের কাছেও প্রাকৃতিক দৃশ্যের এই আর্টটি ভালো লাগবে।আমি এখানে বিভিন্ন রঙের সাইন পেন ব্যবহার করে সম্পূর্ণ দৃশ্যটি অংকন করেছি।এই দৃশ্যে আমি কিছু গাছপালা, ঘর,পুকুর, নৌকা, সূর্য ও নীল আকাশ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।প্রথমে আমি জেল কলম দিয়ে সবকিছু সুন্দরভাবে এঁকে নিয়েছি। তারপর সাইন পেন দিয়ে রং করেছি। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই সুন্দর দৃশ্যটি অঙ্কন করলাম।

গ্রামের প্রাকৃতিক দৃশ্য অঙ্কন

IMG20240708154706-01.jpeg

IMG20240708154519-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.কাগজ
২.সাইন পেন
৩.জেল কলম

IMG20240708150247.jpg

✍️ধাপ-১:✍️

সাদা কাগজের উপর পেন্সিল দিয়ে দৃশ্যটি আঁকার চেষ্টা করবো।পেন্সিল দিয়ে অঙ্কন করে নিলে পরবর্তীতে আর্টটি করতে অনেক সুবিধা হবে।এরপর জেল কলম দিয়ে প্রথমে একটি ঘর অংকন করবো।ঘরটির পাশে আরও একটি ছোট ঘর অঙ্কন করবো।

IMG20240708151033.jpgIMG20240708151039.jpg

IMG20240708151104.jpg

✍️ধাপ-২:✍️

এরপর ঘরের উপরে একটি কলা গাছ এবং ঘরটির পাশে একটি আম গাছ এঁকে নিব।

IMG20240708151153.jpgIMG20240708151243.jpg
✍️ধাপ-৩:✍️

এখন দৃশ্যটির বাম দিকে দুইটি তালগাছ এঁকে নিব। তালগাছ দুইটির নিচে সুন্দর করে একটি পুকুর এঁকে নিব। পুকুরের মধ্যে একটি নৌকা এঁকে নিব। পুকুরের বিপরীত পাশে একটি সূর্য এঁকে নিব। এভাবে সম্পূর্ণ দৃশ্যটি জেল কলম দিয়ে অঙ্কন করলাম। এরপর সম্পূর্ণ দৃশ্যটি সুন্দরভাবে রং করে নিব।

IMG20240708151341.jpgIMG20240708151509.jpg
✍️ধাপ-৪:✍️

প্রথমে আমি কমলা ও হলুদ রঙের সাইন পেন দিয়ে বড় ঘরটির রং করেছি। এরপর ছোট ঘরটি রঙ করতে আমি লাল ও হলুদ রঙের সাইন পেন ব্যবহার করেছি।

IMG20240708151624.jpgIMG20240708151751.jpg

IMG20240708151855.jpg

✍️ধাপ-৫:✍️

এরপর গাঢ় সবুজ ও হালকা সবুজ রঙের সাইন পেন দিয়ে গাছটি রং করে নিব।

IMG20240708152148.jpg

✍️ধাপ-৬:✍️

এখন সবুজ রঙের সাইন পেন দিয়ে ঘরটির পেছনের গাছগুলো রং করে নিব।চিত্রের মতো করে তালগাছ দুটিও সুন্দরভাবে রং করে নিব। নৌকা এবং সূর্য, আমি কমলা ও হলুদ রঙের সাইন পেন ব্যবহার করে সুন্দরভাবে রং করেছি। এরপর হলুদ ও হালকা সবুজ রঙের সাইন পেন ব্যবহার করে ঘাসে রঙ করে নিয়েছি।

IMG20240708152801.jpgIMG20240708153035.jpg
IMG20240708153508.jpgIMG20240708153745.jpg
✍️ধাপ-৭:✍️

ছোট পুকুরটি আমি নীল ও আকাশি রঙের সাইন পেন ব্যবহার করে রঙ করেছি।সর্বশেষে আকাশটি সুন্দরভাবে রং করে নিয়েছি।

IMG20240708154213.jpgIMG20240708154325.jpg
✍️ধাপ-৮:✍️

এভাবে সম্পূর্ণ গ্রামের প্রাকৃতিক দৃশ্যটি অংকন করা শেষ হলো।এখন নিচে আমার সিগনেচার করে নিব।

IMG20240708154346.jpg

✍️ফাইনাল আউটপুট:✍️
IMG20240708154701-01.jpegIMG20240708154639-01.jpeg
IMG20240708154558-01.jpegIMG20240708154508-01.jpeg

