স্পোর্টস রিভিউ || ব্রাজিল বনাম বলিভিয়া
09-09-2023
২৪ভাদ্র, ১৪৩০ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাইকে
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। যাক ভালো থাকাটাই সবচেয়ে বড় কথা। তো আজকে সকালটা ভালো লাগল আসলে। কারণ আজকে ব্রাজিলের খেলা ছিল। আমি যেহেতু ব্রাজিলের ডাই হার্ট ফ্যান খেলা না দেখে কি থাকতে পারি। তাই সকাল সকাল এলার্ম দিয়ে রেখেছিলাম। ফজরের নামাজ পরে ব্রাজিলের খেলা শুরু হলো ৬:৪৫ মিনিটে। আসলে বিশ্বকাপে ব্রাজিলকে নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল। ভেবেছিলাম হয়তো এবারের বিশ্বকাপে ভালো কিছু করবে। কিন্তু শেষ মোমেন্টে এসে নেইমারের অশ্রুসিক্ত বিদায় আসলেই অনেক কষ্টদায়ক ছিল।
ছোটবেলা থেকেই ব্রাজিল আমার প্রিয় দল। যত নামকরা তারকা খেলোয়ার ইতিহাসের পাতায় রয়েছে তার বেশিরভাগ খেলোয়াড় উঠে এসেছে ব্রাজিল থেকে। কাকা, অস্কার, রোনালদিনহো, রোনাল্ডো, রবার্তো কার্লোস, নেইমার (বর্তমানে ব্রাজিল টিমে আছ) সবাই তারাকা প্লেয়ার। তাদের খেলা চোখে তাক লাগার মতো। তবে মেসিও কিন্তু অনেক ভালো খেলে বলতে হয়। আসলে ফুটবল সুন্দর। আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ নিয়েছিল, মেসির যেন পূর্ণতা হলো।
যাক, ২০২৬ বিশ্বকাপের মহারণ শুরু হয়ে যাবে। এজন্য বাছাইপর্বের আয়োজন করা হয়েছে। তো আজকে ব্রাজিল বলিভিয়ার বিপক্ষে মাঠে নামে। অনেকদিন পর মনে হচ্ছিল হলুদ জার্সিতে নেইমারকে দেখলাম। শুরুতেই ব্রাজিল বেস্ট একাদশ নিয়ে মাঠে নামে। কোচ র্যামেন মেনেজেস এর দায়িত্বে ব্রাজিল শুরুতেই আক্রমণাত্মক খেলতে থাকে। প্রথমার্ধে ডি বক্সের ভিতরে হ্যান্ডবলের ফলে পেনাল্টি পেয়েছিল। কিন্তু নেইমার পেনাল্টি শুটে গোল মিস করলো। এই প্রথম আমি নেইমারের পেনাল্টি মিস হতে দেখলাম। তারপর ২৪ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। রদ্রিগোর গোলে ব্রাজিল ১-০ গোলে এগিয়ে যায় এবং প্রথমার্ধ শেষে আবার রাফিনিয়ার গোলে ২-০ লিড নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
তারপর দ্বিতীয়ার্ধে নেমে ব্রাজিল আবারো গোলের দেখা পায়। ৫৩ মিনিটে রদ্রিগোর গোলে ব্রাজিল ৩-০ গোলে এগিয়ে পরে। একের পর এক আক্রমণ চলতে থাকে। তারপর আবার ৬১ মিনিটে নেইমার ডিবক্সের ভিতর থেকে শট করে গোলের দেখা পায়। এরই মাধ্যমে নেইমার পেলের রেকর্ড ভেঙে ফেলে। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা এখন নেইমার। তখন ৪-০ গোলে এগিয়ে থাকে ব্রাজিল। তারপর ব্রাজিলের সবাই আক্রমণাত্মক খেলতে থাকে যার জন্য ডিফেন্স দূর্বল হয়ে পরে আর সেই সুযোগটাই কাজে লাগায় বলিভিয়ার প্লেয়ার এব্রিগো। ম্যাচের ৭৮ মিনিটে বলিভিয়া প্রথম গোলের দেখা পায়।
