নাটক রিভিউ || "ময়না"
আসসালামু আলাইকুম
আপনাদের সাথে আরো একটি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট করা হয়। আজকে যে নাটকের রিভিউ টি শেয়ার করবো সেই নাটকের নাম হচ্ছে "ময়না"। নাটকটি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। গতকাল নাটক টি দেখেছি। আমি চেষ্টা করেছি পুরো নাটকের গল্পটা সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার। আশা করছি রিভিউটি পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।
নাটকের নাম | ময়না |
---|---|
গল্প | অর্ণব জাকির |
পরিচালনা | মামুন অর রশিদ |
প্রযোজক | মোহাম্মদ মাসুদুর রহমান আদিত্য |
অভিনয়ে | ফজলুর রহমান বাবু, আরোহি মীম, শোয়েব শান্ত সহ আরো অনেকে। |
সময়কাল | ৪১:২১ |
নাটকের মধ্যে আরোহী মীমের নাম থাকে ময়না। সে পড়াশোনা করে। তার বাবার অনেক স্বপ্ন থাকে তাকে নিয়ে। তার বাবার ইচ্ছা সে বড় হয়ে শিক্ষা অফিসার হবে। তার মা নেই। তার বাবা একটা চাকরি করে। তার বাবা চাকরি করে এসে নিজে সবকিছু রান্না করে। এরপর মেয়েকে খাইয়ে দেয়। ময়না কোন কাজ করতে চাইলেও তার বাবা তাকে কোন কাজ করতে দেয় না। তার বাবার একটাই স্বপ্ন থাকে। তার মেয়েকে শিক্ষা অফিসার বানাবে। অনেক পড়াশুনা করাবে। এই কথাটা তাদের গ্রামের সবাই ও জানতো। অনেকেই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। তবে ময়নার বাবা স্বপ্ন দেখত তার মেয়ে অনেক বড় হবে। ময়নার বাবা ময়নাকে ভীষণ ভালোবাসতো।
একদিন ময়নার জন্মদিন উপলক্ষে তার বাবা তাকে খুব সুন্দর একটা শাড়ি এনে দেয়। গ্রামের শিক্ষা অফিসার যেমন শাড়ি পড়ে ময়নার বাবা তেমন শাড়ি খুঁজে আনে ময়নার জন্য। শিক্ষা অফিসারের শাড়ির মতো শাড়ি পেয়ে ময়না সেজে বাইরে ঘুরতে যায়। এটা দেখে গ্রামের ছেলেরা হাসাহাসি করে। বিভিন্ন মানুষের কথা শুনে ময়না ভাবে সে কোনদিনও শিক্ষা অফিসার হতে পারবে না। তবে তার বাবা তাকে সব সময় মোটিভেশন দিত। হঠাৎ একদিন ময়নার টেস্ট পরীক্ষার রেজাল্ট দেয়। ময়নার বাবা তার রেজাল্টের কথা জিজ্ঞেস করলে জানতে পারে ময়না ফেল করেছে। এবং সে তিনটা সাবজেক্টে ফেল করেছে যার কারণে তাকে ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। ময়নার বাবা স্কুলের টিচারদের কাছে অনেক রিকোয়েস্ট করে। কিন্তু তারা এটা কোনভাবেই মেনে নেয় না কারণ এটা নিয়মের বাইরে।
এই কথা শোনার পর ময়নার বাবা ভীষণ কষ্ট পায়। ময়নার বাবার সব স্বপ্ন নষ্ট হয়ে যায়। তার এক বন্ধু তাকে বলে ময়নার বিয়ে দিয়ে দেওয়ার জন্য। পরে গ্রামের মেম্বারের ছেলের সাথে তার বিয়ে ঠিক হয়। কিন্তু শ্বশুরবাড়িতে সে সুখী ছিল না। তারা ময়নার সাথে খুব খারাপ ব্যবহার করতো এবং তাকে খুব অত্যাচার করত। অন্যদিকে সে তার বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার বাবা তার সাথে কথা বলে না। হঠাৎ একদিন ময়নার বাবার কাছে খবর আছে তার মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা তার মেয়েকে গরম খুন্তি দিয়ে হাত পুড়িয়ে দিয়েছে। এই কথা শুনে সে সাথে সাথে ময়নার শ্বশুরবাড়িতে যায় এবং সেখান থেকে ময়নাকে নিয়ে আসে।
তারপর ময়নার শ্বশুরবাড়ির লোকেরা ময়নাকে নিতে আসলে তার বাবা যেতে দেয় না। তার বাবা ময়নার শ্বশুর বাড়ির লোকদের বলে তার মেয়ে তার কাছেই থাকবে। মেয়েরা বাবা দের মাথার বোঝা হয় না। বাবাদের মাথার মুকুট হয়। এরপর ময়না বাবার সাথেই থাকে। এখানেই নাটকটা শেষ হয়।
সকল ছবি মোবাইলে স্ক্রিনশট নেওয়া।
