নাটক রিভিউঃ " ফিল মাই লাভ (Feel My Love) "

in আমার বাংলা ব্লগ4 months ago

10-05-2024

২৭ বৈশাখ , ১৪৩০ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে চলে এলাম আপনাদের মাঝে নাটক শেয়ার করার জন্য। আসলে সাপ্তাহিক ছুটির দিনে নাটক দেখা হয়। আসলে ব্যস্ততার কারণে সব এলোমেলো হয়ে যাচ্ছে আমার। এ মাসে কোচিং এ তেরোটা পরীক্ষা! সবমিলিয়ে মাথার উপর দিয়ে ভালোই প্রেসার যাচ্ছে। যাইহোক, তারপরেও আপনাদের সাথে কিছু শেয়ার করতে না পারলেও ভালো লাগে না। তাই আজকে আপনাদের সাথে একটি নাটক শেয়ার করবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। নাটকের নামটি হচ্ছে ফিল মাই লাভ

Screenshot_2024-05-10-14-45-04-59.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট


নামফিল মাই লাভ
গল্পজয়নুল আবেদীন।
চিত্রনাট্য ও পরিচালনামাশরিকুল আলম।
অভিনয়েতৌসিফ মাহবুব, সাফা কবির, শাহবাজ সানি, মিলি বাশার সহ আরও অনেকে।
আবহ সংগীতমেহেদী হাসান তামজিদ।
দৈর্ঘ্য৫০ মিনিট ৫০ সেকেন্ড।
মুক্তির তারিখ৯ই মে , ২০২৪ ইং
ধরনরোমান্টিক, সামাজিক ।
ভাষাবাংলা

চরিত্রেঃ

অয়নঃ
তৌসিফ মাহবুব।
কবিতাঃ
সাফা কবির।


কাহিনী সারসংক্ষেপ

Screenshot_2024-05-10-14-50-23-67.jpg

Screenshot_2024-05-10-14-50-37-55.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

নাটকের শুরুতে দেখা যায়, কবিতার ফোনে ফোন আসছে! কবিতার বান্ধবী ফোন দিয়েছে। সে নাকি ট্রেন থেকে পরে পায়ে ব্যথা পেয়েছে! কবিতা সেটা শুনে দ্রুত বান্ধবীর কাছে ছুটে যায়। বান্ধবীকে একটা হসপিটালে নিয়ে যায়। আর সেখানে গিয়েই দেখা হয় এক ডাক্তারের সাথে। যে কি না বাচ্চাদের হাসি খুশির মাধ্যমে ইনজেকশন দেয়ার চেষ্টা করছে। আর সেটা দেখেই ডাক্তারের প্রেমে পরে যায় কবিতা! কবিতার বান্ধবী ঠিক সে ডাক্তারের কাছেই যায়। তারপর কবিতা জানতে পারে সে ডাক্তারের নাম অয়ন! কবিতার বান্ধবীকে ডাক্তার দেখিয়ে আসার সময় অয়নের ভিজিটিং কার্ডটা নিয়ে আসে। বাসায় এসে কবিতা তার ভাবীর কাছে বর্ণনা করে অয়নের কথা। ঠিক তার পাশে তার ছোটভাই কাব্যও শুনে সেটা। কাব্যও চাই তার বোন ডাক্তারের প্রেমে পড়ুক। কিন্তু ডাক্তারের মন জয় করবে কিভাবে সেটা নিয়েই ভাবতে থাকে কবিতা!

Screenshot_2024-05-10-14-36-40-38.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

তার কিছুদিন পর কবিতা তার বান্ধবীকে নিয়ে আবার অয়নের কাছে যায়। কিন্তু সেখানে গিয়ে জানতে পারে অয়নের আজ অফ ডে! তারপর কবিতা বাসায় চলে আসে। কিন্তু বাসায় এসে দেখে সে ডাক্তারই তাদের বাসায়!! সেটা দেখেই কবিতা অনেক অবাক হয়ে যায়। অয়ন কবিতার ভাবীর কাজিন হয়। কানাডা থেকে পড়াশোনা শেষ করে আপাতত বাংলাদেশে থাকছে। কবিতার ভাবী অয়নের জন্য পাত্রী দেখছে! সেটা কবিতাকে বলে। কবিতা তখন বলে সে পাত্রী খুজেঁ দিবে। কিন্তু তার ভাবী জানে না যে, অয়নের প্রেমেই যে কবিতা হাবুডুবু খাচ্ছে! তারপর থেকে শুরু হয় কবিতার পাগলামো! কবিতা শুধু অয়নকে দেখার জন্য বাহানা নিয়ে তার কাছে যায়। তার বুকের ব্যথার জন্য। কিন্তু মোটেও তার বুকের ব্যথা নেই! তারপর অয়ন কবিতাকে কিছু টেবলেট দেয়! সেগুলো খেলে ভালো হয়ে যাবে। তারপর কবিতা আবার একটা বাহান বানায়!

