কয়েকটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ10 months ago

15-11-2023

০১ অগ্রহায়ণ , ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো ভালো থাকতে পারাটাই সবথেকে বড় কথা! আমাদের ভালো থাকাটাও নির্ভর করে পারিপার্শ্বিক অবস্থার উপর। যাক, আজ চলে এলাম ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আসলে বাহিরে বের হলেই ফটোগ্রাফি করা হয়। দুদিন ধরে শরীরটাও একটু ভালো লাগছে। তাই গতকাল গ্রামের আশেপাশটা একটু ঘুরে দেখার চেষ্টা করলাম। গ্রামের নির্মল প্রকৃতি কি ভালো না লাগতে পারে! আজকের ফটোগ্রাফির মাধ্যমে গ্রামের কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করলাম।

ফটোগ্রাফিঃ০১

IMG20231113154646.jpg

Device:Oppo A12
Location:Nandail,Mymensingh


গতকাল বিকেল বেলায় সাইকেল নিয়ে বেরিয়েছিলাম গ্রামটাকে দেখার জন্য! অনেকদিন ধরেই ইট ভাটা দেখা হয় না। আমাদের গ্রাম থেকে একটু দূরেই একটি ইট ভাটা! এটি গারোয়া সড়কের বিপরীত পার্শ্বে অবস্থিত ছিল। বিকাল বেলা তখনও অনেক রোদ ছিল। সাড়ি সাড়ি দেখতে পেলাম অনেক ইট সাজানো। সেগুলো পুরানোর জন্যই তৈরি করা হয়েছে। ইট ভাটা নিয়ে একটা ভিডিও করেছি, কিভাবে ইট তৈরি করে দেখলেই বুঝতে পারবেন।


ফটোগ্রাফিঃ০২

IMG20231111070307.jpg

Device:Oppo A12
Location:Nandail,Mymensingh


সকাল সকাল কুয়াশার দেখা পাওয়াটা এখন স্বাভাবিক ব্যাপার! ঘাসের উপর অনেক কুয়াশাই জমতে দেখা যায়। সকালে হাটঁতে বের হওয়ার সময় দেখলাম ঘাসের উপর শিশির কণা জমে আছে। ঠিক পাশেই ছিল একটি ঘাসফুল। দেখতেও ভালো লাগছিল।


ফটোগ্রাফিঃ০৩

IMG20231113161151.jpg

Device:Oppo A12
Location:Nandail,Mymensingh


গ্রাম দেখতে বেরিয়েছিলাম তখন দেখতে পেলাম ধানের জমিগুলো সোনালী বর্ণ ধারণ করেছে। তার মানে ইতোমধ্যে ধান কাটার ধুম পরে গেছে। গ্রামে এই সময়টা কৃষকদের ব্যস্ততার মধ্যে দিয়েই যাবে। কয়দিন পর জমিগুলো ফাকাঁ পরে থাকবে।


ফটোগ্রাফিঃ০৪

IMG20231113161032.jpg

Device:Oppo A12
Location:Nandail,Mymensingh


আসলে দিনদিন রাস্তা ঘাট উন্নত হচ্ছে। ছবিতে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিছুদিন আগেও বেহাল দশা চলা! এটি গারোয়া সড়ক হয়ে সিস্টোর বাজার অবধি চলে। জনাব এমপি সাহেবের বাসায়ও ঐদিকে। কিন্তু অনেকদিন পর অরক্ষিত ছিল রাস্তাটি বলতেই হয়। গতকাল যখন দেখলাম রাস্তাটি পিচঢালা করে নির্মাণ করা হয়েছে তখন ভালোই লাগছিল। মানুষের যাতায়াতেরও সুবিধা হয়েছে অনেক।


ফটোগ্রাফিঃ০৫

IMG20231113160502.jpg

Device:Oppo A12
Location:Nandail,Mymensingh


শীতের সময়ে সবজি বেশি সবজি চাষ হয়। বিশেষ করে অনেক রকমের শাক পাওয়া যায়। রাস্তার পাশেই দেখলাম একটি জমিতে মূলার শাক চাষ করছে। এখনও শাকগুলো ছোট, বড় হলে খাওয়া যাবে।


ফটোগ্রাফিঃ০৬

IMG20231113160356.jpg

Device:Oppo A12
Location:Nandail,Mymensingh


ইট ভাটার প্রধান জ্বালানি কয়লা। ইট পুরাতে হলে অনেক কয়লার দরকার হয়। ইট ভাটার পাশেই দেখলাম অনেক বড় কয়লার স্তূপ। ইট পুড়ানোর জ্বালানি হিসেবে আগেই সংরক্ষণ করে রেখে দিয়েছে।


