ঈদ উপলক্ষে ছেলের জন্য টুকটাক কেনাকাটার মুহূর্ত

in আমার বাংলা ব্লগ5 days ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। সন্ধ্যায় গিয়েছিলাম বাবুর জন্য টুকটাক কেনাকাটা করতে। সাথে আরো কিছু নিজের ব্যক্তিগত কাজ ছিল। সেগুলো আরেকদিন তুলে ধরার চেষ্টা করব। তবে আজ চেষ্টা করছি বাবুর কেনাকাটার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার। যদিও বেশি কিছু কেনাকাটা করার ছিল না কারণ রোজার ঈদে অনলাইন থে, কে বাবুর জন্য অনেক কেনাকাটা করেছিলাম। কিন্তু ও এবার যেহেতু বেশ গরম পড়েছে তাই ভাবছিলাম বাবুর জন্য কিছু মেগি হাতা গেঞ্জি এবং ভালো সুতি প্যান্ট কিনব। গরমে পড়ে যেন আরাম পায়।

20240615_184955.jpg

20240615_184500.jpg

20240615_184450.jpg

20240615_184439.jpg

আমাদের বাসাটা একদম হাইরোডের সাথে। ক'দিন ধরে দেখছিলাম বেশ জ্যাম রাস্তায়। ছোট ছোট রাস্তাগুলো একদম ব্লক করে দিয়েছে। রিকশা নিয়ে হাইরোডে ওঠা নিষেধ। যেহেতু দিনের বেলা মার্কেটে অনেক ভিড় তাই আমি ঠিক করেছিলাম সন্ধ্যেবেলা যাব কিন্তু কদিন এত ব্যস্ত ছিলাম যে একদমই সময় করে উঠতে পারিনি। আজ দুপুরে রান্নাবান্না সেরে বাবুকে ঘুমিয়ে দিয়ে হাতের কাজগুলো সেরে সন্ধ্যা বেলা গিয়েছিলাম মার্কেটে।কিন্তু সন্ধ্যাবেলা মার্কেটে গিয়েও যেন রেহাই পেলাম না।

কারণ আমার মতোই শহরের সবাই সন্ধ্যায় মার্কেটে যায়। যাইহোক এর আগেও অনেকবার বলেছিলাম আমাদের এখানে বাচ্চাদের খুব একটা ভালো কাপড় পাওয়া যায় না। মার্কেটে ঘুরতে ঘুরতে দেখলাম নতুন একটা শোরুম হয়েছে বাচ্চাদের জামা কাপড়ের। আমি এদিক ওদিক না দেখে সোজা সেই শোরুমে ঢুকে পড়ি। সেখানে ঢুকে আমি যেন অবাক হয়ে গিয়েছিলাম কারণ সবকিছুর দাম এত পরিমাণে বেশি ছিল যে সেখানে কথাই বলা যাচ্ছিল না। তবে দাম বেশি হলেও কাপড়ের কোয়ালিটি গুলো আবার খুবই ভালো ছিল।

যাই হোক অনেক দেখেশুনে সেখানে আমার দুটো প্যান্ট এবং একটি গেঞ্জি পছন্দ হয় দুটি প্যান্ট এবং একটি গেঞ্জিয়ামে কিনেছিলাম সাড়ে ৭০০ টাকা দিয়ে। গেঞ্জিটা আমার কাছে বেশি ভালো লেগেছিল। যাইহোক এরপর নিজের ব্যক্তিগত কাজগুলো সেরে বাসায় চলে আসি। তো এই ছিল আমার কেনাকাটার মুহূর্ত। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে।

সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 

ঈদ উপলক্ষে আমরা সবাই মোটামুটি কেনাকাটার জন্য ব্যতিব্যস্ত। ঠিক তেমন একটা অনুভূতি আজকে আপনি আমাদের মাঝে প্রকাশ করেছেন আপনার বাবুর জন্য কেনাকাটা করেছেন সে বিষয়ে। অনেক অনেক ভালো লাগলো আপনার এই কেনাকাটার মুহূর্তটা দেখে। আপনাদের বাসা হাইরোডের নিকটে জানতে পারলাম। তবে ঈদের সময় রাস্তাঘাটে বেশ জ্যাম সব জায়গাতে। যাইহোক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন তাই ধন্যবাদ।

