প্রথমবার মেশিন দিয়ে ধান কাটতে দেখার অভিজ্ঞতা 🌾
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আমি প্রথমবার মেশিন দিয়ে ধান কাটতে দেখেছিলাম কিছুদিন আগে। আর সেই অভিজ্ঞতায় আপনাদের সাথে শেয়ার করব। সত্যিই যুগ কত পাল্টে গেছে তাইনা।এই ফসল ঘরে তুলতে কৃষককে কত কষ্ট করতে হতো যা এখন চোখের নিমিষেই মেশিন দ্বারা কাটা হচ্ছে। এই মেশিনটা প্রথমবার দেখার পর আমার অনেকগুলো কথায় মনে পড়ছিল।
আমি গৃহস্থ বাড়ির মেয়ে। ছোটবেলা থেকে বাবা চাচাকে দেখেছি অনেক জমি চাষ করতেন। এবং সেই ফসল ঘরে তুলতে অনেক লোককে নিয়োগ দেয়া হতো।কখনো ১০ জন, ২০ জন কিংবা ৩০ জন। তাদের জন্য আবার তিন বেলা খাবার রান্না করতেন আমার মা চাচীরা। আর এই ধানের কাজগুলো কিংবা ফসল ঘরে তুলতে যে কি পরিমাণে কষ্ট হয় বা পরিশ্রম হয় সেটা হয়তো আমরা যারা গ্রামে বসবাস করি তারা খুব ভালোভাবেই জানি।
যাইহোক আমি যখন কিছুদিন আগে আমার নানু বাড়িতে যাচ্ছিলাম ঈদের দাওয়াত খেতে।ওখানে যাওয়ার পথে মাঝ রাস্তায় এই ধান কাটার মেশিনটি আমি দেখতে পাই এবং আমার বাবা-মা আমি অনেক আগ্রহ নিয়ে গাড়ি থামিয়ে ধান কাটা দেখছিলাম। কারণ এটা আমাদের সবার কাছে এই নতুন ছিলো।এরপর আমার বাবা সেই মেশিনের মালিকের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলছিলেন বিস্তারিত জানার চেষ্টা করছিলেন। অবশেষে আমরা যেটা শুনতে পেলাম সেটা শুনে অনেক অবাক হয়ে গিয়েছিলাম।
আসলে এবছর বৃষ্টি হওয়ার কারণে জমির ফসল গুলো কাটার জন্য যে লোক নিয়োগ দেয়া হতো তারা প্রতি একর ধান কাটতেন ১৪ থেকে ১৮ হাজার টাকায়। অবশ্য এ তাদের পরিশ্রমের কাছে এ টাকার কোন মূল্যই নেই কিন্তু তারপরও দিনশেষে যারা চাষ করছে তাদেরও তো আয় থাকতে হবে।যাইহোক আর এই মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে মাত্র ৬০০০ টাকায় করুন।একর প্রতি কতগুলো টাকা সেইভ হচ্ছে। আর এই বর্ষায় অনেকে ধান কাটতে চায় না।তার উপর আবার নতুন গুজব বের হয়েছে রাসেল ভাইপার সাপ নিয়ে। যার ভয়ে কৃষকরা আরও মাঠে নামতে চান না।
যাই হোক এই মেশিনটি অনেকক্ষণ ঘুরে ঘুরে ধানগুলো ভেতরে জমা রেখে তা রাস্তায় এনে ফেলে। এবং সেখান থেকেই ধানগুলো বিক্রি হচ্ছে।এর ফলে কারোর তেমন একটা পরিশ্রম হচ্ছে না। আমার কাছে ব্যাপারটা বেশ ভালই লেগেছে। কারণ আমি স্বচক্ষে আমার মায়ের এবং আশেপাশের অনেকের কষ্ট কাছ থেকে দেখেছি। আমি আমার বাবাকে বলছিলাম পরেরবার থেকে যেন এভাবে মেশিন দিয়ে ধান কাটে।
আমি এটির ভিডিওগ্রাফি করেছি। পরে একটি সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ঈদের ছুটিতে যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন এরকম ধান কাটার মেশিন দেখেছিলাম। বর্তমানে ধান কাটার লোক একদমই পাওয়া যায় না। তাই সবাই মেশিন দিয়ে ধান কাটার চেষ্টা করছে। আপু আপনার এই পোস্ট দেখে ভালো লাগলো।
ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ধান কাটার এই মেশিন অবশ্য আমি এখনো দেখি নাই তবে আপনার পোস্টে দেখতে পেরে ভীষণ ভালো লাগছে। যত দিন যাচ্ছে আমাদের দেশ ততই ডিজিটাল হচ্ছে আস্তে আস্তে এই সুবিধা সারা বাংলাদেশের কৃষকরা আশা করি ভোগ করতে পারবে। মেশিন দিয়ে ধানকাটা দেখার দারুণ অভিজ্ঞতা আপনি শেয়ার করেছেন পড়ে অনেক ভালো লাগলো।
আমিও এর আগে কখনো দেখিনি ভাইয়া এই প্রথম দেখেছি। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
গ্রামে গেলে এরকম সুন্দর মুহূর্তগুলো দেখা যায়। তাছাড়া ঠিকই বলেছেন এক একর জমিতে ধান কাটতে যদি এত টাকা লাগে তাহলে তো কৃষকদের আর কিছুই থাকে না। এই মেশিনটি তো বেশ কাজের দেখছি। একসঙ্গে দুই কাজ করছে। জমি থেকে ধানও কেটে আনছে আবার ধানগুলো আলাদা করে এক জায়গায় জমা করছে। তুলনামূলকভাবে দামেও কম। সব মিলিয়ে কৃষকদের জন্য খুবই উপকারী মনে হলো। ভালো লাগলো আপু আপনার পোস্টটি দেখে।
হ্যাঁ আপু এসব সুন্দর সুন্দর দৃশ্য গুলো দেখতে হলে অবশ্যই গ্রামে আসতে হবে। আর সত্যিই এভাবে ধান কাটলে কৃষকের অনেক টাকা বেঁচে যাচ্ছে। সব মিলিয়ে মেশিনটা আমার কাছে বেশ ভালই লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।
সেই দিনগুলো এখন শুধুই অতীত। যেখানে ক্ষেতে ধান কাটছে অনেক কৃষক। তাদের জন্য বাড়িতে চলছে রান্না। এই মেশিনগুলো আমাদের দিকে এখনও যায়নি। তবে এগুলো সম্পর্কে জানি। এগুলো খুবই দ্রুত জমির ফসল কাটতে পারে। এবং অনেক দ্রুত করে থাকে কাজ। প্রথমবার দেখার অনূভুতি টা আলাদা ছিল।
এটা ঠিক বলেছেন ভাইয়া আগের দিনগুলো এখন শুধুই অতীত। এই মেশিনগুলোর দ্বারা খুব সহজেই ধান কাটা যায় এবং খরচও কম।দেখবেন খুব তাড়াতাড়ি আপনার এলাকাতে ও পৌঁছে যাবে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
আসলে আধুনিক যুগে বিভিন্ন ধরনের অত্যাধুনিক মেশিনপত্র বের হয়েছে বা হচ্ছে। এতে করে আমাদের অনেক সুবিধা হয়েছে। যাইহোক এই মেশিনটা দেখে ভীষণ ভালো লাগলো আপু। এই মেশিনের মাধ্যমে খুব সহজেই এবং অল্প টাকায় ধান কাটতে পারবেন তাহলে। এতে করে আপনাদের অনেক লাভ হবে। যাইহোক ধান কাটার ভিডিওগ্রাফি দেখার অপেক্ষায় রইলাম আপু। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
খুব দ্রুত চেষ্টা করব ভিডিওটি এডিট করে আপনাদের মাঝে শেয়ার করার। সত্যিই এই মেশিন দিয়ে ধান কাটলে খরচ অনেক কম এবং সময়ও কম লাগে। যাইহোক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।
বাহ আপু এই ধান কাটা মেশিন এর কথা আমিও শুনেছি ।ফসলের মাঠ থেকেই এই মেশিন দিয়ে ধান কেটে ধান নিয়ে আসা যায় ।আপনি আজ স্বচক্ষে দেখেছেন জেনে বেশ ভালো লাগলো ।আসলে এতে কৃষকের পরিশ্রম অনেকাংশে লাঘব হবে এবং তাদের শ্রম যেমন বেঁচে যাবে তেমনি তাদের খরচও অনেকটা কমে আসবে। সত্যিই ভীষণ ভালো একটি আবিষ্কার। বেশ ভালো লাগলো ধন্যবাদ।
আমিও অনেক শুনেছি এবং সোশ্যাল মিডিয়ায় মেশিনগুলো অনেক দেখেছি। তবে এই প্রথমবার বাস্তবে দেখলাম। ব্যক্তিগতভাবে আমার কাছে বেশ ভালো লেগেছে। কারণ এই মেশিনগুলো দিয়ে খুবই দ্রুত জমির ধান কাটা যায় এবং খরচও কম। সব মিলিয়েই আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।