করতোয়া নদীর পাড়ে ঘুরাঘুরির কিছু মহূর্ত

in আমার বাংলা ব্লগ6 months ago (edited)

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজ গিয়েছিলাম করতোয়া নদীর পাড়ে ঘোরাঘুরি করতে। আর সেখানকার কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ঘোরাঘুরি করতে আমরা সবাই পছন্দ করি। তবে আমার কাছে শহরের মধ্যে ঘোরাঘুরি করতে একদমই ভালো লাগেনা। আমরা মাঝেমধ্যেই রিক্সা নিয়ে শহরের বাহিরে গ্রামের মধ্যে ঘুরতে যাই কিংবা রিক্সা নিয়ে মাঝে মধ্যে এই নদীর পারে যাই। আজ আপনাদের ভাইয়া দুপুর বেলা খেতে বসে বলছিলো নদীর পাড়ে ঘুরতে যাবে।

20240226_173646.jpg

সত্যি কথা বলতে আগে বাহিরে বের হওয়া খুব একটা পছন্দ করতাম না কেন জানিনা বাসার মধ্যে থাকতেই বেশি ভালো লাগতো। তবে এখন সারাদিন বাবুকে সামলাতে সামলাতে আমি ক্লান্ত হয়ে যাই। সারাটা দিন কোনোভাবে কেটে গেলেও বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় আমার যেন কাটতেই চায় না। তাই সে বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। এরপর দুপুরের খাবার সেরে কিছুক্ষণ রেস্ট করে আমরা প্রায় সাড়ে চারটের নাগাদ বাসা থেকে বের হয়েছিলাম।

PhotoCollage_1708976868957.jpg

আমাদের শহর থেকে বেরিয়ে কিছুটা দূরে এই করতোয়া নদীর এই শাখা অবস্থিত। তো আমরা রিকশা নিয়ে বেরিয়ে পড়লাম সেই নদীর পাড়ের উদ্দেশ্যে। আমরা একদম ঠিক সূর্য ডোবার আগমুহূর্তে গিয়েছিলাম। সূর্যাস্তের এই সময় নদীর পারে যে কতটা ভালো লাগে সেটা আমার মতো যারা ভ্রমন পিপাসু আছেন তারা ভালো জানবেন।

PhotoCollage_1708977060855.jpg

সেখানে গিয়ে কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করলাম। এরপর বাবুর কিছু ছবি তুলতে চাইলাম। ওই যা শুরু হয় আর কি তার সামনে ক্যামেরা ধরলে। তার ছবি তোলার সময় তার সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যায় আমার। অনেক কষ্টে দুটো একটা ভালো ছবি তুলতে পেরেছিলাম। তবে আমার এখানকার রিকশাওয়ালা ভাইদের সঙ্গে আমার ছেলের কিন্তু খুব ভালো সম্পর্ক।এবং আপনার ভাইয়া আমাদের মত সময় কাটিয়েছি এবং সে রিকশাওয়ালা ভাইয়ের সঙ্গে অনেক ঘুরেছে এবং খেলেছে।

PhotoCollage_1708977245166.jpg

আমরা সেখানে প্রায় সন্ধ্যা পর্যন্ত ছিলাম। আমরা নদীর যে পাড়ে ছিলাম তার ওপর পাশেই আমার শ্বশুরের গ্রামের বাড়ি দেখা যাচ্ছিল। যাই হোক এরপর নিজেদের মত কিছু সময় কাটিয়ে বাসায় চলে এসেছিলাম। বিকেল থেকে সন্ধ্যা অব্দি সময়টা বেশ ভালো কেটেছে আজকে। তারই কিছু মুহূর্ত এবং ফটোগ্রাফি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি ভালো লাগবে।

বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoodq7ohHzgKQKDmTRgamvrYaPc7Ny9oprPnjvKn4VVe31vKbu8vULt4CSQiq...cEsB7YzR4dFY16BsyLqmXyeeZ2dhcb9AiCRGv2QxRYEMWZK3MDWeaSUjuhffVgn2MrpTTHy4GCQWsyHzxiX6fnrryY4Qy1KBvyqWRwNXsKgUJjVhnUhL1YukxN.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

বিকেলে বা সন্ধ্যার পর নদীর পাড়ে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে গরমের দিনে। আসলে বাচ্চারা এমন খোলামেলা পরিবেশ বেশ উপভোগ করে। রিকশা দিয়ে গ্রামের রাস্তা দিয়ে ঘুরাঘুরি করতে খুব ভালো লাগে। নদী এবং সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখার মজাই আলাদা। সবমিলিয়ে আপনারা এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন সেখানে। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 6 months ago 