 4 days ago 

হ্যাঁ ভাইয়া রাস্তায় প্রচুর জ্যাম। আমরা তো বাসা থেকেই বের হচ্ছি না জ্যামের কারণে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 5 days ago 

গরমে আরামদায়ক কাপড় পরানো উচিত বাচ্চাদের। কারন বাচ্চারা সুস্থ থাকা মানে মায়েদের শান্তি। যদিও রোজার ঈদে অনলাইন থেকে কেনাকাটা করেছিলেন।তাই শুধু গরমের কথা ভেবে মার্কেটে গেলেন।নতুন শোরুমে গিয়ে দেখলেন দাম কিছুটা বেশী হলেও কাপড়ের কোয়ালিটি ভালো। তাই দুটো প্যান্ট ও একটি গেঞ্জি নিলেন সাড়ে সাতশ টাকা দিয়ে।আশাকরি শায়ান এই ড্রেস পরে আরাম পাবে আপু।আপনার অনুভূতি গুলো পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 4 days ago 

হ্যাঁ আপু কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এবং সুতি। গরমে পড়ে বেশ আরাম পাবে।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 5 days ago 

গরমে আরামদায়ক কাপড় চোপড় বাচ্চাদের বেশি ভালো লাগে। আসলে আপু আমরা রোজার ঈদে যতই কিনে না কেন এই ঈদে অল্প হলেও কিনতে হয়। আমিও দুদিন আগে বাচ্চাদের জন্য বেশ কিছু কেনাকাটা করেছি। বাবুর গেঞ্জি গুলো অনেক সুন্দর
হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে কিনবো না কিনবো না করলেও কিনতে হয়। আপনিও বাচ্চাদের জন্য কেনাকাটা করেছেন যেন ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 5 days ago 

গরমের সময় আরামদায়ক জামাকাপড় পরলে অনেকটা স্বস্তি পাওয়া যায়। রোজার ঈদে শায়ানের জন্য অনলাইন থেকে বেশ ভালোই কেনাকাটা করেছিলেন আপু। সেই পোস্টটি আমি দেখেছিলাম। যাইহোক দুটি প্যান্ট এবং একটি গেঞ্জি ৭৫০ টাকা নিলে দাম ঠিকই আছে। কারণ দোকানে বাচ্চাদের জামাকাপড়ের দাম এমনই হয়। তবে অনলাইনে কিছুটা কম দামে পাওয়া যায়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

হ্যাঁ ভাইয়া যে প্যান্টগুলো আমি কিনেছিলাম সেগুলো অনলাইনে কিছুটা কম দাম দেখাচ্ছে কিন্তু সময় একদমই নেই যে অনলাইনে অর্ডার করবো। তাই তো মার্কেট থেকে কিনতে হলো। যাইহোক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 5 days ago 

ঈদের সময় সবচেয়ে বেশি আনন্দ করে বাচ্চারা। আপনার বাবুর জন্য বেশ সুন্দর সুন্দর আরামদায়ক গেঞ্জি গুলো কিনলেন। আসলে বাচ্চাদের ঈদ বলে কথা। আমার বেশ ভালো লেগেছে আপনাকে কেনাকাটা গুলো দেখে।

 4 days ago 

এখনতো বাচ্চাদেরই ঈদ আপু। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 days ago 

ঈদের সময় রাস্তাঘাটে অনেক জ্যাম থাকে। আর মার্কেট করতে যাওয়ার সময় জ্যামে পড়তে হয়। সন্ধ্যার পর গিয়ে ভালোই করেছেন আপু। আপনার ছেলের জন্য প্যান্ট এবং গেঞ্জি কিনেছেন জেনে ভালো লাগলো। আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপু। ঈদ মোবারক।

 3 days ago 

ঈদ মোবারক ভাইয়া।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 65045.20
ETH 3523.22
USDT 1.00
SBD 2.37