নাটক রিভিউ " কলিজার আধখান "

01-09-2023

১৭ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে



কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন আশা করছি সময়টা সবার ভালোই কাটছে। তো আজ চলে এলাম একটা নাটক শেয়ার করার জন্য। সম্ভবত চারপাচঁ মাস পর নাটক দেখলাম। নাটকটি হচ্ছে কলিজার আধখান। আজই মুক্তিপেয়েছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।

Screenshot_2023-09-01-16-22-57-36.jpg

ছবিঃইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট



নাটকের কিছু তথ্য


নামকলিজার আধখান ।
রচনা ও পরিচালনামোঃ মিফতাহ আনান।
প্রযোজকশেখ শাহেদ আলী পাপ্পু।
অভিনয়েফারহান, তানজিন তিশা, আনোয়ার এইচ এন, শারমিন সুলতানা শর্মি, সেজুঁতি খন্দকার, রেশমা আহমেদ সহ আরও অনেকে।
দৈর্ঘ্য৫২ মিনিট ৩৩ সেকেন্ড।
আবহ সংগীতমেহেদী হাসান তামজিদ, সালমান জাইম ।
মুক্তির তারিখ১লা সেপ্টেম্বর, ২০২৩ইং
ধরনসামাজিক , ড্রামা
ভাষাবাংলা।
দেশবাংলাদেশ


চরিত্রেঃ


তপনঃ
মুশফিক আর ফারহান ।
রুবিঃ
তানজিন তিশা ।



কাহিনী সারসংক্ষেপ


Screenshot_2023-09-01-16-24-54-52.jpg

Screenshot_2023-09-01-16-25-00-86.jpg

তপন আর রুবি একসাথে তিনবছর ধরে সংসার করছে। তপন পেশায় একজন ফেরিওয়ালা! গ্রামের ছোট্রকুঠিরে বাস করে। কিন্তু তাদের যেন একটাই আফসোস! ঘরের প্রদীপ নেই! সন্তান ছাড়া তাদের দাম্পত্য জীবনও যেন মূল্য হীন। সন্তান মা ডাক শোনার জন্য রুবি সবসময় শুধু তপনকে বলে। তার মা ডাক শোনার ইচ্ছে। কিন্তু গ্রামে অনেক কবিরাজ দেখিয়েছে রুবি তপনকে! সব কবিরাজ শুধু তপনের শারীরিক অক্ষমতার জন্য বাচ্চা হয় না এটাই বলেছে! এদিকে কিছুদিন পর রুবির পাশের বাড়ির এক ভাবী বাড়িতে আসে। বাড়িতে এসে পরামর্শ দেয় যে, পাশের গ্রামে এক মা কবিরাজ এসেছে! তার পানি পরা খেয়ে অনেকের সন্তান হয়েছে।

পরদিন তপনকে বলে রুবি মায়ের ব্যাপারে। তপন প্রথমে যেতে না চাইলেও রুবির জোরাজুরিতে যেতে রাজি হয়! মায়ের কাছে গিয়ে রুবি সবকিছু খুলে বলে। কিন্তু মা কবিরাজ তপনকে দোষারোপ করতে থাকে। তার কুনজরের জন্য সন্তান হচ্ছে না তাদের ঘরে। যেদিন থেকে কুনজর চলে যাবে সেদিন থেকে ঘরে সন্তান হবে। এসব শুনে রুবি রেগে যায়। মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভাবীদের দিকে কুনজরে তাকায় তপন! তপন মোটেও তা করেনি। রুবি তাকে তারপর থেকে কিছু হলেই পাশের বাড়ির ভাবীদের কথা বলে। কোনোভাবেই যেন রুবিকে কনভেন্স করতে পারছিল না তপন।

Screenshot_2023-09-01-16-25-42-37.jpg

কিছুদিন পর জিলুর ভাই তপনদের বাড়িতে আসে। তাদের স্বামী-স্ত্রীর ঝগড়া শোনে জিলুর ভাই বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। তারপর জিলুর ভাই ভাবীকে বুঝায় যে তপন কারো দিকে তাকায় না। সে ভালো একটা ছেলে। তো জিলুর ভাই পরামর্শ দেয় ডাক্তার দেখানোর! ডাক্তার দেখালে বুঝতে পারবে কেন তাদের বাচ্চা হয় না! পরদিন তপনকে নিয়ে রুবি চলে যায় ডাক্তারের কাছে। ডাক্তারকে তারা দুজন সবকিছু খুলে বলে। ডাক্তার কিছু চেকআপ দেয়। সে রিপোর্টগুলো বিকেলে এসে নিয়ে যেতে বলে।

