মূর্খের সাথে তর্কে জড়াতে নেই!

in আমার বাংলা ব্লগlast month

28-04-2024

১৫ বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


communication-1082657_1280.webp

copyright free image from pixabay

কেমন আছেন সবাই? আশা করছি তীব্র গরমে সবাই ভালো থাকার চেষ্টা করছেন। আশা সেটা না করে আপাতত কোনো উপায় দেখছি না। একে তো কারেন্ট থাকে না তারউপর অসহ্য রকমের গরম। কয়েক জায়গায় দেখলাম বৃষ্টির জন্য দোয়া হয়েছে। আশা করছি আল্লাহ তায়ালা আমাদের হতাশ করবেন না। যাইহোক, আজকে কিছু কথা শেয়ার করতে চলে এলাম।

কথায় আছে, " মূর্খ যদি মাথায় রয়, জ্ঞানীর কি আর কদর হয়! " আসলে আমাদের সমাজে কয়েক রকমের মানুষ বসবাস করে। আমি যদি দুটি শ্রেণীতে বিভক্ত করি তাহলে একটা হবে শিক্ষিত লোক আরেকটা হবে অজ্ঞ লোক বা নিরক্ষর! কিন্তু কথা হচ্ছে দুই শ্রেণীর লোকের মাঝেই মূর্খতা দেখা যায়। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন। শিক্ষিত লোক হয়েও অনেকেই মূর্খদের মতো কথা বলে। আর মূর্খতার প্রমাণ পাওয়া যায় তার কথার মাধ্যমেই। আমার মা সবসময় একটা কথা বলে, কথার আঘাত ছুরির আঘাতের চেয়েও মারাত্বক! " আর মূর্খ লোকদের প্রধান অস্ত্রই হলো তাদের কথা। আপনাকে এমন কটু কথা বলবে আপনি আঘাত পেয়ে যাবেন। এমন মানুষ অনেক আছে। যারা কথার মাধ্যমেই মানুষকে আঘাত করে বেশি। কিন্তু তারা এটা বুঝতে চাই না যে, তারা সবচেয়ে বেশি মূর্খ!

মূর্খ লোকেদের সাথে দেখবেন কথা বলে আপনি পারবেন না। আপনি যদি তাদেরকে দুটো কথা শুনান। তারা আপনাকে চারটা কথা শুনাবে। তাদের মুখের ভাষাও হয় জঘণ্যরকমের। বিশেষ করে গ্রামের দিকেই এ চিত্রগুলো দেখা যায়। শহরেও যে দেখা যায় না এমনটা নয়, শহরেও দেখা যায়। একটা ঘটনা শেয়ার করি। আমাদের বাড়ির পাশেই একটা পরিবার আছে। বলতে গেলে তারা সবাই নিরক্ষর! সে বাড়িতে প্রতিদিনই কোনো না কোনো কারণে ঝগড়া হতোই! তো একদিন আমাদের সাথে সামান্য একটা বিষয় নিয়ে ঝগড়া লেগে গেল! জাস্ট ড্রেনের পানি নিয়ে। আর সেটার জন্য আমার মা বাবাকে যা বলার বলছে! আমি মা বাবাকে শুধু বলছিলাম শুধু চুপ থেকে সেখান থেকে চলে আসার জন্য! আসলে এমন মূর্খ লোকদের সাথে কথা বললে নিজেরই সম্মানহানি হবে!

তার চেয়ে ভালো কথা না বলে শুধু শোনা! যতক্ষণ পারে বলতে থাকুক! ওদের সাথে কথা বললে আরও কথা বাড়াবে। অকাট্য ভাষায় গালিগালাজ শুরু করে দিবে। আপনি যদি একজন জ্ঞানী মানুষ হয়ে থাকেন কখনোই এমন লোকদের সাথে কথা বলতে যাবেন না! জ্ঞানী লোকেরা সবসময় চুপ থাকে। আর তাদের প্রধান অস্ত্রই চুপ থাকা। অনেকেই আবার চুপ থাকতে পারে না। রাগের মাথায় মূর্খদের সাথেও অনেক রকমের কথা বলে ফেলে। এতে করে আপনিও কিন্তু মূর্খতার প্রমাণ দিয়ে দিচ্ছেন! তারা চাই তাদের লেভেলে আপনাকে নামাতে! আপনিও তাদের মতো মূর্খতার পরিচয় দিন!

আসলে জীবনে অনেক রকমের মানুষকে দেখেছি। আমার কিছু ফ্রেন্ডকেও দেখছি। আসলে তাদের সাথে কথা বলে পারা যায় না। তারা যেভাবেই হোক তর্কে জিতবেই। আমি স্বভাবতই কম কথা বলতে পছন্দ করি! কারো কথায় বলতে গেলে তেমন পাত্তা দেয় না। যে যায় বলুক আমি জানি কেমন আমি! তবে এমন বন্ধুদের থেকে চেষ্টা করি সবসময় দশহাত দূরে থাকতে! হুদাই সস্তা কথার সময় কি আছে! তাদেরকে বুঝায়লে দেখবেন আপনাকেই উল্টা বুঝায় দিবে! তার চেয়ে ভালো তাদের থেকে দূরে থাকা। তো আমি এটাই বলবো, জীবনে আর যায় করেননা কেন! মূর্খের সাথে তর্কে যাবেন না! আপনার সম্মানহানি তো হবেই সাথে আপনাকেও ছোট বানাবে।



