নাটক রিভিউঃ 'লেকু '

in আমার বাংলা ব্লগ11 months ago

29-09-2023

১৪ আশ্বিন , ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। যাক, ভালো থাকতে পারলেই হলো। আজকে দুপুরে বেশ গরম ছিল। কিন্তু সময় যত গড়াতে থাকে আকাশের রূপও পরিবর্তন হতে থাকে। বিকালের দিকে অবশ্য গুড়িগুড়ি বৃষ্টির দেখা পেয়েছিলাম। যাক, আজকে বিকালে একটি নাটক দেখেছিলাম। নাটকের নাম হচ্ছে লেকু। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

Screenshot_2023-09-29-18-42-10-13.jpg

ছবিঃইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট



নাটকের কিছু তথ্য


নামলেকু।
রচনা ও পরিচালনামাহমুদ মাহিন ।
প্রযোজকতানভির মাহমুদ অপু।
অভিনয়েফারহান, সামিরা খান মাহি, শাহেদ আলী সুজন, শিরিন আলম, মজুমদার শিমুলসহ আরও অনেকে
দৈর্ঘ্য১ ঘন্টা ০৮ মিনিট ১২ সেকেন্ড।
আবহ সংগীতঅয়ন ও অবন্তী সিথিঁ ।
মুক্তির তারিখ২৯ই সেপ্টেম্বর , ২০২৩ইং
ধরনসামাজিক, ড্রামা
ভাষাবাংলা।
দেশবাংলাদেশ


চরিত্রেঃ


লেকুঃ
মুশফিক আর ফারহান ।
রোকেয়াঃ
সামিরা খান মাহি।



কাহিনী সারসংক্ষেপ


Screenshot_2023-09-29-15-57-54-45.jpg

Screenshot_2023-09-29-18-35-41-46.jpg

নাটকের শুরুতে দেখা যায়, লেকুর মামা তার বিয়ের কথা ভানছে। লেকুর মা তার বোন। বোনের সাথে বসে বসে শেয়ার করছে। কিন্তু লেকুর মা কিছুটা চিন্তিত! লেকুকে কে বিয়ে করবে? লেকুর মামা মেয়ে দেখেছে। দুই গ্রাম পরে মেয়ের বাড়ি। মেয়ে দেখতেও মাশাআল্লাহ। কিন্তু লেকুর মা চাইছে না সত্যিটা গোপন করার জন্য। কারণ লেকুর সমস্যা রয়েছে। সে তিন মাস পাগল থাকে আবার তিন মাস ভালো থাকে। কি জন্য এমন হয় আদৌ জানতে পারেনি তার মা। এ বিষয়টা লেকুর মামা মেয়েপক্ষের কাছে গোপন রাখে। যার সাথে লেকুর বিয়ে ঠিক হয় সে মেয়েটির নাম রোকেয়া। বিয়ে হওয়ার পর সংসার জীবন ভালোই চলতে থাকে। দুজনের মাঝে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়।

Screenshot_2023-09-29-15-21-41-86.jpg

Screenshot_2023-09-29-15-26-35-49.jpg

কিন্তু তিনমাস পর হঠাৎ করেই লেকু পাগলামো শুরু হয়ে যায়। আগুন! আগুন! বলে চিল্লাতে শুরু করে। গ্রামবাসীরা বুঝতে পারে লেকু পাগল হয়ে গেছে আবার। চেয়ারম্যানকে ডেকে আনায় হয়। চেয়ারম্যান লেকুর পাগলামো দেখে তাকে তালা দিয়ে আর ঝিন দিয়ে বেধেঁ রেখে দেয়। রোকেয়া লেকুর অবস্থা দেখে কাদঁতে থাকে। তার কিছুই করার থাকে না। ঠিক তখন চেয়ারম্যানের কুনজর পরে রোকেয়ার উপর! চেয়ারম্যান চাই রোকেয়াকে বিয়ে করার জন্য। কিছুদিন পর রোকেয়া চেয়ারম্যানের কাছে যায়। লেকুকে তালা খুলে দিতে বলে সেই সাথে কিছু টাকার আবদার করে যাতে লেকুকে শহরে উন্নত চিকিৎসা করাতে পারে। চেয়ারম্যান সাহেব এমন কথা শুনে কিছুটা ক্ষেপে যায়! কারণ সে চাই না লেকু ভালো হোক!

Screenshot_2023-09-29-15-30-54-64.jpg

Screenshot_2023-09-29-15-52-13-18.jpg

আরেকদিন রোকেয়া খাবার আনতে বাহিরে যায়। পথিমধ্যে দেখা হয় চেয়ারম্যান সাহেবের সাথে। চেয়ারসাহেব তখন রোকেয়ার দেয়া কথাতে রাজি হয়। কিন্তু একটা শর্ত জুড়ে দেয়! লেকুকে তালাক দিয়ে চেয়ারম্যান সাহেবকে বিয়ে করতে হবে তবেই চিকিৎসার সব টাকা দিবে! কিন্তু রোকেয়া তার কথায় রাজি না হয়ে সোজা চলে আসে। অবশেষে উপায় না পেয়ে চেয়ারম্যানের কথায় রাজি হয় রোকেয়া। কিন্তু রোকেয়াকে বিয়ে করার পর লেকুর চিকিৎসার কোনো টাকাই দেয়নি চেয়ারম্যান সাহেব। ঠিক দু মাস পর লেকু আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। ফিরে এসে জানতে পারে রোকেয়া তার নেই। সে এখন চেয়ারম্যান সাহেবের স্ত্রী!

