আমাদের ঈদ আনন্দ এবং ঘুরাঘুরি

in আমার বাংলা ব্লগ3 months ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম।আশা করছি ঈদের দিনটি আপনাদের বেশ ভালোই কেটেছে। তবে ঈদের দিনটা আমার মোটেই ভালো কাটেনি। আমার ছেলেটা ঈদের দিনে বেশ অনেকটা সময় ঘুমিয়েছে তাই তাকে নিয়ে কোথাও বের হতে পারিনি। ভেবেছিলাম ঈদের দিন বিকেলে একটু ভরবো কিন্তু ছেলেটা আমার এমন সুন্দরভাবে ঘুমাচ্ছিল যে ওকে তুলতে একদমই ইচ্ছে করেনি। যাইহোক এভাবেই শুয়ে শুয়ে সারাটা দিন কেটেছে। তবে আজকের দিনটা কিন্তু খুব ভালো কেটেছে আমাদের।

IMG-20240412-WA0036(1).jpg

IMG-20240412-WA0035(1).jpg

IMG-20240412-WA0053.jpg

আজ আপনাদের ভাইয়ার বন্ধুর বাসায় দাওয়াত ছিল। ভাইয়া অনেক আগেই বিয়ে করেছিলেন কিন্তু কখনো সেভাবে অনুষ্ঠান করেননি। ওনার একটা বেবিও হয়েছে এখন। সেই উপলক্ষে সব বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনকে দাওয়াত করেছেন।যদিও ভাইয়া এবং ভাবির সঙ্গে এর আগেও একবার আমার দেখা হয়েছিল রেস্টুরেন্টে। বেশ অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম বসে। যাইহোক আজ দুপুর বেলা আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ি সেই ভাইয়ার বাসার উদ্দেশ্যে। গিয়ে আমরা প্রথমেই ছাদে চলে যাই। সেখানে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল।

IMG-20240412-WA0049.jpg

IMG-20240412-WA0042.jpg

IMG-20240412-WA0034.jpg

খাওয়া-দাওয়ার আইটেমে অনেক কিছুই ছিল। রোস্ট, পোলাও, মাংস, টিকিয়া, সালাদ, দই ইত্যাদি।খাওয়া-দাওয়া সেরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। আপনাদের ভাইয়ার বাকি বন্ধুরা আসার পর তাদের সঙ্গে কুশল বিনিময় করে আমরা ভাবি এবং বেবিকে দেখতে নিচে সেই ভাইয়ার বাসায় যাই। তাদেরকে ছাদে তোলা হয়নি কারণ উপরে খুবই গরম এবং অনেক লোকজন ছিল। যেহেতু ছোট বেবি তাই অনেক কষ্ট হবে ভেবে বাসার মধ্যেই রেখেছিল। আমি যাওয়ার পরে তো ভাবি আমাকে চিনতে পেরেছিল এবং তার সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করে কিছু ছবি তুলে নিলাম। ভাবি নতুন বউয়ের মত সেজেছে। বেবিটাও মাশাল্লাহ অনেক কিউট।

আমরা সেখানে খুব বেশি সময় কাটাই নি। খুব দ্রুত সেখান থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি। কারণ অনেক লোকজনের ভিড় ছিল প্রচুর পরিমানে গরম ছিল। তারপরও সব মিলিয়ে বেশ ভালো মুহূর্ত কাটিয়েছি।আপনাদের ঈদের আনন্দ কেমন কাটছে অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

ঈদের দিনকে ঘিরে সুন্দর আয়োজন একদিকে খাওয়া-দাওয়া আরেকদিকে ঘোরাঘুরি। ঠিক তেমন সুন্দর এক অনুভূতিতে গড়া আপনার আজকের এই ব্লগ। এই ঈদের আনন্দ কিন্তু একদিনের নয় তিন চার দিন থাকে সে জায়গায় বাবু বিকাল টাইমে ঘুমাচ্ছিল আপনি তাকে না উঠিয়ে বেশ ভালো করেছেন কারণ বাচ্চাদের ঘুম থেকে হুট করে ডাকতে হয় না, এতে ব্রেনে খুব আঘাত পায়। যাইহোক আজকে তো ঘুরাঘুরি করেছেন এটাই তো হয়ে গেছে। বেশ ভালো লাগলো আপু আপনার ব্লগ পড়ে।