Screenshot_2024-05-10-14-45-45-52.jpg

Screenshot_2024-05-10-14-40-00-70.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

তার ছোট ভাই কাব্যের গায়ে জ্বর! গায়ে জ্বর তেমন আসেনি আর সেটা নিয়েই অয়নের কাছে চলে যায় কবিতা! একের পর এক তার ভাইয়ের সমস্যার কথা বলতে থাকে। কিন্তু অয়ন বুঝতে পারে যে, তার ভাইয়ের তেমন কিছুই হয়নি। আর কাব্য সেটা বুঝে যায় যে তার বোন ডাক্তার অয়নের প্রেমে পরেছে! এদিকে অয়ন বাসায় আসাও বন্ধ করে দেয়। বাসায় কেন আসে না তা কবিতার ভাবী বুঝতে পারে। কারণ কবিতার পাগলামো দিন দিন বাড়ছে। অয়ন যেহেতু পাবলিক প্লেসে কাজ করে সেখানে পাগলামোটা বেশি করাটাও সমস্যা! কিন্তু অয়ন বুঝতে চাই না যে কবিতা তাকে পছন্দ করে। তারপর তার ভাবী তাকে বুঝিয়ে বলে। কবিতা আবারো অয়নের চেম্বারে যায়। অয়ন তখন কবিতাকে কিছু টেস্ট করে আনতে বলে। টেস্টের রিপোর্টটি যখন অয়নের হাতে আসে অয়ন তখন অনেকটাই চিন্তিত হয়ে যায়।

Screenshot_2024-05-10-14-48-45-22.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

কবিতার পরিবারকে হসপিটালে আসতে বলে। অয়ন জানায় যে কবিতার একটা টিউমার হয়েছে। সেটা এখনও ছোট পর্যায়ে। তবে আর কিছুদিন গেলে ক্যান্সারে রূপ নিতে পারবে। অয়ন তাদের পরিবারকে বলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা করাতে। কবিতার ফ্যামিলি চেয়েছিল বাহিরের দেশে নিয়ে কবিতাকে চিকিৎসা করাতে। কিন্তু অয়ন বলে যে, বাংলাদেশেই ভালো ভালো চিকিৎসক রয়েছে যারা দক্ষতার সাথে জটিল অপারেশন সম্পন্ন করে আসছে। কবিতা তার অসুস্থতার কথা শুনে কিছুটা ভেঙে পরে! তারপর তাকে হসপিটালে এডমিট করা হয়। হসপিটালে এডমিট করার পর ডাক্তাররা আবারো তাকে কিছু টেস্ট দেয়। সেগুলো করার পর জানতে পারে কবিতার এটা তেমন কোনো সমস্যায় না। এটা একটা সিস্ট! অপারেশন ছাড়াই ভালো হয়ে যাবে! তারপর কি হয়েছিল জানতে হলে নাটকটি দেখতে হবে!!

ব্যক্তিগত মতামত

নাটকটিতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে নাটকের বেশ কয়েকটি দিক স্পষ্ট। এক, ভাইবোনের সম্পর্কটা দারুণভাবে ফুটে উঠেছে। ভাইবোনের মাঝে যতই ঝগড়া হোক না। বড় বোনের অনুপস্থিতি ঠিকই ছোটভাইদের কাদাঁয়। দুই, বাংলাদেশেও এখন ভালো চিকিৎসা হয়। সবাই ভাবে দেশের বাহিরেই ভালো চিকিৎসা হয়! কিন্তু দেশের ভিতরেও যে বাংলাদেশের ডাক্তাররা জটিল অপারেশন সম্পন্ন করছে! তিন, ভালোবাসার মানুষটিকে কাছে পাওয়ার মতো আনন্দ আর কিছু নেই। শত ব্যস্ততার মাঝেও ভালোবাসার মানুষটাকে সময় দেয়ায় যেন ভালোবাসার দৃষ্টান্ত! সাফা কবির ও তৌসিফ দারুণ অভিনয় করেছে।

