এ স্বাদের ভাগ হবে না || কাঁচা আম খাওয়ার মুহূর্ত

in আমার বাংলা ব্লগ2 months ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজ আমি শেয়ার করব কাঁচা আম খাওয়ার মুহূর্ত। পরশুদিন শহরে চলে যাব। তাই আজকের দিনটা অনেক সুন্দর ভাবে কাটানোর চেষ্টা করেছি। আমার চাচাতো ভাইয়ের মেয়ের সঙ্গে আমার ছোট বোনের সঙ্গে আরো বাকিরা যারা আছে তাদের সবার সঙ্গে। ছোটবেলায় আম চুরি করে খাওয়ার অনেক ঘটনা আছে। বড় হয়ে গিয়েছি বলে কি সেই চুরি বিদ্যা ভুলে গিয়েছি না। কথায় আছে "চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ি ধরা। "

20240418_145038.jpg

20240418_145211.jpg

আজ দুপুর বেলা আমার ভাস্তির সঙ্গে উঠানে বসে গল্প করছিলাম। গল্প করতে করতে হঠাৎ পাশের বাড়ির এক চাচার উঠানে ছোট্ট একটা আমের গাছে অনেক আম ধরেছে। দেখেই কেন জানি এ লোভ লেগে গেল। তারপর ছোটবেলার সেই ভূত মাথায় চাপলো। আমার ভাস্তিকে বললাম চল কিছু আম পেড়ে নিয়ে গিয়ে আমরা লবণ মরিচ দিয়ে খেয়ে ফেলি। নিজেদের কাছে অনেক আম আছে তবে অন্যের গাছের আম পেড়ে খাওয়ার মজাই আলাদা।

20240418_145049.jpg

20240418_145045.jpg

আমরা অনেকক্ষণ সেখানে বসে সুযোগ খুঁজছিলাম। এরপর সুযোগ পেয়ে আমরা দুজন মিলে গিয়ে কয়েকটি আম পেড়ে নিয়ে আসি।এরপর বাসায় এসে লবণ শুকনা মরিচ চিনি এবং সরিষার তেল দিয়ে একটা মজার চাটনি বানিয়ে আমগুলো খোসা ছাড়িয়ে কেটে আমরা মজা করে খেয়েছিলাম। আমি জানি আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের অনেকেরই খেতে ইচ্ছে করছে। কিন্তু স্বাদের ভাগ হবে না।

20240418_145158.jpg

যাইহোক মজা করলাম একটা কথা কিন্তু সত্যি টক জাতীয় যে কোন খাবার একা খেতে একদমই ভালো লাগেনা। সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। ভাবছি পরশুদিন যাওয়ার সময় যে চাচার গাছ থেকে আম পেরেছিলাম তাকে বলে যাব। তাহলে একদিক থেকে চুরি করেও খাওয়া হলো আবার চুরির কথা স্বীকার করায় কোন পাপও হলো না।

এবার গ্রামে এসে বেশ ভালো সময় কাটিয়েছি। আবারও চলে যাব সেই যান্ত্রিক জীবনে। যখনই একঘেয়েমি চলে আসবে আবার ছুটে আসবো এই সেই চিরচেনা গ্রামে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন সময়ে।

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  
 2 months ago 

একটা কথা দারুণ বলেছেন আপু নিজের গাছে যতই থাক পরে গাছের আম পেড়ে খাওয়ার মধ্যে সত্যিই একটা আলাদা মজা আছে হা হা। এইরকম টা আমরাও করে থাকি। আর এইরকম জিনিস দলবেঁধে খেতে হয়। আম দেখেই আমার বেশ লোভ লাগছে। বেশ লোভনীয় ছিল আমগুলো। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 months ago 

একদম ঠিক বলেছেন দল বেঁধে চুরি করে কিছু করার মজাই আলাদা।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

প্রচন্ড গরমের দিনে এই টক জাতীয় ফলগুলো আমাদের খুবই প্রয়োজন। কারণ শরীর ভালো রাখতে এখন বেশি বেশি ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া উচিত। আপনার এই আম এর ফটো গুলো দেখে জিভেতে জল চলে এলো। কিছুদিন ধরে ভাবছি আম পেড়ে খাব কিন্তু সেভাবে হয়ে ওঠেনি তবে আপনার ব্লগ দেখে এটা নিজ থেকে কনফার্ম হয়ে গেলাম খুব শীঘ্রই আম মাখিয়ে খাওয়া হবে।