 3 months ago 

ভাইয়া অনেকটা ভেবেচিন্তেই আর বিকেলে সেদিন ঘুরতে যাওয়া হয়নি যেহেতু বাবু ঘুমাচ্ছিল তাই। তবে আমরা পরদিন খুব আনন্দ করেছি। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

প্রথমেই শুভেচ্ছা জানায় ঈদের, ঈদের দিন সবারই মোটামুটি ভালই কাটে। কিন্তু যাদের বাচ্চা থাকে তাদের একটু সমস্যা হয়ে থাকে আপু ।আপনি মনে করছিলেন ঈদের দিন অনেক জায়গায় ঘুরবেন কিন্তু বাচ্চা এমন ভাবে ঘুমিয়ে ছিল যে ঘুম থেকে তুলতে আর ইচ্ছে করছিল না সেজন্য তেমন একটা ঘুরতে পারেননি। ধন্যবাদ আপু ঈদের ঘোরাঘুরির শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

ছোট বাচ্চারা এমন আপু ঘুমিয়ে পড়লে আর তোলা সম্ভব না। যেহেতু আপনি ঈদের দিন ঘুরতে পারেন নি। কিন্তু পরের দিন বেশ ভালোই ঘোরাঘুরি করলেন। ভাইয়ার বন্ধুর বাসায় দাওয়াত খেতে গিয়ে খুব সুন্দর একটি সময় অতিবাহিত করলেন। আপনারা সবাইকে এক সাথে দেখে বেশ ভালো লাগলো। খুব সুন্দর একটি মুহূর্ত আপনি আমাদের সাথে শেয়ার করে নিলেন ধন্যবাদ আপু।

 3 months ago 

হ্যাঁ আপু আপনার ভাইয়ার বন্ধুর বাসায় ভালো সময় কাটিয়েছি। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 months ago 

ঈদের দিন বাবু ঘুমিয়ে থাকার কারণে ভালো সময় কাটাতে পারেনি শুনেই খুব খারাপ লাগলো আপু। অন্যদিকে আমার মেয়ে তো আনন্দে একেবারে আত্মহারা ছিল। শুধু বাহিরে বের হওয়ার জন্য বলছিল। যেন তাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয়। তবে ঈদের দিনটা ভালোভাবে কাটাতে না পারলেও, এর পরের দিনটা ভালোভাবে কাটিয়েছিলেন শুনে ভালো লেগেছে। ভাইয়ার বন্ধুর বাড়িতে খুব ভালো সময় অতিবাহিত করেছেন দেখছি অল্প কিছু সময়ের জন্য হলেও। আপনাদের কাটানো মুহূর্তটা এত সুন্দর করে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লেগেছে আপু।

 3 months ago 

আসলে মা হওয়ার পর সন্তানের জন্য মা হয় তো স্বর্গে যাওয়া বাদ দিয়ে দেবে এমন অবস্থা। সত্যি বাচ্চা ঘুমালে তাকে টেনে তুলে নিয়ে ঘুরতে যাওয়া একদমই ভাবা যায় না।ঈদের দিন ঘুরতে যেতে পারেননি ছেলের জন্য তাতে কি ঈদের পর দিন তো দেখি জমিয়ে আড্ডা খাওয়া দাওয়া করেছেন। ভীষন ভালো লাগলো জেনে ওনাদের বাসায় গিয়ে আপনারা খুব ভালো সময় কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 months ago 

আপনার ঈদের দিনটা মোটেই ভালো কাটেনি, এটা জেনে একটু খারাপ লাগলো আপু। তবে পরবর্তী সময়ে আমাদের শুভ দাদা বন্ধুর বাসায় দাওয়াত খাওয়াতে নিয়ে যাওয়ার কারণে সেখানে সুন্দর সময় কাটিয়েছেন এবং অনেক কিছু খাওয়া-দাওয়া করেছেন, সেটা জেনে খানিকটা খুশি হলাম। তাছাড়া আপনি এখানে যেসব লোভনীয় খাবার গুলোর কথা বললেন, সেগুলোর কথা চিন্তা করেই তো অনেকটা লোভ লেগে গেল আপু। যাইহোক, ভালো কাটুক আপনার ঈদের দিনগুলো এটাই কামনা করি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 63630.78
ETH 3406.29
USDT 1.00
SBD 2.55