IMG20240708154532-01.jpeg

আমার অংকন করা আজকের এই সুন্দর গ্রামের প্রাকৃতিক দৃশ্যের আর্টটি আপনাদের কাছে কেমন লেগেছে তা মন্তব্যে অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমাকে আর্ট করার প্রতি আরো উৎসাহ প্রদান করে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 last month 

আর্ট এর প্রতি আমার কৌতূহল কখনোই ছিল না। তবে আপনাদের আর্টগুলো দেখলে বেশ ভালো লাগে। গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যের আর্টটা বেশ চমৎকার করেছেন আপু। সবমিলিয়ে দারুণ ছিল আপনার আর্ট টা। ধন্যবাদ আমাদের সাথে আর্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী এবং আর্ট দুটোই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে আমি একজন প্রকৃতি প্রেমি মানুষ।আমি ছোট বেলা থেকেই প্রকৃতি কে অনেক ভালোবাসি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে গ্রামের প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছেন। আপনার আর্ট টি প্রশংসনীয় একটি আর্ট।

 27 days ago 

আমার অংকন করা প্রাকৃতিক দৃশ্যটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 last month 

গ্রামের প্রাকৃতিক দৃশ্য ছবি হোক বা বাস্তব দেখতে অনেক ভালো লাগে। সুন্দর একটি গ্রামের প্রাকৃতিক দৃশ্য আর্ট করে আমাদের সাথে শেয়ার করেছেন আপনাকে অনেক ধন্যবাদ।

 27 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ মূল্যবান মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

 last month 

এই ধরনের দৃশ্য দেখতে অনেক ভালো লাগে।তবে আমি এগুলো আকতে পারিনা।আপনার অংকন টা অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । ধন্যবাদ শেয়ার করার জন্য।

 27 days ago 

আমার অংকন করা দৃশ্যটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 last month 

সাইন পেন দিয়ে অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন আপু। গ্রামীণ প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনি আপনার অঙ্কন চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। অসাধারণ হয়েছে আপনার অঙ্কন চিত্রটি। ধন্যবাদ আপনাকে আপু দারুন একটি চিত্র অঙ্কন করে শেয়ার করার জন্য।

 27 days ago 

সাইন পেন ব্যবহার করে দৃশ্যগুলো অঙ্কন করতে আমার খুব ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 last month 

অনেক সুন্দর একটি আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। বেশ ভালো লেগেছে আপনার সুন্দর এই সু দক্ষতা সম্পন্ন একটি আর্ট দেখে। এক কথায় বলতে গেলে অসাধারণ ভাবে আর্ট সম্পন্ন করে আমাদের দেখিয়েছেন। এমন একটি সুন্দর কাজ আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 27 days ago 

গঠনমূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আমার অংকন করা চিত্রটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 last month 

এত সুন্দর একটি আর্ট করলেন আপনি দেখে মুগ্ধ হয়ে গেছি। গ্রামীণ দৃশ্য আপনি খুব সুন্দরভাবে অঙ্কন করেছেন। এই ধরনের প্রাকৃতিক দৃশ্যগুলো যখন অঙ্কন করা যায় ভীষণ ভালো লাগে। আর আপনি কালারগুলো এত সুন্দর ভাবে ম্যাচিং করতে পেরেছেন অসাধারণ দেখাচ্ছে। আপনার উপস্থাপনা কালার কম্বিনেশন সবকিছু অসাধারণ হয়েছে।

 27 days ago 

আপনার কাছে ও এই ধরনের প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক ভালো লাগে জেনে খুশি হলাম।

 last month 

অনেক সুন্দর একটা গ্রাম বাংলার প্রকৃতির চিত্র অঙ্কন করে আমাদের মাঝে আপনি শেয়ার করেছেন আপু। আপনার অঙ্কন করা চিত্রগুলো দেখে আমি সব সময় মুগ্ধ হয়ে যাই। এত সুন্দর পুকুর আর তার মধ্যে এত সুন্দর নৌকা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে।

 27 days ago 

প্রশংসামূলক মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 last month 

গ্রামের প্রাকৃতিক দৃশ্য অঙ্কন অনেক সুন্দর হয়েছে। গ্রামের দৃশ্য যেন অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার এই দৃশ্যগুলো দেখতে পেয়ে আমার অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 27 days ago 

আপনার কাছে এই দৃশ্যটি ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59388.79
ETH 2578.59
USDT 1.00
SBD 2.47