তখন ৪-১ ব্যবধানে এগিয়ে থাকে ব্রাজিল। এরই নেইমার কয়েকবার শট অন টার্গেটে শট করে কিন্তু বারবার যেন ব্যর্থ হয়। গোল বার থেকে বল লেগে চলে আসে। তারপর আবার ম্যাচের অতিরিক্ত তিন মিনিটে নেইমার ২য় গোলের দেখা পায়। ডিবক্সের ভিতর থেকে রাফিনিয়ার এসিস্ট থেকে নেইমার গোল করে। তখন ৫-১ ব্যবধানে ব্রাজিল এগিয়ে থাকে। কিছুক্ষণ পরই রেফারির বাশিঁর শব্দে খেলা শেষ হয়। তো ২০২৬ বিশ্বকাপের শুরুটা ভালো হয়েছে ব্রাজিলের। সামনে আরও কয়েকটি প্রিতি ম্যাচ রয়েছে, আশা করছি ভালো খেলবে।
আর বেশি কথা বাড়ালাম না। বিকেলে বাংলাদেশ বনাম শ্রীংলকার এশিয়া কাপ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🦋🌼
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
VOTE @bangla.witness as witness
OR
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Posted using SteemPro Mobile
Upvoted! Thank you for supporting witness @jswit.
twitter share link
ভাই পোষ্টের পুরোপুরি তো বেশ ভালোই ছিল কিন্তু শেষের দিকে এসে বাংলাদেশ আর শ্রীলংকার ম্যাচের কথা বলে আবার মনে দুঃখ জাগালেন। তবে আশা রাখছি এই ম্যাচে আর হতাশ হবো না ইনশাআল্লাহ।
হাহা ভাই। বাংলাদেশ হেরেও গেছে ভাই
ব্রাজিল বনাম বলিভিয়ার খেলার রিভিউ পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ব্রাজিল আপনার সবথেকে পছন্দের দল এটা জেনে অনেক বেশি ভালো লেগেছে। এই ম্যাচটাতে ব্রাজিল দেখছি বেশ ভালোই খেলেছিল। ৫-১ গোলে খেলাটা শেষ হয়েছিল এটা জেনে অনেক বেশি ভালো লেগেছে। যদিও আমি কখনো খেলা দেখি নি, তবে খেলা সম্পর্কে অনেক কিছু জেনেছি অনেকের কাছ থেকে। ভালো লাগলো সম্পূর্ণ পোস্টটি।
জি আপু। আপনাকে ধন্যবাদ অনেক 🦋
ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি খেলা রিভিউ করে শেয়ার করেছেন। আসলে খেলাটি আমি বেশ আগ্রহ নিয়ে দেখতে বসে ছিলাম। প্রথমার্ধ যখন নেইমার প্লান্টি মিস করেছিল তখন বেশ খারাপ লেগেছিল। পরে হাফ টাইমের আগেই ব্রাজিল ১-০ গোলে এগিয়ে যায় তখন বেশ ভালো লেগেছিল। অবশেষে ৫-১ গোলে জয় পেয়েছিল ব্রাজিল শেষ পর্যন্ত দেখতে বেশ ভালো লেগেছিল। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য 🦋
যদিও আমি ব্রাজিলের সাপোর্ট করে না কিন্তু খেলা দেখতে আমার খুবই ভালো লাগে। তাই আমি ব্রাজিল বনাম বলিভিয়ার খেলাটা পুরোপুরি দেখেছিলাম। নেইমারের পেনাল্টি মিস করা দেখে অনেক খারাপ লেগেছিল। ব্রাজিল দলের জন্য শুভকামনা তারা বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচেই খুব ভালো খেলেছে।
আপনাকে ধন্যবাদ ভাইয়া পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য 🦋