নাটক রিভিউঃ " সুদ "

in আমার বাংলা ব্লগ7 days ago

15-06-2024

০১ আষাঢ় , ১৪৩১ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। সামনে যেহেতু ঈদ শহরের কর্মজীবী মানুষগুলো ছুটে চলছে গ্রামের দিকে প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন না করলে ঈদটাও অপূর্ণ থেকে যায়। আমিও তাই আজ চলে আসলাম বাড়িতে। শহরে ঈদ উদযাপন করার কোনো মজা নেই। যাইহোক, আজকে চলে এলাম একটি নাটক শেয়ার করার জন্য ।নাটকটির নাম হচ্ছে সুদ। আশা করছি নাটকটি আপনাদের কাছে ভালো লাগবে।

Screenshot_2024-06-15-22-20-40-02.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট


নামসুদ।
পরিচালনা ও গল্পমেহেদী হাসান হৃদয়।
অভিনয়েফারহান, সামিরা খান মাহি, রিমু রোজা খন্দকার, শরীফুল ইসলাম সহ আরও অনেকে।
আবহ সংগীতরানা আকন্দ।
দৈর্ঘ্য৩৬ মিনিট ৫৮ সেকেন্ড।
মুক্তির তারিখ০৬ই জুন , ২০২৪ ইং
ধরনসামাজিক ।
ভাষাবাংলা

চরিত্রেঃ

নান্টুঃ
মুশফিক আর ফারহান।
জাদরেল বউঃ
সামিরা খান মাহি।


কাহিনী সারসংক্ষেপ

Screenshot_2024-06-15-19-15-44-73.jpg

Screenshot_2024-06-15-19-17-48-48.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

নাটকের শুরুতে দেখা যায়, ভবানীপুর গ্রামের নান্টু যে কি না মানুষের কাছে টাকা দিয়ে সুদ লাগানোর ধান্দায় থাকে। নান্টু বাইক দিয়ে যাওয়ার পথে দেখে তার ভাই সবুজের ছাগল জমিতে ঘাস খাচ্ছে। সে প্লেন করে ছাগলগুলোকে ছেড়ে দেয়। তারপর তার আরেক ভাই বিল্লালকে গিয়ে বলে যে তার জমিতে সবুজের সব ছাগল সব খেয়ে ফেলতেছে! বিল্লাল প্রথমে বিশ্বাস করেনি। তখন সে গিয়ে দেখে সবুজের সব ছাগল তার জমিতে। বিল্লাল ছাগলগুলোকে খোয়ারে পাঠিয়ে দেয়। এদিকে যাওয়ার পথে আবার সবুজের সাথে দেখা হয় নান্টুর! নান্টু আবার সবুজকে গিয়ে বলে যে তার ভাই বিল্লাল সব ছাগলগুলোকে খোয়ারে পাঠিয়ে দিয়েছে! খোয়ার থেকে ছাগলগুলোকে ছাড়াতে হলে টাকা লাগবে। কিন্তু তার কাছে কোনো টাকা নেই! আর তখন নান্টু বুদ্ধি করে তিন হাজার টাকা সুদে সবুজকে দেয় এবং বলে ছাগলগুলো ছাড়িয়ে আনার জন্য।

Screenshot_2024-06-15-19-22-12-15.jpg

Screenshot_2024-06-15-19-25-58-53.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

সবুজ গিয়ে দেখতে পায় সত্যি সত্যি বিল্লাল তার ছাগল নিয়ে এসেছে। তখন দুই ভাইয়ের মাঝে মারামারি হয়। তারপরে জানতে পারে নান্টু দুই ভায়ের মাঝে মারামারি লাগার জন্যই এমন করেছে। আর তখন নান্টুকে গিয়ে ধরে সবাই! নান্টু প্রথমে ভয় পায়। তবে নান্টুর একটাই কথা তার লোক আছে। তার লোক বলতে তার জাদরেল বউ! নান্টু ডাকাতের মেয়েকে বিয়ে করেছিল। যাকে গ্রামবাসী জাদরেল বউ হিসেবে চিনে। নান্টু অকর্ম করে আর তার বউকে দিয়ে সব সুযোগ সে নেয়! ডাকাতের মেয়ে বলে গ্রামবাসীও তাকে অনেক ভয় পায়! সবুজ ও বিল্লাল যখন নান্টুর কাছে এসে চিল্লাচিল্লি করা শুরু করে। তখন তার বউ এসে সাপোর্ট দেয়। তাদের মাঝে দ্বন্ধ তৈরি হয়ে যায়। এক পর্যায়ে সবুজের মাথা ফাটায় ও বিল্লালকে লাঠিপেটা করে! ব্যাপারটা পুলিশের কাছে চলে যায়। পুলিশ এসে মীমাংসা করতে চাইলে তখন নান্টুর জাদরেল বউ বলে বিল্লাল ও সবুজ নাকি তাকে প্রেমের অফার দেয়। কুনজরে তাকিয়ে তাকে।

Screenshot_2024-06-15-19-32-45-61.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

পুলিশ তখন মীমাংসা না করেই চলে যায়। আরেকদিন নান্টুর জাদরেল বউ যখন উঠান ঝাড়ু দেয় তখন উঠানের সব ময়লা বিল্লালের ঘরের সামনে রাখে আর সেটা নিয়ে আবারো ঝগড়া হয় দুই পক্ষের মাঝে! পুলিশের কানে ব্যাপারটা আবারো যায়। পুলিশ তখন পরামর্শ দেয় তিন ভাইয়ের জমি সমানভাবে ভাগ করার জন্য। তারপর সমানভাবে জমি ভাগ করে নেয়। এদিকে নান্টু চায়ের দোকানে সাতশ টাকা সুদে লাগিয়েছিল। লাভসহ নয়শ টাকা পাবে। এটা নিয়েও দোকানদারদের সাথে ঝামেলা করে সে। গ্রামের জুয়ার আসর বসলে, কারো কাছে টাকা না থাকলে সে সুদে টাকা দিয়ে সাহায্য করে। নান্টুর সুদের কারবারি সারা গ্রামে ছড়িয়ে পরে। গ্রামের মানুষ ফাইনালি সিদ্ধান্ত নেয় এবার নান্টুকে কিছু একটা করতে হবে। সবাই একত্রিত হয়ে নান্টুদের বাড়িতে যায়। তারপর কি হয়েছিল জানতে হলে নাটকটি দেখতে হবে!

