ছোট বোনকে নিয়ে রেস্টুরেন্টে কাটানো মূহুর্ত এবং টুকটাক কেনাকাটা

in আমার বাংলা ব্লগ2 months ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আমরা ঘুরাঘুরি করতে কমবেশি সবাই পছন্দ করি।আমিও তার ব্যতিক্রম না।তবে সবসময় ঘুরতে খুব একটা ভালো লাগে না।যখন বাসায় থাকতে একদমই ভালো লাগেনা তখন বাহিরে বের হই।তবে এই অতিরিক্ত গরম শুরু হওয়ার পর থেকে প্রায় প্রত্যেকদিনই বিকেলে বাহিরে ঘুরাঘুরি করতে বের হই।কারণ বাসায় অস্থির গরমে টিকতেই পারছিনা।

20240420_182143.jpg

কয়েকদিন আগে ছোট বোন এসেছিলো বাসায়।সন্ধ্যায় তার আবদার তাকে স্কুল ব্যাগ কিনে দিতে হবে। কি আর করার বড় বোন আমি ছোট বোনের আবদার তো পূরন করতেই হবে।সন্ধ্যায় বাবুর বাবাকে বললে সে আমাদেরকে বাহিরে নিয়ে যায়।আমরা প্রথমেই চলে গিয়েছিলাম ব্যাগের দোকানে।দেখে শুনে একটা ভালো স্কুল ব্যাগ নিয়েছিলাম।ব্যাগটির দাম নিয়েছিলো ৬৫০ টাকা।ব্যাগটা দেখতে অনেক সুন্দর ছিলো। সাথে আরও কিছু টুকটাক কসমেটিকস নিয়েছিলো ও।

20240420_194238-01.jpeg

আমাদের শহরে নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে।তাই সেখানে গেলাম ছোট বোনকে নিয়ে।আমার ছেলে তার মানিকে মানে আমার বোনকে পেলে অনেক খুশি হয়।তাই সেদিন তার মনে অনেক আনন্দ।যাইহোক আমরা সেখানে গিয়ে চিকেন বার্গার, চিকেন চিজ পিজ্জা আর লেমন জুসের অর্ডার দেই।আসলে বাহিরে যে পরিমাণে গরম পরেছে জুস এবং শরবত এর কোনো বিকল্প নেই।

20240420_182130.jpg

20240420_182151.jpg

20240420_182156.jpg

বাবুকে নিয়ে ব্যস্ত হয়ে পরেছিলাম তাই খুব একটা ফটোগ্রাফি করতে পারিনি।আমার বাবু কতটা দুষ্ট এইটা হয়তো আপনারা জেনে থাকবেন।যাইহোক সব মিলিয়ে বেশ ভালো সময় কাটিয়েছি আমরা। তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী সময়ে অন্য কিছু নিয়ে।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

আপনাদের রেস্টুরেন্টে কাটানো কিছু মুহূর্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাদের এই মুহূর্তটা দেখে অনেক ভালো লেগেছে। একদিকে আপনার ছেলে আরেক দিকে আপনার ছোট বোন। আশা করি সবার সাথে রেস্টুরেন্টে খুব আনন্দঘন মুহূর্ত অতিবাহিত করছিলেন। আপনাদের শহরে নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে এটা জেনেও কিন্তু ভালো লেগেছে আমার।

 2 months ago 

হ্যাঁ আপু সবার সাথে বেশ আনন্দঘন মুহূর্ত কাটিয়েছি। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

অনেক অনেক ভালো লাগলো আপনাদের এলাকায় নতুন রেস্টুরেন্ট হয়েছে জেনে। সেখানে আপনারা খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। সাথে আপনার সন্তান ও ছোট বোন ছিল। আশা করব এদের সাথে আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন রেস্টুরেন্ট এর মধ্যে।

 2 months ago 

পরিবারের সাথে ভালো সময় কাটিয়েছি ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

আপু আপনার বোনকে নিয়ে খুব ভালো সময় কাটিয়েছেন দেখেই বুঝতে পারছি ।ছোট বোনের আবদার তো রাখতেই হয় ।এই গরমে আসলে বাইরে বের হওয়া খুবই কষ্টের ।আর বাইরে বের হলে জুস জাতীয় খাবার খাওয়াই ভালো ।বেশ ভালো লাগলো আপনাদের সুন্দর সময় কাটানোর মুহূর্ত পড়ে ।ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

হ্যাঁ আপু এই গরমে বাহিরে বের হলে আমি কিছু না খেলেও অবশ্যই জুসটা খাই। সব মিলিয়ে বেশ ভালো সময় কাটিয়েছিলাম আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 months ago 

গরমে বাড়িতে থাকাটা বেশ কষ্টকর হয়ে পড়ে।বিকেলের বিশুদ্ধ হাওয়ায় প্রকৃতিতে বের হলে মনও ভালো হয়ে যায়।আপনার বোন দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছে।আর ব্যাগের আবদার করলে বড় বোনের তো কিনে দিতেই হবে।আপনি খুব সুন্দর লাল টুকটুকে একটি ব্যাগ কিনে দিয়েছেন আপনার বোনকে দেখে ভালো লাগলো।ধন্যবাদ আপু।

 2 months ago 

হ্যাঁ আপু ছোট বোনটা আমার বেশ বড় হয়ে গিয়েছে। দোয়া করবেন আপু ওর জন্য। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64252.58
ETH 3495.24
USDT 1.00
SBD 2.50