বিকেলে কাটানো সুন্দর মুহূর্ত❤️
"হ্যালো",
আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।
সবাইকে আমার নতুন একটি পোস্টে স্বাগতম। ঘোরাঘুরি করতে আমরা কমবেশি সবাই পছন্দ করি। অনেকদিন পর গতকাল বিকেল বেলা অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি নিজের পরিবারের সাথে। আর সেই মুহূর্তই আপনাদের সাথে শেয়ার করবো। অনেকদিন বাহিরে যাওয়া হয়না খুবই ব্যস্ত সময় কাটিয়েছি বলতে পারেন। তবে টুকটাক বাজার করতে গিয়েছিলাম। কিন্তু সেই ভাবে ঘোরাঘুরি করা হয়নি।
কয়দিন ধরে ভীষণ গরম পড়েছে আবার থেকে থেকে বৃষ্টি হচ্ছে। এই আবহাওয়াটা মোটে আমাদের জন্য ঠিক না। এমত অবস্থায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। লক্ষ্য করলাম বাবুর মাথায় চুল গুলো অনেক বড় হয়ে গেছে।ভাবলাম চুলগুলো কেটে দিতে হবে তা না হলে মাথা ঘেমে অসুস্থ হয়ে যেতে পারে।তাই গতকাল বিকেল বেলা আপনাদের ভাইয়া আর আমি বাবুকে নিয়ে আমাদের স্থানীয় বাজারে একটি সেলুনে গেলাম।যদিও ফোন দিলেই সেলুনের নাপিত চলে আসে বাসায়। কিন্তু আপনাদের ভাইয়া বলছিল চলো অনেকদিন ঘুরাঘুরি করা হয় না আজকে একটু বাবুকে নিয়ে সময় কাটাবো।
যাইহোক সেলুনে গিয়ে দেখলাম অনেক ভিড়। আর ভেতরে এত গরম যে কোনো সেখানে অপেক্ষা করা সম্ভব না।তাই আমরা স্কুল মাঠের দিকে গেলাম। সেখানে গিয়ে দেখলাম ফুটবল খেলা হচ্ছে বিবাহিত বনাম অবিবাহিত। ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছিল তাই অনেকক্ষণ দাঁড়িয়ে খেলা দেখছিলাম। মাঠের এক পাশে ছোট ছোট ছেলেরা খেলছিল। বাবুকে নামিয়ে দিলাম তাদের সঙ্গে খেলা করতে।বাবু ওদের সাথে খেলতে পেরে খুবই আনন্দ পাচ্ছিল।
যাই হোক অনেকক্ষণ খেলাধুলা দেখার পর সেলুন থেকে ফোন দিয়ে আমাদেরকে জানালো যে জায়গা ফাঁকা হয়েছে। এবার বাবু তো কিছুতেই যাবে না।অনেকক্ষণ চেষ্টার পর বাবুকে সেলুনে নিয়ে গিয়েছিলাম। এরপর চুল কাটিয়ে বাসায় চলে আসি। সত্যি অনেক দিন পর অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি বেশ ভালো লেগেছিল সেদিন বিকেলটা। আর এটা কিন্তু আমার স্কুল মাঠ ছিল। আমি এই স্কুলেই পড়াশোনা করেছি। তাই ভালো লাগাটা আরও বেশি ছিল।
তো যাই হোক আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ঠিক বলেছেন আপু বর্তমান সময়ে গরম এবং বৃষ্টির কারণে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। তাছাড়া ভালো করেছেন সেলুনে চুল কাটতে গিয়ে। আর এই ফাঁকে ঘোরাও হয়ে গিয়েছে। খেলার আয়োজনটা বেশ মজা লেগেছে বিবাহিত আর অবিবাহিতদের মধ্যে। যাক শেষমেষ ঘোরাঘুরি শেষে চুল কাটতে গিয়েছেন জেনে ভালো লাগলো।
খেলাটা আমিও উপভোগ করেছি।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
গত দুইদিন দেখলাম রোদ উঠেছে আর আজ সকাল থেকে আবার বৃষ্টি হচ্ছে। গতকাল থেকে আমি কিছুটা অসুস্থ অনুভব করছি। আর এই আবহাওয়া আমাদের সবার জন্যই ক্ষতিকর। ভালোই হয়েছে বাবুর চুল কাটাতে নিয়ে গিয়েছেন। চুল কাটার উদ্দেশ্যে গিয়ে বাইরে ঘোরাঘুরি করেছেন এটা দেখে খুব ভালো লাগলো। আর বাবুও বাচ্চাদের সাথে খেলা করেছে এটা তো আরো আনন্দের বিষয়।
এই সময়ে সাবধানে থাকতে হবে আপু।আপনার সুস্থতা কামনা করছি।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
বিকেলে গ্রামীণ পরিবেশে ঘুরতে বেশ ভালো লাগে।আপনাদের গ্রামটি বেশ সুন্দর আপু।ভাইয়া এবং ছেলেকে নিয়ে সুন্দর সময় কাটালেন খেলা দেখে।বাচ্চাদের এই একটা সমস্যা ওরা চুল কাটাতে যেতে চায়না আর গেলেও কান্না করে।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আমার ছেলে কান্না করেনা আপু। ও সুন্দর করে নাপিতের সামনে বসে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
বিকেলবেলা একটু ঘুরাঘুরি করলে নিজের কাছেও ভালো লাগে। তবে এটি ঠিক বলেছেন আপু কিছুদিন আগে গরম ছিল এখন বৃষ্টি হচ্ছে এই আবহাওয়া আমাদের জন্য অনেক ক্ষতির। তবে ছোট বাচ্চাদের চুল বড় হলে অতিরিক্ত ঘামালে আবার অসুখ হয়ে যায়। কিছুদিন আগে আমি আমার মেয়েরাও চুলগুলো ছোট করেছি। যাই হোক বিকেলবেলা বাবুর চুল কাটার জন্য আপনি এবং আমাদের ভাই দুইজন বাইর হলেন বাচ্চাকে নিয়ে। আর বিকেল বেলা ছোট বাচ্চারা যদি খোলা জায়গাতে খেলাধুলা করে তারা আরো চাই খেলাধুলা করতে। আর বাবুর চুল কেটে ভালোই করেছেন। সুন্দর করে পোস্টটি করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
সেলুনে গিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাপারটা আমার কাছেও পছন্দ নয় আপু। আপনারা সেলুনে না দাঁড়িয়ে থেকে মাঠে এসে ভালোই করেছিলেন। সেখানে এসে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল খেলার দৃশ্য দেখতে পারলেন, তাছাড়া আপনার বাবুকে ছোট বাচ্চাদের সাথে খেলানোর সুযোগ পেয়েছিলেন। যাইহোক, এখানে সুন্দর সময় কাটানোর পরও যে আপনাদের বাবুকে চুল কাটিয়ে বাড়ি এসেছিলেন, সেটা জেনে ভালো লাগলো।