ব্যক্তিগত রেটিং


৯.৩/১০


নাটকটির লিংক





10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

তৌসিফ মাহবুব এর প্রায় সবগুলো নাটক আমার দেখা কেননা তার নাটক গুলো আমাকে অনেক বেশি ভালো লাগে। আসলেই প্রেম কার জীবনে কখন কিভাবে আসবে এটা বলা খুবই দুষ্কর। তবে আপনার রিভিউটি করে বুঝতে পারলাম কবিতা অয়নের প্রেমে হাবুডুবু খাচ্ছিল কিন্তু অয়ন সেটাতে গুরুত্ব দিচ্ছিল না। আর প্রেমগুলো আসলে অনেকটা ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে। যে যাকে চায় তাকে অনেক সময় পেয়েও পায় না। যাই হোক নাটকের রিভিউটি অনেক বেশি ভালো লাগলো ভাইয়া সময় করে নাটকটি অবশ্যই দেখে নিব।

 4 months ago 

আপনি একদম ঠিক ধরেছেন ভাই। অয়নের প্রেমেই হাবুডুবু খাচ্ছিল কবিতা।

 4 months ago 

তৌসিফ মাহবুব এর নাটকগুলো আমার খুবই ভালো লাগে। এ খুব সুন্দর প্রেমের নাটক করে থাকে। ঠিক তেমন একটা অসাধারণ নাটক সাফা কবিরের সাথে। আর সে নাটকটা আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন। খুবই ভালো লাগলো সুন্দর এই নাটক রিভিউ দেখে।

 4 months ago 

জি ভাইয়া, নাটকটি আসলেই ভালো ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

এক সময় আপনি বেশ ফ্রি ছিলেন এখন অনেক ব্যস্ত হয়ে গেলেন। মাঝেমধ্যে কাজের চাপের কারণেই আমরা সবাই এমনই ব্যস্ত হয়ে পড়ি। আপনিও কোচিং এর পরীক্ষার জন্যই অনেক বেশি ব্যস্ত হয়ে গেলেন। কিন্তু একটা বিষয় সবচেয়ে ভালো লাগে শত ব্যস্ততার মাঝেও আমরা কমিউনিটির কাজগুলো করতে অনেক বেশি ভালোবাসি। আপনি অনেক সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করলেন। বেশ ভালো লেগেছে আপনার নাটক রিভিউ পড়ে এবং দেখে।

 4 months ago 

জি শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করছি আপনাদের সাথে থেকে যাওয়ার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 4 months ago 

আপনি অনেক সুন্দর একটা নাটকের রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করছেন। তৌসিফ মাহবুবের নাটক তেমন দেখি না।তবে কিছু দিন ধরে তৌসিফ মাহবুব ভালোই অভিনয় করতেছে।যাইহোক আপনার রিভিউ পড়ে বুঝা গেলো নাটকটি অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে ভাই,এতো সুন্দর ভাবে নাটকটির রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 4 months ago 

নাটকটি দেখতে পারেন ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ

 4 months ago 

ভালোবাসার নাটকগুলো আমার খুব ভালো লাগে। আর কখনো যদি কাউকে দেখি রিভিউ করেছে, অবশ্যই সেটা আরো ভালো একটি নাটক হতে পারে। তাই সুযোগ করে দেখার চেষ্টা করি। আজকে আপনি আমাদের মাঝে বেশ সুন্দর একটি নাটক রিভিউ করে দেখিয়েছেন যেটা তৌসিফ মাহবুব ও সাফা কবির এর। রিভিউটা পড়ে খুবই ভালো লাগলো আমার। যে কোন মুহূর্তে নাটকটা দেখার চেষ্টা করব।

 4 months ago 

জি আপু, নাটকটি দেখলে আশা করছি উপভোগ করতে পারবেন।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 55971.81
ETH 2362.70
USDT 1.00
SBD 2.32