কয়েকটি ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ5 months ago

12-02-2024

৩০ মাঘ , ১৪৩০ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো থাকার চেষ্টা করে যাচ্ছেন। আমিও চেষ্টা করে যাচ্ছি ভালো থাকার। তবে মানুষের জীবনে ব্যস্ততা চলে আসলে সবকিছু আবার অন্যরকম হয়ে যায়। আবার ব্যস্ত থাকাও ভালো। একটা কিছু নিয়ে ব্যস্ত থাকলে অন্য কোনো চিন্তা মাথায় আসবে না। তো আজকে চলে এলাম ফটোগ্রাফি শেয়ার করতে। আমি দুদিন আগে ডুয়েট ক্যাম্পাসে গিয়েছিলাম বিকালবেলা। আর ক্যাম্পাসের মাঠের শেষ দিকে দেখতে পেলাম বেশ কিছু ফুলের গাছ লাগানো। অনেকগুলো ফুল হয়েছে। আর তখনই ফটোগ্রাফি করে ফেললাম। আশা করছি আজকের ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20240212_150809.jpg

এই ফুলটি আমরা সবাই কমবেশি দেখে থাকি। বলতে গেলে কমন একটি ফুল। কাজী নজরুল হলের সামনে সিরিয়ালি লাগানো গাদাঁ ফুলের গাছ। আর সেখান থেকেই তুলেছি। হলুদ রঙের গাদাঁ ফুলটি দেখতেও চমৎকার লাগছিল।

IMG_20240212_150708.jpg

রঙ্গন ফুল! খয়েরী রঙের এ ফুলটি বড় হলে সুন্দর দেখা যায়। ছোট অবস্থায় তেমন ভালো লাগে না। গাছে বেশ কিছু রঙ্গন ফুল ফুটেছিল দেখতে পেলাম।

IMG_20240212_150732.jpg

এটাও একধরনের গাদাঁ ফুল। গাদাঁ ফুলের কয়েক রকমের কালার রয়েছে। তবে আমার কাছে হলুদ রঙের গাদাঁ ফুলগুলোই ভালো লাগে। গাদাঁ ফুলের গন্ধটাও অন্যরকম।

IMG_20240212_150652.jpg

এই ফুলটি আগেও দেখেছি। কিন্তু সঠিক নামটি মনে নেই। সাদা রঙের ফুলটি দূর থেকে চোখে ভাসছিল। এটাও কাজী নজরুল ইসলাম হলের সামনে থেকে তোলা। গাছগুলো বড় হতে থাকলে একসাথে অনেক ফুল দেখতে পাওয়া যায়।

IMG_20240212_150855.jpg

এটাও রঙ্ন ফুল। তবে আকারে বড়। পাপড়িগুলো বড় হয়েছে। লাল টুকটুকে রঙ্গন ফুল দূর থেকে ভালোই লাগছিল দেখতে। আসলে রঙ্গন ফুল বাসা বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানের দিকে বেশি দেখা যায়।

IMG_20240212_150826.jpg

গোলাপ ফুল। পাপড়িগুলো ঝরে পরে যাচ্ছে। নতুন গোলাপ হবে সেখানে। কেএন হলের সামনে থেকে তোলা ছবিটি। তবে এ ছবি তুলতে গিয়ে গোলাপের কাটাঁ গুতা লেগে গিয়েছিল আঙ্গুলে।

IMG_20240212_150752.jpg

মেরিগোল্ড ফুল! খয়েরী রঙের এ ফুলটি দেখতে চমৎকার লাগছিল। গাছে দেখেছিলাম একটি মাত্র ফুল ফুটেছে। এ ফুল গাছগুলোতে তাড়াতাড়িই বলতে গেলে ফুল ফুটে যায়।


DeviceOppo A12
Photographer@haideremtiaz
Locationw3w

আজ এই পর্যন্তই। আশা করছি আজকের ফটোগ্রাফিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 5 months ago 

প্রথমে গাঁদা ফুলের ফটোগ্রাফি এটা সকল বাড়িতে দেখা যায়। গাঁদা ফুল আমার ভীষণ ভালো লাগে তারপর রঙ্গন ফুল তো আমাদের সকলেরই পরিচিত এবং অনেক সুন্দর করে আপনি ফুলের বর্ণনা তুলে ধরেছেন ভালো লাগলো। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

গাদাঁ ফুল সবজায়গাই কমবেশি দেখা যায়

 5 months ago 

ব্যস্ত থাকলে সত্যি ভালো থাকা যায়। কেননা অলস মস্তিষ্ক ভালো নয়।সব সময় সচল থাকা ভালো। আপনি আজ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। কমন ফুল এখন গাঁদা ফুল।এই ফুল এই সময়টাতে সব জায়গাতেই দেখা যায়। আর ছোট সাদা ফুলটির নাম হচ্ছে টগর।গাছ জুড়ে ফুল ফোটে।তাই ছোট চোট সাদা ফুল দিয়ে গাছ ঢেকে থাকে।দেখতে দারুন লাগে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

টগর ফুল নামটা মনে ছিল না আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

 5 months ago 

ফুল হলো সৌন্দর্যের প্রতীক। আপনি বেশ কয়েকটি সেই সৌন্দর্যের ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা রইল।

 5 months ago 

আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য 🌼

 5 months ago 

আপনি আজকে খুবই চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। শীতকালে বিভিন্ন ধরনের ফুল গুলো দেখতে ভীষণ ভালো লাগে। এই সময় অন্যতম ফুল হলো গাঁদা ফুল। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি গুলা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম 🌼

 5 months ago 

খুবই সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। গাঁদা ফুল গুলো আসলেই শীতে যেন প্রকৃতির সৌন্দর্যটা আরও বৃদ্ধি করে দেয়। রক্ত গাঁদা দেখতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে।

 5 months ago 

গাদাঁ ফুল আমার কাছেও ভালো লাগে 🌼

 5 months ago 

আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী শেয়ার করেছেন। আপনার তোলা ফুলের ফটোগ্রাফী গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি নিখুঁত ভাবে প্রতিটি ফটোগ্রাফী সম্পন্ন করেছেন। এতো সুন্দর ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

আপনাকেও ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য 🌼

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

ডুয়েট ক্যাম্পাসে গিয়ে দারুন কিছু ফুলের ফটোগ্রাফি করে এনেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফির সাথে বর্ণনাও খুব চমৎকার ভাবে লিখেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 5 months ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু 🌼

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64867.61
ETH 3451.61
USDT 1.00
SBD 2.55