Screenshot_2023-09-01-16-26-45-04.jpg

Screenshot_2023-09-01-16-27-12-95.jpg

রিপোর্ট দেখার পর ডাক্তাররা দেখে যে রুবির শারীরিক সমস্যার জন্য বাচ্চা হয় না! বাড়িতে এসে তপন রুবিকে এটা বলতেই কান্নায় দুজনে ভেঙে পড়ে। রুবি তখন তপনকে বলে আরেকটা বিয়ে করে ফেলতে। কিন্তু তপন রুবিকে ভালোবাসে, বাচ্চা জন্ম দিতে না পারলেও সে কখনো রুবিকে কখনো ছেড়ে যাবে না। এরপর দিন জিলুর ভাই রুবির কাছে আসে। এসে বলে বাচ্চা না হলেও সে বাচ্চা ম্যানেজ করে দিতে পারবে। শহরে এতিমখানায় অথবা হসপিটালে বাচ্চা পাওয়া যায়। বিনিময়ে কিছু টাকা দিলেই হয়। টাকার বিনিময়ে হলেও বাচ্চার ডাক তো শুনতে পারবে।

Screenshot_2023-09-01-16-28-28-80.jpg

জিলুর ভাইয়ের কথা শুনে রুবি রাজি হয়। কিছু টাকা দেয় জিলুর ভাইকে তারপর জিলুর ভাই ফুটফুটে একটি সন্তানের ব্যবস্থা করে। সন্তান পেয়ে তারা দুজনেই যেন মহাখুশি। কিন্তু কিছুদিন পর হঠাৎই পুলিশ আসে তপনদের বাড়িতে। সাথে জিলুর ভাইয়ের হাতে হ্যান্ডকাপ লাগানো। পুলিশ তখন বলে এ বাচ্চাটির মালিক আপনারা না! বাচ্চাটি চুরি করে আপনাদের কাছে বিক্রি করা হয়েছে। এ কথা শুনে তপন ও রুবির মাথায় যেন আকাশভেঙে পড়ল! সাথে বাচ্চার আসল মা বাবাও ছিল! তারপর পুলিশ বাচ্চাটিকে তাদের আসল মা-বাবার কাছে হস্তান্তর করে। সেখানেই নাটকের সমাপ্তি ঘটে।


ব্যক্তিগত মতামত


নাটকটি আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। সব মা-বাবার স্বপ্ন থাকে যে সন্তানের মুখে বাবা-মা ডাক শোনার। কিন্তু সৃষ্টিকর্তা সবাইকে যেন সে সৌভাগ্য দেয় না। মা-বাবা ডাক না শোনার কষ্ট শুধু তারাই বুঝে যাদের সন্তান নেই। আরেকটি বিষয়, কঠিন মুহূর্তে প্রিয় মানুষটাও পাশে থাকাটা সৌভাগ্যের। সত্যিকার অর্থে যারা ভালোবাসে তারা কখনোই ছেড়ে যায় না। নাটকটি পরিচালক খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। সমাজে এমন চিত্র অহরহ ঘটতে দেখা যায়। ফারহান ও তিশা বরাবরই দারুণ অভিনয় করেছে।

ব্যক্তিগত রেটিং


৯.৫/১০


নাটকটির লিংক




10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg




VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 last year 

একদমই ঠিক বলেছেন যাদের সন্তান নেই তারাই বোঝে। তবে কি আর করার সবই তো সৃষ্টিকর্তার ইচ্ছা। কলিজার আধখান নাটকটি গতকাল রাতে দেখেছিলাম। এধরনের সামাজিক নাটক গুলো দেখতে বেশ ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 last year 

আপনাকে ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করার জন্য।

 last year 

প্রত্যেক বাবা-মা চাই তাদের সন্তান তাদেরকে ডাকুক এবং সকলেরই সন্তান থাকুক এটা সকল বাবা-মাই চাই। কিন্তু সৃষ্টিকর্তা হয়তোবা সকলের সন্তান দেন না আর এই ব্যাপারটা নিয়ে এমন অনেক সংসারে ঝগড়া লেগেই থাকে। কিন্তু যারা প্রকৃত মানব তারা কখনোই এ ব্যাপারটা নিয়ে ঝগড়া করে না এরা সবসময় প্রিয় মানুষটাকে একে অপরের সাপোর্ট হিসেবে কাজ করে। নাটকটাতে সেই ব্যাপারটা খুবই দারুণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি দারুন ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

