ভিডিওগ্রাফি || পড়ন্ত বেলার প্রকৃতির দৃশ্য

in আমার বাংলা ব্লগ8 months ago

25-11-2023

১১ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো ভালো থাকতে পারাটাই সবচেয়ে বড় কথা। মাঝে মাঝে পরিবেশ পরিস্থিতি ভালো থাকতে দেয় না আমাদের। তবে আমরা কিন্তু পরিবেশের ছোট ছোট বিষয়গুলো উপভোগ করে সহজেই ভালো থাকতে পারি। আমরা সেই ছোট ছোট বিষয়গুলো খুঁজে উপভোগ করতে ব্যর্থ হয়! কারণ স্মার্টফোন আমাদের সে ছোট ছোট বিষয়গুলো উপভোগ করার থেকে আমাদের অনেকদূরে সরিয়ে নিয়েছে। আমরা এখন স্মার্টফোনেই বিনোদন উপভোগ করি। কিন্তু স্মার্টফোনের মাধ্যমে যে বিনোদন আমরা পাচ্ছি সেটা প্রকৃত ভালো লাগা দিতে পারে না। কারণ আমরা এখন নোংরা সংস্কৃতি লালন করছি। আর সেভাবেই আমরা আমাদের লাইফ স্টাইল সাজাচ্ছি।

IMG20231113154509.jpg

শহরে তেমন ঘুরার মতো কিছু নেই। বড়জোর পার্ক ছাড়া! কিন্তু পার্কের অবস্থার কথা আর কি বলবো! বুকভরে শ্বাস নিতে পারে না শহরের মানুষগুলো। বলতে গেলে ফোনের স্ক্রিনে না হয় পিসি বা ল্যাপটপে সারাদিন ব্যবহার করে সময় কাটায়। শহরের কর্মব্যস্ত মানুষগুলোও ব্যস্ত থাকে। আসলে শহরের লাইফটা যে কেমন তা একজন শহরের মানুষগুলোই ভালো জানে। তো ঐদিকে আর গেলাম না। গ্রামের সৌন্দর্য আমাকে বরাবরই টানে। গ্রামের সবুজ শ্যামল প্রকৃতি যে কাউকে মুগ্ধ করবে। গ্রামের এসব ছোট ছোট প্রকৃতির পরিবেশ বিষয়গুলো আমরা চাইলেই সহজে উপভোগ করে পারি। কিন্তু গ্রামেও আধুনিকতার ছোঁয়া লেগেছে। সবাই এখন স্মার্টফোন চালানোই এক্সপার্ট। কিন্তু আমাদের মানসিকতা এমন হয়েছে আমরা প্রকৃতির ছোট ছোট বিষয়গুলো উপভোগ করতে পারি না।

প্রকৃতির রূপ-রস উপভোগ করতে পারি না। গ্রামে এখন ধুম ধান কাটার মৌসুম শুরু হয়েছে। বলতে গেলে এ সময়ে কৃষকের মুখে হাসি থাকে। কিন্তু দুঃখের বিষয় হলো এবারের বন্যায় ফসলের অনেক ক্ষতি হয়েছে। বলতে গেলে খাদ্য সংকট হতে পারে। ধানের দাম এবার যে বাড়বে বুঝা যাচ্ছে। যাক, কিছুদিন আগে বের হয়েছিলাম গ্রামের পরিবেশটা উপভোগ করার জন্য। ফুফাতো ভাইয়ের সাইকেলটা নিয়ে বেরিয়েছিলাম। আমাদের বাড়ি থেকে গারোয়া গ্রাম কাছেই। গারোয়া এর এখানে ইটখলায়া গিয়েছিলাম সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। গারোয়া সড়ক ধরে সাইকেল চালিয়ে যাওয়ার পথে দেখলাম সূর্য পশ্চিম দিকে হেলে পরেছে। আসলে গারোয়া রোডে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করে। ট্রাক চলতে দেখা যায় কারণ গ্রামের রাস্তাগুলো হাইওয়ে না।

IMG20231113161032.jpg

এমন রাস্তায় সাইকেল চালাতেও ভালো লাগে। যখন সাইকেল চালাচ্ছিলাম তখন দেখলাম বেশ কিছু অটোরিকশা আামাকে পাস করে চলে যাচ্ছে। রাস্তার পাশে বেশ কিছু জমি দেখতে পেলাম। সেখানে শাকসবজি চাষ করছে। অনেকেই হেটেঁ বাজারের দিকে চলে যাচ্ছে। তবে আমি বেশিদূর পর্যন্ত ভিডিও করতে পারিনা। কারণ সাইকেল চালানো অবস্থায় ভিডিও করাটাও টাফ! তাছাড়া রাস্তায় গাড়িও চলাচল করছিল। তো আজকের ভিডিও এর মাধ্যমে পড়ন্ত বেলার দৃশ্যটা কেমন ছিল সেটি ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

