আজকাল ভালো থাকাটাও দোষের

in আমার বাংলা ব্লগ6 months ago

IMG-20240103-WA0046.jpg

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম।আজকাল ভালো থাকাটাও দোষের। কেনো একথা বলছি আসলে পরপর কিছু মানুষের কথায় এমনটাই মনে হয় আমার। আপনি বিবাহিত। আপনারা স্বামী-স্ত্রীর মধ্যে অমিল সবসময় ঝগড়া লেগেই এমন সময় মানুষ আপনাকে কিছু কটু কথা শোনাতেই পারে। আরে পারে কি মানুষ তখন সুযোগ পায় কথা শোনানোর।কিন্তু যখন আপনি ভালো আছেন সুখে আছেন তখন আপনাদের সুখ কিছু মানুষের সহ্য হবে না।তখন পদে পদে আপনার ভুল ধরার চেষ্টা চালিয়ে যাবে।আর এসব কারা করে যানেন আমার আপনার খুব কাছের কিছু লোকজন।

আমার যখন বিয়ে তখন থেকে শুরু করে আমার সাথে আমার স্বামীর কখনো সিরিয়াস ঝগড়া হয়নি। যেটুকু হয় খুনসুটি। কিন্তু আমার কাছের কিছু লোকজন যাদের স্বামী স্ত্রীর ঝগড়া থেকে শুরু করে ডিভোর্স এর কাছাকাছি পর্যন্ত যায়।আচ্ছা যাক এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু তাদের কথা হলো আমাদের কেনো ঝগড়া হয় না। আমরা কেনো ভালো থাকবো।ভাইরে আপনাদের চাওয়ায় তো আর আমরা চলবো না।জীবনা টা আমাদের আমরা যেভাবে ইচ্ছে সেভাবে কাটাবো।

আমাদের জীবনে কোন সমস্যা হয়নি সেটা বলবো না অনেক সমস্যায় হয়েছে অনেক ওঠা পড়ায় লেগেছিল কিন্তু আমরা কখনো আমাদের মাঝে তৃতীয় ব্যক্তিকে জায়গা দেয়নি। আমাদের মধ্যে নিজেরাই বোঝাপড়া করে নিয়েছি। নিজের সমস্যা যখনই অন্যদেরকে বলতে যাবেন তখনই আপনাকে কথা শোনানোর সুযোগ পাবে। সংসারের সব থেকে মূল মন্ত্র হচ্ছে বিশ্বাস যেটা আমরা একে অপরকে করি।

কিছু মানুষকে এমনভাবে অপমান করেছি এই জন্য যাতে আমাদেরকে নিয়ে পরবর্তীতে তারা কথা না বলে কিন্তু আসলে যাদের অপমানবোধ নেই তারা তো চুপ থাকার নয়।তাই এখন আমি মনে করি তাদের এই কথাগুলো আমাদের কাছে অনুপ্রেরণা। আমাদের জন্য দোয়া।যাইহোক বন্ধুরা আর বেশি কিছু বলতে চাই না।

আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে আবারো নতুন কোন বিষয় নিয়ে সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 6 months ago 

এটা ঠিক বলেছেন নিজেদের ভেতরে যখন তৃতীয় ব্যক্তিকে ঢুকাবেন তখনই সংসারে ঝামেলা সৃষ্টি হয়ে যায় । কিছু মানুষ থাকে মানুষের মধ্যে ঝামেলা সৃষ্টি করার জন্য । সংসারে ঝামেলা কার না হয় সেটা যদি নিজেরাই মিটিয়ে নেয়া যায় তাহলে তো ভালো আর অন্যের কাছে মীমাংসার জন্য গেলে তখন হিতে বিপরীত হয় । ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে ।

 6 months ago 

হ্যাঁ আপু নিজেদের ঝামেলা মেটানোর জন্য যখন তৃতীয় ব্যক্তিকে ডাকা হয় আমার মনে হয় সে আরো ঝামেলা বাড়ানোর চেষ্টা করে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

অন্যের সুখ দেখে হয়তো অনেকেই হিংসায় জ্বলে যায়। তাই তো সবসময় কটু কথা বলার চেষ্টা করে। এসব বিষয় নিয়ে মন খারাপ করবেন না আপু। আশা করছি তারা কোন একদিন নিজেদের ভুলগুলো বুঝতে পারবে। আর আপনাদের দুজনের সম্পর্ক যেন এরকমই ভালো থাকে এই প্রত্যাশা করি আপু।♥️

 6 months ago 

সেই আশাতেই আছি আপু যেদিন তারা নিজের ভুল বুঝতে পারবে এবং অনুতপ্ত হবে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 6 months ago 