হ্যা ভাই, আপনি একদম ঠিক বলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🦋

 last year 

কলিজার আধখান নাটকটির রিভিউ পোস্ট পড়ে খুব ভালো লাগলো। সত্যি পৃথিবীতে মা-বাবা না হতে পারার কষ্ট অনেক। যার সন্তান নেই সেই ই বোঝে এর যন্ত্রনা।আর জীবনের কঠিন মুহুর্তে প্রিয় মানুষটিরকে পাশে পাওয়াও ভাগ্যের ব্যাপার।চমৎকার রিভিউ করলেন।যদিও নাটকটি দেখা হয়নি।তবে দেখবো আশাকরি। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

নাটকটি দেখলে আশা করি উপভোগ করতে পারবেন। ধন্যবাদ আপু আপনাকে 🌻🦋

 last year 

খুব সুন্দর একটি নাটকের রিভিউ দিয়েছেন আপনি। যদিও নাটকটি দেখেনি পুরো নাটকের রিভিউ পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে যার সন্তান নেই একমাত্র সে বোঝে সন্তান না থাকার যন্ত্রণা। যাইহোক সময় করে নাটকটি দেখার চেষ্টা করব। সুন্দর একটি নাটকের শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

জি, যার সন্তান নেই তারাই আসলে বুঝে সন্তান না থাকার অনুভূতিটা কেমন। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

 last year 

যাদের সন্তান হয় না শুধু তারাই এই কষ্টটা বুঝতে পারে তাছাড়া একটি সন্তানের জন্য যে মানুষ কত ধরনের চেষ্টা করে তা বলে বোঝানো যায় না কিছু কিছু ক্ষেত্রে সন্তান না হলে সংসার ভেঙে যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা সন্তানের কাছে হেরে যায় না। তেমনটি এই নাটকে দেখিয়েছে। খুব ভালো লাগলো আপনার রিভিউ পড়ে। সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

 last year 

ধন্যবাদ আপু আপনাকে প্রাসঙ্গিক মন্তব্যের জন্য 🦋

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভাই আপনি আজকে বেশ সুন্দর একটা নাটক রিভিউ করেছেন। যদিও বর্তমান সময়ে এসব নাটকগুলো আমি তেমন দেখি না। কেন জানি অতীতের নাটক গুলো বেশি ভালো লাগে। প্রতিটা সন্তান যখন বাবা হয় তখন সে বুঝতে পারে সন্তানের মর্ম। আর সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনা এটা মানুষের জন্য আল্লাহ নেয়ামত। আপনার নাটকটি পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

অতীতের নাটকগুলোর কনসেপ্ট ভালো ছিল। তবে বর্তমানের কিছু নাটকের গল্প ভালো। তার মধ্যে এটি একটি। আশা করি ভালো লাগবে দেখলে।

 last year 

মুশফিক ফারহান এবং তানজিন তিশা অভিনীত কলিজার আধখান নাটকের রিভিউ দেখে মনে হচ্ছে নাটকটি খুবই ভালো হবে।এই নাটকটি এখনো আমি দেখে নিই। তবে নাটকটি শিগগিরই দেখার চেষ্টা করব। কারণ মুসাফিক ফারহান আমার অনেক প্রিয় একজন অভিনেতা।ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি নাটকের এত সুন্দর একটি রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

হ্যা ভাই। দেখতে পারেন নাটকটি। অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 last year 

খুবই সুন্দর একটি নাটক রিভিউ করেছেন আপনি ৷ এই নাটকটি আমি এখনো দেখিনি৷ তবে আমি এ নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷ মুশফিক ফারহান এবং তানজিন তিশার নাটক আমি অনেক বেশি পরিমাণে পছন্দ করি৷ তবে সময়ের কারণে এ নাটকটি আমি এখনো দেখে নিতে পারিনি৷ সময় করে আমি এই নাটকটি দেখব৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি নাটকের রিভিউ দেওয়ার জন্য৷

 last year 

জি ভাই। নাটকটি সামাজিক। দেখলে আশা করি ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59596.75
ETH 2659.83
USDT 1.00
SBD 2.45