ফটোগ্রাফিঃ০৭

IMG20231113154450.jpg

Device:Oppo A12
Location:Nandail,Mymensingh


ধান কাটা শেষ! একেবারে ধান নিয়েই বস্তা করে বাড়ি যাবে। তাই তো জমিতেই ধান সংগ্রহ করছে কয়েকজন কৃষক! আসলে ছোটবেলায় দেখতাম আমাদেরও এভাবে ধান সংগ্রহ করতো। এখন তো অনেক প্রযুক্তির বের হয়েছে। ধান সংগ্রহ করাটাও সহজ হয়েছে।


DeviceOppo A12
Photogrpher@haideremtiaz
LocationNandail, Mymensingh

আজ এই পর্যন্তই। আশা করছি ফটোগ্রাফিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলেই আমার ফটোগ্রাফি করাটা স্বার্থক! সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🍀🦋



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 10 months ago 

সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া তবে আমার কাছে প্রকৃতির মনোরম দৃশ্যের টাই বেশি ভালো লেগেছে। যাই হোক আপনার শেয়ার করার কিছু ফটোগ্রাফি আজকে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আপনার ফটোগ্রাফি কিন্তু দারুণ হয় ভাই। মাঝে মাঝেই দেখি। যাক, আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই 🍀

 10 months ago 

ফটোগ্রাফি করতে ও দেখতে আমি অনেক বেশি পরিমানে ভালোবাসি। আর আজকে আপনি সেরকমই কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। এর মধ্যে সবগুলো ফটোগ্রাফি আমার অনেক পছন্দ হয়েছে। বিশেষভাবে আপনি যে ঘাসের উপর কুয়াশার ফটোগ্রাফি শেয়ার করেছেন তা আমার অনেক পছন্দ হয়েছে।

 10 months ago 

চেষ্টা করেছি ভাই সুন্দরভাবে ফটোগ্রাফি করার। আপনার কাছে ঘাসের উপরের ফটোগ্রাফিটি ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🍀

 10 months ago 

ভাইয়া আপনি খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ইট ভাটা, সোনালী ধানের ক্ষেতে,পাকা রাস্তা,সবজির জমি সহ প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। অনেক দিন পর গ্ৰামের এই দৃশ্য গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনাকেও ধন্যবাদ আপু, চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য 🍀

 10 months ago 

গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যগুলো সত্যিই মনোমুগ্ধকর। খুব সুন্দর কিছু ফটোগ্রাফি
আজ শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। ইট কিভাবে তৈরি করা হয় এটা দেখি নি কখনো তবে প্রসেসটা আব্বুর মুখে শুনেছি ছোটবেলায়। আপনার ভিডিওতে দেখতে পারবো আশা করি। ধান কাটা শেষে কৃষকের ফটোগ্রাফিটা বেশ ভালো লাগছে দেখতে।

 10 months ago 

হুমম, ইট তৈরি করার ভিডিওটা করেছি । খুব শীঘ্রই শেয়ার করবো আপনার সাথে 🍀

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

৭ নং ছবিটা এখন গ্রাম বাংলার চিত্র। কৃষকের ঘরে ঘরে এখন আনন্দ। নতুন ধানের মৌ মৌ গন্ধ। এই সময়টা আমাকে গ্রাম বেশ টানে। আপনার ছবি গুলো সুন্দর হয়েছে।গ্রাম বাংলার চিরায়ত রুপ তুলে ধরেছেন আপনি। ছবি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

জি আপু,নতুন ধানের গন্ধটাই অন্যরকম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু 🍀

 10 months ago 

আপনি আজকে বেশ দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটা ফটোগ্রাফি ভালো ছিল তবে প্রথম এবং শেষের ফটোগ্রাফি টা আমার কাছে বেশি ভালো লেগেছে। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

জি, আপনাকেও ধন্যবাদ ভাই চমৎকার একটি মন্তব্য করে পাশে থাকার জন্য 🍀

 10 months ago 

যেহেতু দুই দিন ধরে শরীরটা ভালো লাগছে, তাই ঘুরাঘুরি করার জন্য বের হয়ে ভালোই করেছেন। আসলে বাহিরে বের হলে মনটা একেবারে ভালো হয়ে যায়, বিশেষ করে প্রাকৃতিক পরিবেশের মাঝে গেলে। আপনি বেশ কয়েকটা রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন, যেগুলো অনেক ভালো লেগেছে দেখে আমার কাছে। আমার তো মনে হচ্ছে গ্রাম বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনি ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন।

 10 months ago 

জি আপু, শরীর ভালো না থাকলে কোনো কিছুই করতে ভালো লাগে না। অসংখ্য ধন্যবাদ আপু 🍀

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54610.81
ETH 2293.78
USDT 1.00
SBD 2.35