ঠিকই বলেছেন আজকাল সুখে থাকাটাও দোষের। কারো সুখ দেখলে অনেকের তা সহ্য হয় না। এ ধরনের মানুষগুলো তাদের নিজের ভুল একদিন ঠিকই আসলে বুঝতে পারে। আপনারা যেন সুখে থাকেন সেই দোয়াই করি। আর নিজের মতই চলার চেষ্টা করুন। এসব নিয়ে মন খারাপ করবেন না ভালো থাকবেন।

 6 months ago 

নিজের মতো করে চলার চেষ্টা করছি আপু কিন্তু যখন এই বাজে লোক গুলোর মন্তব্য শুনি তখন অনেকটাই মন খারাপ হয়। তবে নিজেকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করে থাকি। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 6 months ago 

আপনার এই ধারণা কে আমি সম্মান করি আপু। আসলেই স্বামী-স্ত্রীর সম্পর্কের মাঝে ৩য় কোন ব্যাক্তিকে না আনাই বুদ্ধিমান এর কাজ। আর বিশ্বাস আর আস্থা থাকলে ৩য় ব্যক্তিও কিছু করতে পারে না -হিংসা করা ছাড়া। আপনারা একসাথে বেশ ভালো থাকুন, হাসি-খুশিতে মেতে থাকুন। শুভকামনা রইলো আপনাদের জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

হ্যাঁ আপু তাই তো কোন সমস্যা হলে আমরা নিজেদের মধ্যেই মিটিয়ে নিই। অন্য কাউকে একদমই ডাকি না। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 6 months ago 

একটা সংসার করতে গেলে সেখানে ভালো মন্দ থাকবে। শুধু যে ভালোবাসায় ভরে থাকবে জনম জনম ধরে এমন তো কোন কথাই নেই। মাঝে মধ্যে তো ভুল বোঝা বুঝি হবে। সেগুলো আবার স্বাভাবিক হবে সেটাই তো সংসারের নিয়ম। একটা কথা সঠিক সেটা হচ্ছে সেখানে যখন তৃতীয় ব্যক্তি প্রবেশ করবে তখন আর শান্তি থাকবে না। এমন কিছু মানুষ আছে তাদের কাছে ঝগড়া লেগে থাকলেও দোষের। আবার দেখবেন বেশি সুখে থাকলেও সেগুলোতে তাদের অশান্তির কারণ। সবকিছু মিলিয়ে মানুষ হচ্ছে মানুষের শত্রু। আপনাদের জন্য শুভকামনা রইল যেন সব সময় এভাবে ভালো থাকতে পারেন।

 6 months ago 

হ্যাঁ আপু আর এইসব লোকদেরকে আমার একদমই পছন্দ না। তবুও দেখবেন গা ঘেঁসে আপনার সাথে কথা বলার চেষ্টা করবে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 6 months ago 

আসলে আপু আমাদের সমাজটাই এরকম ।কেউ কারো ভালো দেখতে পারে না। খারাপ দেখলেও সেখানে কিছু বলবে ,আবার ভালো দেখলেও কিছু বলবে। এটাই মানুষের স্বভাব ।তারপরে এসব কটু কথা উপেক্ষা করেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে ।আর এসব মানুষদেরকে পাত্তা না দেওয়াই ভালো। নিজেদের সমস্যা সবসময় নিজেদের মোকাবেলা করাই ভালো ।অনেক ভালো থাকবেন শুভকামনা রইল।

 6 months ago 

হ্যাঁ আপু কারোর ভালো কেউ সহ্যই করতে পারে না।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 6 months ago 

একদম ঠিক বলেছেন ভালো থাকাটাও দোষ। অনেকে আছে যে মানুষের ভালোটাও সহ্য করতে পারেন না খারাপ টাও না।খুব ভালো কথা বলেছেন আপনি যে তৃতীয় পক্ষ কে সুযোগ দেন না আপনারা আসলে এটাই সঠিক সিদ্ধান্ত। পিছু লোকে কিছু বলে ভেবে সামনে এগিয়ে যেতে থাকুন। শুভকামনা রইলো আপনাদের জন্য।

 6 months ago 

বর্তমানে বেশিরভাগ মানুষ পর কিংবা আপন,কেউ কারো ভালো দেখতে পারে না। ঝগড়া লাগলে কিংবা কারো সংসারে অশান্তি হলে,তারা সেটা দেখে মজা নেয়। তাই সংসার জীবনে হাসবেন্ড ওয়াইফ এর মধ্যে যতই ঝামেলা হোক না কেনো,অন্য কাউকে জড়ানো একেবারেই উচিত না। যাইহোক আপনাদের ভালোবাসার বন্ধন অটুট থাকুক সারাজীবন সেই কামনা করছি। তার সাথে সাথে নিন্দুকদের ও শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 6 months ago 

আপন লোকেরাই বেশি ক্ষতি চায় ভাইয়া। সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57893.29
ETH 3130.56
USDT 1.00
SBD 2.44