অ্যাক্রেলিক পেইন্টিং :// পাতার উপর সূর্যাস্তের দৃশ্য অঙ্কন //

in আমার বাংলা ব্লগ4 months ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20240325154440-01-01.jpeg

আজকে আপনাদের মাঝে সুন্দর একটি পেইন্টিং নিয়ে চলে এলাম। বেশ কিছুদিন যাবত আমি কাগজ বাদে বিভিন্ন জিনিসের উপর পেইন্টিং করছি। আমরা সচরাচর কাগজের উপরে পেইন্টিং করে থাকি। তবে মাঝে মাঝে একটু অন্যান্য জিনিসের উপর পেইন্টিং করতে বেশ ভালো লাগে। তখন পেইন্টিং করতে অন্যরকম এক ধরনের আনন্দ পাওয়া যায়।

আজকেও তেমনি আমি কাগজ বাদে একটি পাতার উপর পেইন্টিং করে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এই পাতাটি দেখতে অনেকটা হার্ট শেপ আকৃতির। প্রথমে পেইন্টিং করার আগে ভেবেছিলাম আজকে একটি পাতার উপর পেইন্টিং করব। তখন বাড়ির আশেপাশে পাতা খুঁজতে খুঁজতে এই পাতাটি আমার চোখে পড়ল। অন্যান্য পাতার থেকে এই পাতাটি আমার কাছে বেশ ভালো লাগলো। তাই এই পাতাটিই নিয়ে নিলাম পেইন্টিংটি করার জন্য। পাতাটির উপর আমি সূর্যাস্তের একটি দৃশ্য অঙ্কন করেছি। অংকন করতে আমার বেশ ভালো লাগছিল। তাহলে চলুন দেরি না করে দেখে নেয়া যাক কিভাবে আজকে এই পাতাটির উপর পেইন্টিং করলাম।

পাতার উপর সূর্যাস্তের দৃশ্য অঙ্কন

IMG20240325154437-01.jpeg

IMG20240325154350-01.jpeg

IMG20240325154346-01.jpeg

IMG20240325154417-01.jpeg

IMG20240325154300-01.jpeg

IMG20240325153958-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.পাতা
২.অ্যাক্রেলিক রঙ
৩.তুলি
৪.পানি

IMG20240325151124.jpg

ধাপ-১:

আজকে আমি মাত্র তিনটি কালার ব্যবহার করে সম্পূর্ণ পেইন্টিংটি করব। প্রথমে আমি পাতার নিচের দুই অংশে তুলির সাহায্যে লাল রং করে নিব। পাতার উপর পেইন্টিংটি করার জন্য পরিমাণে একটু বেশি রং ব্যবহার করতে হবে। তা না হলে পেইন্টিংটি দেখতে সুন্দর হবে না।

IMG20240325151234.jpgIMG20240325151425.jpg

IMG20240325151551.jpg

ধাপ-২:

এখন আমি পাতার উপরের অংশটুকুতে হলুদ রঙ করে নিব। সূর্যাস্তের দৃশ্য অঙ্কন করার জন্য লাল ও হলুদ রঙ ব্যবহার করলে বেশি ভালো লাগে।

IMG20240325151908.jpg

ধাপ-৩:

এরপর আমি পাতাটির মাঝের অংশে হলুদ রং দিয়ে সূর্য এঁকে নিব। এবং সূর্যের নিচের অংশে পানিতে চিত্রের মত করে হলুদ রং করে নিব। এমনভাবে রঙ করতে হবে যাতে দেখে মনে হয় সূর্যের আলো পানিতে পড়েছে।

IMG20240325152015.jpgIMG20240325152224.jpg
IMG20240325152600.jpgIMG20240325152604.jpg
ধাপ-৪:

তারপর কালো রং ব্যবহার করে সূর্যের নিচে গাছগাছালির প্রতিচ্ছবি এঁকে নিব। এবং পাতার নিচের অংশে কিছু ঘাস এঁকে নিব কালো রং দিয়ে।

IMG20240325152730.jpgIMG20240325153001.jpg
ধাপ-৫:

এখন পাতার একপাশে কালো রং ব্যবহার করে সুন্দর একটি নারিকেল গাছ এঁকে নিব। নারিকেল গাছটি অংকন করায় দৃশ্যটি দেখতে আরো বেশি ভালো লাগছিল।

IMG20240325153253.jpg

ধাপ-৬:

সর্বশেষে আকাশে উড়ন্ত কিছু পাখি এঁকে নিব। এখানে আমি কালো রং ব্যবহার করে পাখিগুলো অঙ্কন করেছি। এভাবে আমার সম্পূর্ণ পেইন্টিংটি শেষ করলাম।

IMG20240325153521.jpg

ফাইনাল আউটপুট:

IMG20240325154234-01.jpeg

IMG20240325154216-01.jpeg

IMG20240325154246-01.jpeg

IMG20240325154224-01.jpeg

IMG20240325154142-01.jpeg

IMG20240325154108-01.jpeg

IMG20240325153823-01.jpeg

IMG20240325154047-01.jpeg

IMG20240325154016-01.jpeg

আমার অংকন করা পাতার উপর সূর্যাস্তের এই দৃশ্যটি আপনাদের কেমন লেগেছে তা মন্তব্যে জানাবেন।আশা করি আপনাদের ভাল লেগেছে। পেন্টিংটি শেষ করার পর দেখতে আমার কাছে বেশ ভালই লাগছিল। আজকের মত এখানেই শেষ করছি। আগামীতে হাজির হব নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 4 months ago 