 2 months ago 

হুমম আর কিছুদিন পর আম বড় হয়ে যাবে তখন আবার মজা পাওয়া যাবে না খেয়ে। তাড়াতাড়ি একদিন ভাবিকে বলেন মজা করে আম মাখিয়ে দিতে।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 months ago 

আর যাই হোক আপনার টাইটেলটা কিন্তু দারুন ছিল। আমাদের রান্না ঘরের পাশে একটি আম গাছ রয়েছে। সেই গাছ থেকে অনেক বার এভাবে আম পেড়ে খাওয়া হয়ে গেছে। তবে অনেক সুন্দর উপস্থাপনা দেখে খুশি হলাম।

 2 months ago 

ধন্যবাদ আপু সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 2 months ago 

আমি নিজেও আজকে এ বছরের প্রথম কাঁচা আম খেলাম বেশ ভালো লেগেছে। আপু কাঁচা আম খাওয়ার দারুন অনুভূতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন পড়ে অনেক ভালো লাগলো। এটা সত্যি বলেছেন টক জাতীয় কোন খাবার সবাই মিলে একসাথে খাইতে মজা বেশি লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 months ago 

হ্যাঁ ভাইয়া টক জাতীয় খাবার গুলো সবাই মিলে একসাথে খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 2 months ago 

কাঁচা আম খাওয়ার মজাই আলাদা। আমি কিছুদিন আগে থেকে কাঁচা আম কয়েকবার গেলাম। যাইহোক ভাস্তিকে নিয়ে কাঁচা আম খেলেন। তবে কাঁচা আম চুরি করার স্মৃতি অনেক আছে আমার নিজেরও। পরশুদিন যাওয়ার সময় বেশি করে কাঁচা আম নিয়ে যাবেন। তাহলে বাসায় বসে বসে মজা করে খেতে পারবেন। আর কাঁচা আমের সাথে মরিচের চাটনি করলে খেতে এমনিতে বেশি মজা লাগে।

 2 months ago 

শুকনা মরিচের চাটনির সাথে কাঁচা আমের কম্বিনেশন অসাধারণ। আমার তো বেশ ভালো লাগে।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 months ago 

খুবই ভালো লেগেছে আপনার এ পোস্টটি পড়ে। আর সব থেকে বেশি ভালো লেগেছে আপনার চুরি করার দক্ষতা দেখে। চুরি করা আম হোক কিংবা নিজের গাছেরই হোক কাঁচা এভাবে খেতে প্রায় সকল মানুষের বেশ ভালো লাগে। তবে আমি খেতে পারি না। দাঁত প্রচন্ড টক হয়ে যায়। যাহোক চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

অনেকেই টক জাতীয় খাবার খেতে পারেনা।তবে আমার খুব ভালো লাগে খেতে।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 months ago 

দুপুর বেলায় টক জাতীয় খাবারগুলো লবন মরিচ দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আপনার কাঁচা আম দেখে খুব খেতে ইচ্ছে করছে। এবছর এখনো কাঁচা আম খাওয়া হয়নি। আর এরকম চুরি করে আম খাওয়ার মজাই আলাদা। তবে এটা জেনে খুব ভালো লাগলো যে। যাওয়ার আগে আপনার চাচা কে বলে যাবেন। তাহলে আর পাপ হবে না। কাঁচা আম খাওয়ার মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

আমরা সেদিন একদম দুপুর বেলায় এই কাঁচা আম খেয়েছিলাম।আর চুরি করার মজাই আলাদা। 😃ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

এটা একদম ঠিক বলেছেন আপু ছোটবেলায় আম চুরি করে খাওয়ার ঘটনা আমাদের জীবনে অনেক আছে। এখনো সেই স্মৃতিগুলো মনে পড়ে। আপনার বোনের সাথে, ভাস্তির সাথে সবাই মিলে একসাথে কাঁচা আম খেয়েছেন দেখে ভালো লাগলো। আমার তো দেখেই খেতে মন চাইছে আপু।

 2 months ago 

শুধু খেয়েছি না আপু চুরি করে আম পেরে খেয়েছি।যাইহোক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65160.59
ETH 3545.92
USDT 1.00
SBD 2.43