অর্থই অনর্থের মূল!

in আমার বাংলা ব্লগ2 months ago

07-04-2024

২৪ চৈত্র , ১৪৩০ বঙ্গাব্দ


🌼 আসসালামুআলাইকুম সবাইকে 🌼


book-7431063_1280.jpg

pixabay

কথায় আছে-

যদি না থাকে কামাই,
মা কয় না পুত,
শ্বাশুড়ি কয় না জামাই!

গ্রামের প্রচলিত এ কথাটি একদম যথার্থ। আসলে আপনি খেয়াল করেই দেখেন, অর্থ না থাকলে কারো কাছেই মূল্য পাওয়া যায় না। না পরিবার, না সমাজ এমনকি দেশের কাছেও। আপনার অর্থ থাকলে আপনি মূল্য পাবেন সব জায়গায়। এই অর্থের জন্যই কেউ পাড়ি জমায় বিদেশে, কেউ পাড়ি জমায় অতল সাগরে। জগতে টাকার জন্যই এতো কিছু। টাকা আছে বলেই আবার মানুষ মানুষকে কদর করে। যার টাকা বেশি সমাজের মানুষ তাকে বেশি শ্রদ্ধা করে। আবার যার টাকা নেই, সমাজের মানুষ তার কাছ থেকে দূরে থাকে। কারণ যার কাছে গেলে কিছু পাওয়া যাবে তার কাছে তো যাবে মানুষ। এই টাকার জন্যই গরিব-ধনীর মাঝে এতো ব্যবধান। টাকার জন্যই একেকজনকে আমরা ধনী বলে আখ্যায়িত করছি সমাজে। আবার টাকার জন্যই একশ্রেণীর লোককে বলছি গরিব।

সমাজ যেমন টাকা ছাড়া কিছু বুঝে না। তেমনি পরিবারও টাকা ছাড়া কিছু বুঝে না। ধরুন, আপনার পরিবারে আপনি এবং আরেক বড় ভাই আছে। আপনার বড় ভাই ভালো পড়াশোনা শেষ করে ভালো একটা জায়গায় চাকরি করছে। মাসে মাসে পরিবারে টাকা দিতে পারছে। অন্যদিকে, আপনি পড়াশোনা শেষ করে এখনো চাকরি পাচ্ছেন না। মা-বাবাকেও মাসে মাসে টাকা দিতে পারছেন না। দেখবেন আপনি ধীরে ধীরে পরিবারের চোখে মূল্যহীন হয়ে যাবেন। পরিবার বুঝে যে টাকা দিতে পারে তারই মূল্য বেশি। ভালো ভালো খাবার দেখবেন আপনার বড় ভাইকেই দিবে। চাকরির ছুটিতে বাসায় আসলে তাকেই বেশি আদর করবে মা বাবা। এই টাকার জন্যই একই পরিবারের দুই সদস্যের মাঝে বৈষম্য তৈরি হয়। একজন হয়ে যায় আরেকজনের শত্রু।

টাকার জন্যই মানুষ মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না। ভাইয়ে ভাইয়ে দ্বন্ধ হয়, বাবা-পুত্রের মাঝে দ্বন্ধ! এই অর্থই আবার অনর্থের মূল। সবকিছুর পেছনে দেখবেন অর্থের বিষয়টা জড়িয়ে আছে। একটা গবেষণায় তো দেখা গেছে, বেশিরভাগ স্বামী-স্ত্রীর সংসার ভাঙনের পিছনে অর্থই দায়ী। মানে হচ্ছে স্বামী টাকা আয় করতে পারে না। ঠিকমতো বউয়ের ভরণপোষণ করাতে পারে না। আর এটা নিয়েই প্রতিনিয়ত ঝগড়া হতে থাকো দুজনের মাঝে। একটা পর্যায়ে এসে সংসার ভেঙে যায়। এমন উদাহরণ হাজারটা পাবেন আশেপাশে। আমি নিজের চোখেই দেখেছি! স্বামী আয় করতে পারে না বলে বউ স্বামীকে রেখে চলে গেছে। বিশেষ করে গ্রামের দিকে ঘটনাগুলো বেশি ঘটে। আবার, যৌথুকের জন্যও অনেক স্বামী তার স্ত্রীকে তালাক দিচ্ছে। হরহামেশাই সংসার ভেঙে যাচ্ছে। সবকিছুর পিছনে এই টাকাই চলে আসছে।