হ্যাঁ ভাইয়া সব মিলিয়ে বেশ ভালো সময় কাটিয়েছি সেখানে। আর বাবু তো খোলামেলা জায়গা পেলে খুবই খুশি হয়। আপনার সুন্দর মন্তব্যটি অনেক ভালো লাগলো ভাইয়া।

Posted using SteemPro Mobile

 6 months ago 

যখন থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করি তখন থেকে অনেক কিছু জানতে পেরেছি। তাছাড়াও ফটোগ্রাফির মাধ্যমে অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। আপনার ফটোগ্রাফির মাধ্যমে আজকে আপনার ব্লগিংয়ের মাধ্যমে করতোয়া নদী সম্পর্কে জানতে পেরেছি। করতোয়া নদীর নাম অনেক শুনেছি তবে কখন দেখার সুযোগ হয়নি। অনেকের ব্লগিংয়ে দেখেছি। আজকে আবার আপনার ব্লগের মাধ্যমে দেখতে পেলাম। অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 6 months ago 

এটা ঠিক বলেছেন আপু আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে অনেক কিছু সম্পর্কে জেনেছি। অনেক জানা অজানা জায়গাগুলো সবার ফটোগ্রাফির মাধ্যমে দেখেছি।যাইহোক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

সব সময় রুমের মধ্যে থাকতে আসলে খুব একটা বেশি ভালো লাগে না তাই মাঝে মাঝে আমি মনে করি ঘুরতে যাওয়া উচিত। করতোয়া নদীর পাড়ে বিকেল বেলা ঘুরতে গিয়েছিলেন এবং সন্ধ্যা পর্যন্ত সেখানে সময় অতিবাহিত করেছিলেন জেনে ভালো লাগলো। বোঝাই যাচ্ছে দারুন একটা মুহূর্ত অতিবাহিত করেছিলেন। আপনাদের কাটানো সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 6 months ago 

জ্বি ভাইয়া নদীর পাড়ে বিকেল বেলা বেশ ভালো সময় কাটিয়েছিলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

নদীর পাড়ে ঘোরাঘুরির সুন্দর একটি মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এই পোস্টে। আমাদের সকলের উচিত কমবেশি সুযোগ পেলে বাইরের পরিবেশে ঘোরাঘুরি করতে যাওয়া এতে মন ভালো থাকে পাশাপাশি অনেক ফটোগ্রাফি করা সম্ভব। আর আমাদের এই কমিউনিটি তো সে স্মৃতি ধরে রাখার জন্য সর্বদা রেডি রয়েছে। খুবই ভালো লাগলো আপু আশা করব এভাবে আরও অনেক সুন্দর জায়গা ভ্রমন করবেন এবং আমাদের মাঝে শেয়ার করবেন।

 6 months ago 

কথাটা বেশ ভালো লাগলো ঠিক বলেছেন ভাইয়া আমাদের স্মৃতিগুলো ধরে রাখছে আমাদের এই কমিউনিটি। এর জন্য "আমার বাংলা ব্লগ " এর কাছে আমরা চির কৃতজ্ঞ। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

শহরে ঘোরাঘুরি করতে আমার কাছেও ভালো লাগে না আপু। গ্রামে ঘুরেই আসল মজা পাওয়া যায়। যাইহোক, আপনারা করতোয়া নদীর পাশে গিয়ে বেশ সুন্দর একটা সময় কাটিয়েছেন জেনে খুবই ভালো লাগলো। এরকম নদীর পাড়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আপনাদের ঘোরাঘুরির সুন্দর মুহূর্তের কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 6 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য। এটা ঠিক বলেছেন ভাইয়া শহরে ঘুরে একদমই মজা পাওয়া যায় না যেটা গ্রামে ঘুরে পাওয়া যায়।

Posted using SteemPro Mobile

 6 months ago 

এই করতোয়া নদী সম্পর্কে বই এ পড়েছি আজকে আপনাদের ঘুরাঘুরির পোস্টটির মাধ্যমে সুযোগ হয়ে গেল নদীটি দেখার।মাঝে মাঝে পরিবার নিয়ে এভাবে নদীর তীরে ঘুরতে ভালোই লাগে।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 5 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য। ঠিক বলেছেন পরিবার নিয়ে মাঝে মধ্যে ঘুরতে যাওয়া দরকার।এতে মন মানসিকতা ভালো থাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58981.78
ETH 2669.36
USDT 1.00
SBD 2.44