নতুন অতিথির আগমন❤️
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজ আমি অনেকটা খুশি। তার কারণ হচ্ছে আমার খুব কাছের বান্ধবী প্রথমবারের মতো ছেলে সন্তানের মা হয়েছেন।দশ মাস দশ দিন কষ্ট করার পর সন্তানের মুখ দেখলে সব কষ্ট দূর হয়ে যায়। বেশ কিছুদিন ধরে গ্রামে ছিলাম। আমার বান্ধবীর বাড়ি আমার বাড়ির পাশেই। গতকাল ভোরে জানতে পারি তাকে ক্লিনিকে ভর্তি করানো হয়েছে।আমি গতকাল বিকেলে আমাদের আমাদের বাসায় চলে এসেছি। অনেকটা রাত হয়েছিল তাই আর বান্ধবী এবং তার বাবুকে দেখতে যাইনি।
আজ খুব সকালে ঘুম থেকে উঠে তাদের জন্য রান্না বান্না করে সব খাবার গুছিয়ে নিয়ে বাবুকে নিয়ে চলে গেলাম আমার বাসার পাশেই আরোগ্য নার্সিং হোমে। গতকাল থেকে বারবার আমার বান্ধবী আমার কথা বলছিল আমি কেন তাকে দেখতে গেলাম না। আমাকে দেখে এসে অনেক খুশি। আমি বাবুকে একটু কোলে নিলাম।আমার ছেলে বেশিক্ষণ নিতে দেয়নি। দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে বান্ধবী ছেলে। তাকে দেখছিলাম আর আমার মা হওয়ার প্রথম দিনের কথা মনে পড়ছিল।
একটা সংসারে সন্তান যে কতটুকু দরকার এবং রহমত সেটা শুধু বাবা-মাই জানেন। মন ভরে দোয়া করলাম যেন মায়ের কোল ভরে থাকে। আমাদের শায়ান বাবুও অনেক আদর করেছে বাবুকে।যাইহোক আমি প্রায় ২ ঘণ্টার মতো সেখানে ছিলাম এরপর আমি যে তাদের জন্য খাবার-দাবার নিয়ে গিয়েছিলাম দুপুরের পর সেগুলো তারা খেতে বসলো কারণ আমি আবার খাবারের বক্স গুলো নিয়ে চলে আসব কারণ তারা এখান থেকে সোজা চলে যাবে গ্রামে।আমার বাসায় আসবে না।
এরপর ওদের সবার খাওয়া-দাওয়া শেষ হলে আমি বাসায় চলে এসেছি। আমি ওদের জন্য মুরগির মাংসের তরকারি, লাউশাক চচ্চড়ি, রুই মাছ ভুনা এবং আমার বান্ধবীর জন্য কম তেল মসলা দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না করে নিয়ে গিয়েছিলাম। সত্যি কথা বলতে আমার বান্ধবীদের আর্থিক অবস্থা খুবই কম। আমার নিয়ে যাওয়া খাবার-দাবার দেখে এবং আমার উপস্থিতি দেখে সে খুবই খুশি হয়েছিল।
যাইহোক বন্ধুরা আমি তার বিপদ আপদে পাশে থাকার চেষ্টা করি। আর এভাবেই যেন সারা জীবন তার পাশে থাকতে পারি। সবাই মা এবং সন্তানের জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
ধন্যবাদ সবাইকে।
আমি হাবিবা সুলতানা হীরা। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
আপনার প্রিয় বান্ধবীর ছেলে হয়েছে এই খুশির খবর আমাদের দিয়েছেন দেখে ভীষণ ভালো লাগলো। যদিও আমি ফেসবুকে আগে দেখেছিলাম। আসলে পরিবারে ছোট ছেলে মেয়ে থাকলে ভীষণ ভালো লাগে। আপনার অনুভূতি গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। বাবু এবং তার মায়ের জন্য অনেক দোয়া রইল।
হ্যাঁ ভাইয়া পরিবারে ছোট বাচ্চা থাকলে ভীষণ ভালো লাগে। তাদের সঙ্গে কখন যে নিমিষেই সময় কেটে যায় বোঝাই যায় না। ধন্যবাদ ভাইয়া শুভেচ্ছা জানানোর জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
একটা সংসার পরিপূর্ণ হয় তখনই যখন সন্তানদের আগমন ঘটে। এটি আল্লাহ তায়ালার অনেক বড় একটি রহমত ও নেয়ামত। আপনার বান্ধবীর ছেলেটি মাশাল্লাহ অনেক কিউট। ওর দীর্ঘায়ু কামনা করছি।