জীবনে আসলে অর্থের প্রয়োজন আছে। এটা আমাদের সবাইকেই মানতে হবে। তবে অর্থের নেশায় আমরা যেন অন্ধ হয়ে না যায় সে দিকে খেয়াল রাখা জরুরি। অর্থই কিন্তু সব না। এই যে সামান্য টাকার জন্য মারামারি,হানাহানি, একে অপরের মাঝে ভেদাভেদ তৈরি করছেন এর ফলটাও কি ভালো হয় শেষে! একটা পর্যায়ে আপনি অর্থ পাবেন ঠিকই কিন্তু জীবনের মূল্যবান কিছু হারিয়ে। তবে বাস্তব কথা হলো, সমাজ, পরিবার, রাষ্ট্র আমাদের শিখিয়েছে অর্থ ছাড়া কোনো মূল্য নেই তোমার! অথচ অর্থের মাধ্যমে একজন মানুষ কতটা মূল্যবান আর মূল্যহীন সেটা কি আদৌ পরিমাপ করা যায় আমার জানা নেই।

অর্থের কারণেই অন্যায়-অত্যাচার প্রতিনিয়ত বাড়ছে। চোরে চুরি করছে, ডাকাত ডাকাতি করছে, দালাল দালালি করছে। সবকিছুর পিছনে অর্থ! অর্থের কু-প্রভাব মানুষকে বিবেকহীন করে দেয়। মানুষের মাঝে তৈরি করে হিংসা-বিদ্বেষ। তো আমাদের জীবনে অর্থের দরকার আছে সেটা ঠিক তবে সেটা যেন আমাদের জীবনে কু-প্রভাব ফেলতে না পারে সেদিকটাই লক্ষ্য রাখতে হবে। আমাদের যেটুকু আছে সেটা নিয়েই যেন সন্তুষ্ট থাকতে পারে। তবেই আমাদের জীবন হবে সুন্দর ও সহজ।



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 months ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

বর্তমানে দুনিয়াতে টাকাই সব আর টাকা দিয়ে সবকিছুই করা যায়। বেশ সুন্দর একটি শিক্ষনীয় পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাই পড়ে ভালো লাগলো। যার কাছে টাকা আছে সে মায়ের ভালো সন্তান হতে পারে যার কাছে টাকা আছে সে বউয়ের কাছে ভালো স্বামী হতে পারে যার কাছে টাকা আছে সে বাচ্চার কাছে ভালো বাবা হতে পারে। এক কথায় বর্তমানে টাকাই সব। আবার অর্থের কারণেই মানুষ অত্যাচার চুরি-ডাকাতি ছিনতাই সবকিছু করছে। অর্থ না থাকলে এসবের কিছুই হত না। সেজন্যই বলা যায় অর্থই অনর্থের মূল। আপনার পোস্ট বেশ সুন্দর হয়েছে ভাই।

Posted using SteemPro Mobile

 2 months ago 

অর্থের জন্যই এতো কিছু ভাই দুনিয়াতে। অর্থ না থাকলে কেউ কাউকে চিনে না। এই অর্থের জন্য মানুষে মানুষে ভেদাভেদ তৈরি হয়েছে