ব্যক্তিগত মতামত

নাটকটি ব্যক্তিগতভাবে আমার কাছে ভালোই লেগেছে। কমেডি টাইপের নাটক হলেও কিছু মেসেজ নাটকটিতে ছিল। এক, সুদি কারবারি সমাজে ভয়বাহ আকারে বাড়ছে! সমাজের কিছু কতিপয় মানুষ থাকে যাদেরকে টাকা দিয়ে সাহায্য করে ঠিকই বিনিময়ে তাকে অতিরিক্ত মুনাফা দিতে হয়। মুনাফা দিতে ব্যর্থ হলে সবকিছু হাতিয়ে নিয়ে চলে যায়। নাটকটিতে নান্টুর চরিত্রে সে বিষয়টি ফুটে উঠেছে। যে কিনা সুদি কারবারির জালে সবাইকে ফাসায়! ফারহানের নাটকগুলো ভালোই লাগে দেখতে। সামিরা খান মাহিও ভালো অভিনয় করেছে নাটকটিতে।

ব্যক্তিগত রেটিং


৯/১০


নাটকটির লিংক




10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 7 days ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 days ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। ফারহানের নাটক দেখতে আমার কাছে সবসময়ই ভালো লাগে। তাছাড়া বর্তমানের নাটক গুলো বেশ শিক্ষনীয় রয়েছে। আপনার রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। বর্তমান যুগে বাস্তবে এমন অনেক ঘটনা আমাদের সমাজে রয়েছে। বিপদে পড়লে কিছু মানুষের কাছ থেকে টাকা পাওয়া যায় ঠিকই কিন্তু তার পরিবর্তে তারা চড়া হারে সুদ আদায় করে। এই নাটক এখনও দেখা হয়নি তবে সময় পেলে অবশ্যই দেখবো। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

 7 days ago 

ঠিকই বলেছেন সবাই ঈদ করার জন্য গ্রামে যাচ্ছে গ্রামের ঈদ আসলেই একটু ভালই হয় ।আর শহরে তো ঘরের মধ্যে বন্দি থাকতে হয়। আপনি সুদ নাটকটির রিভিউ দিয়ে যদিও আমার দেখা হয়নি তবে আপনার নাটকের কাহিনী শুনে ভালো লাগলো নাটকটি দেখার চেষ্টা করব।

 6 days ago 

শিক্ষনীয় একটা নাটক রিভিউ করেছেন আপনি। অনেক ভালো লাগলো গল্পটা পরে নিখুত ভাবে প্রতিটি পয়েন্ট উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 days ago 

সুদ নাটকের সম্পূর্ণ রিভিউ আমার কাছে অনেক ভালো লেগেছে পড়তে। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর ভাবে আপনি পুরো নাটকের রিভিউ করেছেন। ফারহান আমার অনেক বেশি পছন্দের একজন অভিনেতা। তার নাটক গুলো আমার কাছে অনেক ভালো লাগে। তেমনি এই নাটকটাও ভালো লেগেছে। কিন্তু একটা সমস্যা তো থেকে এগিয়েছে। শেষে কি হয়েছে এটাই তো জানতে পারলাম না। এটা জানার জন্য আমি অবশ্যই নাটকটা দেখার চেষ্টা করবো।

 6 days ago 

ফারহান যেরকম চরিত্রেই অভিনয় করুক না কেন, তার অভিনয় একেবারে দারুন হয়ে থাকে। সবকিছুতেই সে একেবারে পারফেক্ট। ফারহানের অভিনয় দেখলেই দারুন লাগে। তার নাটকগুলো আমি অনেক বেশি পছন্দ করি। এই নাটকটা কিন্তু খুব সুন্দর এবং শিক্ষনীয়। এই নাটকটার থেকে শিক্ষা নেওয়ার মতো বিষয় রয়েছে। কিন্তু শেষটা জানতে না পেরে অনেক খারাপ লাগতেছে। শেষটা জানার জন্য অনেক আগ্রহ কাজ করতেছে। তাই ভাবছি নাটকটা আমি সময় পেলে দেখবো।

 5 days ago 

এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া প্রিয় মানুষগুলোর সাথে ঈদ করতে না পারলে ঈদের আনন্দটা মাটি হয়ে যায়। আর অপূর্ণতা থেকে যায়। ভাইয়া আপনার শেয়ার করা নাটক রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। যদিও নাটক দেখার সময় খুব একটা হয় না। তবে সময় পেলে এই নাটকটি দেখার চেষ্টা করবো।

 4 days ago 

নাটক দেখতে আমি অনেক পছন্দ করি৷ যখনই সময় পাই তখনই নাটক দেখার চেষ্টা করি৷ আর আজকে আপনি খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন। যেভাবে আপনি এই নাটকের রিভিউ এখানে সুন্দরভাবে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ আপনার এই রিভিউ থেকে নাটকের অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পারলাম৷ অবশ্যই সময় করে দেখে নেওয়ার চেষ্টা করব৷

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64182.15
ETH 3505.45
USDT 1.00
SBD 2.53