আরে বাহ্ আপনি তো দেখছি আজকে অনেক সুন্দর একটা পাতার মধ্যে পেইন্টিং করে নিয়েছেন। আপনার অংকন করা এই সুন্দর পেইন্টিং টা দেখতে আমার কাছে তো খুবই দারুণ লেগেছে। সূর্যাস্তের পেইন্টিং হওয়াতেই বেশি ভালো লেগেছে এটা দেখতে। কোন কিছুর উপরে পেইন্টিং করতে আমার কাছে অনেক ভালো লাগে। পাতাটা কিন্তু সত্যি খুবই সুন্দর ছিল। পাতাটা অনেক সুন্দর হওয়াতে পেইন্টিং করার কারণে আরো বেশি সুন্দর লাগতেছে। আপনি কিন্তু সত্যি অনেক দারুন পেইন্টিং করতে পারেন।

 4 months ago 

এই পাতাটি আমার কাছে বেশ ভালো লেগেছিল। তাই এটাই বেছে নিয়েছিলাম পেইন্টিংটি করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

পাতার উপর সূর্যাস্তের দৃশ্য অঙ্কন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এধরনের পেন্টিং গুলো দেখতে অসাধারন লাগে। আপনি পাতার উপর সূর্যাস্তের দৃশ্যটি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে সাইডে গাছ এবং আকাশে ছোট ছোট পাখি আর্ট করার জন্য দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আমার অঙ্কন করা দৃশ্যটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 4 months ago 

পাতার উপর সূর্যাস্তের অনেক সুন্দর একটি দৃশ্য অঙ্কন করেছেন আপু। লাল ও হলুদ রং এর ওপর কালো রং দিয়ে পাহাড় ও গাছ পাকার কারণে দেখতে বেশ ভালো লাগছে। সব থেকে বেশি ভালো লাগছে পাখিগুলো দেওয়ার কারণে। সুন্দর একটি আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 months ago 

আপনার প্রশংসামূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, আপু।

 4 months ago 

পাতার উপরে চমৎকার একটি পেইন্টিং করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই পেইন্টিং করার প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে পাতার উপরে সূর্যাস্তের পেইন্টিং করার পাশাপাশি চমৎকার গাছের চিত্র অঙ্কন করে দেওয়াটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

পাতার উপর অঙ্কন করা পেন্টিংটি আপনার ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম।

 4 months ago 

পাতার উপর সূর্যাস্তের পেইন্টিং খুবই চমৎকার হয়েছে আপু ।এই ধরনের আর্ট গুলো আমার কাছে বেশ ভালো লাগে। আর আপনার পাতাটিও দেখতে কিন্তু খুবই চমৎকার ।যার কারণে দৃশ্যটি আরো বেশি ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 4 months ago 

আমার কাছে এ ধরনের আর্ট গুলো করতে খুব ভাল লাগে। তাই মাঝে মাঝে ভিন্ন ধরনের জিনিসের উপর অঙ্কন করার চেষ্টা করি।

 4 months ago 

কয়েকদিন আগে আমিও পাতার উপর সূর্যাস্তের পেইন্টিং করেছিলাম। আজকে আপনার পেইন্টিং দেখে সত্যি অনেক ভালো লাগলো। দেখতে খুবই সুন্দর লাগছে। সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য এত সুন্দর করে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো আপু।

 4 months ago 

আপনিও এই ধরনের পেইন্টিং করেছেন জেনে ভালো লাগলো। সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আপু।

 4 months ago 

পাতার উপর সূর্য অস্তের দৃশ্যটি আপনি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আসলে আপনার এই চিত্র অংকন দক্ষতা এত সুন্দর দেখে আমি মুগ্ধ হলাম। খুবই সুন্দর ভাবে চিত্রটি অংকন করে শেয়ার করেছেন। সূর্যাস্ত যাওয়া দৃশ্য গুলো দেখতে অনেক ভালো লাগে। তাই চিত্রটি আমার খুবই ভালো লেগেছে।

 4 months ago 

আমার অংকন করা দৃশ্যটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 4 months ago 

ঠিক বলেছেন আপু, মাঝে মাঝে ভিন্ন কোন কিছুতে পেইন্টিং করতে বেশ ভালো লাগে।আমিও চেস্টা করি কাগজ বাদে অন্য কিছুতে পেইন্টিং করতে। তবে আজ আপনার পাতার উপর সূর্যাস্তের দৃশ্যের পেইন্টিংটি দেখতে বেশ সুন্দর লাগছে। বেশ সুন্দর এঁকেছেন দৃশ্যটি। আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।

 4 months ago 

ভিন্ন ধরনের জিনিসের উপর পেইন্টিং করতে আমার খুব ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

পাতার উপর মাত্র তিনটি কালার ব্যবহার করে অনেক সুন্দর একটি আর্ট করেছেন। পাতার উপর যে এমন সুন্দর করে সূর্যাস্তের এই দৃশ্যটি অঙ্কন করা যায় সেটা আজকে আপনার পোস্ট না দেখলে কিন্তু মিস করে যেতাম। দারুন হয়েছে আপু আপনার উপস্থাপনাও।

 4 months ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66794.56
ETH 3501.55
USDT 1.00
SBD 2.71