হ্যাঁ আপু সংসারে সন্তানের আগমন বড় নিয়ামত এবং রহমত। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপনার বান্ধবীর ছেলে দেখতে তো ভীষণ সুন্দর আপু। একটি পরিবারে যখন ছোট বাচ্চার আগমন হয় তখন যে কতটা খুশি হয় সবাই সেটা বলে বোঝানো মুশকিল। যাইহোক আপনি সেখানে গিয়ে দুই ঘন্টা ছিলেন। আপনার বান্ধবীদের জন্য খাবার নিয়ে গিয়েছিলেন যেন ভালো লাগলো। আপনার বান্ধবীর ছেলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।
হ্যাঁ আপু দোয়া রাখবেন যেন মায়ের কোল ভরে থাকে।সুস্থ থাকে তারা দুজনে।
সত্যি আপু ভালোবাসা তখনি পরিপূর্ণ হয় সন্তান জন্মের পরে। আসলে মা তার সকল কষ্ট ভুলে যায় সন্তানের মুখ দেখে। আর বান্ধবীর কাছে বান্ধবী গেলে সত্যি আনন্দ অনেক বেড়ে যায়। মা ও সন্তানের জন্য দোয়া রইল। ধন্যবাদ আপু।
সেই ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি তাই বান্ধবীর এই শুভদিনে পাশে থাকতে চেয়েছি। সেই প্রেগনেন্সি থেকে শুরু করে বাবু হওয়া পর্যন্ত খুবই সাহস জুগিয়েছি।ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।
পরিবারে নতুন অতিথির আগমন ঘটলে খুশির সীমা থাকে না। আপনার বান্ধবীর ছেলে মাশাল্লাহ অনেক কিউট। সন্তান মহান আল্লাহ তায়ালার অনেক বড় নেয়ামত। মা এবং বাচ্চার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা।
হ্যাঁ আপু আমাদের নতুন অতিথি আগমনে সবাই খুব খুশি হয়েছি।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার ও আপনার বান্ধবী এবং আপনাদের শিশুর জন্য শুভকামনা রইল। বিপদ গ্রস্থ মানুষ এর পাশে সামান্য সহোযোগিতার হাত বারিয়ে দিলে তাদের মাথার উপর থেকে অনেকটা বোঝা কমে যায়। একে অপরকে সামান্য সাহায্যে করলে সবার জীবনই হয়তো সহজ হতো।ধন্যবাদ আপু। এভাবে সবার পাশে থাকবেন।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
প্রথমে টাইটেল দেখে অবাক হয়েছি ভাবলাম আপুর আবার নতুন অতিথি এলো কিনা হা হা। যাই হোক আপনার বান্ধবীর প্রথম সন্তান হবার জন্য তার জন্য অনেক অনেক শুভকামনা ।আর বান্ধবীর বাবুকে দেখতে গিয়ে বেশ ভালো কিছু সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো। আসলে কাছের বান্ধবীর সঙ্গে সম্পর্কটা একটু অন্যরকম থাকে। তার বিপদে তার পাশে দাঁড়ানোটা সত্যি অনেক আনন্দের ব্যাপার। বেশ ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।
মনে করার কি আছে আপু বান্ধবীর ছেলে মানেই তো আমার ছেলে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।
আপনার খুবই ঘনিষ্ঠ বান্ধবী প্রথম বারের মতো মা হয়েছেন, জেনে আমি অনেক খুশি হলাম। আপনি আপনার বান্ধবীর ছেলে দেখতে যাওয়ার জন্য রান্না করে নিয়ে ক্লিনিক এ গিয়েছিলেন।আসলে এরকম বান্ধবী বর্তমান খুবই কম পাওয়া যায়। আপনার বান্ধবীর বাবু টি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।বাবুর জন্য দোয়া এবং শুভকামনা রইল।
ঠিক বলেছেন ভাইয়া বর্তমানে ভালো বন্ধু পাওয়া এবং ধরে রাখা খুব কঠিন।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্যের জন্য।