গল্প :-গরম ডাক্তার। (শেষ পর্ব)
ক্যানভা দিয়ে তৈরি,
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব গরম ডাক্তার এর শেষ পর্ব। আমাদের এলাকায় একটি ডাক্তার আছে তার নাম হচ্ছে গরম ডাক্তার। আমার আগের পোস্টগুলোতে আপনারা জানতে পেরেছেন গরম ডাক্তারের কাহিনী। তিনি মূলত লতাপাতা দিয়ে ওষুধ বানায়। তার এই ওষুধগুলো যদি কেউ ভুল করে একটু এদিক অধিক খায় তাহলে তার অবস্থা খারাপ হয়ে যায়। যদিও তার ওষুধ খেয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে এই কারণে অনেকবার তার বিচার হয়েছে এলাকায়। বিগত কিছু মাস আগে একজন দোকানদার বললেন তার খাওয়া-দাওয়া রুচি নেই। যদিও লোকটি ছিল বয়স্ক। এই কারণে তার খাওয়া-দাওয়া হয়তোবা একটু রুচি কম ছিল।
এই কারণে লোকটি গরম ডাক্তার থেকে খাওয়া-দাওয়া একটু বেশি খাওয়ার জন্য ওষুধ খেলেন। গরম ডাক্তার তাকে পাউডার ধরণের একটি ওষুধ দিয়েছে। ওই ওষুধগুলো খেয়ে লোকটি ভালো উপকার পেয়েছে। এই কারণে লোকটি আবারও গরম ডাক্তারের থেকে ওষুধ নিতে আসলেন। ঐদিন গরম ডাক্তারকে বলেছে ওষুধ দেওয়ার জন্য। তবে গরম ডাক্তার ওষুধ দেওয়ার আগে লোকটি সামান্য পরিমাণ ওষুধ না বলে খেয়ে ফেলেছে। সাথে সাথে লোকটির গলার মধ্যে কেমন লাগতেছে। গরম ডাক্তার সাথে সাথে দেখে বলল আপনি ভুল ওষুধ খেলেন। এইগুলো হচ্ছে জামালের গোড়া। এই ওষুধ খেলে মানুষের পেট খারাপ হয় এবং মানুষ অসুস্থ হয়ে পড়ে।
তারপর গরম ডাক্তার লোকটিকে বললেন তাড়াতাড়ি বাড়িতে যেতে এবং হাসপাতালে ভর্তি হতে। লোকটি বাড়িতে যাওয়ার আগে অসুস্থ হয়ে পড়লে এবং রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে গেলেন। মূলত তার অতিরিক্ত পেট খারাপ এবং বমি হতেছে। সাথে সাথে ডাক্তারি পরামর্শে তাকে স্যালাইন ওষুধ দিয়েছেন। এবং লোকটিকে ১৯টি স্যালাইন দিলেন শরীরের মধ্যে। এরপর লোকটি সুস্থ হওয়ার পর গরম ডাক্তারের জন্য অনেক বড় বিচার বসালেন। এবং লোক নিয়ে এসে গরম ডাক্তারকে ধরে নিয়ে গেলেন। এবং সাথে আমাদের এলাকার লোক থাকার কারণে গরম ডাক্তারকে মারধর করতে পারল না।
এবং আমাদের এলাকায় ইউপি চেয়ারম্যান গরম ডাক্তারের বিচার করবেন বলেছেন। এরপর একদিন ডেট দিয়ে গরম ডাক্তারের বিচার করবেন বলেছেন। এবং কিছুদিন পর গরম ডাক্তারের বিচার করলেন। এবং বিচারে বলেছে ইউ ফি চেয়ারম্যান সে যেন আর লতা পাতা ওষুধ বিক্রি না করে। এবং বিক্রি
যদি করে বাইরে কোথাও গিয়ে বিক্রি করার জন্য বললেন। এবং এলাকার একটি লোক যদি কখনো অসুস্থ হয় তার ওষুধ খেয়ে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে। যদিও গরম ডাক্তার অনেকবার বলতে চেয়েছে লোকটি তাকে জিজ্ঞেস না করে নিজেই ওষুধ খেয়ে ফেলেছেন। এবং এই লোককে সে ওষুধ দেয় নাই এবং লোকটি না বলে চুরি করে ওষুধ খেলেন।
তারপরও ইউপি চেয়ারম্যান বলেছে সে যেন আর ওষুধ না বিক্রি করে লতা পাতার। কারণ তার এই ওষুধগুলো খেয়ে মানুষ অনেক সময় এত অসুস্থ হয়ে পড়ে মনে হয় লোক গুলো মারা যাবে। এরপর আমাদের ইউপি চেয়ারম্যান কে সেই বলেছে এটি তার পরিবার চলার একমাত্র উপার্জন। এবং সেই বলেছে আমি ডাক্তারের যদি না করি আমার পরিবার না খেয়ে মারা যাবে। তারপর আমাদের ইউপি চেয়ারম্যান তাকে একটি কাজ দিলেন বোর্ড অফিসে। কারণ লোকটির শিক্ষা আছে এই কারণে। এবং চেয়ারম্যান বলেছেন সেই এইখানে যতদিন বেঁচে থাকে কাজ করতে পারবে। কারণ সেই যদি কাজ না করে আবার গিয়ে লতাপাতা ওষুধ বিক্রি করবে। এবং অনেক মানুষ তার থেকে ওষুধ খেয়ে হয়তোবা আবারও অসুস্থ হয়ে পড়বে।
আসলে মূলত গরম ডাক্তারের চিকিৎসা ভালো। কিন্তু সামান্য ভুল হলে মানুষের জীবন হুমকির মধ্যে পড়ে যায়। আর ইউ পি চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের এলাকার লোক বলতেছে সেটি মোটামুটি ভালো হয়েছে। কিন্তু তারপরও গরম ডাক্তার বাড়িতে গোপনে এখনো ওষুধ বিক্রি করে লতাপাতার। আর এখন অনেক মানুষ বলতেছে যদি কোন মানুষ অসুস্থ হয় তার সম্পূর্ণ দায় গরম ডাক্তার নিতে হবে। এই হচ্ছে গরম ডাক্তারের জীবন কাহিনী।আশা করি আমার শেষ পর্বটি পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Jamal7183151345/status/1816371117977661784?t=vFWLRR18kBQmcKOJ97_w_A&s=19
গরম ডাক্তারের প্রথম পর্বে পড়েছিলাম এক মহিলা ভুল করে কয়েকবারের ঔষধ একবারে খেয়ে হাসপাতালে ভর্তি।এবার এক লোক ভুল ঔষধ খেয়ে হাসপাতালে ভর্তি এতে করে গরম ডাক্তারের দোষ তো দেখছি না।উপকারে পেতো সবাই।ভুল করে ঔষধ খেলে সব ঔষধেই বিষক্রিয়া হয়ে যায়।ভালো লাগলো গরম ডাক্তারের পোস্ট টি পড়ে।আসলে গরম ডাক্তারের পুরানা অভ্যাস ঔষধ তৈরি করার তাই ছারতে পারছেন না লুকিয়ে বানায়ও বিক্রি করে।ধন্যবাদ ভাইয়া পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।
আপনার সুন্দর মন্তব্য শুনে খুব ভালো লাগলো। আসলে গরম ডাক্তারের ওষুধ খেলে ভালো কিন্তু ভুল খেলে ওই মানুষের জন্য বিপদ।