ছেলেকে ছাড়া পুরো একটা দিন কাটানো

in আমার বাংলা ব্লগ2 months ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। মা কথাটি ছোট্ট অতি যেন কিন্তু ভাই, ইহার চেয়ে ডাক যে মধুর ত্রিভুবনে নাই। ছোটবেলা থেকে দেখেছি মা আমাদের জন্য কত কি করেছে। শুধু আমার মা না পৃথিবীর প্রত্যেকটা মা সংসারের জন্য সারাটা জীবন হাড়ভাঙ্গা পরিশ্রম করে। সন্তান স্বামী সংসার সবকিছু একা হাতে সামলায়। বাবাদের সাপ্তাহিক ছুটি থাকলেও মায়েদের কোনো ছুটি থাকে না। ছুটির দিনে স্বামী সন্তান কি খাবে,স্পেশাল কিছু রান্না করতে হবে কিনা এসব নিয়েই তার চিন্তায় দিন কাটে।

1000000107.jpg

যাইহোক বলতে গেলে আমি এই প্রথম মা হিসেবে নিজেকে একদিন ছুটি দিয়েছিলাম। গতকাল আমার মা তার বাবার বাড়িতে যাচ্ছিলেন আমার নানু ভাইকে দেখতে। এদিকে বাবু বায়না ধরল তার নানির সাথে যাবে। আমি তো কিছুতেই যেতে দেব না কারণ বাবুকে ছাড়া এর আগে কখনো আমি থাকিনি। তাই এর অভিজ্ঞতা আমার জানা নেই। তবে আমার মা বারবার বলছিলেন কোনো সমস্যা হবে না। এটা অবশ্য আমিও জানি আমার মা থাকলে আমার সন্তানের কোনো অযত্ন হবে না। কিন্তু বাবুর বাবা খুব একটা পছন্দ করে না বাবুকে এদিক ওদিক পাঠানো। যাই হোক রীতিমতো বাবুর বায়নায় আর তার সাথে পেরে উঠতে পারিনি।

1000000103.jpg

1000000094.jpg

1000000100.jpg

1000000101.jpg

যাইহোক এরপর তারা রেডি হয়ে চলে যায়। আমি অবশ্য যাওয়ার সময় বারবার বাবুকে কাছে ডাকছিলাম কিন্তু ও তো খুবই আনন্দ পাচ্ছিল সবার সঙ্গে বেড়াতে যাবে বলে। সাথে অবশ্য আমার ছোট বোনও ছিল। আমার ছোট বোন আর মা থাকলে তার আর কাউকে দরকার নেই। মনে হল একটা দিন অন্তত ছুটিতে থাকি। তবে তারা চলে যাওয়ার পর আমার খুবই খারাপ লাগছিল।মনে মনে ভাবছিলাম এ ছুটির আমার দরকার নেই। বারবার ফোন করছিলাম বাসায় আসার জন্য। অন্যদিকে আমার মা বলছিলেন বাবু তো বেশ ভালোই খেলাধুলা করছে কোনো কান্নাকাটি করছে না। এদিকে বাবুর বাবা আমার ওপর ভীষণ রেগে গিয়েছিল বাবুকে পাঠিয়েছি বলে।

সত্যি কথা বলতে সারাটা দিন আমার একদমই ভালো কাটেটি। শুধু বারবার মনে হচ্ছিল আমার বাচ্চা আমাকে কখন ডাকবে। কখন বলবে এটা খাব ওটা চাই। যাইহোক এরপর তারা সন্ধ্যায় এসেছিল বাবুকে অনেকক্ষণ আদর করেছিলাম। চেয়েছিলাম বাবুকে পাঠিয়ে একটু ছুটি কাটাব কিন্তু সত্যি কথা বলতে এমন ছুটি আমি কখনোই চাই না। তো যাইহোক বন্ধুরা এই ছিল আমার বাবুকে ছেড়ে পুরো একটা দিন থাকার কষ্টকর অভিজ্ঞতা।

আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

1000000117.png

1000000118.png

1000000119.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

আসলে পৃথিবীতে মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। শায়ানকে ছাড়া সারাটি দিন আপনার যে খুব খারাপ কেটেছে, সেটা পোস্ট পড়ে খুব ভালোভাবে বুঝতে পেরেছি। বাচ্চারা দুষ্টুমি করলেও ভালো লাগে। কিন্তু দূরে গেলে আসলেই খুব খারাপ লাগে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

জ্বী ভাইয়া সারাটি দিন খুব অসহায় লেগেছে। বাবুকে ছাড়া থাকা কোনো ভাবেই সম্ভব না। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 69363.70
ETH 2423.61
USDT 1.00
SBD 2.37