গাজীপুরের কেশরীতায় ভ্রমণ || পর্ব - ১
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আপনাদের সাথে একটা ট্রাভেল পোস্ট শেয়ার করছি। আগস্টের ১৭ তারিখ আমি এবং আমার কিছু ফ্রেন্ড রা মিলে এই জায়গাটাতে গিয়েছিলাম। জায়গাটার নাম খুবই সুন্দর। আমাদের গাজীপুরের মধ্যে এটা কেশরিতা, বটতলা নামে পরিচিত। নিচের ফটোগ্রাফির মধ্যে আপনারা যে বটগাছ দেখতে পাচ্ছেন এটা মূলত অনেক পুরনো একটা বটগাছ। বেশ বড় একটা জায়গা জুড়ে এই বট গাছের ছায়া রয়েছে। বটগাছটা থাকার কারণেই বটতলা নামে পরিচিত এই জায়গাটা।
আমার আগে জানাই ছিল না যে আমাদের গাজীপুরের মধ্যে এত সুন্দর একটা জায়গা রয়েছে। গাজীপুরের বিভিন্ন জায়গায় অনেক বিল রয়েছে। বর্ষাকালে এই জায়গা গুলোতে ঘুরতে যেতে ভালোই লাগে। আর শহরের কোলাহলমুক্ত জায়গা গুলো ছেড়ে এরকম জায়গায় ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে। আমরা ফ্রেন্ড রা মিলে অনেকদিন ধরেই প্ল্যান করছি কোথাও ঘুরতে যাবো। দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে অনেকদিন বাসায় ছিলাম। বাসায় থাকতে থাকতে প্রায় বিরক্ত হয়ে উঠেছিলাম সবাই। তারপর আমিই প্ল্যান করলাম ঘুরতে যাবো। তবে চিন্তা হচ্ছে কোথায় ঘুরতে যাব। কারণ আমাদের এদিকে ঘুরাঘুরির জায়গা খুব কম। আর ঢাকার ওদিকে যাওয়া সম্ভব ছিল না। যেহেতু আমি প্ল্যান করেছিলাম তাই জায়গা টা আমাকেই সিলেক্ট করতে হয়েছে। প্রথমে অন্য একটা জায়গা সিলেক্ট করেছিলাম। সেখানে আমি এর আগেও একবার গিয়েছি। সেখানেও বেশ বড় একটা বিল রয়েছে। তারপর সবার সাথে কথা বললাম এবং সেই জায়গাটা সিলেক্ট হলো।
কিন্তু আমার জায়গাটা ভালো লাগছিল না কারণ আমি এর আগে একবার গিয়েছি। আমি আমার কলেজ ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম তবে আমার স্কুলের যে ফ্রেন্ডরা তারা কখনো এই জায়গাটাতে যায়নি। তারা অনেক এক্সাইটেড ছিল। তবে আমার মনে মনে একটুও ভালো লাগছেনা। যাওয়ার আগের দিন রাতের বেলা হঠাৎ আমাদের এক ব্যাচমেট ফেসবুকে একটা পোস্ট করলো। তার পোস্টেই এই জায়গাটা সম্পর্কে জানতে পেরেছিলাম। ও সেখানে গিয়েছে এবং সেখানকার ছবিগুলো আপলোড দিয়েছে। জায়গাটার নাম কেশরীতা। তবে সমস্যা হচ্ছে জায়গাটা আমরা কেউই চিনতাম না। আমি ওর পোস্ট দেখে সাথে সাথে ডিসিশন চেঞ্জ করলাম। গ্রুপে সবাইকে বলে দিলাম আগে যে জায়গা সিলেক্ট করেছি সেটা বাদ। আমরা নতুন একটা জায়গায় যাব। নতুন জায়গাটার নাম সবাইকে বলার পর কেউই জায়গাটা সম্পর্কে কিছু জানতো না। যেহেতু আমি প্ল্যান করেছিলাম এবং ডিসিশন টাও আমি চেঞ্জ করেছি সব দায়িত্ব আমার উপরেই ছিল। পরে সেদিন রাতে ইউটিউবে বেশ কয়েকটা ব্লগ দেখছিলাম যে জায়গাটা আসলে কেমন। তবে ইউটিউবের ভিডিও গুলো অনেক আগের ছিল। আমরা যাওয়ার পর দেখলাম জায়গাটা আরো বেশি সুন্দর।
এরপর আমি বেশ কিছুক্ষণ ম্যাপ দেখলাম কিভাবে এই কেশরিতা যাওয়া যায়। তবে সেভাবে কোন কিছুই বুঝলাম না। যাই হোক আমরা আমাদের টাইম মতো পরের দিন বের হয়ে পড়লাম সবাই। বের হয়ে অটো স্টেশন পর্যন্ত গিয়েছি সেখান থেকে অটোতে উঠতে হবে। তারপর একটা রিজার্ভ অটো নিয়ে নিলাম। খুব বেশি দূর ছিল না। আর ভাড়া ছিল ১২০ টাকার মত। আমরা জায়গাটার নাম বলে অটোতে উঠলাম। ৪০ মিনিটের মধ্যেই আমরা সেখানে পৌঁছে গেলাম। ইউটিউব এর চেয়েও বাস্তবে আরো বেশি সুন্দর লাগছিল দেখতে।
কেশরীতায় যে বিলটা রয়েছে সেটা হচ্ছে বেলাই বিল। গাজীপুরের সবচেয়ে বড় বিল এইটা। আমরা খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছিলাম সেখানে। পরবর্তী পর্বে ভ্রমণের বাকি অংশ গুলো আপনাদের সাথে শেয়ার করব।
আমি ইসরাত জাহান মিম। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
চলবে......
এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
ধন্যবাদান্তে
@isratmim
বন্ধুদের সাথে অনেক সুন্দর একটি জায়গা ভ্রমণ করেছেন আপু। আমার কাছে জায়গাটা খুবই ভালো লাগলো। বিশেষ করে নদীর দৃশ্যগুলো। সত্যিই এমন প্রাকৃতিক পরিবেশে গেলে মনটা অনায়াসে ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপু বন্ধুদের সাথে ঘুরাঘুরি সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।
X - Promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক সুন্দর একটা জায়গায় গিয়েছিলেন দেখছি। এই জায়গাটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে আপু। এরকম জায়গা গুলোতে ঘুরতে গেলে অনেক ভালো সময় কাটানো যায়। জায়গাটার এত সুন্দর পরিবেশ দেখে আমি তো জাস্ট মুগ্ধ হলাম। আপনার ধারণা থেকেও জায়গাটা আরো বেশি সুন্দর ছিল শুনে ভালো লাগলো। অপেক্ষায় থাকলাম আপনাদের ঘুরাঘুরি করার পরবর্তী পর্বটা পড়ার জন্য। আশা করছি অনেক তাড়াতাড়ি শেয়ার করবেন পর্বটি।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু অনেক চিন্তা ভাবনা করে যে জায়গায় ঘুরতে গেলেন তার নাম যদিও নতুন শুনেছি তবুও জায়গাটি কিন্তু বেশ দারুন। আমিও ভাবছি একবার ঘুরে আসবো এই জায়গায়। আর আপনার শেয়ার করা বটগাছটি কিন্তু দারুন ছিল। সব মিলিয়ে দারুন একটি্ ভ্রমন পোস্ট শেয়ার করেছেন আজ।
সম্ভব হলে একবার গিয়ে ঘুরে আসবেন। আপনার কাছে বেশ ভালই লাগবে আশা করি। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আসলে কিছু কিছু জায়গা আছে যা দেখলে সত্যিই অবাক হয়ে যায়। যেমন আজকে আপনার পোষ্টে দেখলাম গাজীপুরের কেশরীতায় ভ্রমনের প্রথম পর্ব। আসলে বাসা থেকে বের না হলে বুঝা যায় না আমাদের চারপাশে কত সুন্দর জায়গা আছে। ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
অনেক সুন্দর স্থানে ভ্রমণ করেছেন আপনি। খুবই ভালো লাগলো আপনার ভ্রমণ স্থান দেখে। ঘুরতে যাওয়ার মধ্যে অন্যরকম আনন্দ থাকে। আর সেটা যদি হয় নতুন পরিবেশ তাহলে আরো উৎসাহ জাগে মনে। যাইহোক আপনার ভ্রমণ পোস্ট করে অনেক ভালো লাগলো। বেশ অচেনা জায়গা সম্পর্কে ধারণা পেয়ে গেলাম।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
আপু কিছু কিছু জায়গা আছে ঘুরতে গেলে মন ভরে যায়। আপনি দেখতেছি গাজীপুরের কেশরীতায় ভ্রমণ করেছেন। যদিও ওই জায়গাতে বটতলাও বলে থাকে। আমাদের এইখানেও পুরানা একটি বটগাছ আছে এ কারণে জায়গাটিকে বটতলা বলে থাকে। আর বর্ষা এবং গ্রীষ্মকাল এসব জায়গাতে ঘুরতে গেলে খুব ভালো লাগে। মাঝেমধ্যে কোথাও ঘুরতে গেলে মন ফ্রেশ হয়। আজকে আপনি আমাদের মাঝে প্রথম পর্ব শেয়ার করেছেন। পরের পর্বের অপেক্ষায় রইলাম আপু।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।