কিন্তু রোকেয়া এসে তার ভুল ভাঙ্গায় এবং সব খুলে বলে! লেকুর মাথায় তখন প্রতিশোধের আগুন! তারপর একদিন রাতে চেয়ারম্যান সাহেবকে একলা পেয়ে খুন করে লেকু আর দোষ দেয়া হয় তার কর্মচারী অলির উপরে। পুলিশ তখন তাকে ধরে নিয়ে যায়। তারপর লেকু ও রোকেয়া এভাবেই জীবন কাটাতে থাকে। সেখানেই নাটকের সমাপ্তি ঘটে।


ব্যক্তিগত মতামত


নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। একদম ভিন্ন টাইপের নাটকের গল্প! সমাজে লেকুর মতো অনেক পাগল থাকে। যাদের অর্ধেক জীবন কেটে যায় ডাক্তারি চিকিৎসায় বাকি অর্ধেক জীবন ভালোভাবেই কাটে। তবে শুদ্ধতম ভালোবাসার দৃষ্টান্ত নাটকটিতে ফুটে উঠেছে। লেকু পাগল হলেও রোকেয়া তাকে ছেড়ে যায়নি বরং তাকে ভালো করার জন্য চেষ্টা করেছে। ফারহান বিগত কয়েকটি নাটকে ভিন্ন গল্পের চরিত্রে অভিনয় করে আসছে। সবগুলো চরিত্র সে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে সাথে সামিরা খান মাহি গ্রামীণ বধূর শুদ্ধতম চরিত্র দারুণভাবে করেছে। পরিচালক সাহেবকে ধন্যবাদ দিতেই হয় এমন একটি গল্প নির্মাণের জন্য।

ব্যক্তিগত রেটিং


৯.৫/১০


নাটকটির লিংক




10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

নাটকের গল্পটা তো দারুন।
লেকু বেশ কিছুদিন ভালো থাকে আবার হঠাৎ করেই পাগল হয়ে যায়। তবে তার স্ত্রী বেশ বড় একটা ঝুঁকি নিয়ে ফেলেছিল। সবমিলিয়ে চেয়ারম্যানের উচিত শিক্ষা হয়েছে বলতে হচ্ছে। ভালো নাটক রিভিউ ছিল 👌

Posted using SteemPro Mobile

 11 months ago 

জি ভাইয়া। গল্পটা আমার কাছেও বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🦋

 11 months ago 

বর্তমানে খুব সুন্দর সুন্দর বাংলা নাটক বের হচ্ছে আর আমার কাছে এই ধরনের নাটক দেখতে অনেক ভালো লাগে। যাই হোক আপনার নাটক রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। সময় পেলে অবশ্যই দেখবো। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

 11 months ago 

জি আপু! আশা করছি নাটকটি দেখলে আপনি উপভোগ করতে পারবেন 🦋

 11 months ago 

অনেক ভালোলাগার একটা নাটক আজকে আপনি রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছেন। আপনার এই সুন্দর নাটক রিভিউ টা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। বর্তমানকালে ফারহানের নাটকগুলো অতি চমৎকার। সকল ধারার অভিনয় সে যোগ্য। নাটকটা যে কোন মুহূর্তে দেখার চেষ্টা করব।

 11 months ago 

জি ভাইয়া। বর্তমানে ফারহানের নাটকগুলো দেখতে ভালোই লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

 11 months ago 

বর্তমান সময়ে নাটকের জগতে ফারহান খুব চমৎকার নাটক করে থাকে। যদিও তার নাটক গুলোতে এমনটা দেখা হয় না তবে মাঝেমধ্যে অল্প কিছু নাটক দেখেছি। তা নাটক গুলো বেশ ভালো লেগেছে। আপনি আজকে লেকু নাটকের রিভিউ করেছেন, নাটকটি পড়ে বেশ ভালো লেগেছে। এই নাটকে ভালোবাসার চরম দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে পাগল হওয়া সত্ত্বেও তাকে ছেড়ে না যাওয়া। চমৎকার একটি নাটক আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আসলেই ভাইয়া আপনি ঠিক বলেছেন, ফারহান আহমেদ বিগত সময়ে ভালো অভিনয় করে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া 🌿

 11 months ago 

ফারহান এর নাটক আমি অনেক বেশি পরিমাণে পছন্দ করি। আর আজকে আপনি তারই সুন্দর একটি নাটক শেয়ার করেছেন৷ এই নাটকের রিভিউ খুবই ভালোভাবে তুলে ধরেছেন৷ এই নাটকের প্রত্যেকটি বিষয় বস্তু আপনার কাছ থেকে এই পোস্টের মাধ্যমে দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ আমি এই নাটকটি সময় করে দেখে নেওয়ার চেষ্টা করব৷

 11 months ago 

আশা করছি নাটকটি দেখলে উপভোগ করতে পারবেন ভাই ☘️

 11 months ago 

এই নাটকটির কাহিনী কিন্তু বেশ ভিন্ন ছিল। লেকুর এরকম অবস্থাতেও রোকিয়া তাকে ছেড়ে যায়নি এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছে। সে পাগল হলেও তাকে সে ভালো করার চেষ্টা করেছে। আসলে ভিন্ন কোন টপিক নিয়ে অভিনয় করলে সেগুলো খুব সুন্দর হয়। এই নাটকটাতে ফারহানের অভিনয় কিন্তু বেশ দারুন ছিল। নাটকটা যদিও দেখা হয়নি তবে রিভিউ টা দারুন লেগেছে।

 11 months ago 

নাটকের গল্প একদম ভিন্ন ছিল ভাইয়া। আশা করছি দেখলে উপভোগ করতে পারবেন ☘️

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59834.01
ETH 2665.66
USDT 1.00
SBD 2.46