কয়েকটি রেনডম ফটোগ্রাফি 🌼
18-03-2024
০৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে চলে এলাম আপনাদের সাথে ফটোগ্রাফি শেয়ার করতে। আসলে শহর এলাকায় ফটোগ্রাফির কনসেপ্ট খোঁজে পাওয়া কঠিন। আপনি বড় বড় দালানকোঠা ছাড়া আর কিছুই পাবেন না। কথা হলো এসব দালানকোঠা ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করাও যুক্তিসঙ্গত নয় আমি মনে করি। ফটোগ্রাফির মাধ্যমে এমন কিছু তুলে ধরা যেটা দেখলে কেউ উপভোগ করতে পারে। তো আমি অনেকদিন পর ফটোগ্রাফি করলাম। ফোনের মেমরি বলতে গেলে ফুল। তারপরেও কিছু ছবি ডিলিট করে আবার ফটোগ্রাফি করি। আর আপনাদের সাথে ফটোগ্রাফিগুলো শেয়ার করতে ভালোই লাগে। আমার বাংলা ব্লগে সবাই অনেক ভালো ফটোগ্রাফি করে থাকে। তো আমিও চেষ্টা করলাম আজ কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করার।
Device:Oppo A12
Location:Nandail,Mymensingh
নিশ্চয় চিনতে পেরেছেন এটি কিসের ফুল! তিতা করলা গাছের ফুল। আমাদের দিকে করলাকে তিতা করলা বলে মানুষজন। ছবিটি আমাদের বাড়ির উঠোন থেকে তোলা। কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম। তখন দেখতে পেলাম উঠোনের পাশে করলা গাছে ফুল ফুটেছে। কিন্তু কোনো করলা দেখতে পেলাম না। তবে করলা ফুলটি দেখতে সুন্দর লাগছিল।
Device:Oppo A12
Location:Nandail,Mymensingh
গোলাপ ফুলের সাথে নতুন করে আর পরিচয় করাতে চাই না। আপনারা সবসময় দেখে থাকেন। এটিও আমাদের বাড়ির উঠোনে ফোটা গোলাপ গাছের ফুল। ফুলের গাছটি আমার ছোটবোন লাগিয়েছিল। এখন বেশ বড় হয়েছে। গাছে দেখলাম চার-পাচঁটা গোলাপ ফুল ফুটেছে। পিংক কালার টাইপের গোলাপ ফুলের রঙ। দেখতে ভালোই লাগছিল।
Device:Oppo A12
Location:Joydebpur, Gazipur
চৈত্র মাস শুরু হয়ে গিয়েছে। কিন্তু বড়ইয়ের সিজন শুরু হয়েছে আরও দেড়মাস আগে থেকে। তবে এখনও কিছু গাছে বড়ই দেখা যায়। বাজারে বলতে গেলে যে বড়ই পাওয়া সেগুলো খেতে ততোটা ভালোও লাগে না। গাছের বড়ইয়ের মজাই অন্যরকম। ছবিটি জয়দেবপুরে এসে তুলেছিলাম। কোচিং এ যাওয়ার পথে দেখলাম গাছে বড়ই। তখনই ফোনে ক্যামেরাবন্দি করে ফেলেছিলাম।
Device:Oppo A12
Location:Joydebpur, Gazipur
আমের মুকুল আরও আগেই ছেড়ে দিয়েছে গাছে। এইতো আর কিছুদিন পর আমে রূপান্তর হবে। বৈশাখ মাসে আমের মুকুগুলো আমে রূপান্তরিত হয়ে যায়। ঐসময় ঝড়ে অনেক আম পড়ে যায় গাছ থেকে। তবে আমের মুকুল দেখে শৈশবের কথা মনে পড়ছিল। বৃষ্টিতে ভিজে কত আম কুড়িয়েছিলাম।
Device:Oppo A12
Location:Joydebpur, Gazipur
শিম গাছ। কিছু ফুল ফুটেছে। আবার গাছে শিমও হয়েছে। গাছের শিমের মজাই অন্যরকম। টাটকা সবজি নিজের বাড়িতে উৎপাদন করতে পারলে মন্দ হয়না। ছবিটি জয়দেবপুরে আমাদের মেসের কাছে তুলেছিলাম। ছোট্র আঙিনায় শিম উৎপাদন করছে।
Device:Oppo A12
Location:Joydebpur, Gazipur
গাছে শিম হয়েছে এবং খাওয়ার উপযোগী। সবুজ শিমগুলো দেখতেও ভালো লাগে দূর থেকে। এটিও আগের গাছ থেকেই তোলা।
Device | Oppo A12 |
---|---|
Photographer | @haideremtiaz |
আশা করছি আজকের ফটোগ্রাফিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলে মন্তব্য করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
twitter share
আপনার সব ফটোগ্রাফি গুলি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভাইয়া। প্রথমেই তিতা করলা, গোলাপ ফুল, বড়ই, আমের মুকুল, এবং সিম ও সিম ফুল। আমার কাছে সব থেকে ভালো লেগেছে গোলাপ ফুলের ফটোগ্রাফিটি এমনিতেও সব ফটোগ্রাফি গুলি খুবই ভালো লেগেছে। দারুন কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে ☘️
খুব সুন্দর কিছু রেন্ডম ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমাত কাছে খুবই ভাল লেগেছে।বিশেষ করে গোলাপ ফুল টা বেশি ভাল লেগেছে ধন্যবাদ আপনাকে।সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।
গোলাপ ফুলের ফটোগ্রাফি টা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ☘️
বেশ দারুণ একটি ফটোগ্রাফি পোস্ট করেছেন ভাই দেখে ভালো লাগলো। করলা সবজি ফুলের ফটোগ্রাফি, গোলাপ ফুলের ফটোগ্রাফি, আমের মুকুলের ফটোগ্রাফি প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই দারুন একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করার জন্য।
বাহ দারুন দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক ভালো হয়েছে। তবে ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই ☘️
অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন ভাইয়া। আপনার ধারণ করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। গোলাপ ফুলের ফটোগ্রাফি দুইটা দারুন হয়েছে। গাছের শিমের মজাই আলাদা বাড়িতে এরকম শিম গাছ থাকলে বেশ ভালই হয়। ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
গাছের শিমের মজাই অন্যরকম আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে ☘️
ঠিক বলেছেন ভাইয়া শহরে ফটোগ্রাফি করা মুশকিল। গ্রামের খুব সাধারণ জিনিসের ফটোগ্রাফির মাধ্যমে সুন্দরভাবে ফুটে ওঠে। আপনার সবগুলো ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
একদম আপু, শহরে ফটোগ্রাফি করা মুশকিল। যাক, অসংখ্য ধন্যবাদ আপনাকে ☘️
খুব সুন্দর কয়েকটি রেনডম ফটোগ্রাফি আমাদের শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবগুলো ফটোগ্রাফির মধ্যে গোলাপ ফুলের ফটোগ্রাফিটি সবচেয়ে বেশি সুন্দর লাগছে। সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
গোলাপ ফুলের ফটোগ্রাফি টি ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼
Upvoted! Thank you for supporting witness @jswit.