 2 months ago 

অর্থ না থাকলে, কেউ কাউকে পরিচয় দেয় না পাশে থাকে না। প্রতিটা মানুষ স্বার্থের মধ্যে সীমাবদ্ধ। আপনার যদি ভালো একটা জব থাকে তাহলে আপনার পাশে সবাই আছে। আপনি যখন ইনকাম করবেন তখন আপনার সাথে সবাই কথা বলবে। আপনি যখন বেকার বসে থাকবেন আপনার সাথে কথা বলতেও ভয় পাবে মানুষ। এই কারণেই ভয় পাবে যদি কিছু চেয়ে বসে। জীবনে ভালো থাকার জন্য অর্থ গুরুত্বপূর্ণ অতঃপর সৃষ্টিকর্তার রহমত। এই যে মানুষ বলে যে টাকা সুখ দিতে পারে না, টাকা যদি থাকে তাহলে ভালো রেস্টুরেন্টে গিয়ে মন এমনিতেই ভালো হয়ে যাবে। কিন্তু ভাই টাকা যদি না থাকে এই দুনিয়া কি? কষ্টকর বাস্তবতা দেখলেই বোঝা যাবে. টাকার জন্য মানুষ মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না ভাই এটাই বর্তমান দুনিয়া।স্বামীর ইনকাম নাই সংসার ভেঙে যায়। এজন্যই বলতেছি পুরুষরা তোমরা টাকা কামাও। টাকা তোমাদের সুখ এনে দেবে। সৃষ্টিকর্তার রহমত প্রয়োজন। সুন্দর আলোচনা করেছেন।

Posted using SteemPro Mobile

 2 months ago 

পুরুষ মানেই টাকা আয় করতে হবে। পুরুষ মানুষের পকেটশূন্য মানে দুনিয়া অন্ধকার। আর সেসময় কাউকেই পাশে পাওয়া যায় না আসলে।

 2 months ago 

অনেক সুন্দর কিছু কথা আজকের পোস্টে তুলে ধরেছেন ভাইয়া।আসলেই অর্থই অনর্থের মূল।এই অর্থ ছারা যেমন জীবন চলে না আবার এই অর্থেই মানুষ কে অমানুষ তৈরি করে কিংবা বিপদে ফেলে।অর্থের কারনে মা,বাবা,ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায়।অর্থ জীবনে দরকার তবে এমন অর্থও দরকার নেই যার জন্য জীবনটা নরকে পরিনত হয়।ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু কথা আমাদের সাথে ভাগ করে জন্য।

 2 months ago 

একদম ঠিক বলেছেন আপু! এমন অর্থ জীবনে দরকার নেই যেটার জন্য জীবনটাই অন্যরকম হয়ে যায়।

 2 months ago 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে আমাদের জীবনে অর্থ থাকা যেরকম গুরুত্বপূর্ণ তেমনি অর্থের কারণে অনেক ধরনের খারাপ কাজের সম্মুখীন হতে হয়৷ মানুষের জীবনের মূল্য যেরকম অর্থ দ্বারা এখন করা হয় তেমনি যদি তার কাছে সে অর্থ না থাকে তাহলে তাকে কোন ধরনের মূল্যায়ন করা হয় না৷ একইসাথে যদি সেই অর্থ বিপুল পরিমাণে হয়ে যায় এবং সে যদি তার খারাপ ব্যবহার করতে থাকে এবং মানুষের সাথে বিভিন্নভাবে খারাপ পরিস্থিতির সৃষ্টি করে তাহলে সেটি তার জন্য একেবারেই খারাপ পরিস্থিতি নিয়ে আসবে৷

 2 months ago 

আপনি একদম ঠিক বলেছেন ভাই! অর্থই আসলে সবকিছু না।

 last month 

অর্থ হচ্ছে ক্ষনিকের সম্পদ মাত্র।

Posted using SteemPro Mobile

 2 months ago 

টাকার জন্যই ভাই ভাইয়ের শস্ত্রু, টাকার জন্যই অন্ধকারে হাত বাড়ায় সবাই। এটাই বাস্তবতা, এটাই নির্মমতা।

 2 months ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া। এই টাকার জন্যই দুনিয়াতে এতোকিছু 🙂।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 68797.43
ETH 3730.18
USDT 1.00
SBD 3.76