কয়েকটি ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ8 months ago

03-12-2023

১৯ অগ্রহায়ণ , ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো ভালো থাকতে পারাটাই বড় কথা। আসলে মানুষের ব্যস্ততা একেক সময় একেক রকম হয়ে যায়। আজকে সারাদিন একটু ব্যস্ততার মধ্যে দিয়েই গেল। আমি সাধারণত সকাল এগারোটার দিকে পোস্ট করে ফেলি। আজ সন্ধ্যা হয়ে গেল। যাক, আপনাদের সাথে ইতোমধ্যে গুরুদয়াল কলেজের ভিতরের কিছু ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। কিছু ফটোগ্রাফি বাকি ছিল সেগুলো শেয়ার করতে চলে এলাম। আজকের ফটোগ্রাফিতে সব ফুলের ফটোগ্রাফি দেখতে পাবেন।

ফটোগ্রাফিঃ০১


IMG20231125124839.jpg


এই ফুলটির নাম আমার জানা ছিল না। গুগলে সার্চ করে জানতে পারলাম এটি 'কুয়েন'স ফ্লাওয়ার'। দেখতে চমৎকার ফুলটি। বিল্ডিং এর একদম সামনে এ ফুলের গাছটি শোভা পাচ্ছিল। নীল আকাশকে সাথে নিয়ে ফটোগ্রাফি করার চেষ্টা করলাম।


ফটোগ্রাফিঃ০২


IMG20231125124217.jpg


এ ফুলের নাম আমার জানা নেই। এর আগেও আপনাদের সাথে এমন ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ফুলটি দেখতে চমৎকার। ফুলের তেমন গন্ধ নেই। ফুলে দুটি কালার লক্ষ্য করা যাচ্ছিল। এ ফুল গাছগুলো তেমন বড় হয় না। ছোট গাছেই ফুল ফুটে থাকে।


ফটোগ্রাফিঃ০৩


IMG20231125124227.jpg


নয়নতারা ফুলের সাথে আপনাদের মনে হয় পরিচয় না করালেও অসুবিধা নেই! সকলের কাছে পরিচিত একটি ফুল। টবে দেখলাম বেশ কিছু নয়নতারা ফুল। তবে নয়নতারা ফুলটি সাদা। দেখতেও চমৎকার লাগছিল।


ফটোগ্রাফিঃ০৪


IMG20231125124232.jpg


এটি আরেকটি নয়নতারা ফুল। এমন কালারের নয়নতারা ফুলগুলো বেশি দেখা যায়।


ফটোগ্রাফিঃ০৫


IMG20231125124347.jpg


এ ফুলটি কাগজ ফুল! আমাকে একজন বলার পর এ ফুলের নামটি জানতে পারলাম। নীল রঙের রঙের ফুলটি দেখতেও চমৎকার লাগছিল। ফুলটি অনেক পাতলা।


ফটোগ্রাফিঃ০৬


IMG20231125124046.jpg


লাল রঙের জবা ফুল! বেশ কয়েক জাতের জবা ফুল দেখতে পাওয়া যায়। তার মধ্যে লাল জবা ফুল একটি। জবা ফুলগুলো দেখতে ভালোই লাগে। কলেজের চারিপাশে দেখলাম বেশ কয়েকটি জবা ফুলের গাছ।


ফটোগ্রাফিঃ০৭


IMG20231125124159.jpg


এই ফুলটি আপনাদের সাথ আগেও শেয়ার করেছিলাম। কিন্তু ফুলটির নাম আমার জানা ছিল না। ফুলটি হচ্ছে টগর ফুল। ঘ্রাণহীন এ ফুলটি দেখতেও চমৎকার


DeviceOppo A12
Photogrpher@haideremtiaz
Locationw3w

আজ এই পর্যন্তই। আশা করছি ফুলের ফটোগ্রাফি আপনারা উপভোগ করতে পেরেছেন। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্গায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🦋☘️


10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 8 months ago 

আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ ভালো লেগেছে। জবা ফুল এবং নয়ন তারা ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 8 months ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। আপনাকেও ধন্যবাদ ☘️

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 months ago 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। প্রথমের দিকে আপনি যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটার নাম জারুল ফুল। এছাড়াও আপনার শেয়ার করার জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 8 months ago 

হুমম, ভাইয়া একদম ঠিক বলেছেন। আমি গুগল থেকে দেখলাম এজন্য এমন নাম দিয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া ☘️

 8 months ago 

আমি ফটোগ্রাফি দেখে বরাবরের মতো ভীষণ মুগ্ধ হয়। আপনার প্রথম ফটোগ্রাফি টা অবাক করার মত ছিল ভীষণ সুন্দর। আমাদের সকলেরই পরিচিত নয়নতারা ফুল এবং নয়ন তারা ফুলের বিভিন্ন আকৃতির ছবি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন, অপরূপ সুন্দর লাগছিল। জবা ফুলটি বেশ দারুন লাগছিল এবং চমৎকার ফুলের বর্ণনা দিয়েছেন এবং সবথেকে ভালো লাগলো আমার কাগজ ফুলটি

Posted using SteemPro Mobile

 8 months ago 

আপনার কাছে ভালো লাগলো জেনে খুশি হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে ☘️

 8 months ago 

আপনি বেশকিছু ফুলের ফটোগ্রাফি আজ শেয়ার করলেন। ফুল গুলো চমৎকার লাগছে।আপনি ফুলের সাথে নীল আকাশের ফটোগ্রাফি শেয়ার করলেন। আকাশের ফটোগ্রাফি বরাবরই আমার ভীষণ ভালো লাগে। নীল ফুলটি হলো অপরাজিতা ফুল।সুন্দর বর্ননার জন্য আরো বেশী ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 8 months ago 

নীল ফুলটির নাম আমি জানতাম কাগজ ফুল। যাক আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে ☘️

 8 months ago 

ফুল আমার অনেক পছন্দের ।ফুলের ফটোগ্রাফি দেখলে চোখ সরাতে পারি না। প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে বিশেষ করে প্রথম ছবিটি মেঘের সাথে চিত্রটা বেশ দারুন লাগছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 8 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য

 8 months ago 

গুরুদয়াল কলেজের ভিতরের যে ফটোগ্রাফি গুলো এর আগে শেয়ার করেছিলেন সেগুলো আমার দেখা হয়নি ভাই । তবে আজকে যে ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন কলেজের ভিতরের সত্যি অসাধারণ হয়েছে সব কটি ফটোগ্রাফি। কুয়েন'স ফ্লাওয়ার' এর ফটোগ্রাফিটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। নীল রঙের ফুলটি আসলে কাগজ ফুল নয় , ওটা অপরাজিতা ফুল।

 8 months ago 

ওহ আচ্ছা দিদি! আমাকে একজন বলেছিল কাগজ ফুল এটি। অসংখ্য ধন্যবাদ দিদি

 8 months ago 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফির গুলো দেখে খুবই ভালো লাগলো। ফটোগ্রাফির সাথে অসাধারণ বর্ণনাও ছিল।

Posted using SteemPro Mobile

 8 months ago 

চেষ্টা করেছি ভাই সুন্দর করে ফটোগ্রাফি করার। অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66521.28
ETH 3454.20
USDT 1.00
SBD 2.67