ভিডিও লিংক



DeviceOppo A12
Vediographer@haideremtiaz
Locationw3w

আজ এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা উপভোগ করতে পেরেছেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🍃



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 months ago 

পড়ন্ত বেলার প্রাকৃতিক দৃশ্যের সুন্দর ভিডিও গ্রাফি করেছেন ভাই। রাস্তার দুই পাশে এরকম গাছ থাকলে দেখতে বেশ ভালোই লাগে। এত সুন্দর ভাবে ভিডিও ধারণ করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 8 months ago 

আপনাকেও ধন্যবাদ চমৎকার একটি মন্তব্য করার জন্য 🍃

 8 months ago 

পড়ন্ত বেলার ভিডিওগ্রাফিটি দারুন লাগলো।এ ধরনের পথে হেঁটে বেড়াতে দারুন লাগে।প্রকৃতির সান্নিধ্যে গেলে মনটাও প্রশান্তিতে ভরে উঠে। ধন্যবাদ ভাইয়া সুন্দর এই ভিডিওগ্রাফিটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

জি আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🍃

 8 months ago 

ঠিক বলেছেন ভাইয়া আমরা যারা শহরে থাকি তাদের ফোনের স্ক্রিনে না হয় পিসি বা ল্যাপটপ ব্যবহার করেই সারাদিন কেটে যায়। আপনাদের মতো এত সুন্দর প্রকৃতি দেখার সৌভাগ্য আমাদের হয়না। যাই হোক আপনি খুব সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। পড়ন্ত বেলার প্রকৃতির দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। এমন দৃশ্য দেখলে শুধু দেখতেই ইচ্ছে করে। গ্ৰামের এই সৌন্দর্য যেন খুব মিস করি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 8 months ago 

জি আপু এটা সত্যি আপনারা গ্রামের সৌন্দর্য তেমন উপভোগ করতে পারেন না

 8 months ago 

ভিডিওগ্রাফির মাধ্যমে আমার সবচেয়ে বেশি ভালো লাগে প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে। প্রাকৃতিক দৃশ্য গুলো এত সুন্দর ভাবে ক্যাপচার করা যায় ভিডিওর মাধ্যমে খুব ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে পড়ন্ত বিকেলের একটি ভিডিও শেয়ার করলেন। আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ ভাইয়া আপনি এত সুন্দর একটি ভিডিও শেয়ার করার জন্য।

 8 months ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🍃

 8 months ago 

পড়ন্ত বিকেল বেলার প্রকৃতি অনেক সুন্দর দেখায়। এই সময়ে ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি বেশ ভালো হয়। আপনার শেয়ার করা এই পড়ন্ত বেলার ভিডিওগ্রাফিটি আমার কাছে অনেক ভালো লাগলো ভাই। রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন ফসলের ক্ষেত, গাছ পালা দেখতে দেখতে যেতে অনেক সুন্দর অনুভূতি হয়।

 8 months ago 

দিনের শেষ ভাগ যেটাকে আমরা বিকেলবেলা বলে থাকি। আর এই সময় সৌন্দর্য যেন চারিদিকে বৃষ্টির মতো ঝরে পড়ে। পড়ন্ত বিকেলে সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। পড়ন্ত বিকেলে খুবই চমৎকার একটি ভিডিও আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেশে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে

 8 months ago 

শহরের মানুষ আসলে এত কর্ম ব্যস্ত এবং ল্যাপটপ মোবাইলে মুখ গুজে বসে থাকে যে, প্রকৃতির অপরূপ সৌন্দর্য তারা সব সময় মিস করে যায়। আমি নিজেও যেহেতু শহরে থাকি তাই সেই সুযোগটা আমার ক্ষেত্রেও আসেনা। তবে মাঝেমধ্যে যখন গ্রামে যাই তখন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে অনেক বেশি মুগ্ধ করে। পড়ন্ত বিকেলের যে ভিডিওগ্রাফি টা আপনি করেছেন গ্রামীণ পরিবেশের, সেটা আসলেই অসাধারণ ছিল ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67947.42
ETH 3264.67
USDT 1.00
SBD 2.66