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 last month 

ঠিক বলেছেন ভাইয়া মূর্খের প্রধান হাতিয়ার আজেবাজে কথা।মূর্খ লোকের সাথে কখনো তর্ক করতে নেই।আপনার পাশের বাড়ির লোকেরা সামন্য বিষয় নিয়ে অনেক কয়া শুনিয়েছে বুঝতে পারলাম।আপনি চুপচাপ থেকে ভদ্রতার পরিচয় দিয়েছেন। ঠিক বলেছেন অনেক মানুষ আছে তর্ক করবে এবং তর্কের মাধ্যমে জেতার চেষ্টা করবেই।ধন্যবাদ পোষ্টটি শেয়ার করার জন্য।

 last month 

তর্কে জেতার চেষ্ট করা মানে নিজেকেও মূর্খতার পরিচয় দেয়া আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 
 last month 

আসলেই ভাই মূর্খ মানুষদের সাথে তর্কে যাওয়াই ভালো। কারণ যেহেতু আমি সব কিছুই জানি তাই শুধু শুধু মূর্খ লোকদের সাথে কথা কাটাকাটি করে নিজের সময় নষ্ট করা। আর হ্যাঁ আপনার আম্মু ঠিকই বলেন আসলেই মার খেলে যতনা কষ্ট লাগে তার থেকে বেশি কিছু কিছু কথা শুনলে লাগে। যাইহোক ধন্যবাদ ভাই এই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

আসলেই ভাইয়া, মার খাওয়ার থেকেও কথার আঘাত মারাত্মক! অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি বিষয় নিয়ে পোস্ট লিখে শেয়ার করেছেন। আমিও আপনার কথা একদম একমত আসলে জ্ঞানী লোকেরা কখনো কারোর সাথে তর্কে জড়াতে চায় না। আপনি আপনার বাবা মাকে চুপ থাকতে বলেছিলেন এটাই বেশ বড় মানসিকতার পরিচয় দিয়েছেন ভাই। আসলে আমিও চাই না কখনো কারো সাথে গ্যাঞ্জাম বা তর্ক সৃষ্টি করতে। সব সময় নিজের মতো করে চলার চেষ্টা করবেন তাহলে জীবন সুন্দর ও শুক্রবার হবে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

নিজের মতো করে চলাটাই ভালো ভাই। এতে করে কারো সমালোচনার শিকারও হতে হয় না

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আপনার মা একদম ঠিক কথাই বলে ভাইয়া, কথার আঘাত ছুড়ির আঘাতের থেকেও ভয়ঙ্কর। এজন্যই তো মূর্খদের সাথে তর্কে জড়াতে হয় না। তারা এমন সময় এমন কথা বলে বসবে তখন নিজের মান সম্মান নিয়ে টানাটানি চলে আসবে। আপনার শেয়ার করা এই শিক্ষামূলক পোস্ট আমার কাছে খুবই ভালো লাগলো।

 last month 

কথার আঘাত আসলেই মারাত্মক ভাইয়া। মূর্খদের প্রধান হাতিয়ারই সেটা।

 last month 

বর্তমানে সবাই কথায় জিততে চায়।তেমনি আপনার কিছু বন্ধুরাও।আর আপনার বাবা মায়ের সঙ্গে ঘটনা পড়ে আমাদের সঙ্গে হওয়া এমন ঘটনা মনে পড়ছে।আমাদের বাড়ির পাশেও এমন মূর্খ ফ্যামিলি রয়েছে।যারা শিক্ষিত মানুষকে দেখতে পারে না আর টাইম কলের জল নিয়ে ঝামেলা করে।বুঝিয়ে দিলেও বোঝার চেষ্টা করে না তাই মৌনতা পালন করাই ভালো।ঠিকই বলেছেন ভাইয়া, সুন্দর বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

 last month 

একদম দিদি। মৌনতা পালন করাই ভালো। এদের থেকে যত দূরে থাকা যায় তত ভালো।

 last month 

জী ভাইয়া আপনি ঠিক বলেছেন। মূর্খের সাথে তর্কে জড়ানো মানে নিজেকে অপমান করা। আপনি যতই ভালো করে একটি বিষয় বুঝাবেন সে বুঝতে চাইবে না। সে নিজে যেটা বুঝবে সেইটাই সাপোর্ট করবে। তাই তো বলা হয় মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রুও ভালো। ধন্যবাদ।

 last month 

তো বলা হয় মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রুও ভালো।

একদম যথার্থ বলেছেন আপু

 last month 

শিক্ষিত হয়েও যারা মূর্খদের মতো কথা বলে, তারা মোটেই সঠিক শিক্ষায় শিক্ষিত নয় ভাই। আর এটা একেবারেই সত্যি কথা যে, মূর্খদের প্রধান অস্ত্রই হলো তাদের কথা। তাই যারা প্রকৃত জ্ঞানী মানুষ তারা এই সকল মানুষদের সাথে তর্ক না করে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। আমাদের আশেপাশেও এরকম আমাদের বন্ধুবান্ধব, প্রতিবেশী, আত্মীয়-স্বজন রয়েছে যাদের সাথে তর্কে জেতা যায় না। এদের থেকে সব সময়ই দূরত্ব বজায় রাখা উচিত।

 last month 

আমি দাদা সবসময় এদের থেকে দূরে থাকার চেষ্টা করি। কারণ আমি নিজেই কথা বলতে পারি না।

 last month 

আমি দাদা সবসময় এদের থেকে দূরে থাকার চেষ্টা করি

এটা আপনি অনেক ভাল কাজ করেন ভাই।

 last month 

জ্বি দাদা 🌸

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.12
JST 0.030
BTC 69681.57
ETH 3699.44
USDT 1.00
SBD 3.25