হার দিয়ে শুরু বাংলার!

in আমার বাংলা ব্লগ11 months ago

07-09-2023

২৩ ভাদ্র, ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি ভালো আবার খারাপ দুটোই আছি বলতে পারেন। আপনারা হয়তো জানেন যে গতকাল বাংলাদেশের খেলা ছিল। সেটাও আবার পাকিস্তানের বিপক্ষে। এর আগের ম্যাচে আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। অনেকটা কনফিডেন্ট ছিল বাংলাদেশের। সাথে সমর্থকদেরও। তাই আমি ধরেই নিয়েছিলাম গতকালকের ম্যাচটিও ফাইটিং হবে। অন্তত ফাইটিং করতে পারবে পাকিস্তানের সাথে!

Screenshot_2023-09-07-12-41-48-44.jpg

Screenshot credit from Asian Cricket Council Youtube Channel

যাক, এবার ম্যাচ সামারিতে আসা যাক। বাংলাদেশ-পাকিস্তান ৩৪ বারের দেখায় মাত্র তিনটি ম্যাচ জিতেছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে। কিন্তু সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় বাংলাদেশকে এগিয়ে রাখায় যায় আবার পাকিস্তানেরও সাম্প্রতিক পারফরমেন্স ভালো ছিল। তো লাহোরে নরমালি ব্যাটিং পিচ হয়ে থাকে। টস একটা ফ্যাক্ট ছিল। আমি মনে মনে চেয়েছিলাম বাংলাদেশ টসে জিতে ব্যাটিং এ নামুক। সাকিব তাই করেছে। টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

ওপেনিং এ নামে নাইম ও মিরাজ। নাইম শেখকে আবারো সুযোগ দেয়া হয়। শুরুতেই শাহীন আফ্রিদির বোলিং দেখে তো মনে হচ্ছিল এই বুঝি উইকেট যাবে নাইমের। কিন্তু নাসিম শাহ এর প্রথম বলেই শর্ট থার্ডে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক মেরে আউট হয় মিরাজ। আগের ম্যাচে মিরাজ সেঞ্চুরি করেছিল। মিরাজের কাছ থেকে এক্সপেকটেশনটাও ছিল বেশি। তারপরে আসে লিটন দাস। ইনজুরি কাটিয়ে বাংলাদেশ টিমের সাথে যোগ দিয়েছে লিটন। এদিকে আবার শান্ত ইনজুরি। এবারের এশিয়া কাপ থেকেই শান্ত ছিটকে গেল। অনেকটাই হতাশ হয়েছিলাম।

Screenshot_2023-09-07-12-42-06-14.jpg

Screenshot credit from Asian Cricket Council Youtube Channel

ধরেছিলাম লিটন শান্তর গ্যাপটা পূরন করতে পারবে। কিন্তু লিটন শুরু থেকে ক্লাসি শট খেলতে থাকে। কিন্তু আফ্রিদির বলে আউট হয়ে লিটনও বিদায় নেয়। তারপর সাকিব আসে। কিন্তু আবারো নাইম শেখ ব্যর্থ হয়ে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়ে। তারপর থেকে যেন শুরু বাংলাদেশের যাওয়া আসা। এরপর তৌহিদ হৃদয় এসে হারিস রউফের গতির কাছে পরাস্ত হয়ে বোল্ড আউট হয়ে মাঠ ছাড়ে। এই মোমেন্টে খেলা দেখাই বাদ দিয়ে দিছিলাম। ১০ ওভারের আগেই চারটি উইকেট শেষ! কিন্তু আমরা বাঙালি বরাবরই আবেগ বেশি। সাকিব মুশফিকের ব্যাটিংটা দেখাই যায়।

Screenshot_2023-09-07-12-44-51-52.jpg

Screenshot credit from Asian Cricket Council Youtube Channel

বল দেখে খেলতে থাকে সাকিব মুশফিক। তাদের দুজনেরই মনে হয় প্লেন ছিল দেখে শুনে খেলার। তাই তারা দুজন শুরুতে স্ট্রক খেলতে থাকে। দুজনেই হাফ সেঞ্চুরি তুলে নেয়। পার্টনারশিপ দাড়াঁয় ১০০ রানের। স্কোর কার্ডে তখন রান ১৪৭। তারপরই সাকিব মারতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফেরে। এরপর থেকে আর কোনো পার্টনারশিপ হয়নি। ভেবেছিলাম ২৫০+ রান হলে একটা ফাইটিং স্কোর হবে। কিন্তু সেটাও হয়নি। তারপর একের পর এক যাওয়া আসার খেলা চলতে থাকে। বাংলাদেশ শেষ পর্যন্ত ১৯৩ রান সংগ্রহ করতে পারে।

Screenshot_2023-09-07-12-46-40-26.jpg

Screenshot credit from Asian Cricket Council Youtube Channel

রান যেহেতু কম পাকিস্তান যে জিতবে এটা বুঝায় যাচ্ছিল। তাসকিন ও শরীফুল শুরুতে রান রেট কন্ট্রোলে রাখার চেষ্টা করে। ফখর জামান ও বাবার আজমকে আউট করে একটু চাপে থাকে পাকিস্তান। কিন্ত রিজওয়ান ও ইমামুল হকের পার্টনারশিপ খেলাটাকে অন্য একটা পর্যায়ে নিয়ে যায়। ইমামুল হক ৭৮ রান করে সাজঘরে ফেরে। শেষ অবধি পাকিস্তান সাত উইকেটে জয়লাভ করে। তো গতকালকের ম্যাচ থেকে বাংলাদেশ সামনের দুইটা ম্যাচে ফিরে আসতে পারবে কি না সেটাই দেখার বিষয়। নতুন যারা টিমে জয়েন হয়েছে তাদের আরও বুঝেশুনে খেলার দরকার ছিল। এ মোমেন্টে মাহমোদুল্লাহ রিয়াদকে এখন জরুরি ছিল বাংলাদেশ টিমের জন্য।

শেষ দুটি ম্যাচ ভারত ও শ্রীংকার বিপক্ষে । ফাইনালে যেতে হলে অবশ্যই বাংলাদেশকে জিততে হবে। দেখা যাক কি হয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🦋🌼।


10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

ভাই বাংলাদেশের কিছু আভ্যন্তরীণ সমস্যা রয়েছে। এই সমস্যা গুলো সমাধান না করতে পারলে বাংলাদেশ দল কখনো ভালো কিছু করতে পারবে না। পাকিস্তানের বোলিং এর সামনে বাংলাদেশ যেন কোনভাবেই দাঁড়াতে পারল না। এবং পাকিস্তান খুব সহজেই তারা জয় তুলে নিলো। তাই আবারো তাদের শুরুটা হলো হার দিয়ে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

জি ভাই আপনি একদম ঠিক বলেছেন। দাঁড়াতেই পারলো না বাংলাদেশ।

 11 months ago 

ভাই খেলাটা দেখে সত্যি আমার বেশ মন খারাপ হয়েছিল। অনেক আগ্রহ নিয়ে খেলাটা দেখতে বসে ছিলাম। মেহেদী হাসান মিরাজ যখন ০ রানে আউট হলো তখন আমি ভেবেছিলাম আজকে হয়তো জেতা সম্ভব হবে না। কিন্তু লিটন দাসের ব্যাটিং দেখে মনে হয়েছিল অনেক ভালো খেলা উপহার দেবে। কিছুক্ষণ পরে আউট হয়ে যাওয়ার পরে বেশ মন খারাপ হয়েছে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি খেলা রিভিউ এর মাধ্যমে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59493.68
ETH 2649.33
USDT 1.00
SBD 2.45