ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ প্রথমদিন

11-10-2022

২৬ আশ্বিন ,১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? নিশ্চয় সবাই ভালো আছেন। আমি ভালো খারাপ মিলিয়ে আছি। তবে ভালো থাকার চেষ্টা প্রতিনিয়ত করে যাচ্ছি। দুদিন হলো আমাদের এটাচমেন্ট শুরু হয়েছে। আপনারা হয়তো জানেন যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল দিয়েছিল আশুগঞ্জ ইউনাইটেড পাওয়ার প্লান্টে। অবশ্য এ পাওয়ার প্লান্টে এটাচমেন্ট নেয়ার জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছিল। ফাইনালি এখানে এটাচমেন্ট হলো। বোর্ডের নির্দেশ মোতাবেক চলতি মাসের ১০ তারিখ থেকে এটাচমেন্ট করতে পারবো। বাড়ি থেকে আশুগঞ্জ খানিকটা পথ দূরে হলেও কাছেই মনে হয়। কারণ ট্রেন দিয়ে গেলে এক ঘন্টার বেশি লাগে না। ইচ্ছে ছিল বাড়ি থেকে এসে রেগুলার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করার। কিন্তু রেগুলার জার্নি করে আসলে শরীর একদম টায়ার্ড হয়ে যাবে। তাছাড়া প্রতিদিন যাওয়া আসা, সেখানে ভাড়ার একটা ব্যাপার তো থাকেই।

IMG20221011085834.jpg

সকাল সকাল ট্রেন আসে। কিন্তু ঝামেলা হলো সকাল সাড়ে ছয়টায় কিশোরগঞ্জ এসে ট্রেন ধরা যাবে না। এতো সকালে বাড়ি থেকে আসার পথে কোনো যানবাহন পাওয়া যাবে না। তাই চিন্তাভাবনা করে আশুগঞ্জ বাসা নিয়ে নিলাম। গত পরশুদিন আশুগঞ্জ এ আসলাম। নতুন বাসায় উঠে যেন ঝামেলায় পড়ে গেলাম! খাবারের একটা সমস্যা হয়ে গেল। তাছাড়া পানি তেমন ভালো না। বাহিরে খেতে হচ্ছে কয়েকদিন। ব্যাচেলর লাইফ যেন এভাবেই যাচ্ছে। যায়হোক, ঐদিকে আর না যায়। দশ তারিখ থেকে আমাদের এটাচমেন্ট শুরু। আগে থেকে কোম্পানির পক্ষ থেকে বলে দিয়েছিল প্রটেকটিভ এপ্রন আর প্রটেকটিভ জুতা ছাড়া ভিতরে প্রবেশ করা যাবে না। এজন্য আমি অবশ্য ঢাকা থেকেই প্রটেকটিভ এপ্রন ও জুতা কিনে নিয়ে এসে পরেছিলাম। আমার সাথে যারা এখানে এটাচমেন্ট করবে সবাই ঢাকা থেকে এনেছে। সকাল নয়টায় থাকতে হবে। সকাল সকাল ফ্রেশ হয়ে চলে গেলাম ইউনাইটেড আশুগঞ্জ পাওয়ার প্লান্টে। বাসা থেকে কাছেই। হেটেঁ যেতে দশমিনিট লাগে।

IMG20221010093454.jpg

আমি গতকাল প্রথমবার গিয়েছিলাম। এর আগে অবশ্য আমার সহপাঠীরা গিয়েছিল। পাওয়ার প্লান্টের এরিয়া অনেক বড়। ভিতরে প্রবেশ করতেই আমাদেরকে গেস্ট রুমে বসতে দিল। যেহেতু শার্ট পরিদান করে গিয়েছিলাম। তাই একজন স্যার এসে বললো প্রটেকটিভ এপ্রন পরে নেয়ার জন্য। শার্টের উপরেই এপ্রন পরে নিলাম। এপ্রন পরতেই গরম লাগা শুরু হয়ে গেল। তারপর আমাদের যে রুমে বসতে বলা হয়েছিল সেখানে এসি অন করে দিল। যাক, কিছুটা স্বস্তি পেলাম। তারপর স্যার আমাদেরকে সবাইকে বলে খাতায় নাম এন্ট্রি করার জন্য। নাম এন্ট্রি করার পর স্যার আমাদেরকে একটি রুমে নিয়ে যায়। আমাদেরক সিটে বসতে বলে। তারপর কম্পিউটার ওপেন করে আমাদেরকে সেফটি সম্পর্কে বেসিক কিছু কথাবার্তা বলে। আসলে সেফটি সম্পর্কে এতো কিছু আগে জানতাম না সত্যি বলতে। কর্মক্ষেত্রে নিজের সেফটি বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। একটি ক্লাসের মাধ্যমে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়।

IMG20221011132257.jpg

তারপর মাঝে টি ব্রেক দেয়া হয়। সকালে যেহেতু না খেয়ে চলে এসেছিলাম, হালকা নাস্তার ব্যবস্থা করা হয়। নাস্তা খাওয়ার পর আমাদেরকে আশেপাশের কিছু লোকেশন এর সাথে পরিচয় করিয়ে দেয়। এছাড়া সাবস্টেশনের ভিতরে বিভিন্ন যন্ত্রপাতির সাথে পরিচয় করায় একজন গাইড টিচার। প্রথমদিন এজন্য বেশিকিছু দেখায়নি। বেসিক কিছু যন্ত্রপাতির সাথে পরিচয় করানো হয়। এগুলো অবশ্য আগেও দেখেছিলাম। তবে এবার বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। সামনে আরও অনেক কিছু শিখতে পারবো। যেহেতু তিনমাস আমাদের ট্রেনিং করাবে তো সাবস্টেশনের অনেক কিছু সম্পর্কে জানতে পারবো আশা করি। কোম্পানি থেকে আমাদের আশ্বস্ত করেছে প্র্যাকটিক্যাল কাজটা পুরো শেখাবে। আপনাদের সাথেও অভিজ্ঞতা শেয়ার করবো।

DeviceOppo A12
Photographer@haideremtiaz
Locationw3w
Date10 October, 2022

যায়হোক, আজ আর কথা বাড়ালাম না। আবারো হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ্য থাকুন। আল্লাহ হাফেজ 🌼।



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আশা করি আপনি খুবই সুন্দর ভাবে ট্রেডিং সম্পূর্ণ করতে পারবেন। ট্রেডিং এর প্রথম দিন খুব সুন্দর ভাবে অতিবাহিত করেছেন জেনে খুব ভালো লাগলো। এত চমৎকার আমাদের মাঝে উপস্থিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

ভাইয়া ট্রেডিং না, ট্রেনিং 😐 । যায়হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64373.04
ETH 2775.53
USDT 1.00
SBD 2.66