নাটকটা ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রথমত নাটকের মধ্যে বাবা মেয়ের ভালোবাসার বিষয়টা তুলে ধরা হয়েছে। বাবা মেয়ের সুন্দর একটা সম্পর্কে বিষয়টা ফুটিয়ে তোলা হয়েছে যা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে শেষের দিকে যখন বলা হয় যে মেয়েরা বাবা দের মাথার বোঝা হয় না। বাবাদের মাথার মুকুট হয়। এই কথাটা আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে। আমাদের সমাজে এমন অনেক পরিবার রয়েছে যারা এখনো মেয়েদের শিক্ষা নিয়ে সচেতন নয়। এছাড়াও মেয়েদের জীবনে শিক্ষা ঠিক কতটা জরুরী এই বিষয়টাও ফুটিয়ে তোলা হয়েছে নাটকের মধ্যে। সব মিলিয়ে নাটকটা বেশ ভালো লেগেছে আমার কাছে।
ধন্যবাদান্ত
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
আরহী মিমের অভিনয় আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার শেয়ার করা ময়না নাটক টি এখনো দেখা হয়নি। তবে নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। সময় করে নাটক টি দেখে নেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য। নাটকটি দেখার চেষ্টা করবেন। ভালো লাগবে আশা করি।
খুব সুন্দর একটি নাটকের রিভিউ তুলে ধরেছেন আপু।আপনার লেখা নাটকের রিভিউ করে বুঝতে পারলাম এই নাটকের বাবা এবং মেয়ের মধ্যকার খুব সুন্দর একটি সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে।আসলে এরকম নাটক গুলো দেখতে ভালই লাগে।নাটকটি আমিও দেখার চেষ্টা করব।
ঠিক বলেছেন এই নাটকের মধ্যে বাবা এবং মেয়ের সুন্দর সম্পর্কের একটি বিষয় তুলে ধরা হয়েছে। পোস্ট টি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ময়না এই নাটকটি আমি কয়েকদিন আগে দেখেছি । নাটকটি বেশি দারুন সামাজিক প্রেক্ষাপটে নির্মিত। নাটকের গল্প সত্যি বেশ অসাধারণ। আপনার নাটক রিভিউ বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে চমৎকারভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।
আপনি আগেই নাটকটা দেখেছেন জেনে ভালো লাগলো। গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
নাটকটি যদিও আমার দেখা হয়নি। তবে আপনার নাটকের রিভিউ পড়ে মানে হচেছ নাটকটি আমার একবার দেখা দরকার। আপনি কিন্তু দারুন সুন্দর করে নাটকটির রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। আর এমনিতেই ফজলুর রহমান বাবুর নাটক আমার কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ এমন সুন্দর একটি নাটক শেয়ার করার জন্য।
সময় করে নাটকটা দেখার চেষ্টা করবেন আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকার একটি নাটক রিভিউ করে শেয়ার করেছেন। আসলে কিছুদিন আগে এই নাটকটি আমিও দেখেছিলাম আমার কাছে সত্যি বেশ ভালো লেগেছিল। আসলে প্রত্যেকটা মেয়ে তার বাবা-মায়ের কাছে বোঝা নয় মেয়েরাও জানে তার বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে। সব মিলিয়ে আপনি বেশ সুন্দরভাবে নাটকটি আমাদের মাঝে রিভিউ করে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। এ নাটকটা দেখেছেন জেনে ভালো লাগলো।
এই নাটকটা আজকে দুপুরবেলায় দেখেছিলাম। আমার কাছে নাটকটা দেখতে অনেক ভালো লেগেছিল। আপনি রিভিউর মাধ্যমে নাটকটার পুরো কাহিনী আমাদের মাঝে তুলে ধরলেন দেখে খুব ভালো লাগলো। বাবার আদরের রাজকন্যার শেষে এরকম অবস্থা হয়েছে দেখে, তার বাবা আর এই বিষয়টা মেনে নিতে পারেনি। তাই তো মেয়েকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিল। খুবই সুন্দর হয়েছে এই নাটকটার পুরো রিভিউ।
নাটকটা আমার কাছেও ভীষণ ভালো লেগেছে। রিভিউ টি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
নাটক দেখতে আমি অনেক পছন্দ করি৷ সবসময় সময় পেলে নাটক দেখার চেষ্টা করি৷ আর আজকে আপনি যেভাবে সুন্দর নাটকের রিভিউ শেয়ার করেছেন এটি আমি কিছুদিন আগে দেখেছিলাম এবং আজকে আপনার কাছ থেকে এই নাটক দেখে খুবই ভালো লাগছে৷ ধন্যবাদ এরকম সুন্দর একটি নাটক এর রিভিউ শেয়ার করার জন্য৷