স্বরচিত কবিতাঃ হৃদয় জুড়ে

03-09-2023

১৯ ভাদ্র, ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


স্বরচিত কবিতা_20230902_203921_0000.png

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন! যাক, সকাল সকাল চলে এলাম আজ। কারণ একটু পরেই সূর্যি মামা উঠে যাবে। গরম তখন থেকেই শুরু হয়ে যাবে। এই গরমে কি আর ভালো থাকা যায়। কদিন ধরে যে বৃষ্টির দেখা নেই। রোদের তাপমাত্রাটাও বেড়েছে। তার মাঝে আবার বিদ্যুৎ থাকে না। গ্রামে এসে সমস্যাটা বেশি দেখতে পাচ্ছি। গ্রামের মানুষজন আবার রাস্তার পাশে এসে বসে থাকে। প্রকৃতির একটু হাওয়া পেলে শরীর ঠান্ডা হবে এই আশায়। সকালের মুক্ত বাতাসটাও উপভোগ করার মতো। তাই আজকে আগেভাগে চলে এলাম পোস্ট শেয়ার করার জন্য।

যাক, অনেকদিন পর কবিতা লিখতে বসছিলাম। মনের অনুভূতিটাও অন্যরকম হয়ে গেছে। কবিতা লেখার জন্যও একটা ভালো মুড দরকার। তবে আজকে বিকালে বসে কবিতা লেখার চেষ্টা করলাম। আমার বাংলা ব্লগের সবাই যেহেতু দারুণ কবিতা লেখে আমিও মাঝে মাঝে কবিতা লিখে থাকি। তো এখন থেকে প্রতি সপ্তাহে কবিতা লেখার চেষ্টা করে যাবো।

কবিতা লেখা আমার কাছে বরাবরই কঠিন লাগে। আপনাদের কাছে হয়তো সহজও লাগতে পারে। কারণ মনের অনুভূতি খুব সহজেই কবিতার মাধ্যমে প্রকাশ করা যায়। মূল কথা হচ্ছে বৃহৎ একটি বিষয়কে সহজেই উপস্থাপন করা যায় কবিতার মাধ্যমে। আমার বাংলা ব্লগের সবাই বলতে গেলে কবিতা লেখায় বেশ পটু। সবাই বেশ দারুণ কবিতা লিখে থাকে। মনের অনুভূতিগুলোকে খুব সুন্দর করে কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলে। আমিও মাঝে মাঝে চেষ্টা করি মনের অনুভূতিগুলো কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার।

একজন প্রেমিকের কিছু কথা কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যে কি না তার প্রিয় মানুষটিকে বড্ড ভালোবাসে। তার হৃদয় জুড়ে শুধুই প্রিয় মানুষটিকে আগলে রেখেছে। কিন্তু প্রিয় মানুষটি যেন অভিমান করে দূরে চলে গিয়েছে। এ জন্য প্রেমিক হৃদয় শুধু তার প্রিয় মানুষটির অপেক্ষায় থাকে। মেঘেদের মতো অভিমান জমেছে ভীষণ কেন সে চলে গেল।

হৃদয় জুড়ে

দুঃস্বপ্নের শহরে,
তুমি এসেছিলে এক মুঠো স্বপ্ন নিয়ে।
শরৎ এ ফোটাঁ কাশফুলে,
ছড়িয়েছিলে তুমি মুগ্ধতা।

আর আমি হয়েছিলাম,
তোমাতেই মুগ্ধ।
আমার অবুঝ হৃদয়,
তোমাতেই ডুবেছিল সারাক্ষণ।

আজ শরৎ নেই,
শরৎ এর আকাশে জমেছে ঘন কালো মেঘ,
হৃদয়ে হয়েছে ক্ষরণ,
শুধু তোমাকে না পাওয়ার আশায়।

আষাঢ়ের শেষে,
বলেছিলে তুমি আসবে,
নীল আকাশে ভাসমান মেঘ হয়ে
কিন্তু তুমি এলে না!

আমার সারাটা বেলা কাটে,
তোমার আকাশের অভিমানী মেঘ দেখে।
হৃদয় জুড়ে যেখানে ছিলে তুমি,
সেখানে আজ কিছু অভিশপ্ত অনুভূতি জমেছে।

অনুভূতিরা আজ মেঘের মাঝে হাসে,
তুমি তা দেখো না।
কখনো বুঝলেও না,
আমার জমানো যত কথা।


যাক, আজ এ পর্যন্তই। আবারো হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। আল্লাহ হাফেজ 🌼🦋



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 last year 

আসলে কবিতা লেখার যখন মুড আসে তখন একসাথে তিন চারটাও লেখা যায়। সবকিছুর জন্য একটা মুড এর দরকার হয়। যাইহোক আজকে দেখছি হৃদয় জুড়ে কবিতাটা অনেক দারুন ভাবে লেখা হয়েছে। আপনি এই কবিতাটির মধ্যে অনেক সুন্দর একটা টপিক ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এই ধরনের টপিক নিয়ে কবিতা লিখলে এমনিতেই অনেক সুন্দর হয়। প্রত্যেকটা লাইন অসম্ভব সুন্দর ছিল।

 last year 

ধন্যবাদ ভাইয়া চমৎকার একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য 🦋

 last year 

হ্যাঁ ভাইয়া কয়দিন ধরে গরমে সবার অবস্থা খুবই খারাপ। তবে আমাদের এদিকে দু-তিন ধরে দিনে বা রাতে বৃষ্টি হচ্ছে। তারপরও গরম কমে না আর একটু গরম বেশি পড়লে গ্ৰামে লোডশেডিং একদমই থাকে না। যাই হোক অনেক দিন পর কবিতা লিখতে বসে তো খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার এই কবিতা পড়ে অনেক ভালো লাগলো। প্রতিটা লাইন খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

জি আপু। খুব গরম পরেছে এ কদিন ধরে। আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম 🦋

 last year 

আমার সারাটা বেলা কাটে,
তোমার আকাশের অভিমানী মেঘ দেখে।
হৃদয় জুড়ে যেখানে ছিলে তুমি,
সেখানে আজ কিছু অভিশপ্ত অনুভূতি জমেছে।

আপনার লেখা কবিতা বরাবরই আমার কাছে খুব ভালো লাগে।
অর্থ এবং ছন্দে মেলানো কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।
কবিতার মাঝে প্রিয়জনের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে।
অসাধারণ ভাই ভবিষ্যতে আরো ভালো কবিতা আপনার কাছ থেকে আশা করি।

 last year 

ভাইয়া, আপনার লেখা কবিতাগুলোও দারুণ হয়। আমি তো এখনও শিখছি আপনাদের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🦋

 last year 

খুবই সুন্দর একটি স্বরচিত কবিতা রচনা করেছেন আপনি এই কবিতার টাইটেল দেখে এই কবিতাটি একটু বেশি পরিমাণে পড়ার আগ্রহ জন্মালো৷ আপনার কবিতার প্রত্যেকটি লাইন অনেক সুন্দর হয়েছে৷ এই কবিতার যে লাইনগুলো আমার বিশেষভাবে পছন্দ হয়েছে সেই লাইনগুলো হল:

আমার সারাটা বেলা কাটে,
তোমার আকাশের অভিমানী মেঘ দেখে।
হৃদয় জুড়ে যেখানে ছিলে তুমি,
সেখানে আজ কিছু অভিশপ্ত অনুভূতি জমেছে।

 last year 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই 🦋

 last year 

গরমের মাঝে সত্যিই ভালো থাকা যায়না।
কবিতা লিখতে বেশ স্থির মন মানসিকতা এবং কিছু চমৎকার অনুভূতি দরকার হয়। আমার কাছে বেশ ভালো লাগে কবিতা লিখতে। আপনিও চেষ্টা করুন, ইনশাআল্লাহ একটা সময় লিখা খুব সহজ হয়ে যাবে।
কবিতা ভালো ছিল 👌

 last year 

জি ভাইয়া চেষ্টা করে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🦋

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

কবিতা লেখার জন্য কবিতার মতো মানসিকতা তৈরি করতে হবে। যেকোনো সময় ইচ্ছে করলে কবিতা লেখা যায় না। নির্জন জায়গ প্রশান্ত মন নেই কবিতা লিখতে হয়। যাইহোক আপনাকে হৃদয় জুড়ে নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপনার লেখা কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর করে লিখে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া। কবিতা লেখার জন্য মন মানসিকতারও প্রয়োজন হয়। ধন্যবাদ আপনাকে 🦋

 last year 

আসলে প্রত্যেকটা প্রিয় মানুষ তার ভালোবাসার মানুষকে অনেক বেশি ভালোবাসে। আর তার প্রতি ভালোবাসাটা আজীবন থাকে। সেই মানুষটার জন্য আমরা সবাই অপেক্ষায় থাকতে পারি। প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করতেও আবার অনেক ভালো লাগে। প্রিয় মানুষটাকে নিয়ে দারুন ভাবে কবিতা লিখেছেন আপনি। মনটা জুড়িয়ে গেল আপনার লেখা সম্পূর্ণ কবিতা পড়ে।

 last year 

চেষ্টা করে যাচ্ছি আরকি আপু! আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু 🦋

 last year 

ঠিকই বলেছেন ভাইয়া মনের অনুভূতিগুলো খুব সহজেই কবিতার মাধ্যমে প্রকাশ করা যায়। আপনি আজকে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটিতে প্রেমিক তার প্রেমিকার অভিমান ভাঙ্গিয়ে তার প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেছে যা কবিতাটিতে খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। কবিতাটি আমার কাছে খুব ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে 🌼

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65641.55
ETH 2676.11
USDT 1.00
SBD 2.91